প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর স্মরণসভা
নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বারাসাতের প্রয়াত বিশিষ্ট আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর আজ স্মরণসভা অনুষ্ঠিত হল বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে। এদিন সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি ও হৃদয়পুর নবসোপানের উদ্যোগে হওয়া ওই স্মরণসভায় উপস্থিত ছিলেন তাঁর আত্মীয় ,স্বজন, বন্ধু, সহকর্মী, প্রতিবেশী থেকে শুরু করে চিকিৎসক, আইনজীবী, কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা। উল্লেখ্য, প্রয়াত সুভাষ রঞ্জন সেনগুপ্ত দীর্ঘদিন জেসিআই এমপ্লইজ ইউনিয়নের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। অবসরগ্রহণ করার পর তিনি নবপল্লী কোঅপরেটিভ ব্যাঙ্কে  দুবার সম্পাদক হিসাবে দায়িত্ব সামলান। তিনি নবপল্লী সত্যভারতী সমিতির সম্পাদকও ছিলেন। একইসঙ্গে তিনি বারাসাত জেলা আদালতে আইনজীবী হিসাবেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সেন্ট জন এম্বুলেন্সের আজীবন সদস্যও ছিলেন তিনি। তাঁর আদি বাড়ি বরানগরে। নিজের উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য গৃহশিক্ষকতা করার পাশাপাশি বরানগর বাজারে ডাব বিক্রিও করেন তিনি। তারপর নিজের সেই উপার্জনের অর্থে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও আইন পাস করেন তিনি। পড়াশোনা শেষ হওয়ার পরই তিনি পরীক্ষা দিয়ে এফসিআই ও জেসিআইতে চাকরি পান। এফসিআইয়ের চাকরি  না করে জেসিআইতেই কাজ শুরু করেন তিনি। প্রসঙ্গত প্রায় ১০ বছর আগে মূলত তাঁর অনুপ্রেরণাতেই বারাসাত  নবপল্লী কাঁঠালতলায় সার্বজনীন দুর্গাপুজো শুরু হয়। এদিন দুশোরও বেশি দুঃস্থ মানুষের হাতে নতুন ছাতা তুলে  দেয় সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি । এই কমিটির আহ্বায়ক নির্মল রায় চৌধুরী জানান," শীঘ্রই সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে মুমুর্ষ রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করা হবে।"

Nadia's Nabadwip son finally got married to a Brazilian girl after a long struggle
SB News Bureau: And like five common weddings, a young woman from far away Brazil, dressed as a Bengali bride, got married to Karthik Mondal, a groom from Nabadwip. Talking on social media since about 6 years ago. Then long love. And because of love, the young Brazilian woman rushed to the Forest Danga of Chaitanya Bhumi Thirtnagari Nabadwip from far away Brazil.After a long struggle, the Brazilian young woman sat on the wedding hall wearing the Bengali bride's dress and covering her eyes with betel leaf. According to Gandharvas everything from auspiciousness to hasta bandhan to exchange of garlands to donation of vermilion is done. Husband Karthik was changing his life partner from Bengali to Portuguese on her mobile in various ways. Nevertheless, the young Brazilian chanted in Bengali and Sanskrit along with the priest.The newlywed Manuela Alves da Silva did not forget to say that she is very happy to be married. However, Karthik and Manuela's four hands are one, and there is a wave of happiness in the whole of Nabadwip.
জংলী হাতির হানায় মৃত্যু এক বনকর্মীর, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

এসবি নিউজ ব্যুরো: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি কলাবাড়ি বনাঞ্চলে জংলী হাতির হানায় মৃত্যু হল এক বনকর্মীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকায়। মৃত বন কর্মীর নাম রাজেন্দ্র রাই। বনদপ্তরের অরণ্যসাথী পদে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে নকশালবাড়ি আশাপুর চা বাগান সংলগ্ন এলাকায় ৪ জন বনকর্মী হাতির দলকে জঙ্গলের পাঠানোর চেষ্টা করছিল। সেই সময় একটি জংলী হাতি বনকর্মীদের উপরই হামলা করে। তবে হাতির হামলার সময় ৩ জন বনকর্মী পালিয়ে যেতে সক্ষম হলেও এই বনকর্মী পালাতে পারেননি। তখনই হাতির হামলায় গুরুতর জখম হন তিনি। পরে বনকর্মীরা আহত বনকর্মীকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় তার। এদিন ওই বনকর্মীর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বনদপ্তর সূত্রের খবর গতকাল রাতে যখন হাতি গুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছিল বনকর্মীরা তখন স্থানীয়রা হাতিগুলোকে উক্তাক্ত করছিল। এরপরেই হাতিগুলো বন কর্মীদের উপর হামলা চালায়। মানুষের সচেতনতার অভাবেই এই বনকর্মীর মৃত্যু হয়েছে বলে অনেকেই মনে করছেন।
কবিতা

