/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *পূর্বে মনোনয়নে শাসকদল তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে বিজেপি,বিরোধীদের করা অভিযোগকে কটাক্ষ তৃণমূলের* West Bengal Bangla
WestBengalBangla

Jun 18 2023, 08:22

*পূর্বে মনোনয়নে শাসকদল তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে বিজেপি,বিরোধীদের করা অভিযোগকে কটাক্ষ তৃণমূলের*


পূর্ব মেদিনীপুর: ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমাকে ঘিরে বিরোধীদের ভুরি ভুরি অভিযোগ জমা হয় শাসকদল তৃণমূল তাদের প্রার্থীদের মনোনয়ন করতে দিচ্ছে হ না, বাধা দেওয়া হচ্ছে। গত ১৫ ই জুলাই মনোনয়ন জমা শেষ হয়েছে। দেখা যায় পূর্ব মেদিনীপুর জেলায় শাসকদল তৃণমূল থেকে বেশি মনোনয়ন জমা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব মেদিনীপুর জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মনোনয়ন জমার পরিসংখ্যান

গ্রাম পঞ্চায়েত:-

মোট- ১৪৫৬৬ টি যার মধ্যে-

বিজেপি- ৪৮৪৩টি।

সিপিআইএম- ২৮৮৮টি।

কংগ্রেস -৩০৩ টি।

তৃণমূল -৪৮০৭টি।

তৃণমূলের থেকে ৩৬ টি বেশি জমা করেছে।

পঞ্চায়েত সমিতি:-

মোট- ২৮২২ টি যার মধ্যে-

বিজেপি- ৮৯৩টি।

সিপিআইএম- ৫৮২টি।

কংগ্রেস -৩০৩ টি।

তৃণমূল -৮০৫টি।

তৃণমূলের থেকে ৮৮টি বেশি জমা করেছে।

জেলা পরিষদ:-

মোট- ৪০৩টি যার মধ্যে-

বিজেপি- ৯৫টি।

সিপিআইএম- ৬২টি।

কংগ্রেস - ৫৭টি।

তৃণমূল -৭৬টি।

তৃণমূলের থেকে ১৯ টি বেশি জমা করেছে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি জানান, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা মনোনয়ন জমা করার বাধা দেওয়া চেস্টা করে সেই বাধা টোপকে আমরা মনোনয়ন জমা করেছি। তার জন্য আমাদের মনোনীত প্রার্থী,নেতৃত্ব ও কর্মীদের আহত হতে হয়েছে।

বিজেপির করা অভিযোকে কটাক্ষ করে তৃণমূলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, বিজেপি যে অভিযোগ, বা বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টি করে দেখানো চেস্টা করছে সবটাই দেখানোর জন্য। যদি বাধা দেওয়া হতো তাহলে প্রয়োজনের থেকে অনেক বেশি মনোনয়ন জমা করলো কিভাবে? মানুষ ওদের সাথে নেই। যে কয়েকজন আছে তাদের দিয়ে অভিনয় করে নির্বাচনের প্রক্রিয়া বিশৃঙ্খলা সৃষ্টি করার চেস্টা ছাড়া কিছু না।

WestBengalBangla

Jun 18 2023, 07:05

*ছুটির দিনে মুষলধারে বৃষ্টিতে ভিজবে রাজ্য ! জেনে নিন আজকের আবহাওয়া*


এসেও আসছে না বর্ষা। আবহাওয়া অনুকূল না হওয়ায় দক্ষিণবঙ্গে প্রবেশের পথে আটকে রয়েছে মৌসুমী বায়ু । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গত প্রায় ৯৬ ঘন্টা ধরে বর্ষা আটকে রয়েছে মালদহে। তবে এদিন ভোরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়। তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি না কমলেও, তাপমাত্রা খানিকটা কমেছে।

 দক্ষিণবঙ্গের উল্লিখিত জেলাগুলিকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর ২৪ পরপগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৪৮ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫.২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৫ ডিগ্রী সেলসিয়াস। 

WestBengalBangla

Jun 18 2023, 07:02

*আজকের রাশিফল ১৮ ই জুন ( রবিবার) *


মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে দুর্দান্ত সাহায্য পাবেন। আপনি আজ অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকলেও নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। যেটিকে কাজে লাগিয়ে আপনি কোনো সৃজনশীল কাজ করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে আজ অর্ধাঙ্গিনীর সাথে আলোচনা করুন। শিশুদের সাথে আজ সংযত হয়ে কথা বলুন।

