নির্বাচন মিটতেই ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে বিজেপির বুথ এজেন্টদের ওপর হামলা
![]()
এসবি নিউজ ব্যুরো: কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বুথ দখল কিংবা ছাপ্পা ভোট কার্যত ভ্যানিশ। সোমবার ভোট মিটে যাওয়ার পরই ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপির বুথ এজেন্টরা। সোমবার রাতে বাড়ির কাছে আক্রান্ত হন ভাটপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শ্যামনগর পাওয়ার হাউস এলাকার বাসিন্দা বিজেপির বুথ এজেন্ট ফিরোজ আলম আনসারী। অপরদিকে, ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বুথ এজেন্ট ৭৫ বছরের সামসউদ্দিন আনসারী আক্রান্ত হয়েছেন।সামসউদ্দিনের অবস্থা সংকটজনক। সোমবার রাতেই আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে যান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি দাবি করেন,লোকসভা ভোট মিটতেই অশান্ত ভাটপাড়া ৷ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট শেষ হওয়ার পরই বিজেপির কর্মীদের মারধর করার অভিযোগ ৷
মঙ্গলবার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, "পার্থ ভৌমিক হেরে যাওয়ার ভয়ে ভোট শেষ হতেই অশান্তি শুরু করেছে ৷ আমাদের বুথ এজেন্টদের মারধর ও গালিগালাজ করা হয়েছে ৷ এর পিছনে রয়েছে রাজা দাস ও রবি তিওয়ারি বলে দু’জন তৃণমূলের দুষ্কৃতী ৷ পুলিশ কমিশনারকে ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি। তৃণমূল ভোট মিটতে গুণ্ডামি শুরু করেছে ৷" পার্থ ভৌমিককে হুঁশিয়ারি সুরে অর্জুন সিং বলেছেন, "গুণ্ডামির জবাব যখন মিলবে, তখন আর সামলাতে পারবে না ৷"জানা গিয়েছে, পঞ্চম দফায় সোমবার ভোট ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ৷ শান্তির উপর ভোটপর্ব মিটলেও সন্ধের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে,ভাটপাড়ার ১৬, ২২ এবং ৯ নম্বর ওয়ার্ড।এই ওয়ার্ডের বিজেপি বুথ কর্মীকে ভোট শেষ হওয়ার পরই তৃণমূল কর্মীরা মারধর করেছে ৷ এমনটাই অভিযোগ করা হয়ে বিজেপি কর্মীদের তরফে। আহত কর্মীদের সঙ্গে ব্যারাকপুর বি এম আর সি হাসপাতালে কর্মীদের দেখতে যান ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং।
অন্যদিকে, ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন," তৃণমূল হিংসায় বিশ্বাস করে না। কেউ এ কাজ করে, তাকে শাস্তি পেতে হবে। প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।আর এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। শান্তি শৃঙ্খলা দেখার দ্বায়িত্ব নির্বাচন কমিশনের।"![]()
ছ
![]()
বি:প্রবীর রায়।

ছ
বি:প্রবীর রায়।

এসবি নিউজ ব্যুরো: এরাজ্যে কয়লা পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে অনেক রথী-মহারথীরা।আজ মঙ্গলবার সেই মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল। কিন্তু অভিযুক্তদের আইনজীবীদের কাছে এই মামলা সংক্রান্ত যাবতীয় নথির কপি সিবিআই এর পক্ষ থেকে তারা পাননি। পাশাপাশি, ৪৩ জন চার্জসিটে নাম থাকা অভিযুক্তদের মধ্যে জয়দেব মন্ডল ও নারায়ণ নন্দা এদিন উপস্থিত হয়নি মেডিক্যাল গ্রাউন্ড এর কারণে। এছাড়াও উপস্থিত ছিলেন না অন্যতম অভি যুক্ত অনুপ মাঝি ওরফে লালা।তাই আজ আসানসোল বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন হল না। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩ রা জুলাই।। তবে এদিন বিচারকের কড়া নির্দেশ এর পরের শুনানিতে যদি কেউ অনুপস্থিত থাকেন, তাহলে আদালত কড়া ব্যবস্থা নেবে।