*"সিথির সিঁদুর"*


*গোপাল মাঝি*

সিঁদুর কেন নিয়েছিলে তুমি
           হাতটি থেকে মোর,
সত্যি কি কেটেছিল আদৌ
           তোমার মনের ঘোর!
বেকার আমি জেনে তুমি
          মনটি কেন দিলে,
হৃদয় ছাড়া সুখ - শান্তি
          কিইবা বলো পেলে?
অনেকটা পথ চলার পর
         কেন এমন হলো,
মাঝ নদীতে নৌকার গতি
           মন্থর হয়ে গেল!
ছিলেম নাতো অবুঝ মোরা
           সবুজ ছিল মন,
প্রেমের মূল্য দিতে গিয়ে
           মোরা হয়েছি আপন ।
আগের মতো মনের টান
           কেন ফিকে হলো,
প্রয়োজনটা কি ধন -অর্থের
           সত্যি করে বলো ।
হৃদয় যদি ভেঙে যায়
           কিইবা বলো রয়,
স্বার্থের লোভ থাকে যেথায়
          প্রেমের মৃত্যু হয় ।
তারা মায়ের পায়ের সিঁদুর
           রাঙিয়েছো কপালে,
পারবে কি দিতে মুছে
           তোমার মনের খেয়ালে?
মালদহের আমে পরিচয় জানা যাবে এবার থেকে কিউআর কোডের মাধ্যমে
এসবি নিউজ ব্যুরো: এবার থেকে মালদহে আমে পরিচয় জানা যাবে  কিউআর কোডের মাধ্যমে। যার ফলে অতি সহজেই মোবাইলে স্ক্যান করে আমের তথ্য মিলবে অতি সহজে  মালদহের আম কিনা সে তথ্য জানতে পারবেন আপনি। নতুন এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে মালদহের আমে।
মালদহ জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকে এই বছর থেকেই এই কিউআর কোড ব্যবহার  শুরু করা হয়েছে। ইতিমধ্যে মালদহের লক্ষণভোগ, ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে। এই তিন প্রজাতির আমে প্রথম কিউ আর কোর্ড ব্যবহার করা হচ্ছে। মালদহের এক আমচাষী প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন। উদ্যান পালন দফতরের সহযোগিতা এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন। দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছিলেন। সেখানে তাঁর বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হয়েছে।
আগামীতে উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এতে করে খুব সহজেই মালদহের আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা।
আজ শুরু জগন্নাথ দেবের স্নান যাত্রা
স্নানযাত্রার প্রথা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা বলা হয়ে থাকে। মহাস্নানের আগে অবধি রত্নবেদীতেই অবস্থান করেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলভদ্র, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়েতরা। তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নানবেদীতে।
কলি যুগের জীবন্ত দেব হলেন জগন্স্ত্রনাথ দেব। শাত্র মতে, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বমভু মনুর ‌যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভূত ঘটেছিল। সেই কারণে এই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনুই। জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ তিথিতে তাই স্নান উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার ১৫ দিন আগে স্নানযাত্রা পালন করা হয়। এই বছর স্নানযাত্রা পড়েছে আজ ২২ জুন ২০২৪ শনিবার। এদিন থেকেই আবার শুরু অম্বুবাচী।

২২ জুন। এদিন জগন্নাথ,বলরাম ও সুভদ্রা, তিন ভাইবোনেরই সাড়ম্বরে স্নানযাত্রা হবে। সকাল ৭টা ৩২ মিনিট তিথিতে পড়ছে পূর্ণিমা। ২২ জুন সকাল ৬টা ২২ মিনিট পর্যন্ত স্থায়ী হবে তিথি। যেহেতু ২২ জুন সূর্যোদয় পাওয়া যাচ্ছে, তাই স্নান যাত্রা পালন হবে শনিবারই।

