WestBengalBangla

Jun 23 2024, 15:42

Murshidabad Kueens (MK) won the match by 10 runs and confirmed their position in the semi-finals
*Sports*

# Sports # Bengal Pro T20 cricket #CAB# West Bengal # India # Street Buzz News

*Bengal Pro T20 cricket*
SB News Bureau: Murshidabad Kueens (MK) won the toss and elected to bat first. They set a total score of 101 for the loss of 6 wickets in 20 overs. Ritika Pal scored 29 runs and Sandipta Patra contributed 22 runs for MK. For AHW, Dhara Gujjar and Parama Mondal took 2 and 1 wickets, respectively.

Chasing the target of 102, Adamas Howrah Warriors (AHW) finished their innings with a score of 91 for the loss of 8 wickets in 20 overs. Dhara Gujjar was the top scorer for AHW with 47 runs off 54 balls, while Shrabani Paul contributed 37 runs. Priyanka Sarkar and Shrayosi Aich took 2 wickets each for MK.

Murshidabad Kueens (MK) secured victory by 10 runs, ensuring their place in the semi-finals. Priyanka Sarkar was named the Player of the Match for her outstanding performance.

*Pic Courtesy by: CAB*

WestBengalBangla

Jun 23 2024, 15:40

নেপালে পাচারের আগে গন্ডারের শিং সহ গ্রেফতার মণিপুরের এক যুবক
এসবি নিউজ ব্যুরো: রাজ্যের বনদপ্তর ফের একবার বড়সড় সাফল্য পেল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত হাতিঘিসা টোলপ্লাজা এলাকায় যৌথ অভিযান চালায় বনদপ্তর এবং এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান। এরপর সেখানে এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গন্ডারের শিং। এরপর ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় বনকর্মী। ধৃতের নাম অজিত কুমার সিং। সে ইম্ফলের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ১.২৫ কেজি ওজনের গন্ডারের শিং উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া গন্ডারের সিং মনিপুর থেকে নেপালে পাচারের ছক কষেছিল ওই যুবক। গন্ডারের শিং পরীক্ষার জন্য জুয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াতে পাঠানো হবে। এই ঘটনায় আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে,তদন্তের স্বার্থে ধৃতকে রিমান্ডে এনে এই চক্রের খোঁজ শুরু করবে পুলিশ। গোটা ঘটনা তদন্ত নেমেছে বনদপ্তর এবং এস এস বি।

WestBengalBangla

Jun 23 2024, 11:30

নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভায় প্রচারে তৃণমূল প্রার্থী
এসবি নিউজ ব্যুরো: আগামী ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভায় উপনির্বাচন।বিধানসভার উপনির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই নির্বাচনী ভোট প্রচারে জোর দিচ্ছেন নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। রবিবার সকালে কালী মন্দিরে পুজো দিয়ে রানাঘাট দক্ষিণ বিধানসভার বৈদ্যপুর ১ নম্বর অঞ্চলে ভোট প্রচার শুরু করেন। কথা বলেন সাধারণ মানুষের সাথে, শোনেন তাদের অভাব অভিযোগও। যদিও ওই বিধানসভার বিজেপির প্রাক্তন বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। তিনি তৃণমূলে যোগদান করার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন।এবার সেই বিধানসভাতেই আবার তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মুকুটমণি। উল্লেখ্য ২০২৪ এর লোকসভা নির্বাচনে নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন মুকুট, অপরদিকে বিজেপির প্রার্থী ছিলেন প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার। এক প্রকার বলা যেতেই পারে, রানাঘাট লোকসভা কেন্দ্র মতুয়া অধ্যুষিত, তাই বিজেপির প্রভাব যথেষ্টই বেশি। মুকুটমণি অধিকারী তৃণমূলে টিকিট পাওয়ার পর লড়াইয়ের ময়দানটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তিনি হার মানতে নারাজ। তৃণমূলের নড়বড়ে খুঁটিকে শক্ত করে রণকৌশল তৈরি করেছিলেন। লড়াই ছিল হাড্ডা হাড্ডি, লোকসভা নির্বাচন কেটে গেলে ভোট গণনা কেন্দ্রে দুজনেই অস্বস্তিতে ছিল, কে শেষ হাসি হাসবে। অবশেষে জয়ী হলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তৃণমূল প্রার্থী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন, কোথাও হয়তো ভুল ত্রুটি থাকতে পারে তাই মানুষ ভোট দেয়নি তাকে। তবে আগামী দিনে সেই ভুল সংশোধন করে আবার লড়াইয়ের ময়দানে নামতে তিনি প্রস্তুত। বিধানসভার উপনির্বাচনে আবার প্রার্থী হয়েছেন মুকুটমণি।

