25th Sub-junior National Rowing Championship,2024
*Sports News*



*Sports Desk:* 25th Sub-junior National Rowing Championship 2024 held at Ramgarh Tal Grokhpur, UP ,on 22nd to 26th Oct'24.

1. Ritsika Das & Sunayana Gayen,
Event- Gold Medal in Doubles scull ( Under 15)

2. Prosari Banerjee &
Ishanvi Jalan
Event - Pairs (Under 15) Bronze Medal

3. Shayan Jaiswal &
Rudra Mondal,
Event - Pairs ( Under 15)
Bronze Medal

নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে প্রচার

*নিজস্ব প্রতিনিধি:* আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ টি কেন্দ্রে উপনির্বাচনে।তার মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনার নৈহাটি।এই আসনের বিধায়ক পার্থ ভৌমিক পদত্যাগ করায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।পার্থ ভৌমিক বর্তমানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ।আজ রবিবার সকাল সকাল নৈহাটি বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে প্রচার সাড়লেন নৈহাটি ৪ নম্বর পুল এলাকায়। এদিন তার সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী সহ বিভিন্ন নেতৃত্ব বৃন্দরা। *ছবি: প্রবীর রায়*
প্রচারে নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মৈত্র
*নিজস্ব প্রতিনিধি:* আজ রবিবার।তাই সকালেই সব দলের প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েছেন প্রচারে। সংখ্যাতত্ত্বের হিসেবে পিছিয়ে থাকলেও,প্রচারের এতোটুকু ফাঁক রাখতে রাজি নন বিজেপি প্রার্থী। এদিন সকালেই নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রূপক মৈত্র স্থানীয়  বিজেপি নেতৃত্বকে নিয়ে বেরিয়ে পড়েছেন প্রচারে। আগামী ১৩ নভেম্বর এই কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। *ছবি: প্রবীর রায়।*
কয়েকটা লবঙ্গ আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে
*ডেস্ক* : কথায় আছে, ‘বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর।’ ভারতীয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বহু গবেষণালব্ধ শাস্ত্র। হাজার বছর ধরে গবেষণা করেই এই বাস্তুশাস্ত্র সিদ্ধান্তে পৌঁছেছে যে, লবঙ্গ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। হিন্দু ধর্মে লবঙ্গের বিশেষ ভূমিকা আছে। সামনে দীপাবলি। বাস্তুশাস্ত্র বলছে যে, দীপাবলিতে মাত্র দুটো লবঙ্গ।ফিরিয়ে দিতে পারে আপনার ভাগ্যকে। ভেস্তে যাওয়া কাজ হয়ে যাবে সহজে। পূরণ হবে মনের সব ইচ্ছা। তাই এই দীপাবলিতে সঙ্গে লবঙ্গ রাখুন।

হিন্দু ধর্মে লবঙ্গকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই বিষয়ে অমরা কথা বলেছিলাম একাধিক বিশিষ্ট বাস্তুশাস্ত্রবিদের সঙ্গে। তাঁরা বলেন, দীপাবলীতে প্রদীপ প্রজ্জ্বলনের সময় দুটি লবঙ্গ দিয়ে দেওয়া যায়, তাহলে ঘরে সুখ শান্তি ফিরে আসে। চলে যায় সমস্ত নেতিবাচক শক্তি। তাঁর জানিয়েছেন, দীপাবলিতে ধনলক্ষ্মী বা লক্ষ্মী দেবীর মূর্তির সামনে সর্ষের তেলের একটি গোলাকার প্রদীপ জ্বালানো উচিত। সেটি অপেক্ষাকৃত বড় হলে ভাল হয়। তার মধ্যে দুটি লবঙ্গ দিয়ে দিলে অর্থ সংকট দূরে চলে যায়। শুধুই তাই নয়, যদি জীবনে কোনও কাজে বারবার বাধা আসে, কাজ ভেস্তে যায়, তাহলে লবঙ্গ টোটকায় মিলবে সুফল। দীপাবলির দিন সিদ্ধিদাতা গণেশকে দুটি লবঙ্গ, দুটি এলাচ ও একটি পান অর্পণ করলে কাজে বাধা কেটে যাবে। বিশিষ্ট শাস্ত্রজ্ঞরা বলেন, দীপাবলির সময় কর্পূরে দুটি লবঙ্গ, দুটি এলাচ, এবং সাত টুকরো দারচিনি সহযোগে হনুমানজির আরতি করলে জীবনের সমস্ত সংকট কেটে যায়। শনির কুপ্রভাব কেটে যায়। তাই এবার দীপাবলিতে আমরা সবাই সঙ্গে রাখি লবঙ্গ আর পন্ডিতদের নির্দেশ মেনে চলি।
নৈহাটির কালী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অলোক রাজোরিয়া

