WestBengalBangla

Jun 05 2024, 12:46

বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা
এসবি নিউজ ব্যুরো: আজ ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে সারা দেশে । বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।এই পোস্টের মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

WestBengalBangla

Jun 04 2024, 18:59

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এসবি নিউজ ব্যুরো: ১৮ তম লোকসভা নির্বাচনের গণনা প্রায় শেষ দিকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের তৃণমূল তাদের প্রাধান্য বজায় রেখেছে। রাজ্যে ভরাডুবি হয়েছে বিজেপির।২০১৯ এর নির্বাচনে জয়ী আসনের চেয়েও কম আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এটা গণতন্ত্রের জয়।এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

WestBengalBangla

Jun 04 2024, 16:01

বাংলার মানুষ সবুজ আবীর খেলায় মাতলো
এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির।এই মুহূর্তে তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে কাছে আবীর খেলায় মাতলেন।

বি:সঞ্জয় হাজরা।

WestBengalBangla

Jun 04 2024, 15:47

বাংলায় লোকসভা ভোটের প্রথম ফল প্রকাশ, জিতলেন মহুয়া মৈত্র
এসবি নিউজ ব্যুরো: ফের সংসদে ফিরছেন মহুয়া মৈত্র। বাংলায়  লোকসভা ভোটের প্রথম ফল প্রকাশ হল। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জয়ী হলেন মহুয়া মৈত্র। আবারও সাংসদ হলেন তিনি। তাঁর কাছে পরাজিত হলেন বিজেপির কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়। তবে কত ভোটে মহুয়ার এই জয়, সেই রিপোর্ট এখনও হাতে আসেনি। ভোটের মুখে নানাভাবে জটিলতার মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। প্রথমে তাঁকে সংসদ থেকে বহিষ্কার করা হয়। সাংঘাতিক অভিযোগ তুলে তাঁকে বহিষ্কৃত করার সিদ্ধান্ত নেয় লোকসভার এথিক্স কমিটি।

ছবি সৌজন্যে: ফেসবুক।

WestBengalBangla

Jun 03 2024, 17:25

নৈহাটির স্বর্ণ ব্যবসায়ী সংগঠন থেকে  দুষ্কৃতীদের গ্রেপ্তারের করার আর্জি জানিয়ে নৈহাটি থানায় ডেপুটেশন

এসবি নিউজ ব্যুরো: গতকাল নৈহাটির ১ নম্বর বিজয়নগর এলাকায় ভর দুপুরে প্রকাশ্য দিবালোকে রাস্তায় স্বর্ণ ব্যবসায়ীকে রিভালবারের বাট দিয়ে মারধর করে। সঙ্গে স্বর্ণালংকার সহ কিছু দরকারি কাগজপত্র নিয়ে চম্পট দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় যথেষ্ট এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।আজ স্বর্ণ ব্যবসায়ী সংগঠন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আর্জি জানিয়ে নৈহাটি থানায় ডেপুটেশন দেয়। ডেপুটেশন দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতিরকার্যকরী সভাপতি উজ্জল কর্মকার জানান ,"প্রশাসনকে ৭২ ঘণ্টার মধ্যে এই ঘটনা কিনারা করার আবেদন জানানো হয়েছে"। তার পাশাপাশি তিনি আরোও জানান আগামী শুক্রবার আবার পুনরায় নৈহাটি থানায় আসবেন, যদি এই ঘটনার কিনারা না হয় ।

