নির্বাচন মিটতেই ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে বিজেপির বুথ এজেন্টদের ওপর হামলা
এসবি নিউজ ব্যুরো: কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বুথ দখল কিংবা ছাপ্পা ভোট কার্যত ভ্যানিশ। সোমবার ভোট মিটে যাওয়ার পরই ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপির বুথ এজেন্টরা। সোমবার রাতে বাড়ির কাছে আক্রান্ত হন ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর পাওয়ার হাউস এলাকার বাসিন্দা বিজেপির বুথ এজেন্ট ফিরোজ আলম আনসারী। অপরদিকে, ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বুথ এজেন্ট ৭৫ বছরের সামসউদ্দিন আনসারী আক্রান্ত হয়েছেন।সামসউদ্দিনের অবস্থা সংকটজনক। সোমবার রাতেই আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে যান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি দাবি করেন,লোকসভা ভোট মিটতেই অশান্ত ভাটপাড়া ৷ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট শেষ হওয়ার পরই বিজেপির কর্মীদের মারধর করার অভিযোগ ৷
মঙ্গলবার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, "পার্থ ভৌমিক হেরে যাওয়ার ভয়ে ভোট শেষ হতেই অশান্তি শুরু করেছে ৷ আমাদের বুথ এজেন্টদের মারধর ও গালিগালাজ করা হয়েছে ৷ এর পিছনে রয়েছে রাজা দাস ও রবি তিওয়ারি বলে দু’জন তৃণমূলের দুষ্কৃতী ৷ পুলিশ কমিশনারকে ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি। তৃণমূল ভোট মিটতে গুণ্ডামি শুরু করেছে ৷" পার্থ ভৌমিককে হুঁশিয়ারি সুরে অর্জুন সিং বলেছেন, "গুণ্ডামির জবাব যখন মিলবে, তখন আর সামলাতে পারবে না ৷"জানা গিয়েছে, পঞ্চম দফায় সোমবার ভোট ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ৷ শান্তির উপর ভোটপর্ব মিটলেও সন্ধের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে,ভাটপাড়ার ১৬, ২২ এবং ৯ নম্বর ওয়ার্ড।এই ওয়ার্ডের বিজেপি বুথ কর্মীকে ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করেছে ৷ এমনটাই অভিযোগ করা হয়ে বিজেপি কর্মীদের তরফে। আহত কর্মীদের সঙ্গে ব্যারাকপুর বি এম আর সি হাসপাতালে কর্মীদের দেখতে যান ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং।
অন্যদিকে, ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন," তৃণমূল হিংসায় বিশ্বাস করে না। কেউ এ কাজ করে, তাকে শাস্তি পেতে হবে। প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।আর এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। শান্তি শৃঙ্খলা দেখার দ্বায়িত্ব নির্বাচন কমিশনের।"
ছ
বি:প্রবীর রায়।
May 22 2024, 09:39