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বারাসাতের মতোই নৈহাটির কালীপুজোর সুখ্যাতি রয়েছে। কিন্তু ইদানিং বড়মাকে ঘিরে নৈহাটিতে কালী পুজোয় অত্যাধিক ভিড় হচ্ছে। শনিবার বিকেলে নৈহাটি থানা থেকে দর্শনার্থীদের সুবিধার্থে কালীপুজোর পথ নির্দেশিকার অনুষ্ঠানিক উন্মোচন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার আলোক রাজোরিয়া। পুজোর গাইড ম্যাপ প্রকাশ করে তিনি বলেন, "গতবারের চেয়ে এবারে নজরদারি বাড়ানো হচ্ছে। অরবিন্দ রোডে বড়'মার কাছে প্রচন্ড ভিড়ে ছিনতাই কিংবা ইভটিজিং রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় আদ্যা এবং উইনার্স টিম টহল দেবে। পুজোর দিনগুলো নৈহাটির পূর্ব ও পশ্চিম দিকে পাড়ায় পাড়ায় ব্যাটারি চালিত সাইকেল নিয়ে টহল দেবে উইনার্স টিম। আগামী ৪ নভেম্বর নৈহাটির সমস্ত প্রতিমা নিরঞ্জন করা হবে"।

ছবি: প্রবীর রায়

ব্যারাকপুরে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ধৃত মা

*Khabar kolkata:* নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে ধৃত মা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ডি রোডের ঘটনা। মৃতার নাম রাজন্যা ঘোষ (১২)। মৃত কিশোরী ব্যারাকপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্ৰেণীর ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানার প্রভাবে ঝড়-বৃষ্টি হচ্ছিল। মৃতার বাবা পাশের ঘরে ঘুমিয়েছিলেন। বেলার দিকে ঘুম ভাঙলে তিনি দেখেন পাশের ঘরে খাটের ওপর মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তাঁকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। টিটাগড় থানার পুলিশ ঘটনায় অভিযুক্ত মৃতার মা কবিতা ঘোষকে গ্রেপ্তার করেছে। স্থানীয়দের দাবি, ধৃত মহিলা মানসিক ভারসাম্যহীন। ঘটনা নিয়ে ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস বলেন," মার্মান্তিক ঘটনা। শুনেছি মহিলা মানসিক ভারসাম্যহীন। মা নিজের মেয়েকে গলাটিপে হত্যা করেছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।" *লেখা ও ছবি: প্রবীর রায়*
রাশিফল

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Saturday, October 26, 2024)

আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে। কিন্তু বেশি চিন্তা করার কোন প্রয়োজন নেই- কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালীর মুলতুবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেইসব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন। আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভাল দিন হতে চলেছে।

প্রতিকার :- শরীর ভালো রাখতে চাঁদের আলোয় ১৫-২০ মিনিট বসুন।

বৃষভ রাশিফল (Saturday, October 26, 2024)

আজ স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন। তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোন ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। আপনি আজ ভ্রমণ করলে আপনার মালপত্রের অতিরিক্ত যত্ন নিতে হবে। বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে, আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন। এই রাশিচক্রের যুবকরা আজ তাদের জীবনে ভালবাসার অভাব বুঝতে পারবে।

