/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ক্রমেই ঘোরতর হচ্ছে ঘূর্ণি ঝড়! জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*ক্রমেই ঘোরতর হচ্ছে ঘূর্ণি ঝড়! জেনে নিন আজকের আবহাওয়া*


শুক্রবার আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘মোচা’ অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও অস্বস্তির আবহাওয়া নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৬°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৪° সেলসিয়াস। শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলের কাছাকাছি মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। মৌসম ভবন তাদের ঘূর্ণিঝড় সংক্রান্ত পূর্বাভাসে জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরি‌ণত হওয়ার পর একটু একটু করে উত্তর-উত্তরপূর্বে সরে যেতে পারে 'মোচা'।

*আজকের রাশিফল ১২ই মে ( শুক্রবার) *


মেষ: ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে পারেন। প্রভাবশালীদের সাথে যোগাযোগ বাড়বে। এর ফলে আপনি নতুন কোনও ব্যবসায়িক পরিকল্পনা শুরু করতে পারেন। কূটনৈতিক বুদ্ধি লাগিয়ে সমস্যার সমাধান করুন। কঠোর পরিশ্রমের ফল উপভোগ করবেন।

বৃষ: অতিরিক্ত দুশ্চিন্তা আপনার অসুস্থতার কারণ হবে। সঞ্চয়ের দিকে নজর দিন। তাহলে পরে আর দুশ্চিন্তা করতে হবে না। পরিবারের সাথে সময় কাটান। নিয়মিত খেলাধুলো দরকার। নতুন উদ্যম নিয়ে কাজ করলে সফলতা পাবেন।

মিথুন: ব্যবসার ক্ষেত্রে কোনও অভিজ্ঞ মানুষের পরামর্শ দরকার। অধৈর্য হবেন না। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য আসবে। কারোর দ্বারা প্রভাবিত হবেননা। আজ বেশ কিছুটা সময় অবসর কাটাতে পারবেন পরিবারের সাথে।

কর্কট: সমস্ত কাজ তাড়াতাড়ি মিটে যাবে। অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন হবে। এর ফলে আপনার সঞ্চয় বাড়বে। : ভালো গানবাজনা আপনাকে দুশ্চিন্তা কাটিয়ে উঠতে সাহায্য করবে। ব্যবসাতে দরকারি বদলের প্রয়োজন আছে। একান্তে সময় কাটান।

সিংহ: ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকবেন। সমাজ সেবার দিকে নজর দিতে পারেন। এর ফলে আপনার প্রভাব বাড়বে। মন ভালো থাকবে। কিছু আর্থিক সুবিধাও পেতে পারেন। বিনিয়োগের ব্যাপারে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কন্যা: খরচ বেড়ে যাওয়ায় মানসিক শান্তি নষ্ট হতে পারে। ঘর অগোছালো থাকলে তার প্রভাব মনের উপরেও পড়ে। তাই বাড়ি গুছিয়ে রাখুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কর্মসূত্রে ভ্রমণে যেতে হতে পারে। রাজনীতিতে জনসংযোগ বাড়বে।

 

তুলা: কোনও শিশুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। দরকারে ডাক্তার দেখান। পরিবারের কথা মেনে নিন। খরচের ব্যাপারে কার্পণ্য করবেন না। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। সবাইকে নিয়ে হই হুল্লোড় করে কাটবে।

বৃশ্চিক: ভালোবাসার মানুষকে নিয়ে ব্যস্ত থাকবেন। আধ্যাত্মিক উন্নতি হবে। পারিবারিক সমস্ত ঋণ মিটিয়ে দিতে পারবেন। সন্ধ্যায় স্ত্রীয়ের সাথে একান্তে সময় কাটান। ভবিষ্যতের কথা ভেবে আজ থেকেই সঞ্চয় শুরু করুন।

ধনু: সন্তানের কারণে উপার্জন বাড়তে পারে। এর ফলে আজ গর্বিত হবেন। কোনও প্রতিবেশী টাকা ধার চাইলে তার সবদিক বিচার করে তবেই ধার দিন। ধর্মীয় কার্যকলাপে কিছু অর্থ ব্যয় হবে। এর ফলে মন শান্ত হবে।

মকর: শরীরের যত্ন নেওয়া দরকার। বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। পরিবারের সমস্যা নিয়ে কিছুটা ব্যস্ত থাকবেন। মন স্থির এবং শান্ত থাকবে। পেশাদারি ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ভবিষ্যতে মুনাফা দেবে। ব্যবসায় নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখুন।

