স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী
![]()
পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে খুনের অভিযোগে ধৃত এক যুবককে তমলুক আদালতে পাঠালো পুলিশ। জানা গিয়েছে, গত ২৯ শে নভেম্বর ময়নার চাঁদীবেনিয়া গ্রামে প্রতিমা সহ মন্ডল নামে ২৬ বছরে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অনুমান |
গৃহবধূর বাপের বাড়ির লোকজন গতকাল ময়না থানায় দারস্ত হয়ে মৃত গৃহবধূর স্বামী বিবেক মন্ডলের নামে খুনের অভিযোগ দায়ের করে ৷সেই অভিযোগের ভিত্তিতে ময়না থানার পুলিশ গতকাল চাঁদিবেনিয়া গ্রাম থেকে বিবেক সাহু কে গ্রেফতার করে নিয়ে আসে ৷আজ ধৃতকে তমলুক জেলা আদালতে পাঠালো পুলিশ৷
















অভিযোগ এরপর ঐ ছাত্রী পার্টি অফিসে দেখা করতে গেলে পার্টি অফিসের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে জোর করে শীলতাহানি করে । এরপর সেখান থেকে কোনো মতে বেরিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সকলকে জানায় এবং নবদ্বীপ থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করে ।

হটাৎ একটি দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়েন তারা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়।
Dec 22 2023, 19:03
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k