*রাজ্যে জারি কমলা সতর্কতা
তীব্র তাপপ্রবাহের পর রাজ্যে এবার ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার হাওয়া অফিস জানিয়েছে , রাজ্য হাজির হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তাই আগামী ৪দিন রাজ্যে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই জারি হয়েছে কমলা সতর্কতা। তার জেরে গড় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে মনে হচ্ছে। তবে এই বৃষ্টির জেরে চাষের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।
May 23 2023, 19:58