WestBengalBangla

Jun 23 2024, 11:29

নব্বইয়ের দশকের ক্যামেরা দেখার ভীড় মামলাহে

এসবি নিউজ ব্যুরো: কেমন দেখতে ছিল নব্বইয়ের দশকের ক্যামেরা। সেই ক্যামেরায় কি ভাবে ছবি তোলা হত,তা দেখার কৌতুহল নিয়ে ভীড় সাধারণ মানুষের।ভারতের স্বাধীনতার আগে ও পরের সময়ের বেশ কিছু ক্যামেরা প্রদর্শনীর আয়োজন করছেন মালদহের এক স্কুল শিক্ষক। আর পুরনো দিনের এই ক্যামেরা দেখতে ভিড় ৮ থেকে ৮০ সকলের।সেই সময়ের বিভিন্ন নামিদামি কোম্পানির এই ক্যামেরা গুলি। বর্তমানে এই ক্যামেরা আর দেখার কোন সুযোগ নেই। তবে মালদহের পেশায় স্কুল শিক্ষক সন্দীপ কাঞ্জিলালের প্রচেষ্টায় এইগুলো দেখার সুযোগ হচ্ছে সাধারণ মানুষের। পেশায় ইতিহাসের শিক্ষক হলেও তাঁর নেশা পুরোনো দিনের দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করা। মালদহ সহ ভারত ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে তিনি প্রাচীন ক্যামেরা সংগ্রহ করেছেন।‌ অধিকাংশ ক্যামেরা তিনি টাকার বিনিময়ে কিনে নিয়েছেন। সেগুলিকে নিজের হেফাজতে সযত্নে রেখে দিয়েছিলেন। বিভিন্ন প্রদর্শনী হলে তিনি এই সমস্ত ক্যামেরা গুলি নিয়ে যান সেখানে। তাঁর উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে জানানো আগের দিনের ক্যামেরা ঠিক কেমন ছিল দেখতে কিভাবে সেগুলি কাজ করতো। কারণ বর্তমান আধুনিক যুগের ক্যামেরার সঙ্গে প্রাচীন যুগের ক্যামেরার অনেক ফারাক রয়েছে। আর বর্তমান প্রজন্ম সেই প্রাচীন ক্যামেরা সাধারণত কোথাও দেখতে পাবে না। তাই তাঁর এমন প্রচেষ্টা।আর তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন মালদহবাসী।

WestBengalBangla

Jun 23 2024, 08:34

আজকের রাশিফল ২৩এ জুন ২০২৪(রবিবার)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Sunday, June 23, 2024)

বন্ধুরা আপনাকে কোন বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষ্যণীয় প্রভাব ফেলবেন। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে আপনার পরিবারের সদস্যদের সাথে আজ কথা বলতে হবে। তাদের পরামর্শ আপনার আর্থিক পরিস্থিতির উন্নতিতে সহায়ক হিসাবে প্রমাণিত হবে। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরী হবে। আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে- আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর, সন্ধ্যা বেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে। লোকেরা প্রথমে স্বাস্থ্য ব্যয় করে অর্থ পাওয়ার জন্য চেষ্টা করে এবং পরে অর্থ ব্যয়ে তাদের সুস্বাস্থ্য ফিরে পাওয়ার চেষ্টা করে। স্বাস্থ্য হল আসল সম্পদ, তাই অলসতা থেকে মুক্তি পান এবং সক্রিয় জীবন যাপন করুন।

প্রতিকার :- আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান।

বৃষভ রাশিফল (Sunday, June 23, 2024)

আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আজ যদি আপনি পরিচিত মানুষদের উপর কোন সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন- তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন- ধৈর্য্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে। ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আজকে আপনি আজকের এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজ ও খারাপ হয়ে যাবে। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন। ভালোবাসার থেকে বোরো কোনো অনুভব নেই, আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয়।

প্রতিকার :- ওম গম গণপত্তায় নমঃ এই মন্ত্রটি রোজ সকালে ও বিকেল ১১ বার পাঠ করলে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বিরাজ করবে।

