/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *আজকের রাশিফল ১ ৯ শে মে ( শুক্রবার) * West Bengal Bangla
*আজকের রাশিফল ১ ৯ শে মে ( শুক্রবার) *


মেষ: ছবির পেশায় যুক্ত মানুষরা ভালো ফল করবেন। অফিসের কাজ সামলে আজ পরিবারের মানুষদের প্রয়োজনকে গুরুত্ব দিন। কোথাও ঘুরতে গিয়ে ব্যবসায়িক যোগাযোগ বাড়তে পারে। জরুরী কাজ আজ শেষ হবে।

বৃষ: কাছের মানুষকে সন্দেহ করা উচিত নয়। ধৈর্য ধরে নিজের কাজ করে যান। অবসর কাটান স্ত্রীয়ের সাথে। আপনার সঞ্চয় বাড়বে। পর্যটনকে কেন্দ্র করে নিজের পেশা শুরু করার কথা ভাবতে পারেন।

মিথুন: তোষামোদ করে কাজ হাসিল করার দরকার নেই। কর্মক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন। আজ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ বোধ করবেন। আপনার বিনয় সকলকে খুশি করবে। শ্বশুরবাড়ি থেকে কোনও ভালো খবর আসবে।

কর্কট: সহকর্মীরা মূল্যবান জিনিস চুরি করতে পারে। রত্ন এবং গহনায় বিনিয়োগ লাভ দেবে। বাড়ির বড়দের স্বাস্থ্যের যত্ন নিন। আত্মবিশ্বাস এবং প্রত্যয় আপনার চলার পথ সুগম করবে। সহকর্মীদের সহায়তা পাবেন। সাফল্য আসবে।

সিংহ: কাজের চাপের জন্য পরিবারকে অবহেলা করবেন না। সব ক্ষেত্রে ভালো ফল করবেন। একাগ্রতাও খুব ভালো থাকবে। আপনার ব্যবসার বৃদ্ধির ক্ষেত্রে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। আপনার মন শান্ত থাকবে।

কন্যা: বন্ধুদের সাথে ঝঞ্ঝাট মিটিয়ে নিন। মেধার বিকাশ হবে। উচ্চশিক্ষার সুযোগ আসবে। জ্ঞানার্জনের জন্য অর্থব্যয় হবে। যান।নিজের দক্ষতাকে শানিয়ে নিন। পরিবারের মানুষদের দরকারের কথায় আজ গুরুত্ব দেওয়া উচিৎ।

তুলা: প্রেমিকার সব কথা মেনে চললে সমস্যা। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগপ্রবণ হবেন না। তাতে বিপদে পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তায় রাখতে পারে। বন্ধু এবং পরিবারের সাথে ভালো সময় কাটবে।

বৃশ্চিক: বাড়ির লোকের জন্য কাজে মনসংযোগ নষ্ট হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ গুলিতে অর্থ ব্যয় করুন। পরবর্তীকালে লাভ পাবেন। আপনার পরিশ্রম এবং উদ্যোগ আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবে।

 ধনু: অতিরিক্ত খরচ এড়িয়ে চলতে হবে। কোনও সেমিনারে যোগ দিতে পারেন। জীবনসঙ্গীর সাথে আনন্দে দিন কাটবে। অনেকের সমস্যার সমাধান করতে পারবেন। বাড়ির সংস্কার করার দরকার হতে পারে।

মকর: যৌথ ব্যবসায় ঝুঁকি নেওয়া উচিত হবে না। নিজেকের কাজকে বিশ্লেষণ করার মাধ্যমে আপনার দক্ষতা অনেক বেড়ে যাবে। মনোবল ভালো রাখতে নিজেকে খেলাধুলায় মত্ত রাখতে পারেন। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে।

কুম্ভ: ছুটির দিনের জন্য পরিকল্পনা করুন। অবিবাহিতরা উপযুক্ত জীবনসঙ্গী পেতে পারেন।ধ্যান এবং যোগাভ্যাস আপনাকে তরতাজা রাখবে। ব্যবসায় যোগাযোগ বাড়বে। তা কাজে লাগাতে পারলে বড় লাভ হতে পারে।