বৃষ রাশি: সন্তানদের পড়াশোনার জন্য আজ প্রচুর অর্থব্যয় হতে পারে। পরিবারের হিতসাধনে আজ কঠোর পরিশ্রম করুন। আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও কোনো কারণবশত শেষমুহূর্তে তা স্থগিত হয়ে যেতে পারে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।

মিথুন রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে নিজের লক্ষ্যপূরণের প্রতি অবিচল থাকুন। পাশাপাশি, অযথা অর্থব্যয় থেকেও আজ বিরত থাকুন। সবার সাথে আজ সংযত হয়ে কথা বলুন। কোনো কিছু না করেই আজ অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করবেন না। আপনি আজ নিজের ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা করতে পারেন। আত্মীয়দের সাথে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। 

কর্কট রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ থেকেই অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হবেন। কোনো শারীরিক সমস্যাকে আজ উপেক্ষা করবেন না। কোথাও সফর করার পক্ষে আজকের দিনটি ভালো নয়। সন্তানের কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজ আপনি খুশি হবেন। পাশাপাশি, আপনার সন্তান প্রত্যাশামাফিক ফলাফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িতও করবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সাথে আজ সংযত হয়ে কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের সদস্যদের সাথে কোথাও কেনাকাটা করতে গিয়ে আজ অনেকটা অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটিকে কাজে লাগিয়ে আপনি আজ কোনো বহুপ্রতিক্ষিত কাজ করতে পারেন।

কন্যা রাশি: দিনের শুরুতে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও পরে তা ঠিক হয়ে যাবে। শরীর এবং মনকে সুস্থ রাখতে আজ থেকেই নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। প্রেমের জীবনে আজ আপনি কোনো অবিশ্বাস্য চমকের সম্মুখীন হবেন। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে। আপনার ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে কোনো পরামর্শ চাইতে পারেন। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।

তুলা রাশি: গুরুজনদের সাথে আজ সংযত হয়ে কথা বলুন। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আজ নিজে থেকে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না। আপনি আজ অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকলেও নিজের জন্য কিছুটা সময় বের করতে সক্ষম হবেন। বাড়ির কোনো জিনিসপত্র মেরামত করতে গিয়ে আজ কিছুটা অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

বৃশ্চিক রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে আজ থেকেই নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। আজ আপনি আপনার বাবা-মায়ের কাছ থেকে অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সন্তানদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। আপনার কোনো ভালো কাজের জন্য আজ সবাই আপনার প্রশংসা করবেন।

ধনু রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সহায়তায় সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ কোনো বন্ধু তাঁর ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার কাছে পরামর্শ চাইতে পারেন। শরীর এবং মনকে সুস্থ রাখতে আজ থেকেই নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন। পরিবারের কোনো সদস্যের আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন।

মকর রাশি: অতিরিক্ত অর্থব্যয়ের অভ্যাস আজ থেকেই পরিত্যাগ করুন। পাশপাশি, পরিবারের সদস্যদের সাথে অবশ্যই সংযত হয়ে কথা বলুন। আপনার কাছে আজ কিছু অবসর সময় থাকলেও কোনো কারণবশত আপনি সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান।

কুম্ভ রাশি: তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। বরং, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে আজ অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে। কোনো কাজে ব্যর্থ হয়ে গেলেও উদ্যম না হারিয়ে ফের সেটি চেষ্টা করুন। আপনার অর্থ আজ এমন জায়গায় সঞ্চয় করুন যেগুলি প্রয়োজনের সময় আপনি সহজেই পেতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।

মীন রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তিত হয়ে পড়বেন না। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি কিছুটা সময় বের করে নিজের ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন।

WestBengalBangla

Jun 17 2023, 16:27

*ব্রেকিং*


মালদার কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের উপর আক্রমন। অভিযোগ পিটিয়ে মারা হয়েছে সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোস্তফা শেখকে । ঘটনাস্থলে রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা অবরোধ করেছে ৩৪ নং জাতীয় সড়ক। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ।

