ঘূর্ণিঝড় "দানা"র আশঙ্কায় ফেরিঘাট বন্ধ থাকবে শিল্পাঞ্চলে

Khabar kolkata News Desk: আগামীকাল সকালেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ভয়াবহ সেই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় জেলার ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। শিল্পাঞ্চলের হুগলি নদীর তীরবর্তী ফেরিঘাটগুলো ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। ফেরিঘাটগুলোতে মাইকিং করা হচ্ছে, বুধবার বিকেল পাঁচটা থেকে শুক্রবার বেলা দু'টো পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে। যদি এদিন বিকেলের আগে দুর্যোগ নেমে যায়। সেই আশঙ্কায় লঞ্চে লাইফ জ্যাকেট মজুত রাখা হয়েছে।

 ছবি: প্রবীর রায়

WestBengalBangla
ফটো ফিচার
ফটো ফিচার
ভারতের ‘শেষ সতী’ রূপ কানোয়ার ৩৭ বছর পরও বিচার পেলেন না

*বিবিসি*


*ডেস্ক:* ৩৭ বছর আগে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হয় এক কিশোরীকে।নাম ছিল রূপ কানোয়ার। রাজস্থানের রূপের ‘সতী’ হওয়ার ঘটনা সে সময় বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছিল, উঠেছিল নিন্দার ঝড়। এত বছর পর আবার দেশের খবরের শিরোনাম হয়েছেন রূপ।সম্প্রতি রূপ কানোয়ার হত্যার ঘটনাকে গৌরবান্বিত করার অভিযোগ ওঠা ৮ ব্যক্তিকে খালাস দিয়েছে আদালত।

ব্রিটিশ শাসকেরা প্রথম ১৮২৯ সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। ওই সময়ে ভারতবর্ষ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হলেও তা পুরোপুরি বন্ধ করা যায়নি। এমনকি ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পরও সতীদাহ প্রথা দেখা গেছে। রূপকে ভারতের সর্বশেষ ‘সতী’ বলা হয়।

রূপের মৃত্যুর পর বিক্ষোভ শুরু হলে ভারত সরকার এই প্রথার বিরুদ্ধে আরও কঠোর একটি আইন প্রণয়নে বাধ্য হয়। ‘কমিশন অব সতী (প্রতিরোধ) অ্যাক্ট, ১৯৮৭’ আইনে সতীদাহ প্রথা নিষিদ্ধ করার পাশাপাশি প্রথমবার এই প্রথাকে গৌরবান্বিত করাও নিষিদ্ধ হয়। আইনে সতীদাহর পক্ষে প্ররোচনাকারীদের জন্য মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজার কথাও বলা আছে।

কিন্তু এত বছর পর, রূপের মৃত্যু এবং সতীদাহ প্রথাকে গৌরবান্বিত করার অভিযোগে অভিযুক্ত সবাইকে আদালত ‘প্রমাণের অভাবে’ খালাস বলে ঘোষণা করেছে। গত সপ্তাহে আদালত এই নির্দেশ দেয়। তবে এ রায়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীরা।

উদ্বেগ প্রকাশ করা সংগঠনগুলোর একটি রাজস্থানের ফোরটিন উইম্যান্স গ্রুপ। তারা মুখ্যমন্ত্রী ভজন লালের কাছে একটি চিঠি লিখে রায় চ্যালেঞ্জ করার আহ্বান জানিয়েছে। চিঠিতে সতীদাহ প্রথাকে গৌরবান্বিত করা রোধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়। চিঠিতে লেখা হয়েছে, এত বছর পেরিয়ে যাওয়ার পর আসামিদের এভাবে খালাস পাওয়া ‘সতীদাহ প্রথাকে গৌরবান্বিত করার সংস্কৃতি উসকে’ দিতে পারে।

এদিকে ৮  অভিযুক্তদের হয়ে আইনি লড়াই করা একজন আইনজীবী বিবিসিকে বলেছেন, ‘তাঁদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই খালাস দেওয়া হয়েছে।’

