ঝাঁটা সংরক্ষণ ও ব্যবহার
*জ্যোতিষ কথা*



ডেস্ক: জ্যোতিষ মেনে যদি আপনি আপনার জীবন চালাতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি ঠিক আসবে। মানবজীবন তথা সংসার জীবন পরিচ্ছন্ন রাখার জন্য ‘ঝাঁটা’ আপরিহার্য। কিন্তু সংসার সুখের হয় ঝাঁটা রাখা ও ব্যবহারের উপর। এই বিষয়ে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের কিছু নির্দেশ আছে।

১) ভারতীয় জ্যোতিষ মনে করে ঝাঁটায় দেবী লক্ষ্মীর অবস্থান। তাই ধনত্রাসে ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয়। তাই জ্যোতিষ বলছে কখনো ঝাঁটায় পা দেবেন না।

২) সূর্যাস্তের পরে ঘর ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন না। জ্যোতিষ মতে, যদি আপনি ঘরে সন্ধ্যার পরে ঝাঁট দেন, তাহলে মা লক্ষী কিন্তু ঝাঁট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ঘর থেকে চলে যাবে এবং নেতিবাচক শক্তিতে আপনার ঘর ভরে উঠবে। পরিবারে ঝগড়া অশান্তির সৃষ্টি হবে।

৩) জ্যোতিষ এটাও বলছে যে যদি আপনাকে বিশেষ কারণে সন্ধ্যার পরে ঝাড়ু দিতে হয় তাহলে তখন সেই ময়লা কখনো ঘরের বাইরে বের না করে কোনায় জমিয়ে রাখুন। পরের দিন সূর্য ওঠার পরে তা ফেলবেন।

৪) বাড়িতে ঝাড়ু যখন রাখবেন সবসময় শুইয়ে রাখার চেষ্টা করবেন। দাঁড় করিয়ে ঝাড়ু রাখা খুব অশুভ। ভুলেও বিছানার তলায়, ঠাকুর ঘরে, বাথরুমের পাশে ঝাঁটা রাখবেন না।
পুজোর চাঁদা কালেকশনেও জুলুম বাজি ও থ্রেট কালচারে পরিণত করেছে তৃণমূল- বললেন প্রাক্তন সংসদ অর্জুন সিং

Khabar kolkata: পুজোর চাঁদা কালেকশনেও জুলুম বাজি ও থ্রেট কালচারে পরিণত করেছে তৃণমূল, বললেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। আজ শ্যামনগরে দুর্গা পুজো উপলক্ষ্যে বস্ত্রদান করতে এসেছিলেন প্রাক্তন সাংসদ। তিনি বলেন, আগরপাড়া সহ বিভিন্ন জায়গায় চলছে চাঁদার জুলুম।

ছোট বড় মাঝারি সব ক্ষেত্রেই তৃণমূলের নেতারাই থ্রেট কালচারে পরিণত করেছে।এমনকি পিকনিকেও থ্রেট কালচার চলছে। তিনি আরো বলেন তৃণমূলের শেষ অবস্থা চলছে। রাজ্যের অনেক জায়গায় পুজোর পারমিশন দিচ্ছে না প্রসাশন।

লেখা ও ছবি: প্রবীর রায়

টিটাগড়ে ৩৮ বছরের পুরনো পুজো বন্ধের নির্দেশ প্রশাসনের, প্রতিবাদে থানায় বিক্ষোভ এলাকার মানুষে

Khabar kolkata: উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এম জি রোডে ওয়াগান কারখানার সন্নিকটে ৩৮ বছর ধরে দুর্গাপুজো করছে টিটাগড় তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি। অভিযোগ, টিটাগড় ওয়াগানের মদতে এবার পুজো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে টিটাগড় থানা। পুজো বন্ধের নির্দেশে ক্ষুব্ধ পুজো কমিটির লোকজন এবং স্থানীয় মানুষেরা। তারা সম্মিলিত ভাবে এদিন প্রশাসনের তরফে পুজো বন্ধের নির্দেশের প্রতিবাদ জানিয়ে থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।তবে পুজো কমিটির তরফে এখনও পর্যন্ত পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। পুজো কমিটির সম্পাদক নীরজ গুপ্তা বলেন, "৩৮ বছরের পুজো প্রশাসন বন্ধ করে দিতে বলেছে। টিটাগড় ওয়াগান কারখানা কতৃপক্ষের কাছে পুজোর জন্য ১০ দিন চাওয়া হয়েছিল। কিন্তু ওয়াগান কর্তৃপক্ষ তাদের পুজোতে বাধার সৃষ্টি করছে। প্রশাসনের তরফেও সহযোগিতা মিলছে না।"