WestBengalBangla

Jun 17 2023, 16:23

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজনৈতিক হিংসা থামছে না রাজ্যে, এবার কেন্দ্রীয় মন্ত্রী গাড়িতে তীর ছোড়ার অভিযোগ


পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হিংসা খবর আসতে শুরু করে। এদিন কোচবিহারে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা হয়েছে। অভিযোগ মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে তীর ছোড়া হয়।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছেন। সুকান্ত মজুমদার জানান, রাজ্যপাল বলেছেন যে পঞ্চায়েত নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে যে হিংসা হচ্ছে তা বন্ধ করতে সমস্ত সক্রিয় এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বীরভূমের নানুরে আজ ফের বোমা পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। লোহাগড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাটিতে ৫০টি তাজা বোমা পাওয়া গিয়েছে। পুলিশ বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে দিয়েছে।

WestBengalBangla

Jun 17 2023, 12:39

শনিবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্বাচন কমিশন


কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শনিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ রায় দেয় রাজ্যে পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। শুধু তাই নয় ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছিল।যদিও কমিশনের অবস্থান নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার ।

সেই রায় মেনে নিয়েই ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কিন্তু হাইকোর্টের এই সিদ্ধান্তের ৪৮ ঘন্টার পর মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। অন্যদিকে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টে যেতে পারে, তা আঁচ করে আগেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী।এ দিকে শুক্রবার নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে কমিশনের দফতরে ঘণ্টাখানেক বৈঠক হয় স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এবং এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমের। তবে, রাজ্য সরকার এবং কমিশনের আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করবে কিনা সেটাই এখন প্রশ্ন।

WestBengalBangla

Jun 17 2023, 11:05

*টবের মধ্যেই বিশ্বের সব থেকে দামি প্রজাতির মিয়াজাকি আম*


বিশ্বের সব থেকে দামি প্রজাতির মধ্যে একটি আমের নাম হল মিয়াজাকি আম। এই আমের আন্তর্জাতিক বাজারের মূল্য কয়েক লক্ষেরও বেশি। সম্প্রতি এই আমের ফলন মালদহে শুরু হয়েছে। তবে বাগানে নয় একজনের বাড়ির ছাদের টবে। ইতিমধ্যেই টবে ওই আম গাছ লাগিয়ে ফলও পেয়েছেন তিনি। পেশায় ব্যবসায়ী প্রবীর রঞ্জন দাস তার বাড়ির ছাদে জাপানি আম মিয়াজাকি লাগিয়েছিলেন। তিনি মালদা শহরের ইংরেজ বাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী এলাকার বাসিন্দা।

পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও জাপানি মিয়াজাকি আম চাষ যে সম্ভব তার উদাহরণ প্রবীর রঞ্জন দাসের বাড়িতে বেড়ে ওঠা এই মিয়াজাকি আম। বর্তমানে ওই ব্যবসায়ীর বাড়িতে দুটি মিয়াজাকি গাছ রয়েছে। তিনি জানান গত বছর ৮০০ টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে একটি চারা গাছ কিনে বাড়ির ছাদে টবে লাগিয়েছিলাম। আরেকটি এবছরই লাগিয়েছি। গত বছরের লাগানো গাছটি এক বছরের মধ্যেই অনেকটাই বেড়ে উঠেছে। এবছর ফলন হয়েছে তিনটি মিয়াজাকি আমের। তার মধ্যে এখনো দুটি রয়েছে গাছে এবং একটি খেয়েছি। স্বাদ মাখনের মত। এক বছরের মধ্যে অনেকটাই বেড়ে উঠেছে গাছটি। এবছর তিনটি ফলন হয়েছে। এক একটি মিয়াজাকি আমের ওজন প্রায় ৫০০ গ্রাম। আন্তর্জাতিক বাজার মুল্য প্রতি কেজি প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা।

শুধুমাত্র গোবর সার দিয়েই তিনি মিয়াজাকি আমের ফলন হয়েছে। তার পাশাপাশি তিনি জেলার আম চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে বার্তা দেন এই আম চাষ করে অনেকটাই লাভবান হওয়া সম্ভব তাই মিয়াজাকি আমের চাষ করার আহ্বান জানান। যদিও তিনি মিয়াজাকি আম বিক্রির উদ্দেশ্যে নয় বাড়িতে সপরিবারে খাবার উদ্দেশ্যেই চাষ করেছেন।