বিবিসির গীতা পান্ডে রাজস্থানের বিচারমন্ত্রী যোগরাম প্যাটেলের কাছে রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে কি না, জানতে চেয়েছিলেন। বিচারমন্ত্রী তাঁকে বলেছেন, ‘আমরা এখনো রায়ের অনুলিপি হাতে পাইনি। আমরা আগে এটি খতিয়ে দেখব। এরপর আপিল করা বা না করা নিয়ে সিদ্ধান্ত হবে।’

উল্লেখ্য,১৯৮৭ সালের ৪ সেপ্টেম্বর প্রচুর সাধারণ মানুষের উপস্থিতিতে রাজস্থানের দেওরালা গ্রামে ১৮ বছর বয়সী রূপকে মেরে ফেলা হয়। শয়ে শয়ে গ্রামবাসীর দেখা এ ঘটনাকে ভারত ও রাজস্থানের জন্য কলঙ্ক বলা হয়।

রূপ যখন চিতায় ওঠার জন্য আসছিলেন, তখন তাঁকে বেশ অস্থিরভাবে হেঁটে আসতে দেখা গিয়েছিল। একদল রাজপুত তরুণ তাঁকে ঘিরে ধরে হাঁটছিলেন। তাঁকে সে সময় বেশ অস্থির মনে হচ্ছিল।

রূপের স্বামীর পরিবার ও উঁচু জাতের রাজপুত সম্প্রদায়ের অন্যরা বলেছিলেন, রূপ নিজে ‘সতী’ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তা স্বেচ্ছায়। তাঁরা আরও বলেছিলেন, রূপ তাঁর বিয়ের পোশাক পরে গ্রামের রাস্তায় একটি মিছিল নিয়ে শ্মশানে আসেন। এরপর স্বামী মাল সিংহর চিতায় ওঠেন। এর মাত্র ৭ মাস আগে রূপ ও মাল সিংহর বিয়ে হয়েছিল।

রূপ চিতায় উঠে নিজের কোলে মৃত স্বামীর মাথা রাখেন এবং মন্ত্রজপ করতে থাকেন। ধীরে ধীরে আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয় বলে দাবি করেন ওই ব্যক্তিরা।

কিন্তু সে সময় সাংবাদিক, আইনজীবী, নাগরিক সমাজ ও নারী অধিকারকর্মীরা ভিন্ন দাবি করেছিলেন। প্রাথমিকভাবে রূপের পরিবারের দাবিও ভিন্ন ছিল।

রূপের পরিবার জয়পুরে বসবাস করত। সেখান থেকে রূপের স্বামীর গ্রামের দূরত্ব ছিল মাত্র দুই ঘণ্টার। অথচ তারা তাদের জামাতার মৃত্যু ও মেয়ের ‘সতী’ হওয়ার খবর পায় পরদিন সংবাদপত্রে। কিন্তু পরে তারাও বলেছিল, তাদের বিশ্বাস, তাদের মেয়ে স্বেচ্ছায় এ কাজ করেছেন। সমালোচকেরা বলেন, রূপের পরিবার প্রভাবশালী রাজনীতিবিদদের চাপে পড়ে এ কথা বলেছেন।


ছবি সৌজন্যে: বিয়ের দিন তোলা ছবিতে রূপ কানোয়ার ও তাঁর স্বামী
ছবি: এক্স থেকে নেওয়া
WestBengalBangla
ফটো ফিচার আই এস এল
ফটো ফিচার আই এস এল
আজকের রাশিফল (Wednesday, October 23, 2024)


জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Wednesday, October 23, 2024)

কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন, নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে। আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। যারা আপনার চারপাশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে তাদের কাছে আপনার মতামত দিলে আপনি লাভবান হবেন- আপনি আপনার নিষ্ঠা ও আন্তরিকতার জন্য প্রশংসিত হবেন। আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার।মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে।

প্রতিকার :- সন্যাসী দের সাদা ও কালো বস্ত্র দান করলে তা পানার স্বাস্থ্যের ও শরীরের জন্য ভালো হবে।

বৃষভ রাশিফল (Wednesday, October 23, 2024)