মীন: সবদিক বিচার না করে বিনিয়োগ করবেন না। মনে শান্তি থাকবে। কোনও বড় কাজের দায়িত্ব পেতে পারেন। যোগ্য ব্যক্তি হিসাবে আপনার পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।

*সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক*


কুন্তল ঘোষের চিঠি মামলায় চরম বিপাকে পড়েছেন ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জরিমানা করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেইসঙ্গে অভিষেককে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলেও ক্লিনচিট দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এহেন ঘটনায় বহু হেভিওয়েট জেলে রয়েছেন। এদিকে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে তৃণমূল সাংসদের। তৃণমূলের এক সমাবেশ থেকে অভিষেক দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম বলানোর জন্য ধৃতদের ওপর চাপ দিচ্ছে ইডি, সিবিআই। এরপরেই কুন্তল ঘোষও দাবি করে বসেন যে তাঁকে দিয়ে অভিষেকের নাম বলানোর জন্য চাপ দিচ্ছে ইডি, সিবিআই।

*কালবৈশাখী ঝড়ে প্রাণ হারালো শিশু*


রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টি। গতকালও কালবৈশাখী ঝড়ের দাপট দেখেছে জেলাগুলো। এরই মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঝড়ের জেরে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দু’বছরের শিশুকন্যার। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার সারদুয়ারি-কনকপুর গ্রামে। মৃতের নাম সঙ্গীতা কোনাই। জখম আরও এক শিশুসহ তিনজন। আহতদের সকলকে উদ্ধার করে স্থানীয় মুরারই ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল রাতে নিজের বাড়িতে সপরিবারে ঘুমোচ্ছিলেন রোহিত কোনাই নামে এক ব্যক্তি। সেই সময় আচমকা ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ের দাপটে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় সঙ্গীতার।

*অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়! ED ও CBI জেরা*

কথাতেই আছে যে হাকিম বদলালেও হুকুম বদলায় না, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে এই কথাটা যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। কুন্তল ঘোষের চিঠি মামলায় আরও অস্বস্তিতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জেরা করতে পারবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহালই রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেইসঙ্গে ২৫ লক্ষ টাকা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জরিমানা করেছেন বিচারপতি। সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিনহা কেন্দ্রীয় দুই এজেন্সি ইডি ও সিবিআই কুন্তল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে রায় দিয়েছেন।

*আসছে ভারী বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে ১৮ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর একাধিক সতর্কতা জারি করেছে। আজ হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রপাতের সম্ভাবনা, তার সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূমে হতে পারে শিলাবৃষ্টি। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৭°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.২° সেলসিয়াস। কলকাতাতেও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে।আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোখা সরে যেতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরেই এই ঝড়-বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

*আজকের রাশিফল ১ ৮ই মে ( বৃহস্পতিবার) *


মেষ: সৃজনশীল কাজ আপনাকে খ্যাতি এনে দেবে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে আজ। কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন।

বৃষ: পরিবারের সদস্যের প্রতি যত্ন নিন। নিজের জীবন একটি উচ্চ আদর্শে চালিত করুন। সন্ধ্যার সময়ে ধর্মীয় স্থানে ভ্রমণ হতে পারে। স্ত্রীর সাথে মতানৈক্য হতে পারে। নিজেকে সংযত রাখুন।

মিথুন: আদালত আজ আপনার পক্ষে রায় দেবে। কোনও দামি জিনিস খোয়া যেতে পারে। তাই সন্দেহজনক মানুষদের থেকে সাবধান থাকুন। রাতে কিছুটা সময় একাকী কাটানোর চেষ্টা করুন। মন হালকা হবে।

কর্কট: দীর্ঘ দিনের অসুস্থতা সেরে যাবে। নতুন উদ্যম নিয়ে কাজে মেতে উঠুন। সামাজিক অনুষ্ঠানে গেলে মন ভালো থাকবে। আপনার স্বভাব এবং ব্যক্তিত্ব আজ আপনাকে অনেক নতুন বন্ধু এনে দেবে।

