*মডেল প্রদর্শনী*
![]()
তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী - বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল তাম্রলিপ্ত পাবলিক স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রতি বছরের ন্যয় এবছরও একটি অসাধারণ মডেল প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদর্শনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে কলা, বিজ্ঞান ও ভৌগোলিক বিভিন্ন প্রদর্শনী সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বিষয়ক বিজ্ঞানী - ড. সুফিয়া জামান, তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা- ড. দীপেন্দ্রনারায়ণ রায়, সভাপতি সেখ খাইরুল ইসলাম সহ অন্যান্যরা। উপস্থিত প্রত্যেকেই ছাত্র-ছাত্রদের এই বার্ষিক প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন উপস্থিত গুনি মানুষজনেরা।
.
পরিবেশ বিষয়ক বিজ্ঞানী ড. সুফিয়া জামান বলেন যে তিনি এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে আগামী দিনের বিজ্ঞানী, ডাক্তার ও সমাজ সেবক গড়ে ওঠার সম্ভাবনা দেখছেন এবং তিনি আরও বলেন এই সকল ছাত্র-ছাত্রীরা আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সঙ্গে পিতামাতা ও বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।
![]()
















অভিযোগ এরপর ঐ ছাত্রী পার্টি অফিসে দেখা করতে গেলে পার্টি অফিসের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে জোর করে শীলতাহানি করে । এরপর সেখান থেকে কোনো মতে বেরিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সকলকে জানায় এবং নবদ্বীপ থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করে ।

হটাৎ একটি দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়েন তারা। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকায়।
এসবি নিউজ ব্যুরো: রাজ্যের মধ্যে মালদহে চাষ হয় বড় বেগুনের।এক একটি বেগুনের ওজন হয় ৮০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত।তবে মালদহের সব জায়গাতে পাবেন না এই বেগুন। পুখুরিয়ার রাজাপুরে মূলত চাষ হয় এই বেগুন। এছাড়াও ওই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদহের মহিষবাথানী , গাজোল ব্লকের পান্ডুয়া এলাকায় কিছু পরিমাণ জমিতে চাষ হয়। এই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন।
Dec 22 2023, 18:57
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.2k