প্রতিকার :- বিবাহ বা অন্য কোনো শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করলে তা আপনার শুক্রকে দুর্বল করবে। এই কারণে নিজের আর্থিক অবস্থার উন্নতির জন্য এই সকল কাজ থেকে বিরত থাকুন।

মিথুন রাশিফল (Saturday, October 26, 2024)

আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্যও দিনটি ভালো। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন। আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি/ গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয়। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন-তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত। আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আজ আপনার প্রবণতা দেখা যায় এবং আপনি যে কোনও আধ্যাত্মিক গুরুর সাথে দেখা করতে যেতে পারেন।

প্রতিকার :- কালো পোশাক পরিধান করলে তা আপনার প্রেম জীবনের জন্য খুবই সহায়ক হবে, একে মজবুত ও সুদৃঢ় করে তুলবে।

কর্কট রাশিফল (Saturday, October 26, 2024)

স্বাস্হ্য ভালোই থাকবে। বুঝে খরচ করুন এবং আজ বাজে খরচ না করতে চেষ্টা করুন। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে পাওয়ার কাট বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুর হতে আপনি মুশকিলে পড়তে পারেন, কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে। আপনি দীর্ঘসময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারও কাছ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন। এটি হয়ত প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবন সুখের করতে রেবড়ি জলে বিসর্জন করুন।

সিংহ রাশিফল (Saturday, October 26, 2024)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। ভুল সময়ে ভুল জিনিস না বলতে চেষ্টা করুন- যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে যত্নশীল হন। প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজ আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন। আপনি আপনার ভালবাসার সাথে যথেষ্ট সময় ব্যয় করতে পারেন আর কেন নয় – এই মুহুর্তগুলি সংবেদনশীল সংযোগকে শক্তিশালী করে।

প্রতিকার :- লাল চুড়ি এবং লাল কাপড় কন্যাদের দান করলে আর্থিক অবস্থা পরিবর্তিত হবে।

কন্যা রাশিফল (Saturday, October 26, 2024)

মদ্যপান করবেন না– এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম হয় না। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন। দেখা করতে আসা আত্মীয়রা আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক ভালো হবেন। রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন। আপনার বন্ধুদের সাথে একটি দীর্ঘ সময় পরে থাকতে পারে, তবে আপনার স্বাস্থ্যের অবহেলা করবেন না।

প্রতিকার :- স্বাস্থ্যকর জীবনের জন্য মা, ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন।

তুলা রাশিফল (Saturday, October 26, 2024)

আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে। জিভকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। ভালোবাসার ব্যক্তির প্রতি আপনার রুক্ষ মনোভাব আপনাদের সম্পর্কের মধ্যে বিরোধ আনতে পারে। আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে। আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে। কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আপনার ভালবাসার সাথে বিশেষ কিছু রান্না করা আপনার সম্পর্ককেও মশলা করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবনে মধুরতা আনতে লালচে বাদামী কুকুরকে তন্দুরি রুটি খাওয়ান।

বৃশ্চিক রাশিফল (Saturday, October 26, 2024)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু একজন স্বার্থপর বদরাগী ব্যক্তিকে এড়িয়ে চলবেন কারণ তিনি আপনাকে কিছু মানসিক উত্তেজনা দেবে যা পুনরায় সমস্যা বাড়িয়ে দিতে পারে। খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে। বন্ধুরা আপনাকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে সদুপদেশ দেবে। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান। নিজের সাথে চিকিত্সা করা একটি ভাল ধারণা এবং আপনি একটি দীর্ঘ সপ্তাহ পরে এটি প্রাপ্য। আপনি যদি আপনার বন্ধুদের বন্ধুদের পদক্ষেপে যেতে দেন তবে আপনি এটি আরও উপভোগ করতে পারেন