সিংহ: বিপদের মুখে ধৈর্য হারালে চলবে না। তাতে বিপদ বাড়বে। কিছু দিন ধরে পরিশ্রম চলছে। তাই আজ পেশি গুলিকে বিশ্রাম দিন। বন্ধুবান্ধব অথবা পরিবারের মানুষদের সাথে আড্ডা দিয়ে মন ভালো থাকবে।

কন্যা: আজ আপনার ভাগ্য অনুকূল নয়। তাই কথোপকথনে শান্ত থাকুন। রাগ নিয়ন্ত্রণ না করলে ঝামেলায় পড়বেন। আজ গর্ভবতী মহিলারা সাবধানে থাকুন। ভারী জিনিসের থেকে দূরে থাকুন।

তুলা: আজ কোনও ব্যক্তির সঙ্গে পরিচয়ের ফলে ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে। সব কিছুকে হালকা ভাবে নেবেন না। সমস্ত মানুষকে তার প্রাপ্য সম্মান দিন। ভাই বোনদের সাহায্যে আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে পদোন্নতি হবে আজ। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় আর্থিক লাভ হবে। লম্বা ভ্রমণ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এর ফলে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়বেন। আপনার বিশ্রামের প্রয়োজন রয়েছে।

ধনু: দীর্ঘ দিনের উত্তেজনা থেকে মুক্তি পাবেন আজ। সন্ধ্যায় কাছাকাছি ভ্রমণ করতে পারেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। সম্পত্তি থেকে আয়ের নতুন উৎস পাওয়া যাবে।

মকর: সম্পর্ক নষ্ট হতে পারে। সকলের মতামতকে সম্মান করুন। নতুন প্রকল্পের মূলধন ধার নিতে পারেন আজ। সহজেই অর্থের সংস্থান করতে পারবেন। অনেক দিনের পুরোনো বিনিয়োগগুলি থেকে আজ আর্থিক লাভ হবে।

কুম্ভ: সম্পত্তির রক্ষণাবেক্ষণে খরচ বাড়বে। কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়স্বজনের জন্য রাজনীতিতে জনসংযোগ বাড়বে। আপনার সৃজনশীল প্রতিভা আজ খ্যাতি এনে দেবে। পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন।

মীন: মানসিক চাপ বাড়বে। শরীরও খারাপ হতে পারে। শারীরিক সমস্যাকে অবহেলা করা উচিত নয়। পরিবারে চিকিৎসার খরচ বাড়তে পারে।

*শুভেন্দুর সামনেই কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারাদের পরিবার*


অবশেষে আজ বুধবার এগরায় বিস্ফোরণস্থল ঘুরে দেখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রশাসনের নাকের ডগায় রীতিমতো বেআইনি বাজি তৈরির কারখানা ও বিস্ফোরণের ঘটনা নিয়ে সরগরম বাংলা। এদিকে এদিন শুভেন্দুর সামনেই কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারাদের পরিবার।

এর পাশাপাশি বিস্ফোরণস্থল ঘুরে বিজেপি বিধায়ক হুঙ্কার দিয়েছেন, 'সব হিসেব হবে।' গতকাল মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। নিহতদের মধ্যে ৫ জন মহিলা ও ৩ জন পুরুষ, অন্য আর একজনের পরিচয় পাওয়া যায়নি। বিস্ফোরণের পর কারখানার পাশের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ। এদিকে এহেন ঘটনার পরেই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।

*মহামিছিলের ডাক দিলেন শুভেন্দু!*


পুলিশের নাকের ডগায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। মহামিছিলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী । পুলিশমন্ত্রী মমতার ইস্তফা এবং এগরা কাণ্ডে এনআইএ তদন্তের দাবিতে এই মহামিছিলের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 'এগরায় ২৫০০০ লোক নিয়ে মহামিছিল হবে', ঘোষণা করলেন শুভেন্দু।

বিস্ফোরণ যেখানে ঘটে সেই খাদিকুল গ্রামে আজ সকালেই পৌঁছেছেন শুভেন্দু। বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন তিনি। তাঁকে দেখেই কান্নায় ভেঙে পড়েছে মৃতদের আত্মীয়রা। তিনি কথা বলেছেন তাদের সঙ্গে।