রথযাত্রার (Rath Yatra) আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল স্নানযাত্রা। আর এই দিন থেকেই শুরু হয়ে যায় রথের কাউন্ট ডাউন। ১০৮ ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ – বলরাম – সুভদ্রা (Jagannath)। আর তারপরই প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ। হিন্দু পঞ্জিকা (HIndu Panchang) মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটিই জগন্নাথের জন্মতিথি। পুরীতে স্নানযাত্রা (Puri) উপলক্ষ্যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। জগন্নাথ দেবের (Lord Jagannath) স্নানযাত্রার দৃশ্য চাক্ষুস করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। স্নানযাত্রা উপলক্ষে এই সময় অসংখ্য ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান। স্কন্দ পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথম বার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রতি বছর সারা বিশ্ব থেকে ভক্তরা জগন্নাথ রথযাত্রার জন্য পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে পৌঁছান। এই মন্দিরটিকে ভগবান জগন্নাথ অর্থাৎ শ্রী কৃষ্ণকে উৎসর্গ করা হয়। এই মন্দিরে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে। শ্রী জগন্নাথ মন্দির হিন্দুদের চারটি ধামের মধ্যে একটি। প্রতি ১২ বছরে এই মূর্তিগুলি পরিবর্তন করার একটি ঐতিহ্য রয়েছে। আসুন, জেনে নেওয়া যাক এই ঐতিহ্যের অর্থ কী এবং এ বার কবে থেকে শুরু হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা।

প্রতি ১২ বছর অন্তর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) মূর্তি পরিবর্তন করা হয়। এই ঐতিহ্যকে নবকলেবর বলা হয়। নবকলেবর মানে নতুন শরীর। এর আওতায় জগন্নাথ মন্দিরে স্থাপিত ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনের পুরনো মূর্তিগুলিকে নতুন মূর্তি দিয়ে প্রতিস্থাপন করা হয়। এসব প্রতিমা কাঠের তৈরি তাই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে প্রতি ১২ বছর অন্তর এই মূর্তিগুলি পরিবর্তন করা হয়।

প্রতিমা পরিবর্তনের সময় পুরো শহরের আলো নিভিয়ে দেওয়া হয় এবং সর্বত্র অন্ধকার বজায় থাকে। প্রতিমা পরিবর্তনের প্রক্রিয়া গোপন রাখা হয়, সে কারণেই এমনটি করা হয়। প্রতিমা পরিবর্তনের সময় একজন প্রধান পুরোহিত উপস্থিত থাকেন। পুরোহিতের চোখও বাঁধা থাকে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে শ্রী জগন্নাথ রথযাত্রা বের হয়। এই বছর জগন্নাথ রথযাত্রা ২০২৪ সালের ৭ জুলাই শুরু হবে এবং ২০২৪ সালের ১৬ জুলাই শেষ হবে। ভগবান শ্রী কৃষ্ণ, বলরাম এবং দেবী সুভদ্রার তিনটি ভিন্ন রথ তৈরি করা হয়েছে বিশাল জগন্নাথ যাত্রার জন্য। যার মধ্যে বলরাম এর রথ সামনের দিকে, বোন সুভদ্রার রথ মাঝখানে এবং ভগবান জগন্নাথ এর রথ পিছনে চলে। ভগবান তার মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান।

স্নানযাত্রার প্রথা
প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা (Snan Jatra) হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেবস্নান (Snan Yatra) পূর্ণিমা বলা হয়ে থাকে। মহাস্নানের আগে অবধি রত্নবেদীতেই অবস্থান করেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলভদ্র, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়েতরা। তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নানবেদীতে। সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথদেব সহ বলরাম ও সুভদ্রাকে স্নানমঞ্চে নিয়ে আসা হয়। সেই সময় চামর ও তালপাতা দিয়ে তিন দেবতাকে বাতাস করা হয়। সেখানে মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করানো হয়। মন্দিরের দক্ষিণ দিকের দরজায় রয়েছে কুয়ো। সেই কুয়ো থেকে ১০৮ ঘটি জল তুলে সেই জলে স্নান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।

*জগন্নাথের জ্বর*

স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতিবেশ বা গণেশবেশ পরানো হয়ে থাকে। কথিত আছে, স্বয়ং জগন্নাথদেব মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে মহাস্নানের পর তাঁর অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পর থেকে ১৫ দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। আবার বলা হয়ে থাকে যে ১০৮ কলসি জলে স্নান করে এরপর জ্বর আসে তিন ভাই বোনেরই। সর্দি জ্বর হওয়ার কারণে তাঁদের এই সময় মন্দিরের অন্য একটি ঘরে আলাদা রাখা হয়। রাজ বৈদ্যের দেওয়া ওষুধ ও পথ্য খেয়ে ১৫ দিন পরে আবার বাইরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর যখন নবমূর্তিতে জগন্নাথদেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। Courtesy by:machinnamasta.in
শাস্ত্রমতে দুর্গাপুজো ২০২৪-এ দেবীর আগমন ও গমন কী সে