পুজো বন্ধ নিয়ে টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ বলেন, "পুজো বন্ধ হবে না। টিটাগড় ওয়াগান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো হবে।"

লেখা ও ছবি:প্রবীর রায়।

পুজোর বিশেষ থালি 'সুট" O2-তে

Khabar kolkata: পুজোর বিশেষ থালির ব্যবস্থা করল 'সুট" O2-এ। সম্প্রতি ভিআইপি রোডে দমদম বিমানবন্দরে খুব কাছে কৈখালীতে উদ্ভোধন করা হয় 'সুট" O2-এর। লঞ্চের পর এবার দুর্গাপুজার স্পেশাল মেনু লঞ্চ করল তারা। ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের এই থালি পাওয়া যাবে মাত্র ১৬৯৯ টাকায়। লাঞ্চের এই সুবিধা পাওয়া যাবে দুপুরে ১২ টা থেকে বিকেল ৪ পর্যন্ত ও রাতে ডিনার ৭ টা থেকে ১২ টা পর্যন্ত। সংস্থার পক্ষ থেকে জানানো হল,বিশেষ করে পুজোর সময় অতিথিদের জন্য একটি উৎসবমুখর রন্ধন সম্পর্কিত অভিজ্ঞতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এই উদ্যোগ।

ছবি:প্রসেনজিৎ বিশ্বাস।

ফটো ফিচার
ফটো ফিচার
আজকের রাশিফল (Thursday, October 03, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Thursday, October 03, 2024)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার উপর বিশেষ খুশি হবেন না- সে আপনি তাঁদের সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন। আপনার প্রেমে জন্য মন হবে- এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে। চাকর-সহকর্মী এবং সহকারীদের নিয়ে সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে।

প্রতিকার :- মঙ্গলকে ভূমি-পুত্র বলা হয় (পৃথিবীর পুত্র)। প্রতি সকালে, আপনার পায়ে মাটি স্পর্শ করার আগে, মাটির পৃথিবীকে শ্রদ্ধা নিবেদন করুন। এটি আপনার কর্মজীবন / ব্যবসায় সাহায্য করবে।

বৃষভ রাশিফল (Thursday, October 03, 2024)

আপনার জন্য নিছকই আনন্দ এবং মজা-যেহেতু আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এরফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না। আপনার প্রিয়তমা আজ উপহারের সঙ্গে কিছুটা সময় আশা করতে পারে। আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তাহলে আপনি আজ ভাগ্যবান হতে পারেন। সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে। আপনার বিবাহিত জীবনে সবকিছুই আজ সুখী মনে হচ্ছে।

প্রতিকার :- সংসারে সুখ বজায় রাখতে হনুমান মন্দিরে বুঁদি এবং লাড্ডু নিবেদন করুন।

মিথুন রাশিফল (Thursday, October 03, 2024)

আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। সামাজির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। ভালবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না- তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে। আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন। একটি দীর্ঘ সময় পরে, আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যিই আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন।

প্রতিকার :- শুক্রকে খুশি রাখার জন্য সবসময় পরিষ্কার ও ইস্তিরি করা জামা কাপড় পরিধান করুন, এতে আপনার কর্ম জীবনে ভালো প্রভাব পরবে।

কর্কট রাশিফল (Thursday, October 03, 2024)

ভাগ্যের ওপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনোদিন হবে না। নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসবে। আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন। এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। অন্যরা আপনার সময়ের অত্যধিক চাহিদা করতে পারেন- তাদের প্রতি আপনি কোন দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না এবং তারাও আপনার উদারতা ও দয়াশীলতার সুযোগ নিচ্ছে না। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন।

প্রতিকার :- প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।

সিংহ রাশিফল (Thursday, October 03, 2024)

ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে। আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল। এটি স্বতঃস্ফূর্ততার মৃত্যু ঘটায়-বাঁচার আনন্দ মুছে দিয়ে আমাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয়- কাজেই এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। এটা আপনার পেশাগত উৎকর্ষতা বজায় রাখতে সাহায্য করবে। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য পাবার জন্য ঘরে যথেষ্ট সূর্যালোক আসার ব্যবস্থা করুন।

কন্যা রাশিফল (Thursday, October 03, 2024)

আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ এরফলে আপনার প্রেমিকা বেশি বির্পযস্ত হবে না। আপনার বেশি শক্তি ক্ষমতা আছে যা আপনার পেশাদারী প্রচেষ্টায় কাজে লাগানো উচিত। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- ঘরে গঙ্গাজলের কোন না কোন ভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে।

তুলা রাশিফল (Thursday, October 03, 2024)

আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নীচু থাকবেন- একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। আপনি যদি কোনও ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। যাকে আপনি বিশ্বাস করেন তিনি আপনাকে পুরো সত্যিটি বলবেন না-আপনার অন্যদেরকে রাজী করানোর ক্ষমতা আগত সমস্যা সমাধানে আপনাকে সাহায্য করবে। ফেলে রাখা কজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে। কাজের ধীরগতি সামান্য চাপ আনবে। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে।আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে।

প্রতিকার :- স্বাস্থ্যকর জীবনের জন্য মা, ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন।

বৃশ্চিক রাশিফল (Thursday, October 03, 2024)

আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে। যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকমত কাজ না করে- তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন- যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে- তাই বলবার আগে ভাবুন। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। নিয়মিত আপনার অর্ধাঙ্গীনীকে অবাক করে দিন; নচেৎ সে/তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন।

প্রতিকার :- পরিবারের সুখ বৃদ্ধির জন্য ধর্মীয় স্থলে বিশুদ্ধ ঘি ও কর্পূর দান করুন।

ধনু রাশিফল (Thursday, October 03, 2024)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। আপনার অস্থাবর সম্পত্তি যে কোনও আজই চুরি করতে পারে। অতএব, আপনি তাদের যত্ন নিতে হবে। বিতর্ক এবং মুখোমুখি সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। আজ, আপনি এবং আপনার ভালবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। আপনার পেশাদারী প্রতিবন্ধকতা সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন। আপনার স্বল্প উদ্যম সবার জন্যই সমস্যাটি একেবারে সমাধান করতে পারে। নিজের সময়ের গুরুত্ব বুঝুন,সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল। এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না। আজ, আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন। হ্যাঁ, আপনার স্ত্রী এদের মধ্যে একজন।

প্রতিকার :- কম বয়সী কন্যাদের চকোলেট, টফি এবং স্বেত বর্ণের মিষ্টি বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

মকর রাশিফল (Thursday, October 03, 2024)

নিজেকে কিছু খেলাধূলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না– নতুন সুযোগের সন্ধান করুন। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন- এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে। আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবার আগে মিছরি ও জল খেয়ে যাবেন এতে আপনাদের সম্পর্কে মিষ্টতা বাড়বে।

কুম্ভ রাশিফল (Thursday, October 03, 2024)

আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন। কোনও পুরানো বন্ধু আজ আপনাকে আর্থিক সাহায্য চাইতে পারে। তবে, আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থার দুর্বল করতে পারে। একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন। এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন। আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, তা শেষ হবে। কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে- বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশলী হাতে না সামলান। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যত লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- সাদা কালো দাগের কোনো গরুকে খাবার এবং জাবর দিলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়ক হবে।

মীন রাশিফল (Thursday, October 03, 2024)

আজ আপনি আশার জাদু মন্ত্রের কবলে। আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ আজ আপনার বিপর্যয় ঘটতে পারে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যর দিকে আজ অসংবেদী হতে পারেন।

প্রতিকার :- প্রেম জীবনকে স্মরণীয় রাখতে আপনার প্রেমিককে লাল বা কমলা রঙের উপহার দিন।

(Courtesy-AstroSage)
পুজোতে মেনে চলুন বাস্তু শাস্ত্রের কয়েকটা নির্দেশ
*জ্যোতিষ কথা*


ডেস্ক: সারা বছর আমরা অপেক্ষা করি এই পুজোর কয়েকটা দিনের জন্য। আমাদের বিশ্বাস মা দুর্গা সংসারে নিয়ে আসবে শান্তি ও সমৃদ্ধি। বাস্তুশাস্ত্র বলছেন, দেবী দুর্গার আশীর্বাদ পেতে গেল পুজোর চার দিন কিছু নিয়ম মেনে চলা উচিত।
বাস্তু মতে কিছু নিয়ম মেনে চললে শারদ-পার্বণেই বাড়িতে ঘটবে শুভশক্তির আগমন। তাই বাস্তুশাস্ত্র বলছে –

১) পুজো আসার আগেই ঘরদোর সাফ করা বহু দিনের রীতি। এই সময়ে অপ্রয়োজনীয়, অপরিষ্কার কাপড় ও অন্যান্য বাতিল জিনিসপত্র ফেলে দিয়ে যদি ঘর গুছিয়ে রাখা যায়, তা হলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

২) বাড়ির প্রধান দরজায় স্বস্তিক আঁকুন। এই শুভ প্রতীক অশুভ শক্তিকে দূরে সরিয়ে বাড়িতে আনন্দ নিয়ে আসে। সেই সঙ্গেই বাড়ির দরজায় সাজান আম্রপল্লবের তোরণ।

