জলপাইগুড়ির দম্পত্তির আত্মহত্যার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টীম গঠন করল হাইকোর্ট
কলকাতা: জলপাইগুড়ি দম্পত্তির আত্মহত্যার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টীম বা সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। ওই সিট এর নেতৃত্ব দেবেন রাজ্য পুলিশের এডিজি হেড কোয়ার্টার কে জয়রামন। সিট গঠন করে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, এই মামলার শুনানি করতে গিয়ে তদন্তে বহু ত্রুটি পেয়েছি। তাঁর বক্তব্য, একাধিক মামলার চাপে ভারাক্রান্ত সিবিআই। তাই তদন্তে সঠিক দিশা দিতে আদালত রাজ্য পুলিশের দক্ষ অফিসারকে মাথায় রেখে সিট গঠন করছে। ২ মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আগামী ২৯ জুন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে।
যদিও সিবিআই জানায়, ওভার বার্ডেন হলেও তারা তদন্তে প্রস্তুত। এদিন সিট গঠনের জন্যে রাজ্য ৬ জন অফিসারের নাম জমা দেয়।আদালত মানছে, যদিও পরিবারের ভরসা নেই রাজ্য পুলিশের তদন্তে। কারণ ৩ অক্টোবর ২০২২ একটি চিঠি দেওয়া হয় এসপিকে। বলা হয় মৃত এসপিকে চিঠি দিয়ে জানান, জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি হুমকি দিচ্ছেন। কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নেননি এসপি। তারপরে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাই আদালত মনে করছে, সিবিআই তদন্ত দেওয়ার যথেষ্ট প্রমান থাকলেও তারা একাধিক মামলার চাপে আছে। এই অবস্থায় সিট তৈরি করতে হচ্ছে।মামলার তদন্তকারী অফিসারকে পরামর্শ দিতে ও তদন্তে নজরদারির জন্যে এডিজি হেড কোয়ার্টার নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য,জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া রোড এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী সুবোধ ভট্টাচার্য এবং জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী অপর্না ভট্টাচার্য কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এই ভট্টাচার্য্য দম্পতি সম্পর্কে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জীর ভাই ও ভাই বৌ।এই ঘটনায় পাঁচ অভিযুক্ত। দুজন গ্রেফতার।
May 20 2023, 05:56