এসবি নিউজ ব্যুরো: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দেশজুড়ে গণতন্ত্রের উৎসব শেষ হয়েছে। চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। থিমে একে অপরকে টেক্কা দিতে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন পুজো কমিটিগুলি।দুর্গাপুজো ২০২৪ ঘিরে ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গিয়েছে।আজ জগন্নাথের স্নান যাত্রা।সামনেই রথযাত্রা উৎসব। তারপরই বাঙালির মেগা পার্বণ দুর্গাপুজোর অপেক্ষা। ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি, তারপর ঠাকুর আসা, ততদিনে কাশের বোনে দোলা লেগে যাবে। শিউলি কুড়োনোর সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে মহালয়ার স্তোত্রপাঠ শোনার। মন ছুঁয়ে যাওয়া এই সমস্ত কিছু আসতে আর মাত্র ৪ মাস। এদিকে, পঞ্জিকামতে দেখে নেওয়া যাক, ২০২৪ দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন ঘিরে প্রভাব।
*দেবী দুর্গার আগমন ২০২৪-* শাস্ত্র মতে, দেবী দুর্গার আগমন ২০২৪ সালে পালকিতে হচ্ছে। শাস্ত্রে আছে, ‘দোলায়াং মকরং ভবেৎ’, দোলায় আসা মকরতূল্য বা মহামারীর ইঙ্গিত। যার ফল শুভ নয়। এতে বিপুল দুর্ভোগ, দুর্যোগের সম্ভাবনা থাকে।
*দেবী দুর্গার গমন ২০২৪* - চলতি বছরে দেবী দুর্গার গমন হচ্ছে গজে। অর্থাৎ গজ বা হস্তিতে। গজ হল দেবীর সবচেয়ে উৎকৃষ্ট বাহন। দেবীর গমন হাতিতে হলে ফল- গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। ফলে শস্যপূর্ণ ধরিত্রী প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যার ফল শুভ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি)।

*দুর্গাপুজো ২০২৪ নির্ঘণ্ট* - চলতি বছরে দুর্গাপুুজোর মহালয়া পড়ছে ২ অক্টোবর। সেদিনটি বুধবার। এরপর ৮ অক্টোবর থেকে পুজো শুরু! মহাপঞ্চমী পড়ছএ ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার। ৯ অক্টোবর ২০২৪ পড়ছে মহাষষ্ঠী, দিনটি বুধবার। সপ্তমী পড়ছে ১০ অক্টোবর বৃহস্পতিবার। অষ্টমী তিথি ১১ অক্টোবর, শুক্রবার। ১২ অক্টোবর পড়েছে নবমী তিথি। দিনটি শনিবার। এরপর দশমী তিথি ১৩ অক্টোবর ২০২৪, রবিবার।


*ছবি সৌজন্যে: গুগল* ।
অভিমান ভুলে উপনির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শোভাযাত্রায়  হাজির বিজেপির জেলা সভাপতি

এসবি নিউজ ব্যুরো: আগামী ১০ ই জুলাই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ রাজ্যের ৪ টি বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।শুক্রবার রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে মহকুমা শাসকের কাছে নিজের মনোনয়পত্র জমা দিলেন।ইতিমাধ্যে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যানী  ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন রায়গঞ্জের দেবীনগর কালীবাড়িতে পুজো দিয়ে  শোভাযাত্রা করে বিধানসভা উপনির্বাচনের  বিজেপি প্রার্থী মানষ ঘোষ জেলা শাসক দপ্তরে মনোনয়ন দাখিল করেন। এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নব নির্বাচিত বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার,শঙ্কর চক্রবর্তী,নির্মল দাম,সুরজিৎ সেন, জেলা যুব মোর্চার সভাপতি সাধন ঘোষ  সহ বিজেপি জেলা নেতৃত্ব। এদিন কর্নজোড়ায় জেলা প্রশাসনের কার্যালয়ে মহকুমা শাসক কিংশুক মাইতির হাতে তার মননোয়ন পত্র প্রদান করেন। তবে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষের বাম ঘোষণা হতেই ঘন্টা খানিকের মধ্যে দেখা গিয়েছিল জেলা সভাপতি বাসুদেব নিজের পদ থেকে অব্যবহিত চান।যা নিয়ে রিতিমত শোড়গোল পরে যায় জেলা জুড়ে। তবে আজ দেখা গেলো জেলা সভাপতি বাসুদেব সরকার কে সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিলের শোভাযাত্রা অংশ নিতে। এখন দেখার বিষয় রায়গঞ্জ আসনটি বিজেপি ধরে রাখতে পারে কিনা।
আজকের রাশিফল ২২শে জুন (শনিবার)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Saturday, June 22, 2024)

