কলকাতায় মেয়র’স কাপ ২০২৫-২০২৬ সিজন শুরু

Khabar kolkata sports Desk: ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ডে শুক্রবার শুরু হল মেয়র’স কাপ। ইন্টার স্কুল আন্ডার-১৫ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬। উদ্বোধনী ম্যাচে, কামরাবাদ উচ্চ বিদ্যালয় টস জিতে ক্যাথিড্রাল মিশন হাই স্কুলের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এই মরসুমে, মোট ৬৪টি স্কুল, ১৬টি গ্রুপে বিভক্ত, টুর্নামেন্টে অংশ নেবে। প্রথম রাউন্ডের পর, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। উদ্বোধনী খেলার আগে, সিএবি-র শীর্ষ কর্মকর্তা এবং সদস্যদের উপস্থিতিতে একটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি ভাইস প্রেসিডেন্ট মিঃ নীতীশ রঞ্জন দত্ত, সিএবি যুগ্ম সম্পাদক মিঃ মদন মোহন ঘোষ, সিএবি কোশাধ্যক্ষ মিঃ সঞ্জয় দাস, বাংলার রঞ্জি ট্রফি জয়ী অধিনায়ক মিঃ সম্ভরণ বন্দ্যোপাধ্যায়, সিএবি স্কুল কমিটি চেয়ারম্যান মিঃ সুব্রদীপ গাঙ্গুলি, সিএবি সিনিয়র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিঃ প্রদীপ কৃ দে, সিএবি ওবসার্ভার্স কমিটির চেয়ারম্যান মিঃ শ্রিমন্ত কুমার মল্লিক, সিএবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মিঃ অমিতাভ আঢ্য, সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঃ প্রসেনজিৎ ব্যানার্জি, সিএবি অ্যেক্স কমিটির সদস্য মিঃ জয়দীপ মুখার্জি এবং বিভিন্ন সিএবি কমিটির সদস্য এবং জুনিয়র সিলেকশন কমিটির সদস্যরা।

ছবি সৌজন্যে: সিএবি ও সঞ্জয় হাজরা।

*বিলকান্দার মোহিষপোতায় নবনির্মিত মা তাঁরা, মহাদেব ও গ্রহরাজ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন*

 নিজস্ব সংবাদদাতা: বিলকান্দা -১ পঞ্চায়েতের অন্তর্গত মোহিষপোতায় নবনির্মিত মা তাঁরা, মহাদেব ও গ্রহরাজ মন্দিরের আনুষ্ঠানিক শুভ সুচনা করা হল। মুলত বিলকান্দা-১ পঞ্চায়েতের উপপ্রধান তথা খড়দহ ব্লক তৃণমূলের যুব সভাপতি প্রবীর দাস ওরফে বাবাইয়ের তত্ত্বাবধানেই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। নয়া এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় দেড় বছর সময় লেগেছে। এদিন নবনির্মিত মন্দিরটির শুভ দ্বারোৎঘাটন করেন খড়দহের বিধায়ক তথা কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। মন্ত্রী ও সাংসদ ছাড়াও এদিন মন্দিরের শুভ দ্বারোৎঘাটন অনুষ্ঠানে হাজির ছিলেন খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ সাহা,ব্যারাকপুর -২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, ব্যারাকপুর -২ পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং,বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নন্দরানি বিশ্বাস,পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস,উপ প্রধান কিশোর বৈশ্য,বিলকান্দা-২ গ্রাম পঞ্চায়েতর প্রধান দীপা পাইক,বিলকান্দা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা দাস, খড়দহ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ নেতা মাসুদ লষ্কর সহ চারটি গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সদস্যারা। মোহিষপোতা এলাকায় নতুন মন্দিরটির উদ্বোধন হওয়া খুশি এলাকার সাধারণ মানুষ।

ছবি:প্রবীর রায়

*২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে শুরু করল তৃণমূল কংগ্রেস*

নিজস্ব প্রতিনিধি : ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যাযের নির্দেশে রাজ্যের কৃষক এবং খেত মজদুরদের একত্রিত করে বিজেপির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে ।সেইমতো বৃহস্পতিবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তাদের সংগঠনকে আরো বেশি মজবুত করতে বৈঠক আয়োজিত হল। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের যেখানে দলের একাধিক ব্লক এবং জেলার পদ অধিকারীদের এদিন নিযুক্ত করা হল। তাদের হাতে দলের তরফ থেকে তুলে দেওয়া হলো দলীয় চিঠি।এই দিনের সংগঠনের বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি লুৎফার রহমান সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি লুৎফার রহমান জানান," ২০২৬ বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে তারা লড়াইয়ের ময়দানে নেমেছেন। তাদের লক্ষ্য তৃণমূল কংগ্রেসকে ২৫০টির বেশি আসন পাইয়ে রাজ্যে পুনরায় ক্ষমতায় আনা।"

