জাপানের “মিয়াজাকি” আমের ফলন বর্ধমানে
এসবি নিউজ ব্যুরো: আম পছন্দ করে-না, এমন বাঙালী নেই বললেই চলে। বাংলায় বিভিন্ন ধরনের আমের চাষ হয়।কিন্তু বহু মূল্যের জাপানের “মিয়াজাকি” আম চাষ এখানে করা হয় না। আন্তর্জাতিক বাজারে এই আমের দাম প্রতি কেজির দাম ২ লক্ষ ৬৫ হাজার টাকা। সম্প্রতি বাংলাদেশে এই আমের চাষ শুরু হয়েছে। বাংলার বর্ধমান জেলায় এক গৃহস্থের বাড়িতে ফলন হয়েছে মিয়াঁজাকি আমের। বর্ধমানের পূর্বস্থলীতে দেখা মিলল এই জাপানি আমের। তবে একটা- দুটো নয়।
৬ টা গাছে ফলেছে প্রায় ৫০০টি মিয়াঁজাকি আম। যদিও গাছের মালিক দীপঙ্কর দত্তর দাবি, "বাংলাদেশ থেকে তিনি এই আমের চারা সংগ্রহ করে এনেছিলেন। ছাড়িগঙ্গার পাড়ে ফলছে এই আম। তবে তিনি বলেন,আমরা নিজেরাও জানিনা, এই জাপানি আমের প্রকৃত দাম কত।বিক্রীর বাজার-ই বা কোথায় আছে তাও জানি না।ফলে, এই বাগানে কোন অতিথি এলেই ২ - ১টা মিয়াঁজাকি আম সঙ্গে করে নিয়ে যান।ইতিমধ্যে এই গাছের কলম চারা করে বিক্রি করা শুরু হয়েছে।
Jun 05 2024, 12:46