/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz ট্রাক বোঝাই ফেনসিডিল বাজেয়াপ্ত করল বাসুদেবপুর থানার পুলিশ West Bengal Bangla
ট্রাক বোঝাই ফেনসিডিল বাজেয়াপ্ত করল বাসুদেবপুর থানার পুলিশ

উত্তর ২৪ পরগনা: শ্যামনগর রাহুতা এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে পাঁচদিন ধরে দাঁড়িয়ে ছিল একটি পণ্যবাহী ট্রাক। শ্যামনগর বাসুদেবপুর থানার পুলিশ সন্দেহবশত ওই ট্রাকটিকে আটক করে রাখে। রবিবার সন্ধেয় ট্রান্সপোর্ট সংস্থার লোকজন আসে বাসুদেবপুর থানায়। তাদের উপস্থিতিতে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালায়।

তখনই পুলিশের নজরে আসে ডাবর কোম্পানির দ্রব্যাদির মধ্যে ১১ পেটি ফেনসিডিল লুকোনো আছে। পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদ থেকে ডাবর কোম্পানীর সামগ্রী নিয়ে ট্রাকটির হাওড়ার পাঁচলায় যাবার কথা ছিল। কিন্তু পাঁচদিন ধরে ট্রাকটি এক্সপ্রেসওয়ের ধারে দাঁড়িয়ে থাকায় তাদের সন্দেহ জাগে। যদিও এখনও পর্যন্ত ট্রাক চালকের কোনও খোঁজ নেই।

*RICE Education Shines Bright at its 15th Convocation, 2024*

SB News bureau: RICE Education, an epitome of educational excellence, is poised to host its 15th Convocation Ceremony today at Adamas Knowledge City, Barasat, Barrackpore Road, Kolkata, marking a significant milestone in its journey of fostering academic brilliance and shaping future leaders. With a legacy deeply rooted in dedication and innovation, RICE Education has consistently been a guiding force for aspirants preparing for state and central government competitive exams. 

We are the largest group in the whole of Eastern India in the domain of education. The Group started its journey around 40 years back with a small tutorial for State Level Competitive Examinations. Reaping the benefits of the courses at RICE, countless candidates from the state have managed to secure government jobs. Today, the name RICE Group is synonymous with success in Bengal.

Over the years, RICE Education has carved a niche for itself by providing comprehensive and meticulously designed courses that empower students to not only crack exams but also excel in their chosen fields. The institution's unwavering commitment to quality education is evident through the remarkable achievements of its students who consistently secure top ranks in various competitive examinations.

At the 15th Convocation, RICE Education takes pride in celebrating the success stories of its students, honoring those who have cracked state and central government exams with distinction. This convocation not only symbolizes academic achievement but also stands as a tribute to the institution's vision of creating a community of empowered individuals ready to make a positive impact on society.

Starting from WBCS to Railway, Banking, Insurance, School Service, LIC, Upper Division Clerk, PSC Miscellaneous, SSC, CGL, and various job exams, those who have studied at RICE and achieved success in their careers will be honoured with various awards from the institution's side.

The commencement of the 15th convocation will be marked by the ceremonial lighting of lamps, scheduled for Sunday, February 11th. Notable figures, including Professor Dr. Samit Ray, Chairman of the RICE Group, and other esteemed personalities, will grace the occasion with their presence at the Adamas Knowledge City campus.

Joining us as esteemed guests of honor are Mr. Debasish Sen, Ex-Additional Chief Secretary to the Govt. of West Bengal, IT & Electronics Dept; Ex-Chairman-Managing Director, WBHIDCO; Founder, New Bengal Consulting; Mr. Goutam Mohan Chakroborty, IPS (RETD), Former Commissioner of Police, Kolkata.

The event is set to be a momentous occasion celebrating the achievements of more than 1000 RICE successful alumni. Over 4000 students from different RICE Education branches are coming together at Adamas Knowledge City. Joined by their proud families, this event reflects the shared journey of learning, perseverance and achievement. 