*সাবধান ! ধেয়ে আসছে ভারী বৃষ্টি, জেনে নিন আজকের আবহাওয়া*


মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। কিন্তু তার পরও গরম থেকে মুক্তি নেই। এই অবস্থায় একটু স্বস্তির জন্য বর্ষার কামনা করছে পশ্চিমবঙ্গবাসী। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৪°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১.৩° সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর মোকার প্রভাব পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ না পড়লেও বৃষ্টি হতে পারে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। মোকার পরোক্ষ প্রভাবে বাড়তে পারে তাপমাত্রার পারদ।

*আজকের রাশিফল ১ ৭ই মে ( বুধবার) *


মেষ: আজ পরোপকার করার সুযোগ আসবে। কিন্তু তাড়াহুড়োতে সব দিক সামলাতে গেলে মাথা ঠান্ডা রাখা দরকার। কর্মক্ষেত্রে আজ নিজের কাজের জন্য আজ প্রশংসা পেতে পারেন।

বৃষ: বিপদের সময়ে জমিয়ে রাখা অর্থ কাজে আসে। তাই এখন থেকে সঞ্চয়ের জন্য পরিকল্পনা শুরু করুন। আজ কোনও সামাজিক কার্যকলাপে অংশগ্রহন করতে পারেন। নিজেকে সংযত রাখুন।

মিথুন: আজ বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ করে লাভ হবেনা। তাই এই ধরণের ব্যয় থেকে বিরত থাকুন। পুরানো কোনও বন্ধু সাথে দেখা হতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা করুন। শরীর ভালো থাকবে।

কর্কট: আজ গর্ভবতী মহিলারা সাবধানে থাকুন। আপনার স্বভাব এবং ব্যক্তিত্ব আজ আপনাকে অনেক নতুন বন্ধু এনে দেবে। রাতে কিছুটা সময় একাকী কাটানোর চেষ্টা করুন। মন হালকা হবে।

সিংহ: জীবনে উদারতা আনুন। বর্তমান পরিস্থিতি নিয়ে মন খারাপ করবেন না অথবা কাউকে দোষ দেবেন না। ব্যবসায় বা কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত লাভ আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে।

কন্যা: লম্বা ভ্রমণ এড়িয়ে চলুন। এর ফলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আপনার বিশ্রামের প্রয়োজন রয়েছে। আপনার সৃজনশীলতা আপনাকে সমস্ত দিকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্য আসবে।

তুলা: অনেক দিনের পুরানো বিনিয়োগগুলি থেকে আজ আর্থিক লাভ হবে। এর ফলে আপনি পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন। প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার সময় তার পছন্দের পোশাক পড়ুন।

বৃশ্চিক: ধ্যান এবং যোগাভ্যাসের ফলে আপনার শরীর ও মন উভয়েই ভালো থাকবে। আপনার নতুন পরিকল্পনা নিয়ে বাবা মায়ের সাথে আলোচনা করুন। অবসর সময়ে নিজের পছন্দের কাজে মেতে থাকুন।

ধনু: আজ নিজের শরীরের যত্ন নিন। কাজের চাপ থাকলেও আলাদা করে নিজেকে কিছুটা সময় দিন। আর্থিক সমস্যার জন্য আজ পরিকল্পনামাফিক চলতে পারবেন না। এর ফলে মানসিক অশান্তি আসতে পারে।

মকর: ভাই বোনদের সাহায্যে আজ কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। বন্ধুবান্ধব অথবা পরিবারের মানুষদের সাথে আড্ডা দিয়ে মন ভালো থাকবে। কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে।

কুম্ভ: যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আজ ব্যবসায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যবসায়িক বৃদ্ধি এক নতুন উচ্চতা পাবে। স্ত্রীয়ের স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে।

মীন: খাওয়া দাওয়া কমিয়ে ফেলুন। শরীরের দিকে নজর দিন। শরীর ভালো রাখতে নিয়মিত শরীরচর্চা এবং ডায়েট করুন। অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন আজ। ফলে সঞ্চয় বাড়বে। কাজের সূত্রে কোথাও ঘুরতে যেতে পারেন।