দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং
প্রবীর রায়: কলকাতা বিমানবন্দরে অর্জুন সিং বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দল থেকে ডাক পেয়েছি তাই দিল্লি যাচ্ছি। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, "জোর করে ভোট করানো হয়েছে। অবজারভার গুলো বিক্রি হয়ে গিয়েছিল, অনেকগুলো বিষয় রয়েছে।" বর্ষীয়ান নেতাদের মন্তব্য নিয়ে বলেন, আমি এটা বিশ্বাস করিনা। দলের কর্মীরা যথেষ্ট  কাজ করেছে। তারা যেটা বলছেন, সেটা পাবলিক যদি না বলাই উচিত। আমি কি করতে পেরেছি?। ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে সারা বাংলার মানুষ স্পষ্ট ভাবে দেখেছে। সেটা নিয়ে না বলে, দলের মধ্যে দলের কথা বলা উচিত। ফিরহাদ হাকিমের টেম্পোরারি শপথ মন্তব্য প্রসঙ্গে বলেন," ভালো আছেন উনি ওয়েট করুন। উনি থাকবেন কি থাকবেন না, মোদীজি থাকবেন। উনি কবে ভেতরে যাবেন সেটা নিয়ে চিন্তা করুন, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না।"
ব্যক্তিগত সফরে দিল্লি গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

খবর কলকাতা: ব্যক্তিগত সফরে দিল্লি রওনা দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
বিমানবন্দর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ নরেন্দ্র মোদির শপথকে টেম্পোরারি শপথ বলে কটাক্ষ করেন।বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বলেন, "মানুষের সঙ্গে যোগাযোগ না থাকলে নির্বাচন জেতা যায় না।ভোট মানুষ দেয় না। মানুষ বিজেপিকে বাংলা সহ গোটা দেশে প্রত্যাখ্যান করেছে।বিজেপি যতই লাফাক নিট ফল শূন্য। এরপরে যত নির্বাচন আসবে দেখবেন বিজেপি শূন্য হয়ে যাচ্ছে। সরকার আরো ক্রাইসিসে পড়বে। মমতা ব্যানার্জি যেটা বলেছেন আল্টিমেটলি ইন্ডিয়া সরকার গড়বে"।
সরকারের টিকে থাকা প্রসঙ্গে বলেন, ওদের মেয়াদ খুব কম। একটু অ্যাডভান্টেজ আছে বলে লাফালাফি করছে। আল্টিমেটলি মানুষ প্রত্যাখ্যান করছে বিজেপিকে।
আজ শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, টেম্পোরারি শপথ।
দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়
খবর কলকাতা: আজকের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন কিনা সে প্রসঙ্গে বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছি না। সাংসদদের রেজিস্ট্রেশন করতে আজ শেষ দিন তাই যাচ্ছি। কালকে আমাকে ফোন করেছিল পার্লামেন্টারি অ্যাফেয়ার মন্ত্রী প্রহ্লাদ যোশী আসার জন্য। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যাবে না, সেখানে কি করে যাই।তার নেতৃত্বে এবার দল পার্লামেন্টে চলবে সে প্রসঙ্গে বলেন, আমি আজকে থেকে নেতৃত্ব দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দিচ্ছি। ছয় বারের সাংসদ আমি। পশ্চিমবঙ্গে আমার থেকে বেশিবারের সাংসদ আর কেউ নেই।
নতুন সরকার প্রসঙ্গে বলেন, নতুন সরকারের হাল ভবিষ্যৎ সবই অনিশ্চয়তার মধ্যে। এরা দেশকে কতদিন অটুট ভাবে সরকার উপহার দিতে পারবে সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমাদের নেত্রী। এই সরকারের থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই।
শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন  বিজেপি নেতা দিলীপ ঘোষ

খবর কলকাতা: আজ অষ্টাদশ লোকসভা গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌছলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দূর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন বিমানবন্দরে তিনি বলেন, "শপথ অনুষ্ঠানের যোগ দিতে আমন্ত্রণ পেয়েছি সেখানে যাচ্ছি। এছাড়াও দিল্লির বাস ভবনে বেশকিছু মালপত্র আছে সেগুলো খালি করতে হবে। সেই জন্যই যাওয়া।"