The atmosphere is buzzing with excitement and pride as these hardworking students get ready to be acknowledged for their efforts. In the midst of eager faces, 200 special gifts represent appreciation for their dedication. 

RICE Education is proud to announce the felicitation of two exceptional achievers during the 15th Convocation. These top two outstanding students, showcasing remarkable excellence, will be felicitated with a significant reward—a brand new car. This goes beyond just a valuable gift; it's a sincere recognition of their outstanding achievements, inspiring not only them but also motivating the entire student community.

Amidst the festivities of the 15th Convocation at RICE Education, attendees are looking forward to a soul-stirring music performance by the renowned artist, Lagnajita Chakraborty. Her captivating melodies will add an extra layer of enchantment to the event and create an atmosphere of celebration and joy. RICE Education has organized captivating dance and music performances to celebrate the achievements of its students. 

Convocation is also an effort to inspire and motivate aspiring students. The interaction with the seniors provides a unique opportunity for attendees to gain insights into the journey of these high-achieving individuals. As they share their experiences, challenges, and success stories, this interaction aims to encourage and guide the next generation of learners towards their own paths of excellence.

As the ceremony goes on, you can feel the happiness and success all around. This momentous event, graced by the distinguished bureaucrats, and everyone coming together marks a meaningful moment. RICE Education is all about cheering on success and making sure everyone feels proud of what they have achieved.

The ceremony marks a significant milestone for RICE Education, which has grown exponentially since its inception in 1985. Today, it stands as an inspiration for aspirants seeking government jobs, impacting lives and transforming dreams into realities. Chairman Samit Ray's visionary leadership has played a pivotal role in steering RICE towards unprecedented success. 

In his inspiring words, he emphasizes how RICE has impacted countless lives across the country and has become a catalyst for positive change in the educational and professional landscape.

He expresses, “RICE has touched the lives of thousands, empowering them to reach for their dreams in the realm of government jobs. Our commitment to excellence has left an indelible mark on the aspirations of individuals from all walks of life. I invite everyone to join us and witness the culmination of these impactful journeys at the 15th convocation on February 11, 2024, Sunday, at the Adamas Knowledge City.”

Over the years, RICE has undergone a remarkable transformation. It all started back in 1985, in a modest room in Jatin Das Nagar, Belghoria. From those humble beginnings, we moved to a classroom on Feeder Road, and today, we proudly occupy the five-storey 'Dishari Bhawan'—a hub of offices and cutting-edge technology classrooms.

Our journey is intricately woven with the evolution of modernization and the triumphs in government job placements. As our success story unfolded, so did our footprint, reaching various corners of the state. With every new branch, our success stories became more diverse. From Kolkata to Darjeeling, the name of RICE resonates far and wide.

RICE has not only emerged as a premier institution for competitive exam coaching but has also earned trust as an esteemed educational establishment, etching a distinctive mark on the educational landscape of West Bengal.

সন্দেশখালির ঘটনায় বিজেপি ও সিপিএম কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে, পুলিশ সেটাই করবে কেননা তারা শাহজাহানের পয়সা লালিত-পালিত হয় বললেন বিজেপি রাজ্য স

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমানবন্দরে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, সন্দেশখালির ঘটনায় বিজেপি ও সিপিএম কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে, পুলিশ সেটাই করবে কেননা তারা শাহজাহানের পয়সা লালিত-পালিত হয়। পাশাপাশি আমরা মধ্যযুগীয় বর্বরতা দেখতে পাচ্ছি।

কারো স্ত্রীকে রাতে ডেকে নিয়ে সারারাত রেখে দিয়ে পরের দিন পৌঁছে দেওয়ার ঘটনায় পুলিশ ভাগ পায় কিনা আমাদের জানা নেই।

পুলিশ সেটাই করছে মানুষ যাতে মুখ খুলতে না পারে তাদের বক্তব্য না রাখতে পারে। যেভাবে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে বাঙালি চুপ করে বসে থাকে তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মহিলাদের সঙ্গে এমনটা করবে তৃণমূল কংগ্রেস।

