থ্যালাসেমিয়া রোগের নামে টাকা তোলার অভিযোগ নবদ্বীপে ।
নদীয়া:থ্যালাসেমিয়া রোগের নাম করে মানুষের থেকে টাকা তোলার নতুন ফন্দি এটে এই রকম ভাবেই ঘুরে বেরাচ্ছে বিভিন্ন এলাকায় এমনই অভিযোগ নবদ্বীপের বাসিন্দা সমাজসেবক রাজীব কংসবনিকের । অভিযোগ বড়ালঘাটে যখন বসেছিলেন রাজীব কংসবনিক ঠিক সেই সময় একজন মহিলা হাতে কয়েকটি কাগজ নিয়ে এসে টাকা চায় রাজীব বাবুর কাছ থেকে । সেই সময় কি কারনে টাকা চাইছে জানতে গেলে ঐ মহিলা বলেন থ্যালাসেমিয়া রোগ নির্মুল করতে আর্থিক সাহায্যের প্রয়োজন ।
এরপর কাগজ দেখতে চাইলে রাজীব বাবুকে দেখানো হয় কিছু বাচ্চার ছবি দেওয়া কয়েকটি কাগজ । তখনই সন্দেহ হয় রাজীব বাবুর , এরপর বিভিন্ন প্রশ্ন করতেই পালিয়ে যেতে চায় ঐ মহিলা । সঙ্গে সঙ্গে রাজীব বাবু তার মোবাইল নিয়ে ভিডিও করতে থাকে । এরপর একে আরো পথ চলতি সাধারন মানুষেরা আসলে রাজীব বাবুর দাবি ঐ মহিলা স্বীকার করেন যে তারা পেটের দায়ে এই রকম রোগির নাম করে টাকা তোলে ।


 
						






 
 
 


 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।।
 ঘটনায় প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। হলদিয়া মেচেদা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করে চলেছে।। 
 



Dec 18 2023, 14:29
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k