*১০ তম টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে-র অংশ হতে উচ্ছ্বসিত বেডনারেক*
নিজস্ব প্রতিনিধি: অলিম্পিক রৌপ্যজয়ী ও মার্কিন স্প্রিন্ট তারকা কেনি বেডনারেক, "টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে" কলকাতার আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে ভারতের অন্যতম প্রধান দূরত্ব দৌড় প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হতে পেরে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক মানের রেস মানুষকে জীবনযাত্রার অঙ্গ হিসেবে ফিটনেস গ্রহণে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"
এলিট পর্যায়ে পারফর্ম করার জন্য কী প্রয়োজন,সে বিষয়ে কথা বলতে গিয়ে বেডনারেক শারীরিক সক্ষমতার চেয়েও মানসিকতার গুরুত্বের উপর জোর দেন।
তিনি বলেন, “আপনি শারীরিকভাবে প্রস্তুত ও অত্যন্ত প্রতিভাবান হতে পারেন, কিন্তু রেসের দিনে মানসিকভাবে শক্ত না হলে তার কোনও মূল্য থাকে না। স্প্রিন্টিং প্রায় ৯০ শতাংশ মানসিক বিষয়—শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং রিকভারি ধারাবাহিকভাবে সর্বোচ্চ স্তরে পারফর্ম করার মূল চাবিকাঠি।”
এছাড়াও তিনি এদিন নিজের যাত্রাপথের কথা বলতে গিয়ে বেডনারেক ধারাবাহিক উন্নতি ও শেখার গুরুত্বের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “আমি সবসময় শিখছি এবং প্রতি বছর নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি। জেতার পরেও আমি নিজেকে এবং আমার টিমকে জিজ্ঞাসা করি—আর কীভাবে উন্নতি করা যায়। পরিপূর্ণতা বলে কিছু নেই, আছে শুধু অগ্রগতি।” জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন-এর ছাত্রছাত্রীদের সঙ্গে কথোপকথনের সময় তিনি এ কথা জানান।
প্রসঙ্গত,কেনি বেডনারেক বিশ্বের অন্যতম সেরা স্প্রিন্টার। তিনি টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ অলিম্পিকে পুরুষদের ২০০ মিটারে দ্বৈত রৌপ্যপদকজয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্যজয়ী। নিয়মিত ডায়মন্ড লিগ পারফরমার হিসেবে তাঁর ব্যক্তিগত সেরা সময় ১৯.৪৯ সেকেন্ড, এবং তিনি বিশ্বমঞ্চে মার্কিন স্প্রিন্টিংয়ের অগ্রভাগে রয়েছেন।মার্কিন স্প্রিন্টিংয়ের পুনরুত্থান প্রসঙ্গে বেডনারেক বলেন, ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক।তিনি বলেন, “আমেরিকান স্প্রিন্টিং সবসময়ই শক্তিশালী ছিল। উসেইন বোল্ট ছিলেন একেবারেই আলাদা স্তরের, কিন্তু এই মুহূর্তে যুক্তরাষ্ট্র খুব ভালো জায়গায় রয়েছে। সামনে বড় চ্যাম্পিয়নশিপ রয়েছে এবং নিজ দেশে অলিম্পিক আসছে—আগামী কয়েক বছর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।”
ভারতীয় অ্যাথলেটিক্স সম্পর্কে নিজের মতামত জানিয়ে বেডনারেক আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, “ভারতে প্রচুর প্রতিভা রয়েছে। সঠিক কোচিং, প্রশিক্ষণ কাঠামো এবং রিকভারি সিস্টেম থাকলে এখানকার অ্যাথলেটরা বিশ্বমঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করতে পারে।” ভারতীয় ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা প্রসঙ্গে বেডনারেক আরও বলেন,
“অর্থপূর্ণ যেকোনো উপায়ে অবদান রাখতে আমি সবসময়ই আগ্রহী—হোক তা আলোচনা, মেন্টরশিপ বা অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। খেলাধুলার শক্তি জীবন বদলে দিতে পারে, আর আমার উপস্থিতি যদি ভারতে সেই যাত্রাকে সমর্থন করতে সাহায্য করে, তবে তার অংশ হতে পেরে আমি গর্বিত হব।”
ছবি: Procam.
Dec 19 2025, 18:24
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k