মিথুন রাশিফল (Sunday, June 23, 2024)

আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। প্রেমের সবসময়ই গভীর ভাবপূর্ণ, এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। ভালবাসা এবং ভাল খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয়; এবং আপনি আজ এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। আপনি অনেক কিছু করতে চান, তবে আপনি আজ গুরুত্বপূর্ণ সমস্ত কিছু পিছিয়ে রাখতে পারেন। দিন শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ নিন, বা আপনার মনে হতে পারে আপনি পুরো দিনটি নষ্ট করেছেন।

প্রতিকার :- প্লাস্টার অফ প্যারিসের তৈরি দ্রব্য ঘরে রাখলে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে।

কর্কট রাশিফল (Sunday, June 23, 2024)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করেছেন আজ সেগুলি ফিরে পাবার সময়। আজ বন্ধুদের সাথে চিট-চ্যাট করার চেয়ে ভাল আর কী হতে পারে! একঘেয়েমি কাটিয়ে ওঠার সেরা উপায়।

প্রতিকার :- অশ্বথ গাছের শিকড়ে তেল ঢাললে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে।
সিংহ রাশিফল (Sunday, June 23, 2024)

অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। প্রেম-সাহচর্য্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন। তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে, আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন। ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন।যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগ কে ভঙ্গ করতে পারেন। দিনটি সত্যিই রোমান্টিক। চমৎকার খাদ্য, সুবাস, সুখের সঙ্গে আপনি আপনার অর্ধাঙ্গিনির সঙ্গে একটি আশ্চর্যজনক সময় ব্যয় করবেন। আপনার স্বাস্থ্যের উন্নতি করতে আপনি আজ একটি পার্ক বা জিম পরিদর্শন করতে পারেন।

প্রতিকার :- আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল ফুল উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী হবে।

কন্যা রাশিফল (Sunday, June 23, 2024)

যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে- কিছু অসুখীতা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরী। অর্থ-সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী / স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এস / তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে। ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন। খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন।এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়। আজ, আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না। এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে।

প্রতিকার :- খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থা ভালো হবে।

তুলা রাশিফল (Sunday, June 23, 2024)

যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান। আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। এমনকি আপনার মূল্যবান পুরস্কার/উপহারও হয়তো উচ্ছল মুহুর্ত আনতে পারবে না, কারণ আপনার প্রেমিক/প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে। আজকে আপনি অফিস পৌছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন।বাড়ি পৌছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে। আজ আত্মীয় আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন। আপনি আজ যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভাল।

প্রতিকার :- কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিল এর বীজ বেঁধে রাখুন ও তা সবসময় নিজের কাছে রাখুন, এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

বৃশ্চিক রাশিফল (Sunday, June 23, 2024)

কোন গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকুন বিশেষত বাঁকগুলিতে। কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে। এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে। আপনার পরিবারের সদস্যদের আজ বাড়ির মধ্যে আপনার উপস্থিতির প্রয়োজন হতে পারে। অতএব, তাদের জন্য চেষ্টা করুন এবং সময় নিন।

প্রতিকার :- সর্ষের তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তা দান করে দিন, এর ফলে ভালো স্বাস্থ্য বজায় থাকবে।

ধনু রাশিফল (Sunday, June 23, 2024)

স্বাস্হ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আজ, আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না। একে অপরের দৃষ্টিভঙ্গী বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন।সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল। প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে। আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে। আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভাল দিন হতে চলেছে।

প্রতিকার :- দিন ও রাতে শান্ত মনে ২৮ থেকে ১০৮ বার ওম (ॐ) জপ করলে সুখী পারিবারিক জীবন লাভ করবেন।

মকর রাশিফল (Sunday, June 23, 2024)

ঘৃণার অনুভূতি ব্যয়সাপেক্ষ প্রমাণিত হতে পারে। এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্য্যশীলতার ক্ষমতাই নষ্ট করে না, বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে এক চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করে। দিনের শুরুতে আপনি কোনও আর্থিক ক্ষতিতে ভুগতে পারেন, যা পুরো দিনটিকে লুণ্ঠন করতে পারে। সন্ধ্যাবেলায় সামাজিক ক্রিয়াকলাপ আপনার প্রত্যাশার থেকেও বেশি ভালো প্রমাণিত হবে। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে। আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে।