বিগত দিনে তার নানান মন্তব্য সে গুলো দিল্লি নেতৃত্বকে জানাবেন সে প্রসঙ্গে বলেন  যা বলার বলা বলে দিয়েছি।
বকেয়া ট্যাক্স আদায়ে কড়া পদক্ষেপ মালদহের ইংরেজবাজার পৌরসভার, নতুন ট্যাক্স নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী মহল
এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচন ২০২৪ এর ফলাফল ঘোষণার পর বকেয়া ট্যাক্স আদায়ে কড়া পদক্ষেপ নিল মালদহূ ইংরেজবাজার পৌরসভার। নতুন ট্যাক্স নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। প্রায় ৩০ কোটি টাকার ট্যাক্স বাকি পৌরসভার। কমার্শিয়াল ট্যাক্স, রেসিডেন্সিয়াল ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের বকেয়া তুলতে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ইংরেজবাজার পৌরসভা। ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছেপৌরসভার পক্ষ থেকে। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, "বহুদিন ধরে প্রায় ৩০ কোটি টাকা ট্যাক্স বকেয়া রয়েছে। বকেয়া তুলতে পৌরসভার পক্ষ থেকে নোটিশ জারি করা হচ্ছে"।ইংরেজবাজার পৌরসভার বিরোধী কাউন্সিলর অম্লান ভাদুরি বলেন," পৌরসভার প্রচুর টাকার ট্যাক্স বকেয়া রয়েছে। পৌরসভার কর্মীসহ অন্যান্য খরচ ওই টাকা দিয়ে চলে। সঠিক সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। তবে ভোট ফলাফল ঘোষণার পর নোটিশ জারি না করলেই ভালো হতো। অন্যদিকে, মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, "সত্যিই প্রচুর টাকা বকেয়া রয়েছে পৌরসভার। কমার্শিয়াল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্স বকেয়া রয়েছে। ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে চিঠি করা হচ্ছে। তবে ব্যবসায়ীদের একটু সময় নিয়ে চিঠি দিলে ভালো হতো।"তার মতে এতে ব্যবসায়ীদের উপর হঠাৎ করে নতুন ট্যাক্স চাপোনোই সমস্যায় পড়বে ব্যবসায়ীরা।
*Chief Minister of West Bengal in discussion with newly elected MP*
# Politics # AITC #West Bengal #Street Buzz News
*SB News Bureau:* After the huge success in the Lok Sabha elections, the Chief Minister Mamata Banerjee today meeting with the newly elected MPs at his residence in Kalighat, Kolkata to discuss the next steps in Parliament. The number of Trinamool newly elected MPs is 29 this time. Trinamool is already playing an important role in parliamentary politics as one of the partner parties of India Alliance. There is no doubt that their MPs will play a special role in the Parliament.

*Photo Courtesy: X*
নব নির্বাচিত সাংসদের সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী
# Politics # AITC # West Bengal # Street Buzz News


এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচনে বিপুল সফলতা পাওয়ার পর আজ মুখ্যমন্ত্রী কলকাতার কালীঘাটের নিজের বাড়িতে সংসদে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনায় বসেছিলেন নব নির্বাচিত সাংসদের সাথে। তৃণমূল নব নির্বাচিত সাংসদের সংখ্যা এবার ২৯। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল হিসেবে ইতিমধ্যেই সংসদীয় রাজনীতিতে এবার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তৃণমূল। সংসদের ভেতরে তাঁদের সাংসদরা বিশেষ ভূমিকা নেবে তাতে কোন সন্দেহই নেই।

