বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরুলিয়ার ঝালদা হাটতলা ময়দানে জনসভা
এসবি নিউজ ব্যুরো: বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী পুরুলিয়ার ঝালদা হাটতলা ময়দানে একটি জনসভা করেন আজ। সেই জনসভা থেকে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন ।
সঙ্গে সঙ্গে পুরুলিয়ার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী , বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো , পুরুলিয়ার প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো কয়লা মাফিয়া লালার কাছ থেকে মাসে কত টাকা মাসোয়ারা নিতেন তা মোবাইল দেখে পাতা নম্বর ধরে ধরে উল্লেখ করেন। এবং গতকাল সন্দেশখালি ঘটনার যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং শাহাজাহান বাংলাদেশে পালিয়ে গেছেন সেই বিষয়টি উল্লেখ করতে ভুলেন নি ।








Jan 06 2024, 18:42
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.7k