দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং
প্রবীর রায়: কলকাতা বিমানবন্দরে অর্জুন সিং বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দল থেকে ডাক পেয়েছি তাই দিল্লি যাচ্ছি। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, "জোর করে ভোট করানো হয়েছে। অবজারভার গুলো বিক্রি হয়ে গিয়েছিল, অনেকগুলো বিষয় রয়েছে।" বর্ষীয়ান নেতাদের মন্তব্য নিয়ে বলেন, আমি এটা বিশ্বাস করিনা। দলের কর্মীরা যথেষ্ট কাজ করেছে। তারা যেটা বলছেন, সেটা পাবলিক যদি না বলাই উচিত। আমি কি করতে পেরেছি?। ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে সারা বাংলার মানুষ স্পষ্ট ভাবে দেখেছে। সেটা নিয়ে না বলে, দলের মধ্যে দলের কথা বলা উচিত। ফিরহাদ হাকিমের টেম্পোরারি শপথ মন্তব্য প্রসঙ্গে বলেন," ভালো আছেন উনি ওয়েট করুন। উনি থাকবেন কি থাকবেন না, মোদীজি থাকবেন। উনি কবে ভেতরে যাবেন সেটা নিয়ে চিন্তা করুন, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না।"

প্রবীর রায়: কলকাতা বিমানবন্দরে অর্জুন সিং বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দল থেকে ডাক পেয়েছি তাই দিল্লি যাচ্ছি। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, "জোর করে ভোট করানো হয়েছে। অবজারভার গুলো বিক্রি হয়ে গিয়েছিল, অনেকগুলো বিষয় রয়েছে।" বর্ষীয়ান নেতাদের মন্তব্য নিয়ে বলেন, আমি এটা বিশ্বাস করিনা। দলের কর্মীরা যথেষ্ট কাজ করেছে। তারা যেটা বলছেন, সেটা পাবলিক যদি না বলাই উচিত। আমি কি করতে পেরেছি?। ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে সারা বাংলার মানুষ স্পষ্ট ভাবে দেখেছে। সেটা নিয়ে না বলে, দলের মধ্যে দলের কথা বলা উচিত। ফিরহাদ হাকিমের টেম্পোরারি শপথ মন্তব্য প্রসঙ্গে বলেন," ভালো আছেন উনি ওয়েট করুন। উনি থাকবেন কি থাকবেন না, মোদীজি থাকবেন। উনি কবে ভেতরে যাবেন সেটা নিয়ে চিন্তা করুন, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না।"

খবর কলকাতা: আজকের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন কিনা সে প্রসঙ্গে বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি না। সাংসদদের রেজিস্ট্রেশন করতে আজ শেষ দিন তাই যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিল পার্লামেন্টারি অ্যাফেয়ার মন্ত্রী প্রহ্লাদ যোশী আসার জন্য। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যাবে না, সেখানে কি করে যাই।তার নেতৃত্বে এবার দল পার্লামেন্টে চলবে সে প্রসঙ্গে বলেন, আমি আজকে থেকে নেতৃত্ব দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দিচ্ছি। ছয় বারের সাংসদ আমি। পশ্চিমবঙ্গে আমার থেকে বেশিবারের সাংসদ আর কেউ নেই।
এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচন ২০২৪ এর ফলাফল ঘোষণার পর বকেয়া ট্যাক্স আদায়ে কড়া পদক্ষেপ নিল মালদহূ ইংরেজবাজার পৌরসভার। নতুন ট্যাক্স নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। প্রায় ৩০ কোটি টাকার ট্যাক্স বাকি পৌরসভার। কমার্শিয়াল ট্যাক্স, রেসিডেন্সিয়াল ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের বকেয়া তুলতে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ইংরেজবাজার পৌরসভা। ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছেপৌরসভার পক্ষ থেকে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, "বহুদিন ধরে প্রায় ৩০ কোটি টাকা ট্যাক্স বকেয়া রয়েছে। বকেয়া তুলতে পৌরসভার পক্ষ থেকে নোটিশ জারি করা হচ্ছে"।ইংরেজবাজার পৌরসভার বিরোধী কাউন্সিলর অম্লান ভাদুরি বলেন," পৌরসভার প্রচুর টাকার ট্যাক্স বকেয়া রয়েছে। পৌরসভার কর্মীসহ অন্যান্য খরচ ওই টাকা দিয়ে চলে। সঠিক সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। তবে ভোট ফলাফল ঘোষণার পর নোটিশ জারি না করলেই ভালো হতো। অন্যদিকে, মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, "সত্যিই প্রচুর টাকা বকেয়া রয়েছে পৌরসভার। কমার্শিয়াল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্স বকেয়া রয়েছে। ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে চিঠি করা হচ্ছে। তবে ব্যবসায়ীদের একটু সময় নিয়ে চিঠি দিলে ভালো হতো।"তার মতে এতে ব্যবসায়ীদের উপর হঠাৎ করে নতুন ট্যাক্স চাপোনোই সমস্যায় পড়বে ব্যবসায়ীরা।