WestBengalBangla

Jun 17 2023, 09:49

বনগাঁয় জেলা পরিষদের মনোনয়ন নিয়ে তৃণমূলের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনায় বনগাঁয় জেলা পরিষদের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব্ প্রকাশ্যে চলে এল। বনগাঁর জিপি ৪ জেলা পরিষদের ১টি আসনে জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে তৃণমূলের ২ জন ৷একজন হলেন বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের ছেলে শুভজিৎ দাস। আর একজন জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল রায় ৷

এ বিষয় নিয়ে তৃণমূল নেতৃত্ব কিছু বলতে চায় নি। তবে এ বিষয়ে বনগাঁ উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন,"তৃণমূল সংগঠনের বনগাঁতে যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে,এই ঘটনায় তারই প্রমাণ ৷দেখা গেল জেলা সভাপতির ছেলে আর দলেরই চেয়ারম্যান একই আসনে লড়াইয়ে জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন" ৷

WestBengalBangla

Jun 17 2023, 09:17

*সিপিআইএম প্রার্থীর বাড়িতে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ*


চাপড়ার বাঙালঝিতে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাপড়া ২ পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী সাহাজুদ্দিন শেখ। অভিযোগ রাত দশটা নাগাদ সিপিআইএমের এক কর্মীকে মারধর করে তৃণমূলের এক দুষ্কৃতি। সাহাজুদ্দিনের পরিবার প্রতিবাদ জানালে ওই দুষ্কৃতী ফোন করে দলবল ডেকে নিয়ে এসে তার বাড়িতে হামলা চালায়। এই ঘটনায় পাঁচ জন গুরুতর যখম হন। খোঁজ পাওয়া যাচ্ছে না সিপিআইএম প্রার্থীর। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

WestBengalBangla

Jun 17 2023, 08:55

*পঞ্চায়েত ভোটের কী বিজেপিকে চাপে ফেলবে বাম-কংগ্রেস!*


 বৃহস্পতিবার শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নির্বাচন কমিশনের তরফ থেকে একটি পরিসংখ্যা পেশ করেছে । পরিসংখ্যায় দেখা গেছে , জেলা পরিষদে  তৃণমূলের ১০৭৯, বিজেপির ১০৫৮, সিপিএমের ৮৩৪, কংগ্রেসের ৭৪১ এবং আইএসএফের ৬৩১ জন মনোনয়ন জমা দিয়েছে । অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ১১৫২৭, বিজেপি ৮৮৮২, সিপিএম ৭৩৮৩,কংগ্রেস ২৮০৪ এবং আইএসএফের ১৭৫২ জন মনোনয়ন জমা করেছে । অন্যদিকে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৭৩২১১,বিজেপি ৪৬৩৮১, সিপিএম ৪০৪২৯, কংগ্রেস ১৪২০৫ এবং আইএসএফের ৭৫২৮৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে ।

পঞ্চায়েত নির্বাচনের মোট আসনের চেয়ে প্রায় ১২ হাজার বেশি মনোনয়ন জমা দিয়েছে শাসক তৃণমূল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে , তৃণমূলের থেকে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে ৮৫,৮১৭ জন , বিজেপির পক্ষ থেকে মনোনয়ন জমা দিয়েছে  ৫৬,৩২১জন , কংগ্রেসের তরফে মনোনয়ন জমা দিয়েছে ১৭,৭৫০জন এবং সিপিএমের তরফ থেকে মনোনয়ন জমা পড়েছে ৪৮,৬৪৬জন । সব মিলিয়ে আপাতত মোট মনোনয়ন জমা পড়েছে ২,৩৬,৪৬৪টি । কমিশন জানিয়েছ, এই পরিসংখ্যান চূড়ান্ত নয়। ফাইনাল ফিগারে এর সামান্য হেরফের হতে পারে। প্রাথমিকভাবে এই তথ্য থেকে বোঝা যাচ্ছে , বাম-কংগ্রেস জোটবদ্ধ হলে বিজেপির পক্ষে পঞ্চায়েত নির্বাচনে বেশ চাপে পড়তে হবে । মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমে রয়েছে তৃণমূল , দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি এবং তৃতীয় স্থানে রয়েছে সিপিএম ।