* ফের ঝড়-বৃষ্টির চোখ রাঙানি!কেমন যাবে আজকের আবহাওয়া?*
আজ থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । বাড়বে ভ্যাপসা গরম। তবে মঙ্গলবার থেকে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনাও রয়েছে।
দিনের বেলা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে, থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, উত্তরবঙ্গের এই পাঁচটি জেলায় আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
May 23 2023, 17:35