কুম্ভ: আপনার ঝগড়ুটে মনোভাবের ফলে শত্রুর সংখ্যা বেড়ে যাবে। কারোর সাথে কথা বলার সময় নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। প্রেমের মানুষের স্মৃতিচারণে অনেকটা সময় কাটবে। শরীর মন ভালো রাখতে যোগব্যায়াম করুন।

মীন: অফিসে কাজের চাপ বেড়ে যাওয়ায় নিজেকে সময় দিতে পারবেন না। এর ফলে মানসিক অশান্তিতে ভুগতে পারেন। তবে কয়েক দিনের মধ্যেই এই অবস্থা কেটে যাবে। ভ্রমণের ফলে নতুন কাজের সুযোগ আসতে পারে।

*বাতিল একগুচ্ছ ট্রেন*


নিজস্ব সংবাদদাতা : কেউ বা বেরিয়েছেন অফিস যাবেন বলে, কেউ বা বেরিয়েছেন হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু যাবেন কিভাবে? ট্রেন যে বন্ধ। বুধবার রাতে শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যূত হয়েছে ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। যার জেরে ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইনের ডাউন লাইনে ট্রেন চলাচল। আপ ও ডাউন মিলিয়ে বাতিল ৯টি ট্রেন। হাওড়ার পাশাপাশি রেল পরিষেবায় প্রভাব পড়েছে শিয়ালদা শাখায়।

যারা আগে থেকে কিছু জানতেন না সবচেয়ে বেশি সমস্যায় তারা পড়েছেন। একেই প্রচণ্ড রোদ। তার ওপর সঠিক সময়ে গন্তব্যে পৌঁছনোর তাড়া। স্টেশনে এসে ট্রেন না পেয়ে অথৈ জলে পড়েছেন নিত্যযাত্রীরা। শক্তিগড়ের যেখানে হাওড়া-ব্যান্ডেল লোকাল লাইনচ্যুত সেখানে সকালে থেকে ট্রেনটিকে সরানোর কাজে নেমে পড়েছেন রেলের কর্মীরা।

অন্যদিকে, বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। কিছু দূর পাল্লার ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে। যে ট্রেন গুলি চলছে তারও গতি মন্থর। ফলে সব মিলিয়ে গরমে চরমে উঠেছে যাত্রীদের ভোগান্তি।

*প্রবল তাপপ্রবাহে জেরবার পশ্চিমবঙ্গ! জেনে নিন আজকের আবহাওয়া*


গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আরও দিন তিনেক। তাপপ্রবাহ জারি থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে। গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবারে আবহাওয়ার পরিবর্তন হবে।ঘূর্ণিঝড় ‘মোকা’র পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে।ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

 আজ শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৯.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৮ ডিগ্রী সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী তিন দিন জারি থাকবে। জলীয় বাষ্প কমবে, ফলে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

*আজকের রাশিফল ১১ই মে ( বৃহস্পতিবার) *


মেষ রাশি: শরীর এবং মনকে ভালো রাখতে আজ থেকে আপনি নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম করতে পারেন। আপনি কোনো আধ্যাত্মিক কাজের সাথেও যুক্ত থাকতে পারেন। আজ আপনি আপনার কোনো প্রিয়জনের কাছ থেকে বহুপ্রতিক্ষিত ফোন কল পেতে পারেন। কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে আপনি আজ লাভবান হবেন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

বৃষ রাশি: বন্ধু-বান্ধবদের সহায়তায় আজ আপনি আর্থিক অনটন থেকে মুক্ত হবেন। শরীর নিয়ে আজ অযথা চিন্তিত হয়ে পড়বেন না। পরিবারের সদস্যদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। ভালোবাসার মানুষটিকে আজ অবশ্যই কিছুটা সময় দিন। সবার সাথে আজ স্পষ্টভাবে কথা বলুন। সঠিক পরিশ্রম করলেই আপনি আজ কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। অর্ধাঙ্গিনীর সাথে দুর্দান্ত সময় কাটবে।

মিথুন রাশি: আপনার কাছে আজকে কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি আপনার বন্ধুদের সাথে উপভোগ করতে পারেন। রক্তচাপের রোগীদের আজকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, অতিরিক্ত ভিড় আজ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আজকে আপনার দিনটি দুর্দান্ত কাটবে। শুধু তাই নয়, আপনার কোনো কাজের প্রশংসাও করা হতে পারে। আপনার উত্তম রসবোধ আজ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে।