ছবি:প্রবীর রায়।

WestBengalBangla

Jun 03 2024, 16:56

জাপানের “মিয়াজাকি” আমের ফলন বর্ধমানে

এসবি নিউজ ব্যুরো: আম পছন্দ করে-না, এমন বাঙালী নেই বললেই চলে। বাংলায় বিভিন্ন ধরনের আমের চাষ হয়।কিন্তু বহু মূল্যের জাপানের “মিয়াজাকি” আম চাষ এখানে করা হয় না। আন্তর্জাতিক বাজারে এই আমের দাম প্রতি কেজির দাম ২ লক্ষ ৬৫ হাজার টাকা। সম্প্রতি বাংলাদেশে এই আমের চাষ শুরু হয়েছে। বাংলার বর্ধমান জেলায় এক গৃহস্থের বাড়িতে ফলন হয়েছে  মিয়াঁজাকি আমের। বর্ধমানের পূর্বস্থলীতে দেখা মিলল এই জাপানি আমের। তবে একটা- দুটো নয়।
৬ টা গাছে ফলেছে প্রায়  ৫০০টি মিয়াঁজাকি আম। যদিও গাছের মালিক দীপঙ্কর দত্তর দাবি, "বাংলাদেশ থেকে তিনি এই আমের চারা সংগ্রহ করে এনেছিলেন। ছাড়িগঙ্গার পাড়ে ফলছে এই আম। তবে তিনি বলেন,আমরা নিজেরাও জানিনা, এই জাপানি আমের প্রকৃত দাম কত।বিক্রীর বাজার-ই বা কোথায় আছে তাও জানি না।ফলে, এই  বাগানে  কোন অতিথি এলেই  ২ - ১টা মিয়াঁজাকি আম সঙ্গে করে নিয়ে যান।ইতিমধ্যে এই গাছের কলম চারা করে বিক্রি করা শুরু হয়েছে।

WestBengalBangla

Jun 03 2024, 16:16

শিলিগুড়ি মহকুমার বিধাননগর থেকে উদ্ধার একটি ময়ূর
এসবি নিউজ ব্যুরো: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থেকে উদ্ধার করা হল একটি ময়ূরকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়লো গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন এক ব্যক্তি তার বাড়ির ছাদে একটি ময়ূর দেখতে পান। এর পরেই ওই ব্যক্তি ময়ূরটি উদ্ধার করে এবং তড়িঘড়ি খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর পাশাপাশি ,বিধাননগর থানার পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেছুটে যায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা।এরপর বন কর্মীরা গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে বনবিভাগে নিয়ে যায়। ঘোষপুকুর রেঞ্জ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ময়ূর টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে তার আগে শারীরিক পরীক্ষা করা হবে। তবে কোথা থেকে ময়ূরটি লোকালয়ে এলো তা খতিয়ে দেখছে পুলিশ ও বনদপ্তর।

WestBengalBangla

Jun 03 2024, 14:08

নাকা চেকিংয়ের নাম করে কাউন্টিং এজেন্টদের হয়রানির চেষ্টার অভিযোগ অর্জুন সিংয়ের

প্রবীর রায়: মঙ্গলবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গণনা হবে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে। বিজেপির অভিযোগ, নাকা চেকিংয়ের নাম করে পুলিশ তাঁদের দলীয় কাউন্টিং এজেন্টদের আটকানোর ফন্দি এঁটেছে, যাতে তারা গণনা কেন্দ্রে পৌঁছতে না পারে। আজ নিজের এক্স হ্যান্ডেল থেকে টুইট করে পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি প্রশাসনের ফন্দির বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছেন। এদিন তিনি আরেকটি বিষয়ে টুইট করেন। টুইটে তিনি লেখেন, টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন গণনার দিন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মাজারের সামনে ক্যাম্প জমায়েত করতে। তা নিয়েও তিনি নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে বলেন। বীজপুর কেন্দ্রের দুই কাউন্টিং এজেন্ট শান্তনু গাঙ্গুলি ও প্রেম কুমার বাঁশফোরকে রবিবার আটক করেছিল গয়েশপুর আউট পোস্টের পুলিশ। সেই বিষয়েও তিনি টুইট করেন। যদিও সোমবার সকালে পুলিশ ওই দুই কাউন্টিং এজেন্টকে মুক্তি দিয়েছে। সোমবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, গত পাঁচ বছর ধরে শাসকদলের তান্ডবে বাড়ি ছাড়া শান্তনু গাঙ্গুলি ও প্রেম কুমার বাঁশফোর। নদিয়ার কল্যাণীতে তাঁরা বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। কিন্তু দুজনের এবার বুথ এজেন্ট হয়েছিলেন।এমনকি তারা কাউন্টিং এজেন্ট হয়েছেন। গণনা কেন্দ্রে ওরা যাতে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রেখে গয়েশপুর আউট পোস্টের পুলিশ ওদেরকে আটক করেছিল। যদিও পরে ব্যক্তিগত বন্ডে ওদের মুক্তি দেওয়া হয়েছে।