আজ আপনার নিজের জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনার স্বাস্থ্য ভাল রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটার জন্য যেতে পারেন। আপনার ভবিষ্যতকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই; সেগুলি আজ সত্য হতে পারে। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন। আজ, আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন। হ্যাঁ, আপনার স্ত্রী এদের মধ্যে একজন। সময় কি করে পেরিয়ে যাই সেটা আজকে আপনি আপনার পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন।

প্রতিকার :- কোনো মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিবদের এবং শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে।

বৃষভ রাশিফল (Saturday, June 22, 2024)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। যাঁরা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে loanণের জন্য জিজ্ঞাসা করতে পারেন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। সামাজিক অন্তরায় পার করতে অক্ষম। কোনো কারণ বশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুড়তে চলে যাবেন। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন। আজ, কোনও দ্বন্দ্বের কারণে আপনি বগড বোধ করতে পারেন। আপনার পরিবারের সদস্যদের সাথে এটি সম্পর্কে কথা বলা উচিত এবং সমাধানের সন্ধান করা উচিত।

প্রতিকার :- হসপিটালে রোগীদের সাহায্য ও সেবা করলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

মিথুন রাশিফল (Saturday, June 22, 2024)

আপনার আবগেগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন, বিশেষ করে রাগ। আপনি যদি কোনও ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন, তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান। আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে। আপনার প্রি়য়জন একটু বিরক্তকর বলে মনে হবে- যা আপনার মনের উপর চাপ সৃষ্টি করবে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সন্মুখীন হতে পারেন, কিন্তু দিনের শেষে, আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে। না জানিয়ে আপনি আজকে আপনার মা-বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে।

প্রতিকার :- সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন। পরদিন সকালে কাছের গাছে দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

কর্কট রাশিফল (Saturday, June 22, 2024)

আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন। ফাটকায় লাভ আনবে। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বয়ে নিয়ে আসবে। আজ, আপনার প্রেমিক আপনার কোনও একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে। আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হোন- কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তিই আপনার ঐন্দ্রজালিক কমনীয়তার পিছনের রহস্যটি জানবেন। এটি একটি অনুকূল দিন, কর্মক্ষেত্রে এটিকে ভালভাবে ব্যবহার করুন। লোকেদের মাজখানে থেকে আপনি সবার সন্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে।

প্রতিকার :- গরুকে পালংশাক খাওয়ালে তা আপনার প্রেম জীবনের ওপর ভালো প্রভাব পরবে।

সিংহ রাশিফল (Saturday, June 22, 2024)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। এমন কোনও পদক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক ক্ষতি করতে পারে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরষ্কৃত করবে। কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। কোনো কারণ বশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুড়তে চলে যাবেন। আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যিই বিস্ময়কর কিছু হবে, এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে। আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলেছেন। এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা প্রয়োজন হিসাবে এটি সঠিক মনোভাব নয়।

প্রতিকার :- খুব বেশি অতিথির আগমন আপনার মেজাজকে নষ্ট করে দিতে পারে, এটিকে এড়িয়ে যেতে একটি সাদা গরুর যত্ন নিন।

কন্যা রাশিফল (Saturday, June 22, 2024)

আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের ওপর নিজের মত চাপাবেন না এতে আপনার নিজের স্বার্থহানি হবে এবং শুধু শুধু তাদের বিরক্ত করবেন না। ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে। আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন। আজ আপনি আপনার বিবাহিত জীবনের সেরা দিনের সম্মুখীন হবেন। কোনো বন্ধুর সাহায্য করে আজকে আপনি ভালো অনুভব করতে পারেন।

প্রতিকার :- কুকুরকে রুটি, পাউরুটি এবং অন্যান্য কুকুরের খাবার খাওয়ালে পরিবারের সুখ বৃদ্ধি পাবে।

