মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন সনিয়ার
মহিলা সংরক্ষণ বিল নিয়ে বুধবার লোকসভায় শুরু হয়েছে উত্তেজনা। সংসদের উভয় কক্ষে এই বিল পাস হলে এবং রাষ্ট্রপতির অনুমোদন পেলে এই বিল আইনে পরিণত হবে। বুধবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে আজ বিতর্কে , কংগ্রেসের পক্ষে দায়িত্বে সনিয়া। তিনি বলেন, "ব্যক্তিগত ভাবে আমার জন্য এই দিনটি অত্যন্ত আবেগের। কারণ স্থানীয় নির্বাচনে মহিলাদের প্রতিনিধিত্বের সুযোগ করে দিতে আমার জীবনসঙ্গী রাজীব গাঁধীই প্রথম সংবিধানে সংশোধন ঘটাতে উদ্যোগী হন। কিন্তু রাজ্যসভায় মাত্র সাতটি ভোটে বিলটি পাস হয়নি।'
মহিলা সংরক্ষণ বিল, লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ বা এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ৩৩ শতাংশ কোটার মধ্যে তফসিলি জাতি, উপজাতি এবং অনাবাসী ভারতীয়দের জন্য উপ-সংরক্ষণের প্রস্তাবও রয়েছে।
বিলে আরও বলা হয়েছে, প্রতিটি লোকসভা নির্বাচনের পর সংরক্ষিত আসনগুলি পরিবর্তন করা উচিত। উল্লেখ্য, লোকসভা আজ আলোচনার পরে মহিলা সংরক্ষণ বিল পাশ হয় কিনা সেটাই এখন দেখার।
Sep 21 2023, 15:04