কর্কট রাশি: বাড়িতে চলা কোনো ঝামেলা এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। শরীর সম্পর্কে আজ অবশ্যই সচেতন হন। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি অবশ্যই ভালো ফলাফল পেতে থাকবেন। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। জীবনসঙ্গীর কাছ থেকে আপনি আজ কোনো চমক পেতে পারেন।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনি আজ অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। সবার সাথে আজ সংযত হয়ে কথা বলুন। কোথাও কেনাকাটা করতে গিয়ে অথবা অন্যান্য কোনো কাজকর্মের জেরে আজ আপনি অত্যন্ত ব্যস্ত থাকতে পারেন। নতুন কোনো অংশীদারিত্বে যুক্ত হওয়ার পক্ষে আজকের দিনটি ভালো। আপনি আজ অর্ধাঙ্গিনীর সাথে কোথাও পিকনিকে যেতে পারেন।

কন্যা রাশি: ব্যস্ত সময়সূচি থাকা সত্বেও আজ আপনাকে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কোনো নতুন অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন এবং লিখিত প্রমাণ রাখুন। যাঁরা তাঁদের কোনো জমি বিক্রি করতে চাইছিলেন তাঁরা আজ সেটি বিক্রির জন্য একজন ভালো ক্রেতার সন্ধান পাবেন। যার ফলে আর্থিকভাবে লাভবানও হতে পারবেন। এই রাশির পড়ুয়ারা আজ মোবাইল চালিয়ে অনেকটা সময় নষ্ট করতে পারে।

তুলা রাশি: কোনো নতুন অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে অবশ্যই সতর্ক থাকুন এবং লিখিত প্রমাণ রাখুন। আপনি আজ কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষটির কোনো আচরণে আজ আপনি বিচলিত হতে পারেন।

বৃশ্চিক রাশি: বাড়ির পরিবেশে আজ কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন। আজ আপনি অফিসের কাজ দ্রুত শেষ করে বাড়িতে পৌঁছে নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। আজ আপনার বন্ধুরা আপনাকে এমন একজন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবেন যিনি আপনার মনে গভীর প্রভাব ফেলবেন। কোনো অপ্রয়োজনীয় কাজে আজ সময় নষ্ট করবেন না। আপনি আজ আপনার কোনো বন্ধুকে সাহায্য করতে পারেন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

মকর রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। কোথায় বিনিয়োগ করার আগে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়ির কোনো পড়ে থাকা কাজ আজ আপনি সেরে ফেলতে পারেন। পাশাপাশি, কোনো বিনোদনমূলক কাজেকর্মে আজ কিছুটা সময় অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালোই কাটবে। সবার সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর সাথে দুর্দান্ত সময় কাটবে।

কুম্ভ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি আজ কোনো শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। অতিরিক্ত অর্থ জমি কিংবা বাড়ি কেনার কাজে বিনিয়োগ করা উচিত। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটিকে কাজে লাগিয়ে আপনি আজ বাড়ির বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন।

মীন রাশি: কোনো অপ্রয়োজনীয় কাজে আজ সময় নষ্ট করবেন না। সবার সাথে সংযত হয়ে কথা বলুন। নাহলে আপনার কোনো কথা আজ কাউকে আঘাত দিতে পারে। আবেগপ্রবণ হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে মনোমালিন্য হতে পারে। 

*সুভাষ-বঙ্কিমকে স্মরণ মুখ্যমন্ত্রী মমতার*


১৭৫ বছরে পদার্পণ করলো বেথুন কলেজিয়েট স্কুল। সেই উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে দুই কৃতী বাঙালি নেতাজি সুভাষ চন্দ্র বসু ও বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭৫ বছর পূর্তির অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ''বাংলার ইতিহাস, গর্বের ইতিহাস। বাংলার মতো এত সৃষ্টি কৃষ্টি কোথাও নেই। দেশকে জয়হিন্দ স্লোগান দিয়েছে বাংলার সুভাষচন্দ্র। বঙ্কিমের বন্দে মাতরম সারা দেশে সামাদৃত।''

অন্যদিকে, নারী শিক্ষা প্রসারে বেথুন কলেজিয়েট স্কুলের ভূমিকাওতুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ''১৭৫ বছর আগের চারা গাছ আজ মহীরুহে পরিণত হয়েছে।নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেথুন স্কুলের।নারী শিক্ষা ছাড়া সমাজ এগোতে পারে না।''

*শরাফ হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড, একগুচ্ছ নির্দেশিকা সুজিত বসুর*


শরাফ হাউস পরিদর্শন করলেন দমকলমন্ত্রী সুজিত বসু। দ্রুত আগুন নেভানোর কাজ চলছে বলে জানালেন তিনি। সেই সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখে দিলেন একগুচ্ছ নির্দেশ। আগুন নেভাতে ৫৫ মিটার ল্যাডার আনার নির্দেশও দিয়েছেন দমকলবাহিনীকে।

