বিশ্ব জুড়ে স্তব্ধ এক্স হ্যান্ডেল
![]()
বিশ্ব জুড়ে স্তব্ধ হয়েছে এক্স সার্ভার ডাউন। বৃহস্পতিবার সকালে আচমকাই ডাউন হয়ে যায় এক্স সার্ভার। বহু ইউজার রিপোর্ট করেছেন কাজ করা বন্ধ করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। ইতিমধ্যেই রিয়েল টাইম ডেটা ট্র্যাক করে অর্থাৎ ডাউনডিটেক্টর তারা জানিয়েছে, টুইটার বর্তমানে ডাউন এবং বহু ইউজার তাই চালু করতে পারছে না।
এক্স হ্যান্ডেল খুললেই ইউজাররা টাইমলাইনে দেখতে পাচ্ছেন ‘Welcome X’ লেখা। ডাউনডিটেক্টর জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ হাজারেরও বেশি ব্যবহারকারী এক্স ও এক্স প্রো উভয়ের সমস্যার সম্মুখীন হয়েছে। তবে কিছু ইউজারদের কাছে এক্স ঠিক মতো কাজ করলেও সিংহভাগ ইউজাররা এক্স অ্যাক্সেস করতে পারছে না।
বর্তমানে "#TwitterDown" হ্যাশট্যাগটি ট্রেন্ডয়ে রয়েছে। সেখানেই নিজেদের এক্স হ্যান্ডেল ডাউন নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন ইউজাররা। এই প্রথম নয় এরআগেও বহুবার ডাউন হয়েছে এক্স সার্ভার।








আজ তার সমাপ্তি দিন। ট্যাবলো সজ্জিত করে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা,সকল শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহযোগে বিরাট বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরিক্রমা করে সারা এলাকায়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য ভীড় করেন সাধারণ মানুষও।

Dec 21 2023, 12:30
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.8k