প্রতিকার :- ঘরে লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্যে খুবই লাভকারী।

কুম্ভ রাশিফল (Sunday, June 23, 2024)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। একাধিক উত্স থেকে আর্থিক লাভ হবে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি। বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে।

প্রতিকার :- আর্থিক স্থিতি বৃদ্ধি করতে সূর্যোদয়ের সময় ১১টি গম দানা খান।

মীন রাশিফল (Sunday, June 23, 2024)

আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে। আজ, কোনও পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণখেলাপীর কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে, যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশি করতে পারে। ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না। আজ প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গীনী আতার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন। আপনি কাউকে যে কাজের দায়িত্ব দিচ্ছেন সে সম্পর্কে আপনার সম্পূর্ণ তথ্য থাকা উচিত।

প্রতিকার :- প্রেমিক প্রেমিকা একে অন্যকে সবুজ রঙের বস্ত্র দান করলে তাদের প্রেমের জীবন সুখী ও আনন্দের হবে।

(Courtesy-AstroSage)

WestBengalBangla

Jun 22 2024, 19:23

প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর স্মরণসভা
নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বারাসাতের প্রয়াত বিশিষ্ট আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর আজ স্মরণসভা অনুষ্ঠিত হল বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে। এদিন সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি ও হৃদয়পুর নবসোপানের উদ্যোগে হওয়া ওই স্মরণসভায় উপস্থিত ছিলেন তাঁর আত্মীয় ,স্বজন, বন্ধু, সহকর্মী, প্রতিবেশী থেকে শুরু করে চিকিৎসক, আইনজীবী, কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, প্রয়াত সুভাষ রঞ্জন সেনগুপ্ত দীর্ঘদিন জেসিআই এমপ্লইজ ইউনিয়নের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। অবসরগ্রহণ করার পর তিনি নবপল্লী কোঅপরেটিভ ব্যাঙ্কে  দুবার সম্পাদক হিসাবে দায়িত্ব সামলান। তিনি নবপল্লী সত্যভারতী সমিতির সম্পাদকও ছিলেন। একইসঙ্গে তিনি বারাসাত জেলা আদালতে আইনজীবী হিসাবেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সেন্ট জন এম্বুলেন্সের আজীবন সদস্যও ছিলেন তিনি। তাঁর আদি বাড়ি বরানগরে। নিজের উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য গৃহশিক্ষকতা করার পাশাপাশি বরানগর বাজারে ডাব বিক্রিও করেন তিনি। তারপর নিজের সেই উপার্জনের অর্থে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও আইন পাস করেন তিনি। পড়াশোনা শেষ হওয়ার পরই তিনি পরীক্ষা দিয়ে এফসিআই ও জেসিআইতে চাকরি পান। এফসিআইয়ের চাকরি  না করে জেসিআইতেই কাজ শুরু করেন তিনি। প্রসঙ্গত প্রায় ১০ বছর আগে মূলত তাঁর অনুপ্রেরণাতেই বারাসাত  নবপল্লী কাঁঠালতলায় সার্বজনীন দুর্গাপুজো শুরু হয়। এদিন দুশোরও বেশি দুঃস্থ মানুষের হাতে নতুন ছাতা তুলে  দেয় সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি । এই কমিটির আহ্বায়ক নির্মল রায় চৌধুরী জানান," শীঘ্রই সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মুমুর্ষ রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করা হবে।"

WestBengalBangla

Jun 22 2024, 15:32

Nadia's Nabadwip son finally got married to a Brazilian girl after a long struggle
SB News Bureau: And like five common weddings, a young woman from far away Brazil, dressed as a Bengali bride, got married to Karthik Mondal, a groom from Nabadwip. Talking on social media since about 6 years ago. Then long love. And because of love, the young Brazilian woman rushed to the Forest Danga of Chaitanya Bhumi Thirtnagari Nabadwip from far away Brazil.After a long struggle, the Brazilian young woman sat on the wedding hall wearing the Bengali bride's dress and covering her eyes with betel leaf. According to Gandharvas everything from auspiciousness to hasta bandhan to exchange of garlands to donation of vermilion is done. Husband Karthik was changing his life partner from Bengali to Portuguese on her mobile in various ways. Nevertheless, the young Brazilian chanted in Bengali and Sanskrit along with the priest.The newlywed Manuela Alves da Silva did not forget to say that she is very happy to be married. However, Karthik and Manuela's four hands are one, and there is a wave of happiness in the whole of Nabadwip.

