WestBengalBangla

May 28 2024, 16:57

ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদহের ৩ যুবক

এসবি নিউজ ব্যুরো: ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মালদহের ৩ যুবক। দুশ্চিন্তায় পরিবার। উত্তর প্রদেশের কানপুর, দিল্লি এবং বিহারের পাটনায় কাজে গিয়ে সন্ধান নেই মালদহের ৩ যুবকের। জানা যায় মালদহের ইংলিশ বাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায় পাড়া এলাকার বাসিন্দা শিবাই রায়। বাবা মারা যাওয়ার পর পরিবারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। সেই তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দেয় ওই যুবক। গত ১৫ দিন আগে বিহারের পাটনায় কাজে গিয়েছিল সে। পরিবারের দাবি সেখানে কাজ করার সময় তার মোবাইল ফোন হারিয়ে যায়।  এরপর ১০০ টাকা ধার করে গত শনিবার সকালে বাড়ি ফিরে আসার কথা জানায় সে। যেখানে একদিনে বাড়ি পৌঁছে যাওয়ার কথা সেখানে চার চার দিন কেটে গেলেও এখনো খোঁজ নেই শিবাই রায়ের।  এই নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। এই মর্মে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ করতে গেলে জানানো হয় যেখান থেকে নিখোঁজ হয়েছে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করতে হবে।  এমতাবস্থায় হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে পরিবার। নিখোঁজ হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অধিবিন্দ দাস।

অন্যদিকে, একি রকম ভাবে মালদহের মানিকচক ব্লকের ধরমপুর এলাকার বাসিন্দা ইন্দ্রনীল ঝাঁ উত্তর প্রদেশের কানপুরে কাজে যায়। ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করত সে। ১৯ এপ্রিল ১০ দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার কথা তার।  কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই যুবক। সেই সময় মায়ের সাথে শেষ কথা হয়েছিল তারপর থেকে নিখোঁজ ওই যুবক। পরিবারের সদস্যকে ফিরে পেতে সেখানকার পুলিশের সাথে যোগাযোগ করা হলে সেই রকম ভাবে সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। ঘটনার একমাস কেটে গেলেও পরিবারের নিখোঁজ হওয়া সদস্যের কোন খোঁজ পাওয়া যায়নি এখনো। দুশ্চিন্তায় পরিবার।

ঠিক একি রকম ভাবে, মালদহের রতুয়ার পুখুরিয়া এলাকার বাসিন্দা শেখ আইবুল বিগত একমাস আগে দিল্লি পাড়ি দিয়েছিল কাজে। তার বাকি সঙ্গীরা বাড়ি ফিরে আসলেও কোন খোঁজ মেলেনি শেখ আইবুলের। 

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি। আর তার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। এই রাজ্যে কাজ দিতে ব্যর্থ সরকার। ১০০ দিনের কাজের টাকা নয় ছয় করেছে তৃণমূল। আর তার কারণে কাজের জন্য ভিন রাজ্যে যাচ্ছে যুবকরা এটা স্বাভাবিক , অভিযোগ বিজেপির।

WestBengalBangla

May 28 2024, 11:49

রাশিয়া আমেরিকান সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ সরকারের
#russia_passes_decree_to_allow_seizure_of_us_assets