প্রতিকার :- হনুমানজিকে সিঁদুরের চোলা নিবেদন করুন।

ধনু রাশিফল (Saturday, October 26, 2024)

গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয়। হাঁটার সময় আপনার আরো সতর্ক থাকা উচিত। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে, তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন। প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয়। আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে।তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন বিবাহিত জীবনে একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি আজ তা অনুভব করতে যাচ্ছেন। আপনার ভালবাসার সাথে বিশেষ কিছু রান্না করা আপনার সম্পর্ককেও মশলা করতে পারে।

প্রতিকার :- বহমান জলে হলুদ নিক্ষেপ করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।

মকর রাশিফল (Saturday, October 26, 2024)

বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত। কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবীদার হবে। আপনার ভালবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন, আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন। ছাত্র-ছাত্রীয়দের কে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না, আপনি যখনি ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন। এটা করা আপনার পক্ষে উপকারী হবে। আজ, আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন। হ্যাঁ, আপনার স্ত্রী এদের মধ্যে একজন। অধৈর্যতা আপনার বা আপনার কাজের পক্ষে ভাল নয় কারণ এটি ক্ষতির সম্ভাবনা বা কোনও প্রকার ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে তোলে।

প্রতিকার :- শোবার ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে জিরো ওয়াটের লাল রঙের বাল্ব লাগালে পরিবারে সুখ আসবে।

কুম্ভ রাশিফল (Saturday, October 26, 2024)

বাচ্চারা আপনার সন্ধ্যেটা উজ্জ্বল করবে। নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন। ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। ব্যবসা আর ব্যাবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। আপনার স্ত্রী সত্যিই কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে। আজকে কারুর সাথে না থেকেও আপনি পুরো দিন আনন্দ উপভোগ করতে পারেন।

প্রতিকার :- পূজা ঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তাঁর পূজা করুন স্বাস্থ্য ভালো থাকবে।

মীন রাশিফল (Saturday, October 26, 2024)

আজ আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। এক ধকলসাধ্য দিন হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয় সমর্থ হবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না- বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না। এটি আপনার সম্পর্ককেও দুর্বল করবে। আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন।

প্রতিকার :- গরুকে আটা ও কালো পিঁপড়েকে চিনি খাওয়ালে তা আপনার পরিবারের জন্য শুভ হবে।

(Courtesy-AstroSage)
রাজ্যে আসন্ন উপনির্বাচন কি ২০২৬ এর বিধানসভা নির্বাচনের অ্যাসিড টেস্ট?
ডেস্ক: সামগ্রিক পরিস্থিতির আমূল কোনো পরিবর্তন হয় নি। হ্যাঁ, একথা ঠিক যে আর জি কর কান্ড নিয়ে মধ্যবিত্ত বাঙালি যেভাবে প্রতিবাদে পথে নেমেছে, তা হয়তো স্বাধীনতার পরে আর দেখা যায় নি। কিন্তু প্রশ্ন, সেই প্রতিবাদ কার বিরুদ্ধে? সবটা কি রাজ্য সরকারের বিরুদ্ধে? মোটেও তা নয়, ওদের মূল শ্লোগান – ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই জাস্টিসের দাবি দুই সরকার, সমাজ, সাধারণ মানুষ সকলের কাছে। তাই এই ঘটনাকে ২০০৬-‘০৭ সালের সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে তুলনা করা অর্থহীন। তবে এই নিয়ে আলোচনা চলেছে নাগরিক মহলে।

এবার একটু দেখে নেওয়া যাক উপনির্বাচনের ভূগোল। ৫ জেলা, ৬ আসন। উত্তরে কোচবিহারের সিতাই ও আলিপুরদুয়ারের মাদারিহাটি। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর। বাঁকুড়ার তালডাংরা। আর উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি। এই ৬টি আসনের মধ্যে একুশের বিধানসভা নির্বাচনে পাঁচটি জিতেছিল তৃণমূল। আর মাদারিহাট আসনটি জিতেছিল বিজেপি।