শেখ শাহজাহানের নিখোঁজ প্রসঙ্গে,

শাজাহান কোথায় আছে পুলিশ জানে, শাজাহানই পুলিশকে নির্দেশ দিয়ে কাজ করাচ্ছে।শিবু হাজরা ও শাজাহান শেখকে খুঁজে পাবেনা।

যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে তখন গ্রেফতার করবে।

সন্দেশখালিতে বিজেপি কনভেনার বিকাশ সিংহকে গ্রেফতার প্রসঙ্গে,

বিকাশ সিং আমাদের ওখানে বহু পুরনো নেতা। তার স্ত্রী খুব চিন্তিত। আমরা শুনতে পাচ্ছিলাম তাকে নৌকায় করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এসপি বলেন বাধ্য নন। সম্পূর্ণভাবে অনৈতিক কাজ করছে পুলিশ।

সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা প্রসঙ্গে,সন্দেশখালি ঘটনা এমন একটা বাক্স খুলে দিয়েছে যেখানে তৃণমূলের প্রাণভোমরা লুকিয়ে আছে। তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় কিভাবে অত্যাচার করেছে তা সবার সামনে চলে এসেছে।

তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে তারা চাইছে না এটা সবার সামনে আসুন।

কিভাবে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের ওপর এ ধরনের অত্যাচার। এই বাংলার জন্য আমরা গর্ববোধ করি?মহিলাদের নিয়ে একটা কথা বলারও অধিকার নেই এই অভদ্র লোকেদের।

মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে না যাওয়া প্রসঙ্গে, মুখ্যমন্ত্রী ঘুমোচ্ছেন। মুখ্যমন্ত্রীর চিন্তা তার বাড়ির মহিলাদের নিয়ে আর কাউকে নিয়ে নয়।

রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা প্রসঙ্গে, সন্দেশখালীর ঘটনা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত সেই জন্য আমি আমার সমস্ত ট্যুর বাতিল করে কলকাতায় ফিরে এলাম। আমি ১৩ তারিখে ওখানে যাবো। ১২ তারিখে আমাদের বিধায়ক দল ওখানে যাবে।

আমাদের বিরোধী দলনেতা রাজ্যপালের কাছে গেছে তার হস্তক্ষেপের দাবি করে। কিন্তু রাজ্যপালের ক্ষমতায় সাংবিধানিক ভাবে সীমিত।আসল কাজ রাজ্য সরকারকে করতে হবে, জনগণ তাদের ভোট দিয়ে জিতিয়েছে।

শাহজাহান শেখকে ই ডি নোটিশ প্রসঙ্গে, এবারে না এলে ই ডি গিয়ে আদালতের সামনে বলবে।আদালতের উচিত নির্দেশ দেওয়া শাহজাহানের কান ধরে টেনে নিয়ে এসো। তারপর শুরু হবে খেলা।

সন্দেশখালিতে বিজেপি ও সিপিএমের উস্কানি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে,আমরা না হয় উস্কানি দিচ্ছি, কিন্তু মহিলারা যে কথাটা বলছে তার কি?

অন্যের স্ত্রীকে পার্টি অফিসে নিয়ে যাওয়া যায় তৃণমূলের নেতাদের মনোরঞ্জন করার জন্য?

বীরভূমে অনুব্রত শুভকামনা যজ্ঞ প্রসঙ্গে,যজ্ঞ চলুক আর যাই চলুক তার আর বিড়াল থেকে বাঘ হবার সম্ভাবনা নেই।হাজার টাকা দাও তৃণমূলের নেতাদের সঙ্গে রাত কাটাও। এই অফার চলছে।