ছবি:প্রবীর রায়।

সিটের তদন্তে ভরসা নেই, জগদ্দলের মেঘনা গেটের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি অর্জুন সিংয়ের

প্রবীর রায়: চলতি বছরের ২৬ মার্চ জগদ্দলের মেঘনা মিল গেটে ব্যাপক গন্ডগোল হয়েছিল। সেদিন তাঁর বাড়ির সামনে বোমা-গুলি চালানোর অভিযোগ করেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদিও ওই ঘটনায় পুলিশ অভিযোগ নেয় নি। উল্টে নমিত সিং অর্জুন সিংয়ের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছিলেন। পুলিশের পক্ষপাতিত্বের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সাংসদ। গত ২৪ অক্টোবর উচ্চ আদালত রায় দিয়েছে এফআইআর নিতে হবে এবং সিট গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।আদালতের নির্দেশ মতো গত ৫ নভেম্বর জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার দুপুরে সিটের তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তদন্তকারীদের ঘটনার বিবরণ দিয়ে ঘটনাস্থলগুলো দেখিয়ে দেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই বিষয়ে তিনি বলেন, সিটের তদন্তে তাঁর ভরসা নেই। ফের তিনি আদালতে দ্বারস্থ হবেন এনআইএ কিংবা সিবিআই তদন্তের জন্য।

*খেলা* জয়ের হ্যাটট্রিক বাংলার মেয়েদের

ডেস্ক:মেয়েদের অনূর্ধ্ব ২৩ টি২০ ট্রফি (এলিট)-এ জয়ের হ্যাটট্রিক বাংলার। নাগপুরের লেডি অমৃতবাঈ দাগা কলেজ মাঠে আজ হায়দরাবাদকে ২২ রানে হারাল তিতাস সাধুর নেতৃত্বাধীন দল। হায়দরাবাদ টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ১৯.৫ ওভারে বাংলা ১১৯ রানে অল আউট হয়। পিয়ালি ঘোষ ২৯ বলে ৩০, সুজাতা দে ২১ বলে ২৫ ও সুস্মিতা পাল ১৫ বলে ২০ রান করেন। চার উইকেট নেন এম সাক্ষী রাও। কেশরী দৃথী পান তিন উইকেট।জবাবে ১৯.১ ওভারে ৯৭ রানে শেষ হায়দরাবাদ। জি তৃষা করেন ৩০ বলে ৩৪। রূপাল তিওয়ারি ২১ রানের বিনিময়ে তিন উইকেট নেন। পিয়ালি ঘোষ ও সুস্মিতা গঙ্গোপাধ্যায় ২টি করে উইকেট দখল করেন। তিতাস সাধু ও পায়েল ভাখারিয়া পান একটি করে উইকেট। শনিবার বাংলা খেলবে রাজস্থানের বিরুদ্ধে।

ছবি সৌজন্যে:সিএবি

*রহস্যে ঘেরা মথুরার কৃষ্ণ জন্মভূমি মন্দির*

ডেস্ক : হিন্দু ধর্মের প্রধান তিন দেবতা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। বিষ্ণুরই অন্যতম অবতার হলেন শ্রীকৃষ্ণ। তিনি হলেন সনাতন ধর্মের রক্ষাকর্তা। উত্তর প্রদেশের মথুরা হল শ্রীকৃষ্ণের জন্মভূমি। মহাভারত অনুসারে মথুরায় কংসের কারাগারে জন্ম হয় বাসুদেবের ঔরসে দেবকীর গর্ভে জন্ম হয় শ্রীকৃষ্ণের। কংসের যে কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল, সেই কারাগার কৃষ্ণ জন্মভূমি মন্দির নামে পরিচিত। যমুনা নদীর তীরে ঘনজনসংখ্যা বিশিষ্ট শহর মথুরায় রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। দেশের রাজধানী দিল্লি থেকে ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত মথুরা নগরী। মথুরার মধ্যিখানে অবস্থিত শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির। এখানেই প্রচণ্ড অত্যাচারী রাজা কংসকে নিধন করে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণ। দ্বাপর যুগে অধর্মের নাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। মথুরায় অন্য সব মন্দিরের মধ্যে কৃষ্ণ জন্মভূমি মন্দিরে পূণ্যার্থীদের ভিড় থাকে সবচেয়ে বেশি।