সামগ্রিক স্বাস্হ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে। সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। আপনার একগুঁয়ে স্বভাব আপনার পিতামাতার মনের শান্তি নষ্ট করতে পারে। আপনার তাদের পরামর্শ মানা উচিত। সবথেকে ভালো সমস্ত আপত্তিকর পরিস্থিতি থেকে বাঁচাতে কর্তব্যপরায়ণ হওয়া। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে। পর্যটনের ক্ষেত্র আপনাকে লোভনীয় পেশা দিতে পারে। এখন আপনার উচ্চাশা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময়। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। আপনার ব্যাক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন।এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে।আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনার স্ত্রীর অশিষ্টতা সারাদিন আপনাকে বিচলিত রাখতে পারে।

প্রতিকার :- আর্থিক উন্নতি করতে মদ মাংস বর্জন করতে হবে।

মিথুন রাশিফল (Wednesday, October 23, 2024)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে আপনার মেজাজ নিয়ন্ত্রণ করুন। একইসঙ্গে বুঝতে হবে যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না, তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন। খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন। আপনি কর্মক্ষেত্রে আজ সবকিছুতে উপরের দিকে থাকতে পারেন। আপনার ব্যাক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন।এই অর্থে আজ আপনার জন্যে একটি দুর্দান্ত দিন হতে চলেছে।আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আপনার স্ত্রী আজ চুম্বন করলে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে আপনার যন্ত্রণা দূরে চলে যাবে।

প্রতিকার :- ওম নমো ভাগবতে রুদ্রায় এই মন্ত্র ১১ বার সকাল ও সন্ধ্যায় পাঠ করলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে।

কর্কট রাশিফল (Wednesday, October 23, 2024)

ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে। আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল। এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটায়-বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয়- কাজেই এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন। সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশী বিরক্তিকর ব্যক্তিটি আজ হঠাৎ বুদ্ধিমান হতে পারে। আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়ায়ে আপনার সময় নষ্ট হতে পারে। আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দৃঢ় দিক অভিজ্ঞতা করতে পারেন, যা আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাতে পারে।

প্রতিকার :- সূর্য্য স্নান (গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান) করা স্বাস্থ্যের জন্য উপকারী।

সিংহ রাশিফল (Wednesday, October 23, 2024)

আপনার স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণের রাখা উচিত কারণ খুব বেশী আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। আপনার অস্থাবর সম্পত্তি যে কোনও আজই চুরি করতে পারে। অতএব, আপনি তাদের যত্ন নিতে হবে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হবে। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে; শুধুমাত্র এটা অনুভব করুন। কোন নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘ মেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে।

প্রতিকার :- কোন কাজে বাইরে যাবার সময় কপালে লাল তিলক লাগিয়ে গেলে আর্থিক দিক মজবুত হবে।

কন্যা রাশিফল (Wednesday, October 23, 2024)

তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে।এটি আপনাকে যু্ক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- বাড়ি ও অফিসার দেয়াল ক্রিম বা হলুদ রং দিয়ে বর্ণিত করলে তা কর্ম জীবনে সুপ্রভাব দেবে।

তুলা রাশিফল (Wednesday, October 23, 2024)

আপনি আপনার শখ পূরণে অথবা আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন এমন জিনিসে আপনার অতিরিক্ত সময় ব্যয় করুন। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। আজ, আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন। তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে, যা আপনাকে আরও বিচলিত করবে। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না। বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট কে ফেলেছেন। একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গীনির মধ্যে ব্যবধান তৈরী করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন।

প্রতিকার :- ঝাড়ুদারদের আর্থিক ভাবে বা অন্য কোনো ভাবে সাহায্য করলে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে।

বৃশ্চিক রাশিফল (Wednesday, October 23, 2024)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন- এবং আজ কেবলমাত্র জরুরী জিনিসই কিনুন। পরিবারের কোনও সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন। আপনার তাদের সাথে কথা বলা দরকার। আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনা কারণ হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হোন এবং তাঁরা কি বলতে চাইছেন তা থেকে শিখুন। আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন, আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনও ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে। কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধির জন্য ও সম্পর্ক মজবুত করার সবসময় কাছে গনেশজির ছবি রাখুন।