*ছবি সৌজন্যে:X*
লোকসভা আসনে তৃণমূল জয় লাভ করতেই কোচবিহারে বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া
এসবি নিউজ ব্যুরো: কোচবিহারে লোকসভা আসনে তৃণমূল জয় লাভ করতেই বিজেপির দখলে থাকা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে শুরু করেছে গেরুয়া শিবিরের। শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ‘গড়’ বলে পরিচিত ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। এদিন ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বিজেপির ৫ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিজেপি ছেড়ে তৃনমূলে আসা প্রত্যেক সদস্য জানান,"আমরা ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের ৫ জন সদস্য আজ বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান করলাম। কারণ এলাকার মানুষের উন্নয়ন যাতে আটকে না যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে সেই উন্নয়ন কাজে সামিল হতেই আমরা আজ তৃণমূল যোগ দিলাম মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে।এদিন যোগদানের পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন,‘যে কেউ দলে আসলে আমরা দলে নেবো না, যাদের স্বচ্ছ ভাব মূর্তি রয়েছে তাদেরকে বেঁছে বেঁছে দলে নেওয়া হবে। যারা বিজেপির চাপে তৃণমূল ছেড়ে চলে গেছে তাদের আমরা তৃনমূলে যোগদান করাবো। আমরা এখন পঞ্চায়েতদের নিচ্ছি।কোন বিজেপি নেতৃত্বকে নিচ্ছি না। আজ আমরা ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে ১২ জন সদস্য রয়েছে। তাদের মধ্যে ২ জন পঞ্চায়েত সদস্য তৃনমূলের,বাকি ১০ জন বিজেপির। তার মধ্যে বিজেপির ৫ জন সদস্য সদস্যাকে যোগদান করালাম। এখন আমাদের পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়াল ৭ জন। কার্যত ওই অঞ্চলে আমাদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে। এই অঞ্চলের অন্যান্য সবাইকে নিলেও কোনও ভাবেই প্রধান ও উপপ্রধানকে নেওয়া হবে না বলে জানান মন্ত্রী উদয়ন গুহ"।’বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন,"তৃণমূল জোর করে ভয় দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের যোগদান করাচ্ছে। তবে প্রধান ও উপপ্রধান যোগদান করেননি। আমরা গোটা বিষয়টি দেখছি।"
বাংলাদেশের সাংসদ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত সিয়ামকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের
উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ  আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় পশ্চিমবঙ্গের সিআইডির হাতে গ্রেফতার হওয়া অন্যতম দ্বিতীয় অভিযুক্ত ৩৩ বছর বয়সের সিয়াম হোসেন কে আজ শনিবার উত্তর ২৪ পরগনার জেলা বারাসাত আদালতে হাজির করা হয়েছিল। সাংসদ আনার খুনের ঘটনায় তদন্তে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী অভিযান চালানোর জন্য আসামী সিয়ামকে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আদালতে আবেদন করে সিআইডি।  সিআইডি সূত্রে খবর সিয়াম হোসেনের বাড়ী বাংলাদেশের ভোলার বোরহানউদ্দিন পুলিশ থানার অধীন বালির ৮ নম্বর ওয়ার্ডে। খুনের ঘটনার পর সে নেপালের কাঠমান্ডুতে আত্মগোপন করে। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের সিআইডি ও নিউটাউন থানার পুলিশ স্পেশাল টাক্সফোর্সের নেতৃত্বে সিয়ামকে নেপাল থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। যদিও গতকাল শুক্রবার এই মামলার আর এক আসামী জিয়াদ হাওলাদারের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বারাসাতের মুখ্য দায়রা আদালতের বিচারক শুভঙ্কর বিশ্বাস। আজ আদালতের সরকারি কাজকর্ম বন্ধ থাকলেও পুলিশ কোর্ট খোলা। এই স্পেশাল কোর্টে তোলা হয় আসামী সিয়ানকে। মামলা অগ্রগতি দ্রুততার সঙ্গে যেভাবে গুটিয়ে আনছেন সিআইডির তদন্তকারি আধিকারিকরা তাতে মার্কিন যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা এই খুনের মূল চক্রিকেও ধরে আনতে সিআইডির বেশি সময় লাগবে না বলে ওয়াকিমহলের ধারণা।তবে যেহেতু এই খুনের মামলায় স্থান, কাল পাত্র তিনটি ক্ষেত্রেই আন্তর্জাতিক বিষয় জড়িয়ে আছে, তাই অনেক জটিলতার মধ্যেই কাজ করতে হচ্ছে পশ্চিমবঙ্গের সিআইডির আধিকারিকদের। এদিন সিয়াম কে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় পশ্চিমবঙ্গের বারাসাতের জেলা আদালতের মুখ্য দায়রা বিচারক।
Sports Minister offered farewell to Sunil Chhetri on behalf of the state government
*Sports News*

# Sports # Football # Sunil chhetri # India # West Bengal # Street Buzz News



*Khabar Kolkata News Bureau :* On behalf of Chief Minister Mamata Banerjee, Sports Minister Arup Biswas paid farewell to Indian football legend Sunil Chhetri at the Vivekananda Yuva Bharati Stadium in Kolkata.On behalf of the state government, Sunil Chhetri was presented with a gold necklace, suit, saree, 19 roses and made of 19 gold coins from PC Chandra Jewellers, designed by Chief Minister Mamata Banerjee. Chief Minister also congratulated Sunil Chhetri on social media. Chief Minister Mamata Banerjee offered Sunil to join Bengal Football. Sports Minister Arup Biswas told Sunil after the match. In this regard, Sunil said, "She is very good person. Wished me all the best for my career. Let's see what happens in the future. It is not yet time to say anything publicly about it.”