কংসের কারাগারের যে কুঠুরিতে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই ঘরটিই কৃষ্ণ জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ নামে পরিচিত। এই মন্দিরের দেওয়াল পাথরের তৈরি। কারাগারের দেওয়াল যেরকম হয়, সেরকম কঠিন পাথরের তৈরি এই মন্দিরের গর্ভগৃহ। মহাভারত অনুসারে এই দেওয়ালেই আছড়ে ফেলে দেবকীর গর্ভের সদ্যোজাত ছয় সন্তানকে হত্যা করেছিলেন কংস। মন্দির প্রাঙ্গন থেকে পুরাতাত্ত্বিক খনন কার্য চালিয়ে প্রাচীন যুগের বেশ কিছু মূর্তি উদ্ধার করেন ঐতিহাসিকরা। পরে এই কারাগারকে মন্দিরের রূপ দেওয়া হয়। প্রতি বছর লক্ষ লক্ষ পূণ্যার্থী শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করতে আসেন। জন্মষ্টমীর সময় এই মন্দির প্রাঙ্গনকে নানা ধরনের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়। জন্মাষ্টমীতে এখানে নানা ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়। মুঘল আমলে এই মন্দির প্রাঙ্গনে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরে হিন্দুদের পুজো দিতে বাধা দান করেছিলেন। বিভিন্ন সময় এই স্থানে উল্লেখযোগ্য মন্দির নির্মাণ করা হয়েছিল। প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণের নাতির ছেলে কংসের কারাগারে কৃষ্ণের জন্মভূমিতে প্রথম মন্দিরটি স্থাপন করেছিলেন। ১০১৭ এডিতে এই মন্দির লুণ্ঠন করেন মহম্মদ গজনি। একাধিক ঐতিহাসিক ঘটনার সাক্ষী মথুরা শহরের বুকে অবস্থিত অতি প্রাচীন এই মন্দির। ১১৫০ খৃষ্টাব্দে মহারানা বিজয়পাল দেবের রাজত্বে যজ্জা নামে এক কৃষ্ণভক্ত এখানে একটি মন্দির নির্মাণ করেন।

সৌজন্যে: www.machinnamasta.in

*Sports* *আন্তর্জাতিক টি২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল-সহ ৭টি ম্যাচ পেল কলকাতার ইডেন গার্ডেন্স*

Sports Desk : টি২০ বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল-সহ ৭টি ম্যাচ পেল কলকাতার ইডেন গার্ডেন্স। গ্রুপ সি-তে রয়েছে টি-২০ বিশ্বকাপের দুই প্রাক্তন চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এই গ্রুপের ৫টি ম্যাচ হবে ইডেনে। ভারত ও পাকিস্তান এক গ্রুপে। বাকি যে দলগুলি রয়েছে তাতে ভারত ও পাকিস্তান সুপার এইটে যাবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভারতের একটি সুপার এইটের ম্যাচ হবে ইডেনে ১ মার্চ।‌ পাকিস্তান সেমিফাইনালে না উঠলে প্রথম সেমিফাইনাল ম্যাচটিও হবে ইডেনে। পাকিস্তান শেষ চারে গেলে এই সেমিফাইনালটি হবে কলম্বোয়। একনজরে দেখে নেওয়া যাক ইডেনে টি২০ বিশ্বকাপের কোন ম্যাচগুলি হবে:

৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)

৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি (সকাল ১১টা)

১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)

১৬ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম ইতালি (বিকেল ৩টে)

১৯ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি (সকাল ১১টা)

১ মার্চ: সুপার এইটে ভারতের ম্যাচ (সন্ধ্যা ৭টা)

৪ মার্চ: প্রথম সেমিফাইনাল কলকাতা/কলম্বো (সন্ধ্যা ৭টা)

Pic Courtesy by: ICC

*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Wednesday, November 26, 2025)

অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরো মহিমান্বিত করে তুলুন। দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ। অপরিকল্পিত উত্স থেকে টাকাপয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করতে তুলবে। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে- কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন। বিবাহিত জীবন কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে আসে; আপনি আজ কিছুর সন্মুখীন হতে পারেন।

প্রতিকার :- প্রেমিক ও প্রেমিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য তাদের লোহার পাত্রে জল পান করা উচিত।

বৃষভ রাশিফল (Wednesday, November 26, 2025)

আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আজ, আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও, আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। আজ, আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্খী। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে। বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না।

প্রতিকার :- ভাইদের সময়ে সময়ে লাল কাপড় এবং অন্য কিছু উপহার দিলে পরিবার সুন্দরভাবে চলবে।

মিথুন রাশিফল (Wednesday, November 26, 2025)

যদি আপনি স্পষ্টতই চাপ অনুভব করেন–তাহলে আরো বেশি সময় বাচ্চাদের সাথে কাটান। তাদের উষ্ণ আলিঙ্গন/আদর বা একটি নিষ্পাপ হাসিও আপনাকে আপনার দুর্দশা থেকে তুলতে পারে। এমন কোনও পদক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক ক্ষতি করতে পারে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আপনার স্বামী বা স্ত্রীর খারাপ স্বাস্হ্যের কারণে আজ প্রেমে ভোগান্তি থাকবে। কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন- যেহেতু আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতিতে সাহায্য করবে। যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোন কিছুই অসম্ভব নয়। বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন।

প্রতিকার :- ব্রোঞ্জের থালায় খাবার খেলে আপনার প্রেম জীবনে সৌভাগ্য বহন করে আনবে।

কর্কট রাশিফল (Wednesday, November 26, 2025)

হতাশ এবং অবসাদগ্রস্ত হবেন না। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। পারিবারিক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সমারোহের জন্য এটি একটি শুভ দিন। ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশী বিরক্তিকর ব্যক্তিটি আজ হঠাৎ বুদ্ধিমান হতে পারে। জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার।যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবেনা। আপনার স্ত্রী অসাধারণ নন। আপনি আপনার জীবনের ভালবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন।

প্রতিকার :- কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মূক ও বধির ব্যক্তির সেবা করুন, তাহেল আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে।

সিংহ রাশিফল (Wednesday, November 26, 2025)

স্বাস্থোর দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে, কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হোন। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। আজ আপনার উচিত অন্যদের প্রয়োজনের প্রতি মনোনিবেশ করা কিন্তু বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা শুধুমাত্র ঝামেলার দিকে নিয়ে যাবে। আপনার প্রি়য়জন একটু বিরক্তকর বলে মনে হবে- যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে। আজ, আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্খী। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। কিছু উত্তেজনা খুঁজে বের করুন।

প্রতিকার :- তেঁতুল গাছকে রোজ জল দিলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।

কন্যা রাশিফল (Wednesday, November 26, 2025)

একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন। আপনি যদি বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভাল দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে। পুরোনো যোগাযোগ এবং বন্ধুরা সহায়ক হবে। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। কাজের পরিবর্তনে আপনার লাভ হবে। বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে। আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির,গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে।

প্রতিকার :- ভগবান শিবকে ধুতুরা গাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ ও সবল শরীর অর্জন করবেন এবং শান্ত মন লাভ করবেন।

তুলা রাশিফল (Wednesday, November 26, 2025)

কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। মনে হচ্ছে সিনেমা-থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে এক আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। ফেলে রাখা কজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে। কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হোন। খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তূ খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যাস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশুনা দুর্বল হয়ে পরে। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে।

প্রতিকার :- বহমান জলে রেবড়ি, তিল এবং চিনি বিসর্জন দিলে ব্যবসায় উপকার পাবেন।

বৃশ্চিক রাশিফল (Wednesday, November 26, 2025)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না। আপনি কর্মক্ষেত্রে আজ সবকিছুতে উপরের দিকে থাকতে পারেন। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন।

প্রতিকার :- অন্ধ ব্যক্তিদের সেবা করলে ও সাহায্য করলে প্রেমের সম্পর্ক আরো গাঢ় হবে।

ধনু রাশিফল (Wednesday, November 26, 2025)

আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে- কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। পরিবার-বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানো সময় আপনার শক্তি পুনর্সঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে। প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন।

প্রতিকার :- আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান।

মকর রাশিফল (Wednesday, November 26, 2025)

বিশ্রাম নিন এবং কাজের ফাঁকে যতটা সম্ভব ততটা আরাম করার চেষ্টা করুন। নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক; এটা খুব আধ্যাত্মিক এবং সেইসাথে ধর্মীয়। আপনি এটি আজ জানতে পারবেন। নতুন প্রস্তাবনা লোভনীয় হবে কিন্তু কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের কাজ হবে না। এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন আছে যদি আপনি সেটা না করেন তাহলে আপনার মানসিক বিরক্তবোধ হতে পারে। আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এইরকম আচরণ আপনাকে তাই মনে ক্রাবে।

প্রতিকার :- রুপার বালা ধারণ করলে আর্থিক স্থিতি খুব ভালো হবে।

কুম্ভ রাশিফল (Wednesday, November 26, 2025)

অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। টিভি,মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তূ দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাব হতে পারে। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- ভগবান ভৈরবের আরাধনা করলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।

