*খড়দার গঙ্গার ঘাট থেকে উদ্ধার ওষুধ ব্যবসায়ীর দেহ*
![]()
নিজস্ব সংবাদদাতা: খড়দা থানার অধীনস্থ গঙ্গার জেটি ঘাট থেকে সোমবার বিকেলে পুলিশ পশু চিকিৎসা সংক্রান্ত ওষুধ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে। ব্যবসায়ীর পকেটে থাকা এটিম কার্ড ও ভিজিটিং কার্ডের সূত্র ধরে পুলিশ মৃতের পরিচয় জানতে পারে। পরে মৃতের দাদা তাঁর ভাইয়ের দেহ সনাক্ত করেন। মৃতের নাম সুব্রত অধিকারী ( ৫৪)। তিনি নিজাম বাবা ফার্মাসিউটিক্যাল সংস্থার পাইকারি বিক্রেতা ছিলেন। নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের পিনকল মোড় সংলগ্ন পিৎজা হাট আবাসনের চারতলার একটি ফ্ল্যাটে স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে তিনি থাকতেন। কিন্তু তাঁর আদিবাড়ি জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নিউ কর্ড রোডের গোলঘর পার্ক সংলগ্ন নিউ কর্ড রোডে। সেখানেই নিজাম বাবা ফার্মাসিউটিক্যাল সংস্থার তাঁর বড় অফিস কাম গোডাউন। মূলতঃ প্রাণী সংক্রান্ত প্রোটিন পাউডার, ব্যান্ডেজ, ভেটেনারি ইনজেকশন-সহ পশু চিকিৎসা সংক্রান্ত ওষুধপত্রের একজন বড় পাইকারি বিক্রেতা ছিলেন ওই ব্যবসায়ী। তাঁর সংস্থায় কমপক্ষে ৬০ থেকে ৭০ জন কর্মচারী কাজ করেন। মঙ্গলবার সকালে কাজে এসে তাঁরা জানতে পারেন গঙ্গার ঘাট থেকে নিখোঁজ অফিস বসের দেহ উদ্ধার হয়েছে। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় পড়শি ও কর্মচারীরা। সকলেই চাইছেন তাঁর মৃত্যুর কারণ প্রকাশ্যে আসুক। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধের পর গোলঘরের অফিস থেকে বেরোন ঔষধ ব্যবসায়ী সুব্রত অধিকারী। যদিও মোবাইল ফোন তিনি বাড়িতে রেখে গিয়েছিলেন। অনুমান করা হচ্ছে, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ওষুধ ব্যবসায়ী। পারিবারিক অশান্তি নাকি ব্যবসা সংক্রান্ত কারনে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ বলেন, খুব মর্মান্তিক ঘটনা। শান্ত স্বভাবের অত্যন্ত ভালো ছেলে ছিল সুব্রত । এভাবে তাঁর মৃত্যু মেনে নেওয়া যায় না। খুব অল্প সময়ের মধ্যে পরিশ্রম করে ব্যবসার প্রসার করেছিলেন সুব্রত। মনোজ বাবু আরও জানান, দু'তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে খড়দা থানার অন্তর্গত গঙ্গার একটি ঘাট থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করেছে। তবে ওঁর মৃত্যুর কারন পুলিশ তদন্ত করে দেখছে।










43 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.6k