হাজার টাকা দেবে লক্ষী ভান্ডারে আর তৃণমূল নেতাদের সঙ্গে রাত কাটাতে হবে।

রায়গঞ্জে জোড়া খুন, পুলিশি তৎপরতায় খুনি গ্রেপ্তার এক ঘণ্টাতেই

নিজস্ব প্রতিনিধি: শনিবার সাত সকালেই জোড়া খুন হয় রায়গঞ্জে। খুনিকে ধরিয়ে দিল নিজের স্ত্রীই। আজ সকাল দশটা নাগাদ হত্যাকারী রতন সরকারের স্ত্রী তার দাদাকে ফোন করে জানায় যে রতন কোথা থেকেও খুন করে বাড়িতে এসেছে গায়ে রক্তমাখা জামা কাপড়। মুহূর্তেই দাদা বাপ্পা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে পৌঁছায় তালা বন্ধ ঘর থেকে উদ্ধার হয় দুটি মৃতদেহ।

এরপর রতন সরকারের বাড়িতে গিয়ে তাকেও গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে জানা যায়, ঘটনার সূত্রপাত একটি গাড়ি বন্ধকি কারবার নিয়ে। বেশ কিছুদিন আগে রতনের কাছে এক লক্ষ টাকা ধার নিয়েছিল একটি চার চাকার গাড়ি বন্ধক রেখে পি ডব্লিউ ডি অফিসের গ্রুপ ডি সহকারী কর্মী বাপি সরকার ওরফে ডিস্কো। সেই টাকার সুদ সহ দেড় লক্ষ টাকার দাবিদার ছিল রতন।

টাকা ফেরত না পাওয়ায় শুক্রবার বাপিকে তুলে নিয়ে আসে তার বাড়ি থেকে রতন ও আরেক সহকারি বন্ধু তপন দে। সারারাত তপনের বাড়িতেই চলে তাদের বাদানুবাদ। এরপরেই শনিবার সকালে হঠাৎই উগ্র হয়ে ওঠে রতন সরকার। সে প্রথমে খুর চালিয়ে খুন করে বসে বাপি ওরফে ডিস্কোকে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সে খুন করে বন্ধু তপন দেকেও।

রানাঘাট কুপার্স ক্যাম্পে রেশন সামগ্রীর কালোবাজারি হাতে নাতে ধরে ফেলল এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি: রেশনের চাল এবং আটা সরকারি আধিকারিকদের কাছ থেকে ক্রয় করে চলে গোডাউন ভরাটের কাজ। কিন্তু সাধারণ মানুষ তাদের প্রাপ্য গম, আটা পায় না। নিম্নমানের রেশন সামগ্রী যখন সাধারণ মানুষদেরকে দেওয়া হচ্ছে, তখন সরকারি আধিকারিকদের কাছ থেকে উন্নত মানের রেশন সামগ্রী গোডাউনে মজুদ করার অভিযোগ উঠছে ,রানাঘাটের মধু বণিক নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। শুধু তাই নয় গোডাউনে দিনের পর দিন সাধারণ মানুষের রেশনের চাল, গম ,আটা প্রতিদিন গাড়ি গাড়ি মাল মজুদ করা হয় ওই গোডাউনে । কিন্তু সাধারণ মানুষ সেই রেশন সামগ্রী পায় না ।

অপরদিকে কালোবাজারি করে রেশন সামগ্রী কিনে কিভাবে তিনি গোডাউনে মজুদ রাখছে তাই নিয়েই উঠছে প্রশ্ন । যদিও রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে রানাঘাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালিয়েছে। তারপরেও দিনের পর দিন জনসমক্ষে এইভাবে রেশনের কালোবাজারি উঠে এলো নদীয়ার কুপার্স এলাকা থেকে। তবে স্থানীয় সূত্রে জানা যায় ,এই মজুদ করা চাল, গম ,আটা কালোবাজারি করে রাইস মিলে পাঠিয়ে দিচ্ছে ওই ব্যবসায়ী। আবার সেই সমস্ত রাইস মিল থেকে এই সামগ্রী পৌঁছে যাচ্ছে আবার ফুড সাপ্লাই অফিসে। তাতে করেই বড়সড়ো রেশন দুর্নীতির অভিযোগ তুলছেন এলাকাবাসীরা ।

