ব্যারাকপুর শহীদ মঙ্গলপান্ডে সরণীর একটি আবাসনে দেহ উদ্ধার প্রাক্তন তথ্য প্রযুক্তি কর্মীর
নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শহীদ মঙ্গলপান্ডে সরণীর একটি আবাসনের ৩ তলার ঘর থেকে উদ্ধার হল প্রাক্তন তথ্য প্রযুক্তি কর্মীর দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই প্রাক্তন তথ্য প্রযুক্তি কর্মী হলেন ৪৬ বছর বয়সী Ujjal Vedajna। তিন বছর আগে তার বাবার মৃত্যু হয়। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান,দিনের বেশিরভাগ সময় নিজেকে ঘর বন্দী করে রাখতেন। গত কয়েকদিন ধরে তিনি ঘর থেকেও বের হননি। সোমবার সকাল থেকে দুর্গন্ধ বেরোতে থাকে ঘর থেকে। এরপর টিটাগড় থানার পুলিশকে খবর দেন আবাসনের বাসিন্দারা। দুপুরে টিটাগড় থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকও।
ছবি: প্রবীর রায়













44 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0