WestBengalBangla

Jun 03 2024, 14:07

পর্যটন কেন্দ্র মূর্তিতে সোলার সিস্টেমের স্ট্রীট ল্যাম্প লাগানো হল

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ি পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হল ডুয়ার্সের মেটেলি ব্লকের মূর্তি পর্যটন কেন্দ্র। গরুমারা জঙ্গল লাগোয়া এই পর্যটন কেন্দ্রে প্রতিবছর প্রচুর পর্যটক আসেন। তবে সন্ধ্যার পর এই পর্যটন কেন্দ্র একপ্রকার অন্ধকারে ডুবে থাকতো, কেননা এতদিন মূর্তিতে স্ট্রীট ল্যাম্প ছিল না। অবশেষে এই পর্যটন কেন্দ্রে সোলার সিস্টেমের স্ট্রীট ল্যাম্প লাগানো হল।আর এতেই খুশি মূর্তির ব্যবসায়ীরা।সোলার সিস্টেমের স্ট্রীট ল্যাম্প হওয়ায় খুশি পরিবেশ প্রেমীরাও। গরুমারা জঙ্গল লাগোয়া হওয়ায় এই পর্যটন কেন্দ্রে জঙ্গল থেকে মাঝেমধ্যেই হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীরা চলে আসে।দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দারা এই এলাকায় আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন।অবশেষে মাটিয়ালি বাতাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের তরফে 'আই লাভ মূর্তি ' ফলকের সামনে লাগানো হয়েছে ওই স্ট্রীট ল্যাম্প । এবিষয়ে চালসার পরিবেশ প্রেমী সুমন চৌধুরী বলেন," সোলার সিস্টেমের স্ট্রীট ল্যাম্প লাগানোর ফলে এলাকায় হাতি বা অন্যান্য বন্যপ্রাণী আসলেও বিদ্যুৎপৃষ্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। সোলার সিস্টেমের স্ট্রীট ল্যাম্প হওয়ায় বন্যপ্রাণীদের কোনো ক্ষতিও হবে না। সেইসাথে  জঙ্গল লাগোয়া এলাকায় মানুষ বন্যপ্রাণী সংঘাত কমাতে সাইলেন্সার লাগোনোর দাবি জানান তিনি। এমনকি বন্যপ্রাণী প্রবণ এলাকায় পর্যাপ্ত পটকা ও সার্চ লাইট দেওয়ার দরকার বলেও মনে করেন তিনি। এবিষয়ে মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান বলেন," মানুষের নিরাপত্তার জন্য এই স্ট্রীট ল্যাম্প লাগানো হয়েছে। তাছাড়া এই স্ট্রীট ল্যাম্প লাগানোর ফলে জঙ্গল থেকে হাতি বা অন্যান্য বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসলে তাদের দেখা যাবে।"

WestBengalBangla

Jun 02 2024, 19:12

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান দিবস পালিত হচ্ছে জেলা জুড়ে
এসবি নিউজ ব্যুরো: আজ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪ তম তিরোধান দিবস।এই উপলক্ষ্যে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিভিন্ন জায়গায় পুজোর আয়োজন করা হয়েছে। রাজ্যে সব জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালিত হচ্ছে।

এদিন সকাল থেকেই জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের আকারীগছ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটি ও আকারিগছ লোকনাথ মিশনে পুজো শুরু হয়েছে।পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা।

এই বিষয়ে জলপাইগুড়ি জেলার আকারীগছ বানাভাষা আদি লোকনাথ মন্দির কমিটি সম্পাদক ভবতোষ দত্ত বলেন, "বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষ্যে এক সপ্তাহ থেকে নানা অনুষ্ঠান হচ্ছে।আজ মূল উৎসব। আমাদের পুজো এবছর ৪১ তম বর্ষে পদার্পণ করেছে।সকাল থেকে স্থানীয়রা ও দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন পুজো দিতে।সারাদিন ব্যাপি পুজো ও বাউল গান রয়েছে।এছাড়া এদিন দুঃস্থ ৫০ জনকে বস্ত্র বিতরণ করা হয়েছে।পাশাপাশি প্রসাদ বিতরণের ব্যবস্থাও রয়েছে।

অন্যদিকে,আকারিগছ লোকনাথ মিশনের পুজো এবছর ২২ বছরে পদার্পণ করেছে। সকাল থেকেই লোকনাথ বাবার পুজো চলছে।লোকনাথ মিশনের পুজোতে প্রচুর ভক্তের সমাগম হয়েছে।ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।