ধনু রাশিফল (Wednesday, October 23, 2024)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না। আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে।

প্রতিকার :- আপনার সাথে প্রেমিক বা প্রেমিকার খুব ভালো বোঝাপড়ার জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ বা দই বা ঘোল ঢালুন।

মকর রাশিফল (Wednesday, October 23, 2024)

ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে। সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে। শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান। সবথেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে। আপনার আর্থিক অবস্থা আজকে অনুকূল বলে মনে হচ্ছে না, এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে। ঘরে ধর্মানুষ্ঠান সম্পাদিত হবে। দিনটি আপনার চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালবাসার উচ্ছ্বাস উপভোগ করুন। একটি জরুরী প্রকল্প-যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন- বিলম্বিত হবে। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই উত্তেজনাপূর্ণ কিছু করবেন।

প্রতিকার :- ভালো স্বাস্থ অধিকারের জন্য কোনো অশ্বথ গাছে জল দিন ও ঘি এর প্রদীপ জ্বালান।

কুম্ভ রাশিফল (Wednesday, October 23, 2024)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ। আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে। নিজেকে নিয়ন্ত্রিত করুন অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছুদূরই ভালো, কিন্তু যদি এটি সীমা ছাড়িয়ে যায় তাহলে এটি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। আপনার ভালবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আপনার সঙ্গিনীর অলসতা আজ আপনার অনেক কাজে ব্যাঘাত ঘটাতে পারে।

প্রতিকার :- পারিবারিক জীবনে আরো বেশি সমৃদ্ধির জন্য হনুমান চল্লিশা, সংকট মোচন অষ্টক ও ভগবান রামের স্তুতি পাঠ করুন।

মীন রাশিফল (Wednesday, October 23, 2024)

মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন। তাড়াহুড়ো করে আরো বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতিমধ্যে যা আছে তাই ব্যবহার করুন। পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না। আজ, পরিবারের মধ্যে কোনও বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে। অতএব, এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে। অন্যরা আপনার সময়ের অত্যধিক চাহিদা করতে পারেন- তাদের প্রতি আপনি কোন দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না এবং তারাও আপনার উদারতা ও দয়াশীলতার সুযোগ নিচ্ছে না। আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু।

প্রতিকার :- পারিবারিক সুখের জন্য একটি লাল লঙ্কা, ২৭টি মুসুর ডালের দানা এবং ৫ টি লাল ফুল যেকোনো হনুমান মন্দিরে উৎসর্গ করুন।

(Courtesy-AstroSage)
রাজ্যে  ‘দানা’ কি আবার আয়লার মতো ভয়ঙ্কর রূপ নিতে চলেছে? উদ্বিগ্ন উপকূলের মানুষেরা


*ডেস্ক* : মানুষের স্মৃতি থেকে আয়লার স্মৃতি মুছে যায় নি। ২০০৯ সালের সেই অভিশপ্ত আয়লা। এবারও কি ‘দানা’ তেমন কোনো রূপ নিয়ে আসছে? সোমবার পর্যন্ত আবহবিদদের ধারণা, তার সমতুল গতি নিয়েই বাংলা-ওডিশা উপকূল লক্ষ্য করে এগিয়ে আসবে ‘দানা’। আবহবিদদের অনুমান, ল্যান্ডফলের সময়ে ‘দানা’ নিজের অক্ষের চার দিকে সে দিনের ‘আয়লা’র মতোই ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঘুরতে থাকবে। অর্থাৎ ‘আয়লা’র মতো ‘দানা’র ক্ষেত্রেও ঝড়ের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটারে পৌঁছতে পারে। তাহলে ক্ষয় ক্ষতি হয়তো আয়লার মতোই হতে পারে। এখনও পর্যন্ত মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ‘দানা’র ল্যান্ডফলের সম্ভাব্য সময় ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোরের মধ্যে। ল্যান্ডফলের সম্ভাব্য এলাকা পুরী থেকে সাগরদ্বীপের মাঝের কোনও জায়গা। সকলেই উদ্বিগ্ন।

