*টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতার দশম বর্ষপূর্তিতে 10K-এ নেতৃত্ব দেবে অল-উইমেন পেসার স্কোয়াড*
ডেস্ক: টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতার ঐতিহাসিক দশম বর্ষপূর্তি তে প্রোক্যাম ইন্টারন্যাশনাল-এর আয়োজিত বিশ্বের প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেবেল 25K রোড রেস—এ থাকছে ২২ জন পেসারের অনন্য লাইনআপ। শৃঙ্খলা, সাহস ও জীবনের পরিবর্তনের শক্তিশালী গল্প নিয়ে এঁরা ২১ ডিসেম্বর, রবিবার হাজার হাজার দৌড়বিদকে নেতৃত্ব দেবেন।
এ বছরের পেসার গ্রুপ অংশগ্রহণকারীদের মতোই বৈচিত্র্যময় ও অনুপ্রেরণামূলক। দেশের সীমানা পেরিয়ে দায়িত্ব পালন করা সশস্ত্র বাহিনীর সদস্য হোক, কিংবা ব্যক্তিগত লড়াই জয় করে দৌড়কে জীবনের অংশ করে নেওয়া মহিলারা, অথবা ব্যস্ত পেশাজীবন সামলিয়েও ফিটনেসকে গুরুত্ব দেওয়া মানুষ—দশম সংস্করণ তুলে ধরছে এমন সব ব্যক্তিত্বকে যারা টাটা স্টিল ওয়ার্ল্ড 25K-এর Decade of Difference ভাবনাকে ধারণ করেন। তাঁদের যাত্রা কলকাতার দৌড় সংস্কৃতির বিবর্তনের প্রতিচ্ছবি, যা তাঁদের এই মাইলস্টোন বছরে আদর্শ পেস লিডার করে তুলেছে।
অনুপ্রেরণামূলক 10K পেসারদের মধ্যে রয়েছেন রোশনি গুহঠাকুরতা, যিনি জন্মেছিলেন দ্বিপাক্ষিক ক্লাবফুট নিয়ে এবং হাঁটার জন্যই বড় সার্জারির উপর নির্ভর করতে হতো। আজ ৮ বছরের সন্তানের মা এবং সিইএসসি-র ডেপুটি ম্যানেজার রোশনি একজন দক্ষ ম্যারাথন ও আল্ট্রা রানার। স্থবির জীবনধারা থেকে ফিটনেস ও দৃঢ়তার পরিচয়ে তিনি নিজেকে রূপান্তরিত করেছেন। তিনি নেতৃত্ব দেবেন ৮৫-মিনিট বাস পেসকে।
চান্দাগিনি-র প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা চন্দা আহুজা, দুই সন্তানের গর্বিত মা, নেতৃত্ব দেবেন ৭৫-মিনিট বাস পেসকে। চক্ষুবিশেষজ্ঞ ও নিবেদিতপ্রাণ রানার ড. স্বাতী বিশ্বাস নেতৃত্ব দেবেন ৬০-মিনিট গ্রুপকে।
এর পাশাপাশি আছেন কলকাতার মনপ্রীত সিং, 25K ক্যাটাগরির দ্রুততম পেসার, যিনি নেতৃত্ব দেবেন ২:০০ ঘণ্টার বাসকে। দিল্লি থেকে রয়েছেন কার্তিকেয় পান্ডে, যিনি মহামারির সময় ৯৫ কেজি থেকে ৭৭ কেজিতে নেমে এসে এখন পডিয়াম ফিনিশার। তিনি নেতৃত্ব দেবেন ২:০৫ ঘণ্টার বাসকে। এই অনন্য তালিকায় আরও যোগ দিচ্ছেন কলকাতার বাপাই ভট্টাচার্য—কারগিল যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা ও কমরেডস ম্যারাথনের ব্রোঞ্জ মেডেলিস্ট—যার অসাধারণ দৃঢ়তা পেসিং টিমকে আরও শক্তিশালী করেছে। তিনি নেতৃত্ব দেবেন ২:৪০ ঘণ্টার বাসকে।