এসবি নিউজ ব্যুরো: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ভারত সরকার আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর থেকে ৪০ টিরও বেশি দল অনুসন্ধান অভিযান চালাচ্ছিল। ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার আজারবাইজানের সীমান্ত থেকে বের হওয়ার সাথে সাথেই ভেঙ্গে প্রূ।তাদেরমৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা ইমাম আলী খামেনি ৫ দিনের শোক ঘোষণা করেছেন। এর পাশাপাশি তিনি সহ-সভাপতি মোহাম্মদ মোখবারকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে মঙ্গলবার (২১ মে) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।
এ এন আই: মুখ্যমন্ত্রীর বাসভবনে এএপি রাজ্যসভা সাংসদ স্বাতি মালিওয়ালের উপর হামলার ঘটনায় নতুন তথ্য প্রকাশিত হল। ঘটনার দিনের স্বাতী মালিওয়াল যে কুর্তা এবং জিন্স পরেছিলেন তা পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বিভাব কুমারকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল কথিত হামলার ঘটনায় ইতিমধ্যেই দেশের রাজনৈতিক উত্তাপ লেগেছে।মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পিএ বিভাব কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বাসভবনের সিসিটিভি ফুটেজ টেম্পার করা হয়েছে এবং বলা হচ্ছে বিভাব কুমারের মোবাইল ফোনও ফরম্যাট করা হয়েছে। এমন পরিস্থিতিতে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন স্বাতী সম্প্রতি স্বাতী মালিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের পিএ বিভাব কুমারকে পরোক্ষভাবে টার্গেট করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন স্বাতি মালিওয়াল। পোস্টটি শেয়ার করতে গিয়ে স্বাতি মালিওয়াল লিখেছেন, "একসময় নির্ভয়ার বিচার পেতে আমরা সবাই রাস্তায় নেমে আসতাম, আজ 12 বছর পর, আমরা সিসিটিভি করা অভিযুক্তকে বাঁচাতে রাস্তায় নেমে এসেছি। ফুটেজ উধাও এবং ফোন ফরম্যাট করলাম মনীশ সিসোদিয়া জির জন্য?লাগানো হতো। তিনি এখানে থাকলে হয়তো আমার জন্য এতটা খারাপ হতো না। 20 বছর বয়সী এই কর্মীকে গতকাল দলে আসা নেতারা বিজেপির এজেন্ট ঘোষণা করেছিলেন। দুদিন আগে দল পিসিতে সব সত্য মেনে নিয়েছিল আর আজ ইউ-টার্ন। কী বলছে স্বাতি মালিওয়ালের মেডিকেল রিপোর্ট? স্বাতি মালিওয়ালের মেডিকেল রিপোর্টে এটা স্পষ্ট যে তার বাম পায়ে আঘাত রয়েছে এবং তার ডান চোখের নিচেও আঘাতের চিহ্ন রয়েছে। স্বাতী মালিওয়ালের শরীরে মোটচারটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মেডিকেল রিপোর্টে কোনো অস্ত্র দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। স্বাতী চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছালে তিনি জানান, তার মাথায় আঘাত করা হয়েছে। এর পর সে নিচে পড়ে যায়, এরপর তার পেট, পা, শ্রোণী ও বুকে পায়ে আঘাত লাগে।
খবর কলকাতা: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতোর। এদিন তার সমর্থনে পথে নামলেন স্থানীয় মহিলারা। হাতে বালতি আঁকা প্লেকার্ড ও হলুদ বেলুনে থোকা নিয়ে মিছিল ছিল রীতিমতো রঙিন।পুরুলিয়া শহরের রাচি রোডের গভর্মেন্ট গার্লস হাইস্কুল থেকে আদিবাসী কুড়মি সমাজের সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে বের হয় এই মিছিল। মিছিলটি ভিক্টোরিয়া স্কুলে মোড় , জেলা স্কুলে মোড় হয়ে কাপড়গুলি হয়ে পুরুলিয়া টেক্সী স্ট্যান্ডে শেষ হয়। এদিনের এই মিছিলটি ছিল বর্ণময়।হাতে হলুদ বেলুনের থোকা নিয়ে এবং বালতি আঁকা প্লেকার্ড নিয়ে মহিলারা মিছিলে হাঁটলেন।এই কেন্দ্রে যে কোন প্রার্থীর ক্ষেত্রে এদিনের মহিলাদের এই ভীড় প্রমাণ করে দিচ্ছিল পুরুলিয়া লোকসভা কেন্দ্রে অজিত প্রসাদ মাহাতো ফ্যাক্টর । মিছিলের সামনে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে ছিলেন নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো।
May 21 2024, 16:56
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
8.3k