এ এন আই: রাশিয়ায়স্থিত আমেরিকান সম্পদ বাজেয়াপ্ত করা হবে, নির্দেশ ওখান কার সরকারের।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 23 মে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সংস্থাগুলির সম্পদ জব্দ করার অনুমোদন দিয়ে একটি নির্দেশ স্বাক্ষর করেছেন। এই জব্দকৃত সম্পদ থেকে রাশিয়া মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীনক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে।
উল্লেখ্য ,2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পরে, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলি $ 300 বিলিয়ন ডলারের বেশি মূল্যের রাশিয়ান সম্পদ জব্দ করেছে। পুতিনের স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে যে একটি রাশিয়ান সত্তা একটি রাশিয়ান আদালতকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার সম্পদ অন্যায়ভাবে জব্দ করা হয়েছে কিনা তা নির্ধারণ করতে এবং ক্ষতিপূরণ চাইতে পারে। অর্ডারএটি রিয়েল এস্টেট, অস্থাবর সম্পত্তি ইত্যাদির মতো সম্পদ অন্তর্ভুক্ত করে। রাশিয়ান সরকারের একটি বিশেষ কমিশন আমেরিকান সম্পদ চিহ্নিত করবে যা ক্ষতিপূরণের জন্য ব্যবহার করা হবে। কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে কীভাবে রাশিয়ান হোল্ডাররা মার্কিন যুক্তরাষ্ট্রে জমাকৃত সম্পদের ক্ষতিপূরণ হিসাবে রাশিয়ায় অবস্থিত মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করতে চাইতে পারে। এরপর আদালত আমেরিকার সম্পদ বাজেয়াপ্ত করেক্ষতিপূরণ হিসাবে স্থানান্তর আদেশ করবে. রাশিয়ান সরকারকে সেপ্টেম্বরের শেষ নাগাদ মার্কিন সম্পদ জব্দ করার অনুমতি দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে, রাশিয়া অনেক বিদেশী বিনিয়োগকারীদের সম্পদ বিশেষ অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। ক্রেমলিনের অনুমোদন ছাড়া এই সম্পদগুলো রাশিয়ার বাইরে পাঠানো যাবে না। কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছেমার্কিন যুক্তরাষ্ট্রে জমাকৃত সম্পদের ক্ষতিপূরণ হিসাবে রাশিয়ান হোল্ডাররা কীভাবে মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করার চেষ্টা করতে পারে তা নির্ধারণ করুন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জেরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া। এই ক্ষতি পুষিয়ে নিতে আমেরিকার সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দেওয়া হয়েছে। ইউক্রেনে হামলার পর থেকে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো পাঠিয়েছে ২৪ লাখ300 বিলিয়ন টাকার বেশি মূল্যের রাশিয়ান সম্পদ জব্দ করা হয়েছে। একই সময়ে, মার্কিন পার্লামেন্ট গত মাসে একটি বিল পাস করেছে, যেখানে রাষ্ট্রপতি জো বাইডেনকে ইউক্রেনকে সাহায্য করার জন্য আমেরিকায় রাশিয়ার সম্পদ ব্যবহারের অধিকার দেওয়া হয়েছিল। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর 2 বছরেরও বেশি সময় কেটে গেছে। তারা গেল. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন দখলের পরিকল্পনা করছেনএ জন্য তার ওপর হামলা হয়। তখন পুতিন একে সামরিক অভিযান বলে অভিহিত করেছিলেন। এই হামলার কারণে এখন পর্যন্ত ৪ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় নাগরিককে দেশ ছাড়তে হয়েছে। এসব মানুষ এখন অন্য দেশে শরণার্থীর মতো জীবনযাপন করছে। খোদ দেশেই ৬৫ লাখের বেশি ইউক্রেনীয় গৃহহীন হয়ে পড়েছে। ইউক্রেনের 10 হাজার বেসামরিক নাগরিক মারা গেছে, এবং 18,500 মানুষ আহত হয়েছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার ৩.৯২ লাখ সেনা হারিয়েছে। এদিকে আমেরিকারাশিয়া ৫০০ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখানে, রাশিয়া অনেক ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