এদিন এলাকার স্থানীয় বাসিন্দারা এই ঘটনা হাতে নাতে পাকড়াও করে ফেলে । দোকানের সামনে ভিড় করে গাড়ি সমেত রেশন সামগ্রী আটকে দেন এলাকাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলে সেখান থেকে পালিয়ে যায় সেই গোডাউনের মালিক মধু বনিক। তবে প্রশাসনের নাকের ডগা দিয়ে কিভাবে এইভাবে রেশন সামগ্রীর কালোবাজারি চলছে,তাই নিয়েই উঠছে প্রশ্ন । এলাকাবাসীর দাবি, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত দিয়ে রেখেছে বলেই দিনের পর দিন এইভাবে রেশন সামগ্রীর কালোবাজারি নদিয়া জুড়ে চলে আসছে। তাদের দাবি অবিলম্বে এই কালোবাজারি বন্ধ হোক ।এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য রেশন পাক ।যদিও এই ঘটনায় পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা ।

মালদহে আমবাগান গুলিতে মুকুল আসতে শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ থেকেই মালদহে আমবাগান গুলিতে মুকুল আসতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু গাছে ভালো মুকুলও এসেছে। এ সময় গাছের পরিচর্যা করা অত্যন্ত জরুরী। মুকুল আসার ঠিক আগে আগে, গাছের সঠিক পরিচর্যা করলে ভালো মুকুল ফোটে। জেলা উদ্যানপালন দপ্তরের কর্তারাও এখন কৃষকদের আমের গাছ পরিচর্যা করার পরামর্শ দিচ্ছেন।

আমবাগান গুলিতে গাছের শাখা প্রশাখা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে গাছের উপরে ধুলোবালি পোকামাকড় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। মুকুল ফিরতে অনেকটাই সুবিধা হবে। মুকুল ফোটার সময় কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না কাছে। এ সময় প্রতিটি আমবাগানের গাছের গোড়া গোল করে খুঁড়ে দিতে হবে। নিয়মিত সেখানে জল দিতে হবে সঙ্গে জৈব সার দিলে খুব ভালো।

জেলা উদ্যানপালন দপ্তরের কর্তারা বলছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ অথবা দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই মালদা জেলায় আমবাগান গুলিতে মুকুল ফিরতে শুরু করে। তাই এর আগে গাছের পরিচর্যা করা খুব জরুরী। মুকুল ফুটে গেলে অনেক সময় ম্যাংগো হপারের উপদ্রব বৃদ্ধি পায়। ম্যাংগো হপার এর উপদ্রব কমাতে কীটনাশক প্রয়োগ করতে হবে তাহলে গাছের মুকুল ভালো হবে আগামীতে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকবে।

নদীয়ার তাঁত শিল্প বিশেষ বরাদ্দ রাজ্য বাজেটে

নিজস্ব প্রতিনিধি: নদীয়া জেলা সফরে এসে তাঁত শিল্পীদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় নজির বিহীন বাজেট পেশ হয়, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি তাঁত শিল্পের উপরও নজর দিয়েছে। রাজ্য সরকার একাধিক প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। একইভাবে বরাদ্দ করা হয় তাঁত শিল্পের উপরও। এই নিয়ে সারা বাংলা তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা নদিয়া জেলার নেতা সনৎ চক্রবর্তী বলেন, " মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই বাস্তবায়িত হয়। বিধানসভায় বাজেট পেশ হওয়ার পর এটা সবাই বুঝে গেছে, আগামী দিনে তাঁত শিল্পীদের মুখে হাসি ফুটতে চলেছে, আর নতুন ছন্দে ফিরবে তাঁত শিল্প।"

জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা' বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগণা জেলা চেম্বার অব কমার্সের উদ্যোগে 'জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা' বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সভাগৃহে। অনুষ্ঠানটিতে পৌরহিত্য করেন উত্তর ২৪ পরগণা জেলার জেলাশাসক শারদ কুমার দ্বিবেদী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। উপস্থিত ছিলেন অপর সহ জেলাশাসকদ্বয় (নির্বাচন ও ভূমি ও ভূমি সংস্কার)। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির মহা প্রবন্ধক ও সংশ্লিষ্ট দপ্তরগুলির জেলা আধিকারিকরা।

