আইসি ডি এস সেন্টারের বেহাল দশা
![]()
উত্তর ২৪ পরগনা: বসিরহাটের বাদুড়িয়ার যদুরাটির পালপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা । সেন্টারের বেহাল দশা । খোলা আকাশের নিচে হচ্ছে রান্না। উনুনের পাশে নোংরা আবর্জনার স্তূপ । খাবারের মানও খুব নিম্ন এবং দিদিমণিরা ঠিক মতন আসেনা বলে অভিযোগ । চাল ডাল গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ দিদিমনিদের বিরুদ্ধে ।
অভিভাবকরা প্রতিবাদ করলে আইসিডিএস সেন্টারের কর্তব্যরত রাধুনী রীতিমত তর্ক বিতর্ক করেন ।
বহুবার ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং গ্রামবাসীরা প্রধান দিদিমণিকে জানিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি । আর দিদিমণি না আসায় পড়াশোনা হয় না । যেদিন দিদিমণি আসে সেদিন রাধুনীর বাড়ির বারান্দাতেই হয় পড়াশোনা , কারণ পড়াশোনা হওয়ার ঘর নেই ।
আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে এবং দিদিমনির বিরুদ্ধে একাধিক অভিযোগ অভিভাবক এবং গ্রামবাসীদের ।দিদিমণি ছুটিতে থাকায় তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।কিন্তু রাধুনী রুপা পাল জানান,"মেম্বারকে বহুবার জানানো হয়েছে। স্কুল তৈরীর টাকাও এসেছিল। সেই টাকা ফিরে গেছে স্কুল তৈরি হয়নি।"







আজ তার সমাপ্তি দিন। ট্যাবলো সজ্জিত করে কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা,সকল শিক্ষাকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহযোগে বিরাট বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরিক্রমা করে সারা এলাকায়। এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য ভীড় করেন সাধারণ মানুষও।





Dec 21 2023, 10:48
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.3k