তুলা রাশিফল (Saturday, June 22, 2024)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। আপনি কি কখনও আদা এবং গোলাপের সঙ্গে চকলেটের গন্ধ পেয়েছেন? আপনার ভালবাসার জীবন আজ এইরকম স্বাদ অনুভব করবে। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থাকে এগিয়ে রাখতে সাহায্য করবে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে। ছুটির দিনে আড়ম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভাল সিনেমা দেখার চেয়ে ভাল আর কী হতে পারে।

প্রতিকার :- প্রতিবন্ধীদের এবং বিভিন্ন ভাবে অক্ষম মানুষদের সেবা করলে এবং তাদের তিল জাতীয় মিষ্টি দিলে পরিবারের সুখ আসবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, June 22, 2024)

আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে- কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে। আজ, আপনার পিতা-মাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন। আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে, অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। আপনার ঘরের কোনো বিশেষে ব্যাক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকায় তার খারাপ লাগবে আর আপনার ও খারাপ লাগবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন। আজ, আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন।

প্রতিকার :- আর্থিক উন্নতির জন্য ওপরের প্রতি হিংসা ও ঈর্ষা ত্যাগ করুন।

ধনু রাশিফল (Saturday, June 22, 2024)

পিতা আপনাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন। কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না। মনে রাখবেন সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয়, বঞ্চনা এটিকে মজবুত করে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝতে অসুবিধা হবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে। আপনি যদি আপনার দিনটিকে আরও ভালভাবে সংগঠিত করেন তবে আপনি আপনার ফ্রি সময়টির সুযোগ নিতে পারেন এবং প্রচুর অর্জন করতে পারেন।

প্রতিকার :- সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে।

মকর রাশিফল (Saturday, June 22, 2024)

আপনার হতাশা আপনার স্বাস্থ্যের সর্বনাশ করতে পারে- আপনি অতীতের ঘটনা সম্পর্কে চিন্তা করতে পারেন- তাই নিজেকে যতটা সম্ভব শিথিল করার চেষ্টা করুন। আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সঙ্কট আপনাকে আজ বিরক্ত করতে পারে। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন। সময় কি করে পেরিয়ে যাই সেটা আজকে আপনি আপনার পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন।

প্রতিকার :- পূজা ঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করুন এবং প্রতিদিন তাঁর পূজা করুন স্বাস্থ্য ভালো থাকবে।

কুম্ভ রাশিফল (Saturday, June 22, 2024)

আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে। এরফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন। মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়াই আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে। আজ, আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন। তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভাল বোঝার সাথে শান্ত করবে। আজকে আপনি আপনার জীবনসাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন। দিনটি ভালো আজকে আপনার সঙ্গী আপনার কোনো কথায় মন খুলে হাসবেন।

প্রতিকার :- গরুকে গম ও গুড় খাওয়ান স্বাস্থ্য ভালো থাকবে।

মীন রাশিফল (Saturday, June 22, 2024)

আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না। চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে। আপনি যদি সম্পদ জমা করতে চান, তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন। কোন দূরসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে। আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন। যাত্রা পথে কোনো সুন্দর ব্যাক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে।

প্রতিকার :- মাংস, মদ, হিংসা, অন্যকে কষ্ট দেওয়া, নিন্দা এইসব ত্যাগ করলে আর্থিক স্থিতির জন্য শুভ হবে।

(Courtesy-AstroSage)
Adamas Howrah Warriors (AHW) defeated Servotech Siliguri Strikers (SSS) by 11 runs
*Sports News*

#Sports#Bengal Pro T20 cricket # West Bengal #CAB# Street Buzz News



*SB News Bureau:* Servotech Siliguri Strikers won the toss and chose to field first. Adamas Howrah Warriors scored 123 for the loss of 6 wickets in their 20 overs. Dhara Gujjar led the way with 57 runs off 52 balls, while Diya Nandi contributed 22 runs. Pampa Sarkar and Samayita Adhikari were the pick of the bowlers for SSS, taking 2 and 1 wickets respectively.

In response, Servotech Siliguri Strikers aimed to chase down the target of 124 runs. Priti Mondal top-scored with 43 runs off 40 balls, and Bristi Maji added 35 runs off 42 balls. However, they fell short, being all-out for 112 runs. Dhara Gujjar shone with the ball as well, taking 3 wickets, and Prativa Mondal took 2 wickets for AHW.

Dhara Gujjar was named the Player of the Match for her exceptional all-round performance.

*Dhara Gujjar wins the Player of the match award*

*Pic Courtesy by:  CAB*