/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *রবিবার ধেয়ে আসছে ভারী বৃষ্টি, কেমন যাবে আজকের আবহাওয়া?* West Bengal Bangla
*রবিবার ধেয়ে আসছে ভারী বৃষ্টি, কেমন যাবে আজকের আবহাওয়া?*


একদিকে প্রচন্ড গরমে নাজেহাল বঙ্গবাসী, অন্যদিকে গত কিছুদিন ধরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে ভয়াবহ ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর , আজও কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ কলকাতায় সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।

তাই কোনো রকম দুর্ঘটনা এড়াতে সে সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

*আজকের রাশিফল ২১ শে মে ( রবিবার) *


মেষ: বিচক্ষণতা দিয়ে পরিস্থিতি সমাধান করুন। দীর্ঘ স্থায়ী অসুস্থতা থেকে রেহাই পেতে পারেন। কর্মক্ষেত্রের নিষ্প্রাণ কাজ আপনাকে বিরক্ত করবে। ঘরের কাজ মিটিয়ে কিছুটা অবসর কাটানোর সুযোগ পাবেন।

বৃষ: মানুষের সাথে প্রয়োজন ছাড়াও যোগাযোগ রাখুন। আজ শরীর ভালো থাকবে। ব্যবসায়িক কোনও পদক্ষেপ নেওয়ার আগে বড়দের সঙ্গে আলোচনা করুন। নয়তো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সঙ্গে আনন্দে কাটবে।

মিথুন: কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। আজ বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মায়ের আশীর্বাদ নিন। প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে পারেন। বিশেষ অধ্যাবসায় প্রয়োজন পড়ুয়াদের ক্ষত্রে।

কর্কট: কোনও সূত্রে অনেক অর্থ উপার্জন হতে পারে। আর্থিক সমস্যা নিয়ে পরিবারে বিবাদ হতে পারে। সন্ধ্যার পর আরাধনা এবং পূজার কাজে সময় কাটবে। আজ কাউকে ঋণ না দেওয়াই ভালো। অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিন।

সিংহ: কর্মক্ষত্রে সাফল্য আসবেই। সুযোগসন্ধানী স্বার্থপর ব্যক্তিদের এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে জটিলতা আসতে পারে, তবে সাফল্য আসবেই। আজ সন্তানের কারণে গর্বিত হবেন। ভুল বোঝাবুঝিতে মনোমালিন্য হতে পারে।

কন্যা: নিজের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। যে কোনও সমস্যাকে সাহসের সাথে মোকাবিলা করুন। নিকট কারও কাছ থেকে অর্থ সাহায্য পাবেন। শারীরিক সমস্যা মিটে যাবে।

তুলা: আজ আপনার ভাগ্য প্রসন্ন। মানসিক শান্তি পাবেন আজ। বাচ্চাদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। সহকর্মীদের থেকে কাজে বাধা পেতে পারেন। পরীক্ষার জন্য করা শ্রম আজ ফল দেবে।

বৃশ্চিক: বিনিয়োগের আগে সব দিক বিবেচনা করুন। সঙ্গীর মতামত অবহেলা করলে সে ধৈর্য্য হারাতে পারে। বিপদের দিনে আপনার সম্পদই আপনার পাশে থাকবে। বিশেষজ্ঞদের থেকে ভালো পরিকল্পনা পাবেন।

ধনু: নতুন কোনও জায়গায় গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কথায় সংযত থাকুন। আপনার দক্ষতা দিয়ে সব কাজে সফল হবেন। আজ আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন সুখের হবে।

মকর: সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা পেতে পারেন। আজ সমস্ত বিপদ থেকে বেড়িয়ে আসতে পারবেন। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে আপনার আমুদে মনোভাব সকলের দৃষ্টি আকর্ষণ করবে

কুম্ভ: আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। আপনার দক্ষতা কাজে লাগানোর চেষ্টা করুন। ভালো উপার্জন হলেও অতিরিক্ত খরচ আপনাকে সঞ্চয় করতে দেবে না।

মীন: ঘরে কোনও শুভ অনুষ্ঠান বা ধর্মানুষ্ঠান হতে পারে। নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ভ্রমণের সময় নিজের জিনিসের প্রতি নজর রাখুন।

*অভিষেকের CBI হাজিরার দিন ইঙ্গিতপূর্ণ টুইট মমতার*


৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালের ১৩ই মে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে তৃণমূল। ২০শে মে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার, মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তির দিন তাৎপর্যপূর্ণ টুইট করেছেন মমতা। টুইটে সিপিএমকে নিশানা করার পাশপাশি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আজই সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, '২০১১ সালের এই বিশেষ দিনে ৩৪ বছর দানবিক শাসনকে বদলে দিয়ে মা মাটি মানুষের সরকার গঠনের জন্য আমরা শপথ নিয়েছিলাম। জনগণের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ এবং সম্পূর্ণভাবে নিজেদের উৎসর্গ করেছি। কেন্দ্রের স্বৈরাচারী সরকারের এজেন্সি রাজ আমাদের কাজ অনেকটাই কঠিন করেছে। কিন্তু দেশের লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। ২০ মে দীর্ঘজীবী হোক।'

*বেলা বাড়তেই ঝেঁপে আসবে বৃষ্টি! বইবে ঝোড়ো হাওয়া, কেমন যাবে আজকের আবহাওয়া?*


ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাজ্যের সবকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৪°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩° সেলসিয়াস। শনিবার কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।কয়েকটি জায়গায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইবে বলে জানিয়েছে মৌসম ভবন।

*আজকের রাশিফল ২০ শে মে ( শনিবার) *


মেষ : আজ আপনি সকলের প্রিয় হয়ে উঠবেন। সম্পত্তি সম্পর্কিত ক্ষেত্রে ভালো সুবিধা পাবেন। বাবার আশীর্বাদে সরকারি সম্মান পেতে পারেন। সন্ধ্যায় মায়ের শারীরিক ব্যথার কারণে সমস্যা হবে। রাতে সব ঠিক হয়ে যাবে।

বৃষ : আজ শত্রুরা শক্তিশালী থাকবে। তবে আপনি নির্ভয়ে কাজ সম্পাদন করবেন। জীবন সঙ্গীর সাথে মিষ্টি সম্পর্ক বজায় থাকবে। সন্ধ্যার পর ভ্রমণ হতে পারে।

মিথুন : আজ আপনার সামনে খারাপ কিছু যাতে না ঘটে সেদিকে নজর রাখুন। কপটতা না করে নির্দ্বিধায় নিজের কথা বলুন। বিনিয়োগ করা টাকা ফেরত পেতে পারেন। সমস্ত কাজ ভেবেচিন্তে করুন।

কর্কট : আজ ছোট ভাইবোনদের সাথে মনোমালিন্য হতে পারে। কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজে সফল হতে পারবেন। খরচ বেশি হবে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। রাতে কোনও সাধকের সাথে দেখা হতে পারে।

সিংহ : আজ আপনার মধ্যে দানশীলতার অনুভূতি বৃদ্ধি পাবে। ধর্মীয় অনুষ্ঠানে সময় কাটবে। আত্মবিশ্বাসের সাথে সফলতা পাবেন। আটকে থাকা কাজগুলিও মিটে যাবে। নতুন পরিকল্পনার কাজ শুরু হবে।

কন্যা : আজ আপনার ভাগ্য প্রসন্ন। পুরানো শারীরিক সমস্যা মিটে যাবে। বাচ্চাদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। কথায় সংযত থাকুন। আপনার দক্ষতা দিয়ে সব কাজে সফল হবেন।

তুলা : আজ নতুন কিছু শেখার দিন। ছাত্রদের পড়ায় আগ্রহ বাড়বে। পিতা-মাতা, গুরুর প্রতি আনুগত্য, ভক্তি বাড়বে। সন্ধ্যায় কোনও দুর্ঘটনা হতে পারে। সাবধান থাকুন।

বৃশ্চিক : আজ খরচ বেশি হবে। সন্তানদের কাজে সন্মানিত হতে পারেন। আপনার ধৈর্য এবং প্রতিভায় শত্রুদের জয় করবেন। সন্ধ্যা থেকে প্রিয়জনদের সাথে আনন্দে কাটবে।

ধনু : আজ জ্ঞান ও বুদ্ধি বাড়বে। কঠোর প্রচেষ্টায় ইচ্ছা পূরণ হবে। আজ সরকারি ভাবে সম্মানিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা কাটবে ধর্মীয় অনুষ্ঠানে। শুভ কাজে ব্যয় খ্যাতি বাড়াবে।

মকর : আজ পূর্বপুরুষদের কাছ থেকে ধনলাভের আশায় তন্ত্র মন্ত্র সাধনায় আপনার আগ্রহ বাড়বে। কাউকে না বুঝে পরামর্শ দেবেন না। হিতে বিপরীত হতে পারে। রাতের দিকে পুণ্যকর্মে মন শান্ত হবে।

কুম্ভ : আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হবে। ধনপ্রাপ্তি সঞ্চয় বাড়িয়ে তুলবে। আজ আপনি প্রতিটি ক্ষেত্রে সুবিধা পাবেন। বন্ধুদের সমর্থন এবং নতুন বন্ধুলাভ। আপনার দিনটি ভালো কাটবে।

মীন : আজ সম্পদ বৃদ্ধি পাবে। পরিবারের মহিলাদের কাছ থেকে সমর্থন ও সম্মান পাবেন। চাকরিতে গোপন শত্রুদের ষড়যন্ত্রের ফলে সন্ধ্যায় ঝামেলা হতে পারে। তবুও নিজের কাজের নিষ্ঠা বজায় রাখুন।

জলপাইগুড়ির দম্পত্তির আত্মহত্যার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টীম গঠন করল হাইকোর্ট