WestBengalBangla

May 28 2024, 11:48

লোকসভা নির্বাচনের ফলাফলের আগে বৈঠকে ইন্ডিয়া জোট
এ এন আই: 2024 সালের লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই ভোটের ৬ দফা শেষ হয়েছে। শেষ অর্থাৎ সপ্তম পর্বের ভোট 1 জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনী লড়াইয়ের ফল প্রকাশ ৪ জুন। তার আগেই, 1 জুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ইন্ডিয়া জোটের সমস্ত প্রধানদের এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন।নির্বাচন শেষ হওয়ার পর প্রধানরা এ বিষয়ে আলোচনা করবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা তা পর্যালোচনা করবেন। তেজস্বী যাদব এবং এমকে স্টালিনের মতো নেতাদের অন্তর্ভুক্ত করা হবে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ৪ দিন আগে দিল্লিতে অনুষ্ঠিতব্য বৈঠকে ভারত-ব্লক তার সমস্ত জোট অংশীদারদের আমন্ত্রণ জানিয়েছে। নির্বাচন ও ফলাফলের পরের পরিস্থিতি পর্যালোচনা করতে এই বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।এ ছাড়া জোটের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য ভারতকে ডাকা হয়েছে।বৈঠকে নির্বাচনী ফলাফলের পাশাপাশি ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হবে। এমন পরিস্থিতিতে ফলাফলের আগেই ভারত জোটের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে নির্বাচন পরবর্তী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা এবং পরবর্তী প্রস্তুতির কৌশল নির্ধারণ করা হবে। পশ্চিমবঙ্গের মমতাবন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এই বৈঠকে সিএম ব্যানার্জির অংশগ্রহণ নিয়েও আলোচনা হচ্ছে কারণ তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেস ছাড়াই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং বলছেন যে তিনি বাইরে থেকে বিরোধী জোটকে সমর্থন করবেন। বিশেষ বিষয় হল আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের আত্মসমর্পণের ঠিক একদিন আগে এই বৈঠক ডাকা হয়েছে। আসলে,দিল্লি আবগারি নীতির কথিত কেলেঙ্কারি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় সুপ্রিম কোর্ট 1 জুন পর্যন্ত কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। ২ জুন তাকে আবার তিহার জেলে যেতে হবে।

WestBengalBangla

May 28 2024, 11:47

হলিউড অভিনেতা জনি ভেক্টরকে গুলি করে হত্যা করা হল,শোকের ছায়া, হলিউডে
এ এন আই: বিশ্বের চলচ্চিত্র জগতে শোকের ছায়া।হলিউডের বিখ্যাত অভিনেতাকে গুলি করে হত্যা করা হল। বিখ্যাত হলিউড অভিনেতা জনি ভেক্টরকে গুলি করে হত্যা করা হয়েছে। জনি ভেক্টর জেনারেল হাসপাতালে ব্র্যান্ডো করবিনের ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত। শনিবার সকালে লস অ্যাঞ্জেলেসে জনিকে গুলি করে হত্যা করা হয়। টিএমজেডের মতে, এই ঘটনায় ভেক্টরের মা ও পুলিশকে উদ্ধৃত করা হয়েছে। বিখ্যাত অভিনেতা জনি ভেক্টরকে চুরির চেষ্টায় খুন করা হয়েছে বলে অভিযোগ। তার হত্যার বিষয়ে জনির মায়ের বক্তব্যও সামনে এসেছে। অভিনেতার মা স্কারলেট টিএমজেডকে জানিয়েছেন যে শনিবার ভোর ৩টায় কয়েকজন চোর আক্রমণ করে জনিকে। তারা ডাকাতির চেষ্টা করার সময় আক্রমণ করে এবং হাতাহাতির মধ্যে জনিকে গুলি করে হত্যা করে। সূত্রএতে বলা হচ্ছে, জনি ট্রাক্টর তার গাড়িতে করে যাচ্ছিল এবং হঠাৎ তিনজন চোর জনি ট্রাক্টরের গাড়ি থেকে ক্যাটালিটিক কনভার্টার চুরির চেষ্টা শুরু করে। অভিনেতা তাদের থামানোর চেষ্টা করতেই এই দুর্ঘটনা ঘটে। মা বলেন, জনি চোরদের থামানোর চেষ্টা করলে তিনি পালানোর চেষ্টা করেন এবং সেই সময় চোরেরা অভিনেতাকে গুলি করে। শুধু তাই নয় অভিনেতার মাদাবি করেন যে অভিনেতা চোরদের সাথে লড়াই করার চেষ্টা চালিয়ে যান এবং সংঘর্ষে তাকে গুলি করে হত্যা করা হয়। এরপর দ্রুত জনিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দল জনিকে মৃত ঘোষণা করেন। অভিনেতার মৃত্যুতে ভক্তরাও শোকাহত এবং সবাই শোকাহত। তার চলে যাওয়ায় শুধু জনির পরিবার নয়, ইন্ডাস্ট্রিরও বড় ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে এবং জনিকে শ্রদ্ধা জানাচ্ছেন।শুধু এ নিয়ে আলোচনা হচ্ছে। উল্লেখ্য, ঘটনার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। জনির বয়স মাত্র 37 বছর এবং তিনি ছাড়াও তার দুই ছোট ভাই ও বোন রয়েছে।