সমস্ত শক্তি নিয়ে বাংলা ও ওড়িশার প্রশাসন নেমে পড়েছে ময়দানে। ঘূর্ণিঝড়ের জেরে সুন্দরবন ও সংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এখনও রয়েছে পুরোমাত্রায়। এ
দিন সকালে মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় শাখার আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ‘আন্দামান সাগরে যে নিম্নচাপটি জন্ম নিয়েছিল, সেই নিম্নচাপ সোমবার বেলা ১১টা ৩০ নাগাদ শক্তি বাড়িয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ’-এ পরিণত হয়েছে। আজ, মঙ্গলবার সকালে তা আরও শক্তি বাড়িয়ে ‘গভীর নিম্নচাপ’-এ পরিণত হবে। তার ২৪ ঘণ্টার মধ্যেই ওই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘দানা’-র রূপ নেবে।’ফলে শঙ্কিত মানুষ। এর পর ঘূর্ণিঝড়টি সমুদ্রের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোতে শুরু করবে। সমুদ্রের উপর দিয়ে ওই পথে কয়েকশো কিলোমিটার এগোলেই ‘দানা’-র সামনে পড়বে ওডিশা ও বাংলার প্রাকৃতিক ভাবে পুরোপুরি অরক্ষিত উপকূল। মূল ভুখন্ড থেকে দানা এখন ৬০০ কিমি দূরে আছে। এই বিশাল পথ অতিক্রম করার সময় সে প্রচুর শক্তি বাড়িয়ে নেবে। ফলে তার রূপ হতে পারে ভয়ঙ্কর।
দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে জন্মের হার কমে চলেছে


*ডেস্ক:* ভারতের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রের দুটি অঙ্গরাজ্য লোক সংখ্যা বাড়ানোর জন্য একাধিক সিদ্ধান্ত নিতে চলেছে। এর ফলে দেশের জনসংখ্যা যে আরও বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ভবিষ্যতের জন্য জন্মহার বাড়াতে অন্তত দুই বা তার বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তাঁর সরকার এমন একটি আইন আনার পরিকল্পনা করছে যাতে কেবলমাত্র দুই বা ততোধিক সন্তানধারীরা স্থানীয় সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। চন্দ্রবাবু নাইডুর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনও। তিনিও জনগণের কাছে ১৬টি করে সন্তান নেওয়ার আবেদন করেছেন। ‘১৬’সংখ্যাটি হয়তো রসিকতা। কিন্তু আসল উদ্দেশ্য জন সংখ্যা বৃদ্ধি। চন্দ্রবাবু নাইডু বলেছেন,”অতীতে, আমি জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে কথা বলেছিলাম, কিন্তু এখন আমাদের ভবিষ্যতের জন্য জন্মহার বাড়াতে হবে। রাজ্য সরকার এমন একটি আইন আনার পরিকল্পনা করছে, যা শুধুমাত্র দুই বা ততোধিক সন্তানধারীগের স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে।”

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, চেন্নাইয়ের এক অনুষ্ঠানে বলেন, “আজ, লোকসভা কেন্দ্র কমানোর একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে একটা প্রশ্ন ওঠে, কেন আমরা কম সন্তান ধারণে নিজেদেরকে সীমাবদ্ধ রাখব? কেন আমরা ১৬টি করে সন্তান ধারণের লক্ষ্য নেব না?”বিশেষজ্ঞরা বলছেন, ফার্টিলিটির হার ক্রমে কমা শ্রমের ঘাটতি এবং সামাজিক ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এর মধ্যে ২০৫০ সালের মধ্যে জনসংখ্যার একটি বৃহত্তর অংশর বয়স ৬০ বছরের বেশি হবে। স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত।
বিশ্বের অন্যতম প্রাচীন মহাদেবের মন্দির আছে পাকিস্তানে