এসবি নিউজ ব্যুরো: কোচবিহারে লোকসভা আসনে তৃণমূল জয় লাভ করতেই বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে শুরু করেছে গেরুয়া শিবিরের। শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ‘গড়’ বলে পরিচিত ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। এদিন ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বিজেপির ৫ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিজেপি ছেড়ে তৃনমূলে আসা প্রত্যেক সদস্য জানান,"আমরা ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের ৫ জন সদস্য আজ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলাম। কারণ এলাকার মানুষের উন্নয়ন যাতে আটকে না যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে সেই উন্নয়ন কাজে সামিল হতেই আমরা আজ তৃণমূল যোগ দিলাম মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে।এদিন যোগদানের পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন,‘যে কেউ দলে আসলে আমরা দলে নেবো না, যাদের স্বচ্ছ ভাব মূর্তি রয়েছে তাদেরকে বেঁছে বেঁছে দলে নেওয়া হবে। যারা বিজেপির চাপে তৃণমূল ছেড়ে চলে গেছে তাদের আমরা তৃনমূলে যোগদান করাবো। আমরা এখন পঞ্চায়েতদের নিচ্ছি।কোন বিজেপি নেতৃত্বকে নিচ্ছি না। আজ আমরা ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে ১২ জন সদস্য রয়েছে। তাদের মধ্যে ২ জন পঞ্চায়েত সদস্য তৃনমূলের,বাকি ১০ জন বিজেপির। তার মধ্যে বিজেপির ৫ জন সদস্য সদস্যাকে যোগদান করালাম। এখন আমাদের পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়াল ৭ জন। কার্যত ওই অঞ্চলে আমাদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে। এই অঞ্চলের অন্যান্য সবাইকে নিলেও কোনও ভাবেই প্রধান ও উপপ্রধানকে নেওয়া হবে না বলে জানান মন্ত্রী উদয়ন গুহ"।’বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন,"তৃণমূল জোর করে ভয় দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের যোগদান করাচ্ছে। তবে প্রধান ও উপপ্রধান যোগদান করেননি। আমরা গোটা বিষয়টি দেখছি।"
উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় পশ্চিমবঙ্গের সিআইডির হাতে গ্রেফতার হওয়া অন্যতম দ্বিতীয় অভিযুক্ত ৩৩ বছর বয়সের সিয়াম হোসেন কে আজ শনিবার উত্তর ২৪ পরগনার জেলা বারাসাত আদালতে হাজির করা হয়েছিল। সাংসদ আনার খুনের ঘটনায় তদন্তে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী অভিযান চালানোর জন্য আসামী সিয়ামকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আদালতে আবেদন করে সিআইডি। সিআইডি সূত্রে খবর সিয়াম হোসেনের বাড়ী বাংলাদেশের ভোলার বোরহানউদ্দিন পুলিশ থানার অধীন বালির ৮ নম্বর ওয়ার্ডে। খুনের ঘটনার পর সে নেপালের কাঠমান্ডুতে আত্মগোপন করে। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের সিআইডি ও নিউটাউন থানার পুলিশ স্পেশাল টাক্সফোর্সের নেতৃত্বে সিয়ামকে নেপাল থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। যদিও গতকাল শুক্রবার এই মামলার আর এক আসামী জিয়াদ হাওলাদারের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক শুভঙ্কর বিশ্বাস। আজ আদালতের সরকারি কাজকর্ম বন্ধ থাকলেও পুলিশ কোর্ট খোলা। এই স্পেশাল কোর্টে তোলা হয় আসামী সিয়ানকে। মামলা অগ্রগতি দ্রুততার সঙ্গে যেভাবে গুটিয়ে আনছেন সিআইডির তদন্তকারি আধিকারিকরা তাতে মার্কিন যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা এই খুনের মূল চক্রিকেও ধরে আনতে সিআইডির বেশি সময় লাগবে না বলে ওয়াকিমহলের ধারণা।তবে যেহেতু এই খুনের মামলায় স্থান, কাল পাত্র তিনটি ক্ষেত্রেই আন্তর্জাতিক বিষয় জড়িয়ে আছে, তাই অনেক জটিলতার মধ্যেই কাজ করতে হচ্ছে পশ্চিমবঙ্গের সিআইডির আধিকারিকদের। এদিন সিয়াম কে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় পশ্চিমবঙ্গের বারাসাতের জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক।
Jun 09 2024, 12:33
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
8.2k