“পেসিং একটি নিঃস্বার্থ কাজ, এবং টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতার দশম সংস্করণ উদযাপনের সময় আমাদের পেসাররা এই ইভেন্টের প্রাণ ও মনের প্রতিফলন। প্রতিরক্ষা বাহিনীর শৃঙ্খলা যেখানে 25K-এ নেতৃত্ব দিচ্ছে, সেখানে অনুপ্রেরণাদায়ক অল-উইমেন টিম 10K-এ পেসিং করছে। এই বছরের লাইনআপ সাহস, বৈচিত্র্য এবং কমিউনিটি স্পিরিটের প্রতীক,” বলেন বিবেক সিং, যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক, প্রোক্যাম ইন্টারন্যাশনাল।
মহিলা 10K পেসাররা (10 কিমি)
আলিনা গোপারমা শেরপা (বাস টাইম: ৫৮ মিনিট),ড. স্বাতী বিশ্বাস (বাস টাইম: ৬০ মিনিট),উমা দেবী শর্মা (বাস টাইম: ৬৫ মিনিট) (কল্যাণী, পশ্চিমবঙ্গ),জ্যোতি সাবু (বাস টাইম: ৭০ মিনিট),শোভা আগরওয়াল (বাস টাইম: ৭৫ মিনিট),চন্দা আহুজা (বাস টাইম: ৭৫ মিনিট),নম্রতা আগরওয়াল (বাস টাইম: ৮০ মিনিট),রোশনি গুহঠাকুরতা (বাস টাইম: ৮৫ মিনিট),প্রিয়ান্তি দত্ত (বাস টাইম: ৮৮ মিনিট),(সব পেসারই কলকাতা থেকে)।
প্রতিরক্ষা বাহিনীর পেসাররা (25 কিমি) মনপ্রীত সিং (বাস টাইম: ০২:০০ ঘণ্টা) (কলকাতা),কার্তিকেয় পান্ডে (বাস টাইম: ০২:০৫ ঘণ্টা) (নতুন দিল্লি),রাম মোহন (বাস টাইম: ০২:১০) (পাঞ্জাব),অশীষ ধিংড়া (বাস টাইম: ০২:১৫ ঘণ্টা) (নতুন দিল্লি),গুরমিত রতুরি (বাস টাইম: ০২:২০) (নতুন দিল্লি),চানমবম রুহিকান্তা সিং (বাস টাইম: ০২:২৫ ঘণ্টা) (কানপুর),ললিত কুমার তিওয়ারি (বাস টাইম: ০২:৩০ ঘণ্টা) (নতুন দিল্লি),পরমজিৎ যাদব (বাস টাইম: ০২:৩৫ ঘণ্টা) (রেওয়ারি),
বাপাই ভট্টাচার্য (বাস টাইম: ০২:৪০ ঘণ্টা) (কলকাতা),গৌরব শ্রীবাস্তব (বাস টাইম: ০২:৪৫ ঘণ্টা) (লখনৌ);
ড. রতনদীপ সিং (বাস টাইম: ০২:৪৫ ঘণ্টা) (নতুন দিল্লি),
সঞ্জীব কুমার (বাস টাইম: ০২:৫০ ঘণ্টা) (কলকাতা),বিদ্যাসাগর মেহতা (বাস টাইম: ০২:৫৫ ঘণ্টা) (নতুন দিল্লি)।
টাটা স্টিল ওয়ার্ল্ড 25K কলকাতা সরাসরি সম্প্রচার করা হবে ২১ ডিসেম্বর সকাল ৫:৩০ থেকে সনি স্পোর্টস ১ এবং সনি স্পোর্টস ১ এইচডি-তে।

1 hour and 31 min ago
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k