৩) বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ রাখলে তা বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আনে।

৪) বাড়িতে দুর্গা মূর্তি রাখলে সেই জায়গাটি অবশ্যই পরিচ্ছন্ন থাকতে হবে। মাতৃমূর্তিকে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখা শুভ। খেয়াল রাখবেন যাতে মূর্তি সমতলে না থেকে একটু উঁচু জায়গায় থাকে।

৫) পুজোর সময়ে শুধুমাত্র রুপো ও তামার পাত্র ব্যবহার করা ভাল।

৬) চন্দন কাঠের তৈরি টেবিলে মঙ্গলঘট রাখাই আদর্শ।
*দুষ্কৃতীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রী, গুলি করে মেরে দেওয়ার হুমকি*

ডেস্ক: উত্তর 24 পরগনার পানিহাটির সোদপুরে ব্যাবসায়ী মহিলার অভিযোগ গতকাল রাতে এক যুবক তাদের দোকানে ফুল কিনতে আসে। সেই সময় বেশ কিছু স্থানীয় দুষ্কৃতী মিলে ওই যুবক কে মারধর শুরু করে। ওই সময় পাশেই এই মহিলার স্বামী ছিল তাকেও মারধর শুরু হয় l স্বামীকে মারতে দেখে ওই মহিলা বাঁচাতে গেলে মহিলাকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে চলে মারধর এবং ব্যাবসায়ীকে হুমকি দেওয়া হয় গুলি করে মেরে দেওয়ার।চিৎকার করেও মেলেনি কোনো সাহায্য l আক্রান্ত মহিলা ব্যাবসায়ী খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন।

ছবি: প্রবীর রায়

ব্যারাকপুর ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন কাউন্সিলর সম্রাট তপাদার

Khabar kolkata:বর্তমান সমাজে বহু বৃদ্ধ বাবা-মায়ের ঠাঁই হয় না ছেলের সংসারে। জীবনের সায়াহ্নে আত্মীয় পরিজন হারিয়ে তাঁদের একমাত্র ঠিকানা হয়ে দাঁড়ায় বৃদ্ধাশ্রম। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মিডল রোডের ভোলানন্দ বৃদ্ধাশ্রমেও ১০০'র কাছাকাছি আবাসিক থাকেন। প্রতি বছর মহালয়ার দিন পুজোর নতুন জামাকাপড় ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে তুলে দেন ব্যারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী সম্রাট তপাদার। মহালয়ের দিন তিনি আবাসিকদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে একসঙ্গে মধ্যাহ্নের আহারও সারেন। তবে পুজোয় নতুন বস্ত্র পেয়ে বেজায় খুশি আবাসিকরা। সেবামূলক কর্মকান্ড নিয়ে সম্রাট বাবু বলেন, "আজকের দিনে অনেকেই সাধারণত পূর্ব পুরুষদের স্মরণে গঙ্গার ঘাটে তিল তর্পণ করে থাকেন। কিন্তু তিনি এর ব্যতিক্রম।স্বর্গীয়দের থেকে জীবন্ত পিতৃ-মাতৃদেবদের আজকের দিনে বেশি করে তিনি স্মরণ করেন। তাই প্রতি বছর বৃদ্ধাশ্রমের আবাসিকদের পুজো উপলক্ষে নতুন বস্ত্র উপহার দিয়ে থাকি। একসঙ্গে খাওয়া দাওয়া করে গল্প-গুজব করে সময় কাটাই।"

লেখা ও ছবি: প্রবীর রায়

রাজ্যের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক

নিজস্ব প্রতিনিধি: ১০ দফা দাবিতে মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ফের কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আর জুনিয়র চিকিৎসকদের এই লাগাতার আন্দোলনের জেরে প্রভাব পড়েছে চিকিৎসা পরিষেবায়। সমস্যার সন্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। এহেন পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন পুনর্বিবেচনা করার কথা বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। বুধবার সকালে ব্যারাকপুরের গান্ধী ঘাটে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, "জুনিয়র ডাক্তাররা গরীব মানুষের কাছে ভগবানের মত।আপনাদেরকে যারা ভগবানের মতো মনে করে তাদের সেবায় আপনারা নিয়োজিত থাকুন এবং আপনাদের আন্দোলন পুনর্বিবেচনা করুন। সাংসদ এদিন আরও বলেন, 'মমতা ব্যানার্জির হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে, আজকে বলল আর কালকে ২০০ সিসি ক্যামেরা লেগে গেল। ১৫ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছে রাজ্য সরকার। তার মধ্যেই পুরো কাজ হয়ে যাবে"।

*লেখা ও ছবি: প্রবীর রায়।*