WestBengalBangla

May 28 2024, 11:46

চারধাম যাত্রা ২০২৪ এ প্রশাসনের বিশেষ সর্তক বার্তা, বেশি করে  গরম কাপড় বহন করুন
এ এন আই: চারধাম যাত্রা ২০২৪ এ প্রশাসনের বিশেষ সর্তক বার্তা, বেশি করে  গরম কাপড় বহন করুন।   যাত্রা শেষে যাত্রীদের 60 শতাংশ অসুস্থ হয়ে পড়ছেন।আপনি যদি যাত্রায় যান তবে অবশ্যই গরম কাপড় বহন করুন। ৩০০০ মিটারের বেশি উচ্চতায় অবস্থিত চারধামে প্রতি মুহূর্তে পরিবর্তনশীল তাপমাত্রার সঙ্গে খাপ খাওয়ানো কোন চ্যালেঞ্জের চেয়ে কম নয়। আবহাওয়া অনুযায়ী ভ্রমণকারীদের ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে হবে। তীর্থযাত্রীদের তাদের সাথে পর্যাপ্ত গরম কাপড় বহন করতে হবে। কারণ পাহাড়ে তাপমাত্রা সমতলের তুলনায় অনেক কম।স্বাস্থ্য দফতরের তদন্ত রিপোর্টে জানা গিয়েছে, চারধাম থেকে ফিরে আসা পুণ্যার্থীদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। অসুস্থতার বেশিরভাগ ক্ষেত্রেই ঠান্ডা লাগার খবর পাওয়া গেছে। ৬০ শতাংশ যাত্রীর মধ্যে কাশি, সর্দি ও জ্বরের উপসর্গ পাওয়া গেছে। মনে করা হচ্ছে, সমতল রাজ্য থেকে আসা তীর্থযাত্রীরা ঠান্ডার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছেন না। এমন পরিস্থিতিতে একটু চেষ্টা করলেই ভ্রমণকে আরামদায়ক করে তুলতে পারেন। স্বাস্থ্যঠাণ্ডা এড়াতে যাত্রীদের সতর্ক থাকারও আহ্বান জানাচ্ছে অধিদপ্তর। ঠাণ্ডায় ভুগছেন ১২৯৬ যাত্রী ঋষিকেশের ট্রানজিট ক্যাম্পে চারধাম পরিদর্শন করে ফিরে আসা প্রায় 2150 যাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 1296 জন যাত্রী ঠান্ডায় ভুগছেন। চিকিৎসা কেন্দ্রের ইনচার্জ বিজয় গৌড় জানান, এই যাত্রীদের ওষুধ দেওয়া হচ্ছে। অনেক যাত্রী এক বা দুই দিন বিশ্রাম নিতে চান।পরে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। বিজয় গৌড় জানান, বেশিরভাগ যাত্রী রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, দিল্লি, কর্ণাটকের। চারধাম যাত্রার তাপমাত্রার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছেন না এই মানুষগুলো। এর আরেকটি কারণ হল এই ভ্রমণকারীরা চারধামের ঠান্ডা পরিস্থিতিকে গুরুত্বের সাথে নেয় না। এমনকি তারা ঠান্ডা থেকে রক্ষা করার জন্য উপযুক্ত উপায় বহন করে না। এ কারণে বরফের তাপমাত্রায় বাস করতে গিয়ে হঠাৎ ঠাণ্ডা অনুভব করছেন যাত্রীরা।হয়। ঠান্ডা থেকে বাঁচতে এই সচেতনতা প্রয়োজন আপনার সাথে একটি রেইন কোট বহন করতে ভুলবেন না আপনার সাথে প্রয়োজনীয় ওষুধ নিন কোনো শারীরিক সমস্যা হলে নিকটস্থ ট্রানজিট ক্যাম্পে চেক করান। ভ্রমণে অস্বস্তি হলে নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। একসাথে দুটি ধামে ভ্রমণের পরিবর্তে, একদিনে একটি ধাম পরিদর্শন করুন নিয়মিত ব্যায়াম করতে থাকুন যাতে শরীর গরম থাকে। এটা এই মত ঘটছেযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা প্রতি চার কিলোমিটার দূরত্বে প্রশাসনের দ্বারা মেডিকেল রিলিফ পোস্ট (এমআরপি) স্থাপন করা হয়েছে, যেখানে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ এবং স্বল্পমেয়াদী বিশ্রামের মতো সুবিধা দেওয়া হচ্ছে। হান্স ফাউন্ডেশন, স্বাস্থ্য বিভাগের একটি সহযোগী সংস্থা, গাড়ওয়ালে 70টি স্বাস্থ্য শিবির স্থাপন করেছে। ব্লক ও জেলা হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ঋষিকেশ এবং হরিদ্বারে ট্রানজিটতীর্থযাত্রীদের প্রস্থান এবং ফেরার সময় ক্যাম্পে পরীক্ষা ও চিকিৎসা করা হচ্ছে।