ইতিহাস বলছে, এই ৬টি আসনের মধ্যে হাড়োয়া আসনটি ২০১১ সাল থেকে তৃণমূলের দখলে। একুশের নির্বাচনে প্রদত্ত ভোটের ৫৭ শতাংশের বেশি পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। উত্তর ২৪ পরগনার আর এক আসন নৈহাটি রাজ্যে পালাবদলের সময় থেকে ঘাসফুল শিবিরের দখলে। মেদিনীপুর আসনটিও ২০১১ সাল থেকে ঘাসফুল শিবিরের দখলে। ২০১৬ সাল থেকে তালডাংরা আসনটি তৃণমূলের দখলে। উত্তরের কোচবিহারের সিতাই আসনে ২০২১ সালেই প্রথম জেতে তৃণমূল। তার আগে পরপর তিন বার সেখানে জিতেছিল কংগ্রেস। উত্তরের আর এক আসন মাদারিহাট ২০১৬ সাল থেকে বিজেপির দখলে। তার আগে প্রায় সাড়ে চার দশক আসনটি দখলে রেখেছিল আরএসপি। এই আসনে এখনও পর্যন্ত একবারও জেতেনি তৃণমূল।

এবার চতু্র্মুখী লড়াই। তৃণমূল স্বাভাবিকভাবেই ৬টি আসনে প্রার্থী দিয়েছে। প্রধান বিরোধী দল বিজেপিও ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বামেদের সঙ্গে জোট না হওয়ার পর কংগ্রেস ৬টি আসনে প্রার্থী ঘোষণা করে। আর বামেরা পাঁচটি আসনে লড়বে। হাড়োয়ায় প্রার্থী দিয়েছে আইএসএফ। ফলে ৬টি আসনেই চতুর্মুখী লড়াই। রাজনীতির কারবারিরা বলছেন, বাংলায় অনেকদিন পর চতুর্মুখী লড়াই হচ্ছে।

একটা প্রশ্ন ভোট বিশ্লেষকদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে,আরজি কর কাণ্ড ঘিরে জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষের প্রতিবাদের পর রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। আরজি কর কাণ্ডের নিন্দা করে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। রাত দখল করেছেন মহিলারা। এবং শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ লক্ষ করা গিয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন। এই ক্ষোভ কি ভোটবাক্স পর্যন্ত পৌঁছবে? আরজি কর কাণ্ডের প্রভাব কতটা পড়বে ভোটবাক্সে? এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন,”আরজি কর ইস্যুতে সাধারণ মানুষ আন্দোলনের জন্য আন্দোলন করছেন, নাকি সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করেছেন, সেটাই প্রমাণিত হবে।” কুনাল ঘোষ বলেছেন, “যারা ইদানিং মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে লাফাচ্ছে, সেই সিপিএম, লিখে রাখুন, ৬টাতেই আবার তৃতীয় বা চতুর্থ।”

রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র বলেন,”উপনির্বাচনে মানুষ গণতান্ত্রিকভাবে সবসময় ভোট দিতে পারেন, তা তো নয়। তাছাড়া তৃণমূল কংগ্রেসের যে সাপোর্ট বেস-লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এইসব প্রকল্পের সুবিধা যে নিম্নবিত্ত মানুষ পেয়েছেন, তাঁরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় কতটা ঘুরে যাবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আগের নির্বাচনগুলোতে এইসব প্রকল্পের সুবিধা পেয়েছে তৃণমূল। ফলে একুশের নির্বাচনে এই ছয়টি আসনের ফলাফল বিপুল পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই।” সমস্ত বিশ্লেষণ ও বাঙালির সাধারণ রাজনৈতিক মেধা ব্যাখ্যা করে বলা যায় যে, শাসক দলের ভোট কিছুটা কমলেও হয়তো সিটের পার্থক্য খুব বেশি হবে না।
*For the first time, CAB local season begins in October*

Sports News

Khabar kolkata News Desk: For the first time ever, Cricket Association of Bengal’s local season began as early as October with the Inter District Men’s T20 Open Tournament getting underway in Murshidabad on Friday.