কলকাতা: জলপাইগুড়ি দম্পত্তির আত্মহত্যার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টীম বা সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। ওই সিট এর নেতৃত্ব দেবেন রাজ্য পুলিশের এডিজি হেড কোয়ার্টার কে জয়রামন। সিট গঠন করে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এই মামলার শুনানি করতে গিয়ে তদন্তে বহু ত্রুটি পেয়েছি। তাঁর বক্তব্য, একাধিক মামলার চাপে ভারাক্রান্ত সিবিআই। তাই তদন্তে সঠিক দিশা দিতে আদালত রাজ্য পুলিশের দক্ষ অফিসারকে মাথায় রেখে সিট গঠন করছে। ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আগামী ২৯ জুন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে।

যদিও সিবিআই জানায়, ওভার বার্ডেন হলেও তারা তদন্তে প্রস্তুত। এদিন সিট গঠনের জন্যে রাজ্য ৬ জন অফিসারের নাম জমা দেয়।আদালত মানছে, যদিও পরিবারের ভরসা নেই রাজ্য পুলিশের তদন্তে। কারণ ৩ অক্টোবর ২০২২ একটি চিঠি দেওয়া হয় এসপিকে। বলা হয় মৃত এসপিকে চিঠি দিয়ে জানান, জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি হুমকি দিচ্ছেন। কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নেননি এসপি। তারপরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাই আদালত মনে করছে, সিবিআই তদন্ত দেওয়ার যথেষ্ট প্রমান থাকলেও তারা একাধিক মামলার চাপে আছে। এই অবস্থায় সিট তৈরি করতে হচ্ছে।মামলার তদন্তকারী অফিসারকে পরামর্শ দিতে ও তদন্তে নজরদারির জন্যে এডিজি হেড কোয়ার্টার নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য,জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া রোড এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী সুবোধ ভট্টাচার্য এবং জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী অপর্না ভট্টাচার্য কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এই ভট্টাচার্য্য দম্পতি সম্পর্কে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জীর ভাই ও ভাই বৌ।এই ঘটনায় পাঁচ অভিযুক্ত। দুজন গ্রেফতার।

*ধাক্কা খেলেন অভিষেক! মামলাই শুনলো না হাইকোর্ট*


ডিভিশন বেঞ্চে আজ হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। আজই বেঞ্চ গঠন করে শুনানির আবেদনে সারা দিল না হাইকোর্ট। মামলা ফেরত পাঠানো হলো প্রধান বিচারপতির কাছে। নতুন বেঞ্চ গঠন করা হলে তারপর হবে শুনানি, জানালেন বিচারপতি সুব্রত তালুকদার। ফলে প্রধান বিচারপতির কাছে সুরাহা পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ।

বিচারপতি অমৃতা সিনহার জরিমানা সংক্রান্ত নির্দেশনামায় উল্লেখ ছিলো যে ৩১ জুলাইয়ের মধ্যে অভিষেক এবং কুন্তলকে জরিমানার মোট ৫০ লক্ষ টাকা মেটাতে হবে। এই ধরনের পদক্ষেপ কড়া হাতে নিয়ন্ত্রণ করতে হবে এবং দৃষ্টান্তমূলক জরিমানা করতে হবে। শুরুতেই যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এটাই কৌশল হয়ে দাঁড়াবে। এই কারণে ভবিষ্যতে অনেক মামলা ঝুলে থাকবে।

*মাধ্যমিক ২০২৩ : এক থেকে ছয়ের মধ্যে কারা?*


চলতি বছরের মাধ্যম পরীক্ষায় প্রথম স্থান দখল করেছেন দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে রয়েছেন শুভম পাল, রিফত হাসান সরকার। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানাধিকারীরা হলেন সৌম্যজিৎ মল্লিক, অর্ক মণ্ডল, সারভার ইমতিয়াজ, মার্টিন হাসান, অর্ঘ্যদীপ সাহা। চতুর্থ স্থানে রয়েছেন সমাদৃতা সেন, অনীশ বাড়ুই। পঞ্চম শুভজিৎ দে, অরিজিৎ মণ্ডল। ষষ্ঠ বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনীক বারুই, সৌম্যজিৎ দাস।

*সফল মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর*


জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্য়মিক পরীক্ষা। শুক্রবার সেই পরীক্ষার ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম স্থান দখল করেছেন একজন মেয়ে। তবে, ছেলেরাও উল্লেখযোগ্যভাবে ভালো ফল করেছে। সকালে মধ্যশিক্ষা পর্ষদের তরফে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। তারপরই ট্যুইটে সফল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা বার্তা জানিয়ে ট্যুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, ''মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।''

*২রা ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা*


২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর প্রায় আড়াই মাসের মধ্যে প্রকাশিত হলো তার ফলাফল। এরপর জানা গেলো ২০২৪ সালে অর্থাৎ আগামী বছর কবে থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। শুক্রবার এই বছরের ফল প্রকাশের পরেই আগামী বছরের এই বড় ঘোষণাটি করে দিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।