জেলাশাসক তাঁর বক্তব্যে সর্বাধিক জনসংখ্যা সমৃদ্ধ এই জেলার পাঁচটি মহকুমায় ভৌগলিক অবস্থানে চাহিদাভিত্তিক শিল্প ভবিষ্যতের কথা তুলে ধরেন। তিনি তাঁর বক্ত্যবে জেলার সুন্দরবন সন্নিহিত অঞ্চলের মৌমাছি পালক বা আন্তর্জাতিক সীমায় অবস্থিত বনগাঁ মহকুমার হস্তশিল্পীদের উজ্বল সম্ভাবনার ছবি তুলে ধরেন। উদ্যোক্তাদের তরফে চেম্বার অবঔ কমার্সের সচিব ও সভাপতি দুজনেই উদ্যোগীদের সমস্যা সমাধানে জেলা প্রশাসনের তৎপরতা ও আন্তরিকতার প্রশংসা করেন। পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া বলেন, উদ্যোগীদের সমস্যা সমাধানে পুলিস প্রশাসন সর্বদা সাহায্য করবে।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোগী, হস্তশিল্পী ও বিভিন্ন ম্যানেজমেন্ট ও ইঞ্জিনীয়ারিং কলেজের ছাত্র ছাত্রীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন।

*প্রতীক দাহিয়া এবং রাকেশের সাফল্য গুজরাট জায়ান্টসকে প্লেঅফের সামনে পৌঁছে দিল*

খেলা

খবর কলকাতা: কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রো- কাবাডির ১০ ম সংস্করণের খেলায় বেঙ্গল ওয়ারিয়র্স গুজরাট জায়ান্টসের কাছে ৪১-৩২ এ পরাজিত হলো। ১৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে প্রো কাবাডি লিগের সিজন ১০ এর স্ট্যান্ডিংয়ে চতুর্থ স্থানে চলে গেল গুজরাট জায়ান্টস। বেঙ্গল খেলার শুরুটা ভালো করলেও তা ধরে রাখতে পারেনি বেশিক্ষন । পুরো ম্যাচেই গুজরাট তাদের আধিপত্য বজায় রেখে যোগ্য দল হিসেবেই জয় ছিনিয়ে নিয়েছে।

এর পরে বেঙ্গলের প্লে অফে যাওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়ালো। আজ কলকাতায় রাত ৮ টায় মুখোমুখি হচ্ছে, পাটনা পাইরেটস বনাম ইউ মুম্বাই এবং রাত ৯ টায় বেঙ্গল ওয়ারিয়র্স মুখোমুখি হবে তেলেগু টাইটানস এর। বেঙ্গল কি পারবে জয়ের লক্ষ্যে ফিরতে , সেটাই আজ দেখার বিষয় হয়ে থাকলো।

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

*বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির উদ্যোগে দিব্যাঙ্গ ভাই বোনেদের জন্য শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা*

খেলা

এসবি নিউজ ব্যুরো: বিশ্ববাংলা প্রতিবন্ধী সমিতির উদ্যোগে দিব্যাঙ্গ ভাই বোনেদের জন্য শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছিল শুক্রবার। এদিন রায়গঞ্জ পৌর বিনোদন পার্কে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক দিব্যাঙ্গ ভাই বোন অংশগ্রহণ করে।

বল ছোড়া, স্ক্র্যাচ দৌড়, বল কুড়ানো সহ একাধিক খেলাধুলার মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোকে আনন্দদানের চেষ্টা করা হয় সংস্থাটির পক্ষ থেকে। সফলদের পুরস্কৃত করা হয় এদিন। এধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীরাও যথেষ্ট খুশি। সংস্থার সম্পাদক গৌড় সরকার জানান," আর পাঁচটা সাধারন মানুষের সাথে দিব্যাঙ্গদের তফাৎটা মুছে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন।"