হাবরার মডেল ভোট কেন্দ্র দেখতে ভীড়,কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে নজরদারিতে
খবর কলকাতা: এক ঝলকে দেখলে মনে হবে এ যেন কোন উৎসবের অনুষ্ঠান গৃহ। আগামীকাল শেষ দফার লোকসভা ভোট। বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত হাবরা বিধানসভায় মডেল ভোট কেন্দ্র দেখতে আজ বিকেল থেকেই লোক ঢুকছেন দেখার জন্য। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে নজরদারি করতে। পুজোর প্রতিমা ও প্যান্ডেল দেখতে যেমন ভিড় হয় মন্ডপে মন্ডপে তেমনি বারাসাত লোকসভা কেন্দ্রের ১০০ বিধানসভার অন্তর্গত হাবরা হিজুল পুকুর উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয় বুথে লোক জড়ো হয়েছেন। ভোট দেওয়া শুধুমাত্র নাগরিকের মৌলিক অধিকার নয়, ভোটগ্রহণ প্রক্রিয়াকে উৎসবের রূপ দিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল প্রতিটি ব্লকে একটি করে মডেল পোলিং স্টেশন তৈরি করবে। সেই লক্ষ্যে হাবরা এক নম্বর ব্লকের ২১১ থেকে শুরু করে ২১৪ নং বুথ সবমিলিয়েতত ৪ টি বুথ নিয়ে বিজল পুকুর উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয় মডেল পোলিং স্টেশন করা হয়েছে। এই পোলিং পুরনো রং ফ্রিজের গ্রাম তেলের টিম দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গেট। থাকছে ইনডোর প্লান্ট, আলোর ঝলকানি, সেলফি জোন, নির্বাচনের কমিশনের বিভিন্ন ব্যানার থাকছি বাচ্চাদের খেলার স্লিম নাগরদোলা ছোট বাচ্চাদের নিয়ে ভোট দিতে এসে বেস্ট মিল্ক খাওয়ানোর আলাদা ব্যবস্থা অনেকেই এর সাক্ষী থাকতে মোবাইলে সেলফি তুলছেন। একেবারে নতুন অভিজ্ঞতায় আনন্দিত ভোটকর্মীরা থেকে পোলিং এজেন্ট এবং ভোটারেরা। সকলেই ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনকে। *ছবি: উৎপল রায়*
Jun 01 2024, 08:24