WestBengalBangla

May 28 2024, 11:45

রাফাতে ইজরায়েলের বড় বিমান হামলা, বোমা হামলায় ৩৫ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মৃত্যু

এ এন আই: গাজায় ইজরায়েলের আক্রমণ থামছে না। ইজরায়েল রবিবার দক্ষিণ গাজার রাফা শহরে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের মতে, বোমা হামলার ফলে সেখানে নির্মিত তাঁবুতে আগুন লেগেছে। যা অনেক মানুষ পুড়ে গিয়েছে।হামাসের রকেট হামলার পর রাফাতে বড় ধরণের বিমান হামলা চালিয়েছে ইজরাইল। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে একটি কম্পাউন্ড লক্ষ্য করে বিমান হামলায় হামাসের দুই কমান্ডার নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে পশ্চিম তীরের প্রধানও। রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে সংঘটিত এই হামলায়, ইসরায়েলি বিমান বাহিনী সন্ত্রাসী সংগঠন হামাসের রাফাহ কমপ্লেক্সকে লক্ষ্য করে যেখানে বড় সন্ত্রাসীরা উপস্থিত ছিল। আক্রমণেপশ্চিম তীরের সদর দফতরের প্রধান ইয়াসিন রাবিয়া এবং আরেক সন্ত্রাসী কমান্ডার খালিদ নাজ্জার নিহত হয়েছেন। একই সঙ্গে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় ৩৫ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হাজার হাজার ফিলিস্তিনি রাফাতে জাতিসংঘের ত্রাণ ও ওয়ার্কস এজেন্সির গুদামের কাছে শরণার্থী তাঁবুতে বসবাস করছে। রোববার রাফাহ এলাকার বাস্তুচ্যুত লোকজনকে লক্ষ্য করে প্রায় আটটি রকেট নিক্ষেপ করে ইসরায়েলি সেনাবাহিনীপরিবারের ঘনবসতি রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে এত বড় হামলা এর আগে এখানে কখনও হয়নি। প্লাস্টিক ও টিনের তৈরি একটি তাঁবুতে আগুন লেগেছে। আইডিএফ জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, রাফাতে বিপুল সংখ্যক হামাস যোদ্ধা লুকিয়ে আছে। এ কারণে বৈশ্বিক চাপ সত্ত্বেও রাফায় সামরিক অভিযানে অনড় ইসরাইল। হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবুজুহরি রাফাহতে ইসরায়েলি বিমান হামলাকে 'গণহত্যা' বলে বর্ণনা করেছেন এবং আমেরিকাকে দোষারোপ করেছেন, যারা ইসরায়েলকে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে জানুয়ারি থেকে হামাস রবিবার রকেট দিয়ে ইসরায়েলি শহর তেল আবিব আক্রমণ করে। যার জবাবে ইসরায়েল বলেছে, এই হামলায় ইসরায়েলের কোনো হতাহতের খবর নেই। হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখাসেনাবাহিনী বলেছে যে রাফাহ থেকে উৎক্ষেপণের পর ইসরায়েলে আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং "বেশ কয়েকটি" বাধা দেওয়া হয়েছে এবং লঞ্চারগুলি ধ্বংস করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৩৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার 2.3 মিলিয়ন লোকের প্রায় 80 শতাংশ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে, ক্ষুধা বাড়ছে এবং জাতিসংঘের কর্মকর্তারা বলছেন যে অঞ্চলটিভারতের কিছু অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

