নেত্রীর মতে সম্মতি না দিলেই, প্রাক্তন পুলিশ কর্তার মতোই হেনস্থা হতে হবে বিস্ফোরক, অর্জুন সিং
প্রবীর রায়: যারা নেত্রীর সঙ্গে সঙ্গত দেবেন, তাঁরা বহাল তবিয়তে থাকবেন। কিন্তু যারা মমতার বিরুদ্ধে মুখ খুলবেন, প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্তের মতোই তাদের হেনস্থার শিকার হতে হবে। নৈহাটি বিধানসভার উপনির্বাচন উপলক্ষ্যে শুক্রবার হালিশহর গৃহশ্রী অনুষ্ঠান বাড়ি কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের বৈঠকে হাজির হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত গুরুতর অবস্থায় বারাণসীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, পঙ্কজ দত্তের অসুস্থতার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় সরব হয়েছিলেন। সম্প্রতি আর জি কর কাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশের সমালোচনা করেছিলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পঙ্কজ দত্তকে হেনস্থা করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বড়তলা থানায় ডেকে ওনাকে হেনস্থা করা হয়েছিল। এপ্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "নামকরা একজন প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তকে হেনস্থা হতে হয়েছে। যারা মমতার বিরুদ্ধে মুখ খুলবেন তাদের হেনস্থা হতেই হবে"। অপরদিকে, এদিনের বৈঠকে হাজির হয়ে প্রাক্তন বিধায়ক তথা নৈহাটি কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক তাপস রায় বলেন, "বাংলায় সামাজিক ও রাজনৈতিক দুর্যোগ চলছে। সেই দুর্যোগপূর্ণ পরিবেশ থেকে মুক্তি চাইছে নৈহাটি তথা বাংলার মানুষ। তাঁর দাবি, আজ ঔদ্ধত্য দেখাচ্ছে তৃণমূল। ৭২ থেকে ৭৭ সাল পর্যন্ত ঔদ্ধত্য দেখিয়েছিল কংগ্রেস। ৭৭ থেকে ২০১১ পর্যন্ত ঔদ্ধত্য দেখিয়েছিল সিপিএম। মানুষ ঔদ্ধত্য, অহংকার এসব পছন্দ করে না।"এদিনের নির্বাচনী বৈঠকে হাজির ছিলেন দলের প্রার্থী রূপক মিত্র, দলের রাজ্য সাধারণ সম্পাদক ( সংগঠন) অমিতাভ চক্রবর্তী, ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি যথাক্রমে সন্দীপ ব্যানার্জি ,অশোক দাস, প্রিয়াঙ্গু পান্ডে প্রমুখ।
Oct 25 2024, 19:36