WestBengalBangla

Jun 22 2024, 15:31

জংলী হাতির হানায় মৃত্যু এক বনকর্মীর, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

এসবি নিউজ ব্যুরো: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি কলাবাড়ি বনাঞ্চলে জংলী হাতির হানায় মৃত্যু হল এক বনকর্মীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকায়। মৃত বন কর্মীর নাম রাজেন্দ্র রাই। বনদপ্তরের অরণ্যসাথী পদে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে নকশালবাড়ি আশাপুর চা বাগান সংলগ্ন এলাকায় ৪ জন বনকর্মী হাতির দলকে জঙ্গলের পাঠানোর চেষ্টা করছিল। সেই সময় একটি জংলী হাতি বনকর্মীদের উপরই হামলা করে। তবে হাতির হামলার সময় ৩ জন বনকর্মী পালিয়ে যেতে সক্ষম হলেও এই বনকর্মী পালাতে পারেননি। তখনই হাতির হামলায় গুরুতর জখম হন তিনি। পরে বনকর্মীরা আহত বনকর্মীকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় তার। এদিন ওই বনকর্মীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বনদপ্তর সূত্রের খবর গতকাল রাতে যখন হাতি গুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছিল বনকর্মীরা তখন স্থানীয়রা হাতিগুলোকে উক্তাক্ত করছিল। এরপরেই হাতিগুলো বন কর্মীদের উপর হামলা চালায়। মানুষের সচেতনতার অভাবেই এই বনকর্মীর মৃত্যু হয়েছে বলে অনেকেই মনে করছেন।

WestBengalBangla

Jun 22 2024, 08:59

কবিতা

*"সিথির সিঁদুর"*


*গোপাল মাঝি*

সিঁদুর কেন নিয়েছিলে তুমি
           হাতটি থেকে মোর,
সত্যি কি কেটেছিল আদৌ
           তোমার মনের ঘোর!
বেকার আমি জেনে তুমি
          মনটি কেন দিলে,
হৃদয় ছাড়া সুখ - শান্তি
          কিইবা বলো পেলে?
অনেকটা পথ চলার পর
         কেন এমন হলো,
মাঝ নদীতে নৌকার গতি
           মন্থর হয়ে গেল!
ছিলেম নাতো অবুঝ মোরা
           সবুজ ছিল মন,
প্রেমের মূল্য দিতে গিয়ে
           মোরা হয়েছি আপন ।
আগের মতো মনের টান
           কেন ফিকে হলো,
প্রয়োজনটা কি ধন -অর্থের
           সত্যি করে বলো ।
হৃদয় যদি ভেঙে যায়
           কিইবা বলো রয়,
স্বার্থের লোভ থাকে যেথায়
          প্রেমের মৃত্যু হয় ।
তারা মায়ের পায়ের সিঁদুর
           রাঙিয়েছো কপালে,
পারবে কি দিতে মুছে
           তোমার মনের খেয়ালে?

WestBengalBangla

Jun 22 2024, 07:11

মালদহের আমে পরিচয় জানা যাবে এবার থেকে কিউআর কোডের মাধ্যমে
এসবি নিউজ ব্যুরো: এবার থেকে মালদহে আমে পরিচয় জানা যাবে  কিউআর কোডের মাধ্যমে। যার ফলে অতি সহজেই মোবাইলে স্ক্যান করে আমের তথ্য মিলবে অতি সহজে  মালদহের আম কিনা সে তথ্য জানতে পারবেন আপনি। নতুন এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে মালদহের আমে।
মালদহ জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকে এই বছর থেকেই এই কিউআর কোড ব্যবহার  শুরু করা হয়েছে। ইতিমধ্যে মালদহের লক্ষণভোগ, ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে। এই তিন প্রজাতির আমে প্রথম কিউ আর কোর্ড ব্যবহার করা হচ্ছে। মালদহের এক আমচাষী প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন। উদ্যান পালন দফতরের সহযোগিতা এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন। দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছিলেন। সেখানে তাঁর বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হয়েছে।
আগামীতে উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এতে করে খুব সহজেই মালদহের আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা।