এসআইআর এর নাম করে কোনো ভোটারের নাম বাদ দিতে দেব না, বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বার্তা জেলা সভাপতির
বসিরহাট : "এসআইআর-এর নামে কোনো ভোটারকে বাদ দিতে দেব না। এটা আমাদের অনন্ত লড়াই।" বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বার্তা বসিরহাটের তৃণমূলের জেলা সভাপতির। বৃহস্পতিবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভ্যাবলা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন, বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। উত্তর ২৪ পরগণা জেলা আরটিএ সদস্য সুরজিৎ মিত্র (বাদল), সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বরোজ বন্দ্যোপাধ্যায়, জেলা যুব সভাপতি সমিক রায় অধিকারী, ও ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি সহ একাধিক নেতৃত্ব। এদিন দুপুর থেকেই বসিরহাটের হাড়োয়া, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, বাদুড়িয়া সহ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী ও সমর্থক মিছিলের ঢেউ তুলে হাজির হন এই সম্মেলনে। মাঠ জুড়ে তৃণমূলের পতাকা, ঢাক-ঢোল আর স্লোগানে উৎসব মুখর হয় পরিবেশ। নেতাদের বক্তব্যে উঠে আসে রাজ্যের উন্নয়নের বার্তা ও সংগঠনের ভবিষ্যৎ রণনীতি। এদিনের বিজয়া সম্মেলন থেকেই আগামী ছাব্বিশের নির্বাচনের জন্য দলীয় কর্মীদের একযোগে প্রস্তুতির আহ্বান জানান জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন বলেন, "বিজয়ার শুভক্ষণে আমরা ঐক্যের বার্তা দিচ্ছি। আগামী নির্বাচনে বসিরহাট আবারও মা-মাটি-মানুষের পথে এগিয়ে যাবে। এসআইআর এর নাম করে কোনো ভোটারকে আমরা বাদ দিতে দেব না। এটা আমাদের অনন্ত লড়াই।" ১০ হাজার কর্মী সমর্থক নিয়ে কয়েক কিলোমিটার মিছিল করে এই বিজয় সম্মেলনীতে অংশ নেন বসিরহাট ১ নং ব্লকের যুবর সভাপতি সরিফুল মন্ডল। এছাড়াও অন্যান্য ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মসূচিতে নতুন প্রজন্ম যে তৃণমূলকে বেছে নিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। সারা মাঠ জুড়ে জনজোয়ার ও উৎসবের আবহে দিনভর মুখর ছিল বসিরহাট। বিজয়া মিলন উপলক্ষে তৃণমূলের এই সম্মিলনী যেন পরিণত হয় জনসংযোগ ও সংগঠন দৃঢ় করার এক মহাউৎসবে।
Oct 17 2025, 09:53