/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ* West Bengal Bangla
*ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণ*

 দুবরাজপুরের পর এবার ভাঙড়। ঘটলো আরো এক বোমা বিস্ফোরণের ঘটনা। চালতাবেড়িয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে এবার ঘটেছে বোমা বিস্ফোরণ। জানা গেছে যে বিস্ফোরণে আহত হয়েছেন এক মহিলা। বিস্ফোরণে উড়ে গেলো বাড়ির একাংশ। এগরা, বজবজের পর গতকাল চাঞ্চল্য ছড়ায় বীরভূমের দুবরাজপুরের বিস্ফোরণকে কেন্দ্র করে। সেখানে বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে এক মহিলা জ্ঞান হারিয়েছিলেন।

*ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়*


ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায় । ত্রিপুরার বিজেপি সরকারের প্রস্তাবে সাড়া দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক । কয়েকদিন আগে তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিস, আজ বিকেলে তাতে সবুজ সঙ্কেত দেন মহারাজ।তবে এই খবর প্রকাশ্যে আসার পর থেকে আরও একবার সৌরভের রাজনীতিতে আসার জল্পনা শুরু হয়েছে।

*রাজ্যে জারি কমলা সতর্কতা

   তীব্র তাপপ্রবাহের পর রাজ্যে এবার ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে , রাজ্য হাজির হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তাই আগামী ৪দিন রাজ্যে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই জারি হয়েছে কমলা সতর্কতা। তার জেরে গড় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে মনে হচ্ছে। তবে এই বৃষ্টির জেরে চাষের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

*চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর বড় সুযোগ! বিস্ফোরক মমতা*

নবান্নে কেজরিওয়াল-মমতার বৈঠক। নজরে ২০২৪-এর আগে বিরোধী ঐক্য। নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এরপর সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আক্রমণ করলেন মমতা।

দাবি করলেন, 'মণিপুর এখনও অশান্ত, বিজেপির নেতা যায় না। কেন্দ্রের সরকার গণতন্ত্রকে বুলডোজার করছে। চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর বড় সুযোগ। বিজেপি সব এজেন্সিকে নিয়ন্ত্রণ করছে। কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরোধিতা করব। কেন্দ্র রাজ্যপালকে নিয়ে শাসন করতে চায় একমাত্র সুপ্রিম কোর্ট দেশকে বাঁচাতে পারে'।

*ইডি, সিবিআই-এর ব্যবহার করে বিজেপিঃ কেজরিওয়াল*

নবান্নে আজ মঙ্গলবার তিনজন মুখ্যমন্ত্রী মুখোমুখি হয়েছেন। এদিন আলোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিকে বৈঠকের পরেই বিজেপিকে আক্রমণ করলেন কেজরিওয়াল। তিনি বলেন, ‘যেখানে বিজেপি সরকার গড়তে পারে না, সেখানে ইডি, সিবিআই ব্যবহার করে।‘

*নবান্নের বৈঠক নিয়ে খোঁচা দিল সুকান্ত মজুমদার*

মঙ্গলবার শহরে এসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । নবান্নের অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বঙ্গ বিজেপি শিবির। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, এমন ঐক্য আমরা আগেও দেখেছি। এমন ঐক্য থাকে না। কারণ, প্রত্যেকেই প্রধানমন্ত্রী হতে চান। তাই কে কাকে প্রধানমন্ত্রী বানাবেন, কে কাকে চেয়ার ছেড়ে দেবেন, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে।’

*নজরে ২০২৪! কলকাতায় সাক্ষাৎ মমতা-কেজরিওয়ালের*

অপেক্ষার অবসান, অবশেষে কলকাতায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । জানা গিয়েছে, আজ সোমবার দুপুর ৩টে ১৪ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সূত্রের খবর, হোটেলে না গিয়ে সরাসরি তিনি নবান্নের দিকে যেতে পারেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন কেজরিওয়াল বলে খবর। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু।

.*সুখবর! জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল নবান্ন*

আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী। তার আগে জামাইদের জন্য সুখবর এলো। বৃহস্পতিবার অর্ধদিবস ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। দুপুর ২টোর পর জরুরি পরিষেবা ছাড়া বন্ধ করা হবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করলো নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রত্যেকটি শিক্ষামূলক প্রতিষ্ঠান ও সরকারি দফতর এই ছুটির আওতায়। তবে জরুরি পরিষেবামূলক দফতরগুলি স্বাভাবিকভাবেই আওতার বাইরে।

*বিজেপির মিছিলে পুলিশের বাধা: ধুন্ধুমার পরিস্থিতি*

নিয়োগ দুৰ্নীতির প্রতিবাদ সহ ৭ দফা দাবিতে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিজেপির শিক্ষক সংগঠন মিছিল শুরু করেছে। বিকাশ ভবন পর্যন্ত মিছিল যাওয়ার কথা রয়েছে। তবে বিজেপির শিক্ষক সংগঠনকে আটকাতে পুলিশের তরফে করুণাময়ী মোড়ে বাধা সৃষ্টি করা হয় পূর্বেই। মিছিল যাতে বিকাশ ভবন পর্যন্ত না পৌঁছতে পারে সেই দিকে কড়া নজর দিচ্ছে পুলিশ।

এবার বাধাপ্রাপ্ত হওয়ায় বিজেপির শিক্ষক সংগঠনের তরফে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে। পুলিশের বাধা ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি সমর্থকরা। যার ফলে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

*তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে! বিস্ফোরক দাবি করলেন সৌগত রায়*

রাজ্যে একের পর এক বিস্ফোরণ। রীতিমতো বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। এগরা, বজবজ, দুবরাজপুরের পর এবার ইংরেজবাজার। এবার বাজি থেকে ঘটা বিস্ফোরণ নিয়ে নতুন তত্ত্ব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলা যায় এক নয়া ফর্মুলা বাতলে দিলেন সৌগত। দাবি করলেন, 'তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে'।

তাঁর বক্তব্য, 'এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইট বাইরে রেখে দিলে এমনিই ফেটে যাবে। রাজ্যে ৩৮০০০ গ্রাম, কোথায় বোমা লুকিয়ে আছে পুলিশ জানবে কী করে?' তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তৈরী হয়েছে উত্তেজনা।