মীন রাশিফল (Wednesday, November 26, 2025)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। অর্থনৈতিকভাবে, আজ একটি মিশ্র দিন হতে চলেছে। আপনি আজ আর্থিক মুনাফা অর্জন করতে পারেন, আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে।

প্রতিকার :- প্রেম জীবন মধুর করতে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবার আগে চিনি খেয়ে যান।

(Courtesy-AstroSage)

*Sports* *বাংলার অনূর্ধ্ব ২৩ দল সুপার ওভারে নাটকীয় জয় পেল মধ্যপ্রদেশের বিরুদ্ধে*

Sports Desk: সুপার ওভারে মধ্যপ্রদেশের জয় ছিনিয়ে নিয়ে পুরুষদের অনূর্ধ্ব ২৩ স্টেট এ ট্রফি এলিটের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। ফলে চলতি টুর্নামেন্টে বাংলা টানা অষ্টম জয় ছিনিয়ে নিল।

মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিল মধ্যপ্রদেশ। নির্ধারিত ৫০ ওভারে বাংলা তোলে ১৯০ রান।উইকেটকিপার তথা ওপেনার সুমিত নাগ ৪৯ বলে ৫০ রান করেন। রবি কুমার ১০৪ বলে ৪৪ রান করে আউট হন। অধিনায়ক শশাঙ্ক সিংয়ের অবদান ৩৭ বলে ২৭। ২টি করে উইকেট নেন মাধব তিওয়ারি, অন্বেশ চাওলা ও সৌমী কুমার পাণ্ডে। রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ ২২.৩ ওভারে ৮৩ রানে সাত উইকেট হারায়। এরপর দলকে টেনে নিয়ে যেতে থাকেন মাধব তিওয়ারি ও অন্বেশ চাওলা। মাধব ফেরার পর মধ্যপ্রদেশের জয়ের আশা জাগিয়েছিলেন অন্বেশ। যদিও জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দিতে পারেননি তিনি। ৪১ ওভারে মধ্যপ্রদেশ ৮ উইকেট হারিয়ে বাংলার স্কোর ছুঁয়ে ফেলে। আর তারপরই নাটক।৪২তম ওভারের প্রথম বলে ১৯০ রানে নবম উইকেট হারায় মধ্যপ্রদেশকে। অন্বেশকে ফেরান আনাস। এরপর জয়ের জন্য আর ১ রান তুলতে পারেনি মধ্যপ্রদেশ। আনাস নিজের বাকি পাঁচটি বলে কোনও রান দেননি। এর পরের ওভার করতে এসেই প্রথম বলে ইরশাদ আলম আউট করে দেন পাণ্ডেকে (১৮ বলে ১০)।

ফলে ৪২.১ ওভারে ১৯০ রানেই গুটিয়ে যায় মধ্যপ্রদেশ। মাধব ৫৫ বলে ৫০ ও অন্বেশ ৪৮ বলে ৩৬ রান করেন। সুখমীত সিং ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪০ রান দিয়ে চারটি উইকেট নেন। ইরশাদ আলম ৬.১ ওভারে ২৩ রান খরচ করে দুটি উইকেট পেয়েছেন। রবি কুমার, সৈয়দ ইরফান আফতাব ও আনাস একটি করে উইকেট নেন। মূলত স্নায়ুর চাপ সামলে আনাস আর ইরশাদের দুরন্ত বোলিংয়েই অক্সিজেন পেয়ে যায় বাংলা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে মধ্যপ্রদেশ কোনও উইকেট না হারিয়ে পাঁচ রান তোলে। মাধব তিওয়ারি ও অক্ষত রঘুবংশীর বিরুদ্ধে সুপার ওভারে বোলিং করেন রবি কুমার। তিনি মাত্র ৩ রান দেন। এরপর চার বলেই জয়ের কোনও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। মধ্যপ্রদেশের রান ধরে ফেলার পর ছয় মেরে ম্যাচ জেতান অধিনায়ক শশাঙ্ক সিং। সুমিত ১ বলে ১ ও শশাঙ্ক ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা রবি কুমার।

ছবি সৌজন্যে: সিএবি

*জেলার খাদি মেলার ,২০২৫ এর উদ্বোধন*

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনা জেলার এবারের খাদি মেলার উদ্বোধন হল মধ্যমগ্রাম সুভাষ ময়দানে। উদ্ভোধন করলেন রাজ্যে খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন খাদি পর্ষদের কল্লোল খাঁ, মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। পশ্চিমবঙ্গ খাদি ও শিল্প পর্ষদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় এবারের ৬৫ স্টল রয়েছে। মেলা চলবে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।