WestBengalBangla

May 27 2024, 15:32

"রেমালে"র দুর্যোগ কাটিয়ে ফের কলকাতা বিমানবন্দরে চালু হল বিমান পরিষেবা

খবর কলকাতা: গতকাল রিমেলের কারণে দুপুর ১২ টার পর কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। ২১ ঘন্টা পর ফের কলকাতা বিমানবন্দরে চালু হল বিমান পরিষেবা। ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় ২১ ঘন্টা বন্ধ ছিল বিমান পরিষেবা। রবিবার বেলা ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখার সীধান্ত নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই সময়সীমা সমাপ্ত হওয়ার পথেই কলকাতা বিমানবন্দর থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দিল বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমান। এদিন সকাল ৮টা ৫৮মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে উড়ে যায় প্রথম বিমানটি।

WestBengalBangla

May 27 2024, 15:30

তৃণমূল বিধায়ককে ফোনে খুনের হুমকি
প্রবীর রায়: বাংলার বুকে নোংরা রাজনীতির খেলা খেলতে ভাড়াটে খুনিদের দিয়ে খুনের হুমকির অভিযোগ করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম।সোমবার এক সাংবাদিক সম্মেলনে সোমনাথ বাবু এই দাবি করলেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান," গত পরশুদিন একটি অচেনা ফোন নাম্বার থেকে সুদীপ দাস নাম উঠে আসা ট্রু কলারের মাধ্যমে শীঘ্রই তাকে খুন করা হবে বলে ফোনে হুমকি দেয়।

এর পাশাপাশি তাকে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার পরামর্শ দেয়।তৎক্ষনাৎ মৌখিকভাবে এই ঘটনার কথা জগদ্দল থানার পুলিশকে জানানো হয়। পুনরায় গতকাল বারোটা চব্বিশ মিনিটে ওই একই ফোন থেকে খুনের হুমকি দিয়ে ফোন আসে।


সোমনাথ বাবু জানান তিনি এই বিষয়ে কোন নিরাপত্তার  অভাব বোধ করছেন না বা ভয়ও পাচ্ছেন না ।এই হুমকির ফোনের ঘটনায় জগদ্দল থানায় লিখিত এফআইআর করেছেন।অচিরেই মূল অভিযুক্ত ধরা পড়বে বলে তার প্রশাসনের কাছে তার আসা"।

WestBengalBangla

May 27 2024, 09:22

মিছিল থেকে সাধু সন্তরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন

প্রবীর রায়: গতকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নৈহাটিতে এক প্রতিবাদ মিছিল করেন সাধু সন্তরা ।এই মিছিল থেকে তারা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন। সম্প্রতি মুর্শিদাবাদের একটি ভারত সেবাশ্রম সংঘের সঙ্গাধিপতি কার্তিক মহারাজকে রাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। তাতে তিনি ওই মহারাজের রাজনৈতিক যোগের কথা বলেছিলেন।