This was made possible thanks to the initiative taken by CAB President Snehasish Ganguly. The District Associations also stepped up actively in making the grounds match-ready and getting all the preparations perfectly in place to begin the season well ahead of the normal schedule.

The season began with the Inter District T20 meet in Behrampur Stadium Ground 1 where Maharaja of Cooch Behar beat Manbhum Warriors by virtue of lesser number of wickets after the scores were tied.

Batting first, Maharaja of Cooch Behar posted 58/1 in 6 overs, thanks to Subham Sarkar (29 not out). In reply, Manbhum Warriors scored 58/6 in 6 overs.

In the second match, Bankura Horses beat South 24-PGS Tiger by 80 runs by virtue of higher run-rate. Batting first, Bankura Horses posted 112/6 in 18 overs, thanks to Sourav Ganguli (33). In reply, South 24-PGS Tiger reached 32/3 in 6.3 overs when rain stopped play.

Following the commencement of the Inter District Men’s T20 Open Tournament, the J.C Mukherjee T20 tournament will start on November 4, followed by N.C Chatterjee T20 tournament on November 10.

Pic Courtesy by:CAB

নেত্রীর মতে সম্মতি না দিলেই, প্রাক্তন পুলিশ কর্তার মতোই হেনস্থা হতে হবে বিস্ফোরক, অর্জুন সিং

প্রবীর রায়: যারা নেত্রীর সঙ্গে সঙ্গত দেবেন, তাঁরা বহাল তবিয়তে থাকবেন। কিন্তু যারা মমতার বিরুদ্ধে মুখ খুলবেন, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তের মতোই তাদের হেনস্থার শিকার হতে হবে। নৈহাটি বিধানসভার উপনির্বাচন উপলক্ষ্যে শুক্রবার হালিশহর গৃহশ্রী অনুষ্ঠান বাড়ি কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের বৈঠকে হাজির হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত গুরুতর অবস্থায় বারাণসীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, পঙ্কজ দত্তের অসুস্থতার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় সরব হয়েছিলেন। সম্প্রতি আর জি কর কাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশের সমালোচনা করেছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঙ্কজ দত্তকে হেনস্থা করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বড়তলা থানায় ডেকে ওনাকে হেনস্থা করা হয়েছিল। এপ্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "নামকরা একজন প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তকে হেনস্থা হতে হয়েছে। যারা মমতার বিরুদ্ধে মুখ খুলবেন তাদের হেনস্থা হতেই হবে"। অপরদিকে, এদিনের বৈঠকে হাজির হয়ে প্রাক্তন বিধায়ক তথা নৈহাটি কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক তাপস রায় বলেন, "বাংলায় সামাজিক ও রাজনৈতিক দুর্যোগ চলছে। সেই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে মুক্তি চাইছে নৈহাটি তথা বাংলার মানুষ। তাঁর দাবি, আজ ঔদ্ধত্য দেখাচ্ছে তৃণমূল। ৭২ থেকে ৭৭ সাল পর্যন্ত ঔদ্ধত্য দেখিয়েছিল কংগ্রেস। ৭৭ থেকে ২০১১ পর্যন্ত ঔদ্ধত্য দেখিয়েছিল সিপিএম। মানুষ ঔদ্ধত্য, অহংকার এসব পছন্দ করে না।"এদিনের নির্বাচনী বৈঠকে হাজির ছিলেন দলের প্রার্থী রূপক মিত্র, দলের রাজ্য সাধারণ সম্পাদক ( সংগঠন) অমিতাভ চক্রবর্তী, ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি যথাক্রমে সন্দীপ ব্যানার্জি ,অশোক দাস, প্রিয়াঙ্গু পান্ডে প্রমুখ।