বিমানবন্দরে কিডন্যাপিং কাণ্ডের মূল পাণ্ডাকে হরিয়ানা থেকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ
![]()
কলকাতা : ২০২২ সালে কিডনাপিং হরিয়ানার বাসিন্দা অভিযোগ করেন তার ছেলে কিডন্যাপিং হয় এয়ারপোর্ট থেকে। এরপরে তদন্ত নেমে ওই ব্যক্তির ছেলের সাথে আরও ৯ জনকে নিউটাউন থেকে উদ্ধার করে। পরবর্তীতে ১১জনকে গ্রেফতার করা হয়। ১৭ তারিখ ঘটনার মূল চক্রীকে হরিয়ানার পানিপথ থেকে গ্রেফতার করা হয়।নাম প্রাভিন কুমার।
বিদেশে চাকরি দেওয়ার নামে দেশের বিভিন্নপ্রান্তের যুবকদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের কলকাতা বিমানবন্দর থেকে নকল বোডিং পাস বিদেশে যাওয়ার ব্যবস্থা করত। কলকাতা বিমানবন্দরে সেই নকল বোডিং পাস ধরা পড়লে ওই যুবকদের নিয়ে নিউটাউনে একটি জায়গায় বন্ধ করে রাখাতো। সেখান থেকে ওই যুবকদের বাড়িতে ফোন করে আরও টাকা চাওয়া হত। হরিয়ানার বাসিন্দা এরপরেই বিধাননগর এন এস সিবিআই থানায় অভিযোগ করেন।
এরপরে নিউটাউন থেকে অপহৃতদের উদ্ধার করেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় থেকে ১১জনকে গ্রেফতার করে। এরপর গত ১৭তারিখ হরিয়ানার পানিপথের সেওয়া গ্রাম থেকে এই ঘটনার মূল পাণ্ডা প্রাভিন কুমারকে গ্রেফতার করা হয়। তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে রাজ্যে নিয়ে আসা হয়। তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে ৭দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪এ, ৩৬৫, ৪২০, ১২০বি ধারায় মামলা রুজু করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রাভিন হরিয়ানার গ্যাংস্টার মনোজ বাবার মূল সহযোগী। এই দুস্কৃতিকে গ্রেফতার করতে বেশ কয়েকবার তল্লাশি অভিযান চালানো হয় শেষমেশ সফল হয় বিধাননগর পুলিশের এন এস সিবিআই থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে হরিয়ানায় একাধিক অভিযোগ রয়েছে।






তমলুক : একদম ভরদুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকে মাদকজাতীয় দ্রব্য শুকিয়ে একদম পুলিশের নাকের ডগায় এক মহিলার সোনার গহনা ছিনতাই করলো একদল দুষ্কৃতী।মহিলার বাড়ি তমলুকের ভান্ডারবেরিয়া গ্রামে।নাম আরতি মল্লিক।পেশায় সবজি ব্যবসায়ী এই মহিলা তমলুকের মেছো বাজারে সবজি বিক্রি করেন।সবজি বিক্রি করে তমলুকের হাসপাতাল মোড়ে নামেন ট্রেকার থেকে।
আর তখনি এক অপরিচিত তাকে এসে টাকার ব্যাগ কুড়িয়ে পাওয়ার কথা বললে তিনি সামনেই ট্রাফিক পুলিশ এর চৌকিতে জমা করতে বলেন, পেছনে আর একজন এসে বলেন তার টাকার ব্যাগ হারিয়ে গেছে, তার পেছনে আরো একজন তাকে বলেন কুড়িয়ে পাওয়া টাকা ভাগ্ করে নেওয়ার জন্যে, রাজি না হওয়ায় তার নাকে একটি মাদকের শিশি ধরলে নেশাগ্রস্থ হয়ে পড়েন আরতি দেবী, তাকে রাস্তার ধারে নিয়ে গিয়ে তার হাত থেকে সোনার বালা খুলে নেয় ছিনতাইকারীরা।নেশা মুক্ত হতেই সামনেই কর্তবরত ট্রাফিক ও সিভিককে বিষয়টি জানান। ঘটনায় রীতিমতো আতঙ্কে তমলুক বাসি



Dec 19 2023, 19:38
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.0k