সেই সঙ্গে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ওপর দুষ্কৃতী হামলা তার প্রতিবাদে ঘূর্নিঝড় রেমালকে উপেক্ষা করে রবিবার বিকেলে নৈহাটীর গৌরীপুর চৌমাথা থেকে মিছিল করেন সাধু সন্তরা। এই মিছিল থেকে স্বামী আত্মপ্রকাশানন্দ সরস্বতী বলেন, "আমরা মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাই সাধু-সন্ন্যাসীদের অপমান ও হিন্দুদের ওপর অপমান সহ্য করব না। ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। উনি ক্ষমা না চাইলে বাংলার মানুষ এবং সমস্ত সাধু সন্তরা বৃহত্তর আন্দোলনে যাবে।

কেননা মুখ্যমন্ত্রী অল্প সংখ্যক ভোট ব্যাংকের দিকে তাকিয়ে বিশাল হিন্দুসমাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করছেন। এবং সাধু সন্তদের টার্গেট করে নিয়েছেন।"এদিন হিন্দু জাগরন মঞ্চ ব্যারাকপুর জেলার পক্ষ থেকে এই মিছিল নৈহাটীর বড়মা মন্দিরের কাছে গিয়ে শেষ হয়।এর পাশাপাশি রূপক মিত্র জানান," যেভাবে দলীয় প্রচার করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু সনাতনী মহারাজদের কটুক্তি করেছেন তার বিরুদ্ধে আজ সাধু সন্তুরা পদযাত্রা করলেন"।

WestBengalBangla

May 26 2024, 15:23

ঘূর্ণিঝড় রেমালের কারণে ২১ ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে

খবর কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের কারণে ২১ ঘন্টা অপারেশন বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে। ফলে রবিবার দুপুর ১২ টা থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত কোন বিমান ওঠানামা করবে না কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। এজন্য প্রায় ৫০ হাজার বিমান যাত্রী দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন। বিমানবন্দর সূত্রে খবর,আগাম সর্তকতা হিসেবে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সমস্ত বিমানের অপারেশন স্থগিত করা হয়েছে।

কলকাতা বিমানবন্দর থেকে এই মুহূর্তে গড়ে ৩০০র বেশি বিমান ওঠানামা করে প্রতিদিন। এই ঘটনার জেরে ১০০ র বেশি বিমান বাতিল হয়েছে বলে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর। এর পাশাপাশি ঝড়ের সময় যাতে কোন রকম ক্ষয়ক্ষতি না হয় সেজন্য বিশেষ সতর্কতা নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিভাবে ঝড়ের মোকাবিলা করতে হবে তা নিয়ে ইতিমধ্যেই কয়েক দফায় বিভিন্ন বিমান চলাচলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা সাথে বৈঠক করেছিলেন বিমানবন্দরের কর্তারা।

এর সাথে সাথেই বিমানবন্দরের তরফ থেকে বিমানবন্দরে প্রবেশ করার সমস্ত গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীরা তাদের লাগেজ বা ব্যাগ যে ট্রলিগুলোতে করে নিয়ে যায় সেগুলো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।ঘূর্ণিঝড়ের কারণে কলকাতা বিমানবন্দরে ২১ ঘন্টা বন্ধ থাকবে বিমান চলাচল। ইতিমধ্যেই সে সময়সিমা শুরু হয়ে গিয়েছে।

এদিন বেলা ১২ টা থেকে কলকাতা বিমানবন্দরে সমস্ত বিমান ওঠানামা এবং বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ৩৯৪ টি বিমান এর কারণে বাতিল হয়েছে। যাত্রী সাধারণ কলকাতা বিমানবন্দরে এসে এর কারণে সমস্যা সম্মুখীন হচ্ছে। অনেকেরই বিমান আগামী মঙ্গলবার করে দেওয়া হয়েছে। এর ফলে চরম দুর্ভোগকে পড়েছে বিমান যাত্রীরা। বহু যাত্রীরাই বিমানবন্দরে এসে এই খবর জানতে পেরে বিপাকে পড়েছেন। নির্দিষ্ট এয়ারলাইন্সের তরফে আগাম কোন খবর দেওয়া হয়নি। বিমানবন্দরে আসলে তাদের জানানো হচ্ছে বিমান বাতিল রয়েছে।