ডেস্ক: জনশ্রুতি যে এই মন্দিটিতে এসেছিলেন পণ্ডিবেরা। এই মন্দিরটির বয়স প্রায় ৫ হাজার বছর। সিন্ধু সভ্যতার যুগের এই মন্দিরটি পাকিস্তানের চকওয়াল জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে, এই মন্দিরটি নাকি মহাভারতের আমলে তৈরি। ভক্তদের কাছে এই মন্দির কটাসরাজ মন্দির নামে খ্যাত।
মন্দির কমপ্লেক্সে রয়েছে এই কমপ্লেক্সে সাত বা ততোধিক মন্দির রয়েছে। এই সাত মন্দির একত্রে সাতগ্রহ নামেও পরিচিত। মহাভারতে এই মন্দিরের বর্ণনা রয়েছে। মন্দিরে নাকি সতীর বিরহে আজও কেঁদে বেড়ান দেবাদিদেব মহাদেব।

এই মন্দির নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত। তার মধ্যে একটি বিশেষ কাহিনী হলো,ধর্মপ্রাণদের বিশ্বাস, যেই জলাশয়ের চারপাশে কটাসরাজ মন্দির নির্মাণ করা হয়েছিল সেটি নাকি ভগবান শিবের চোখের জলে ভরা। কথিত আছে, দেবাদিদেব মহাদেব তাঁর স্ত্রী সতীর সঙ্গে এখানে বাস করতেন। সতীর দেহত্যাগের পর শোকাহত শিব তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি এত কাঁদেন যে, তাঁর কান্না থেকে দুটি জলাশয় তৈরি হয়। একটি পাকিস্তানের কটারাসরাজে আর অন্যটি রাজস্থানের পুষ্করে। মন্দিরে অবস্থিত এই জলাশয়টিকে কটাক্ষ কুণ্ড নামেও ডাকা হয়। জলাশয় এবং মন্দিরের মানটি আজও মহাদেবের মনের কষ্ট প্রকাশ করে। কটাস শব্দের অর্থ চোখের জল।

ছবি সৌজন্যে:machinnamasta.in
Prayas , Rahul, Gautam star for Bengal U-23 in Col C K Nayudu Trophy

Sports News

Khabar kolkata News Desk: Riding on brilliant batting performances by skipper Prayas Ray Barman (153) and Rahul Prasad (101), Bengal Under-23 team were in total control against Rajasthan at the end of third day in the Col C K Nayudu Trophy in Jaipur.

After bowling out Rajasthan for 276 in their first innings, Bengal managed to score 352 to grab a vital 76-run first innings lead on Tuesday.

In his 247-ball knock, Prayas hit 20 boundaries while Rahul struck 11 fours and three sixes in his 241-ball innings. Ravi Kumar also chipped in with a fine unbeaten 29.

At stumps on Day 3, Rajasthan were 48/4 in their second innings, still trailing by 28 runs.

Bengal's Harsh Dev Gautam, who was superb with the ball bagging 3 for 7, gave Bengal hope of a win on the final day.

PIC Courtesy by:CAB .

"বন্ধ মিল খুলতে না পারলেও, বন্ধ মিলের সরঞ্জাম চুরি আটকাতে পারবো বললেন"- নৈহাটির বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকালে নৈহাটির বিজেপি প্রার্থী রুপক মিত্র গৌরীপুর চৌমাথায় বজরঙ্গবলী মন্দিরে পুজো দিয়ে উপনির্বাচনের প্রচার শুরু করেন। তিনি বলেন,"বন্ধ মিল খোলার ভাওতা দেব না। কিন্তু বন্ধ মিলের যন্ত্রাংশ, সরঞ্জাম চুরি আটকাতে পারবো"। এদিন পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপক মিত্র বলেন," অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। অন্যায় হটাতে তৃণমূলকে সরাতে হবে। সিপিআই ( এমএল) লিবারেশন প্রার্থী এখানে ভোট কাটতে দাঁড়িয়েছেন বলে দাবি তাঁর।"

ছবি: প্রবীর রায়