ঘটনাস্থলে যুদ্ধ তৎপরতায় কাজ চালাতে এল দমকলের আরো ৪ টি ইঞ্জিন। মোট ১৪ টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। ভেঙে পড়েছে ছাদের একাংশ। কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। রাজভবনের কাছে হওয়ায় তদারকিতে খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। রাজ্যপালের সঙ্গে কথা বলেন তিনি।

*রাজভবনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড !বেরিয়ে এলেন রাজ্যপাল*


ফের কলকাতায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জানা গিয়েছে, আজ বুধবার ধর্মতলায় রাজভবনের কাছে শারফ হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে আগুন দেখে রাজভবন থেকে বেরিয়ে এসেছেন সিভি আনন্দ বোস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। এই শরাফ হাউসের ভেতরে রয়েছে বহু অফিস।

*তীব্র তাপপ্রবাহ থেকে রাজ্যবাসী কবে পাবে নিস্তার! জেনে নিন আজকের আবহাওয়া*


ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণেই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে তাপপ্রবাহের পূর্বভাস জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে ১৪টি জায়গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি সেলসিয়াস।আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাঅবে ৩৯.৭°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০.৪° সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৮ শতাংশ।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১০ই মে বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকবে।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম—এই ৮ জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে চলেছে।

*আজকের রাশিফল ১০ই মে (বুধবার)*


মেষ রাশি: কর্মক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করলে আপনি আজ লাভবান হবেন। যাঁরা কোনো ব্যবসা পরিচালনা করছেন তাঁরা আজ কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। যা তাঁদের আর্থিকভাবে লাভবান করতে পারে।

বৃষ রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই আপনি অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হবেন। অফিসের কাজ দ্রুত শেষ করে আপনি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন।

মিথুন রাশি: যদি আজ আপনি আপনার বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে সতর্কতার সাথে অর্থব্যয় করুন।

কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তাই, অযথা অর্থ নিয়ে চিন্তা করবেন না। শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।

সিংহ রাশি: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো। তবে, বাড়িতে চলা কোনো বিরোধ এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে আপনার মেজাজ আজ খিটখিটে হয়ে উঠতে পারে। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনো সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে নিজের লক্ষ্যপূরণের জন্য অগ্রসর হন। আপনি আজ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাবা-মা এবং অর্ধাঙ্গিনীর সাথে কোনো পরিকল্পনা করতে পারেন।

তুলা রাশি: কর্মক্ষেত্রে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো কাটবে। পাশাপাশি, আজ আপনি কোনো কাজে সহকর্মীদের কাছ থেকেও সাহায্য পেতে পারেন। এই রাশির বিবাহিত ব্যক্তিরা আজ তাঁদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ অবশ্যই নজর দিতে হবে। আজ কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। অর্ধাঙ্গিনীর সাথে ভালো সময় কাটবে।

বৃশ্চিক রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি খাওয়াদাওয়ার প্রতি সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধের নয়। এমতাবস্থায়, অর্থ-সম্পর্কিত পরামর্শের জন্য আপনি আপনার বাবা অথবা অন্য কোনো অভিভাবকের সাথে কিছু আলোচনা করতে পারেন। ভালোবাসার মানুষটির সাথে ভালো সময় কাটবে। অবসর সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন।

ধনু রাশি: ভবিষ্যতে আর্থিক সঙ্কটের হাত থেকে বাঁচতে অযথা অর্থব্যয় না করে এখন থেকেই অর্থ সঞ্চয়ের প্রতি মনযোগ দিন। ভালোবাসার মানুষটির কাছ থেকে আপনি আজ কোনো চমক পেতে পারেন। আজকে আপনি আপনার অবসর সময়ের সঠিক ব্যবহার করার জন্য কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন।

মকর রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আপনি আপনার মামাবাড়ির কোনো সদস্যের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। তবে, গাড়ি চালানোর সময়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। যাঁরা বেশ কিছু দিন যাবৎ অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন।

কুম্ভ রাশি: আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। গর্ভবতী মহিলাদের আজ খুব সাবধানে চলাচল করতে হবে এবং সতর্ক থাকতে হবে। আপনার প্রেমের জীবন আজ প্রস্ফুটিত হবে। আজ আপনি পরোপকার ও সামাজিক কাজের প্রতি আকৃষ্ট হবেন। পরিবারের সদস্যদের সাথে আজ ভালো সময় কাটবে। নিজের লক্ষ্যে আজ অবিচল থাকুন। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

মীন রাশি: আজ বাড়িতে অতিথিদের সমাগম ঘটবে। পাশাপাশি, তাঁদের সাথে দুর্দান্ত সময় অতিবাহিত হবে। আপনার বেপরোয়া আচরণের কারণে আজ আপনার কোনো একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন।