WestBengalBangla

May 21 2024, 09:51

কয়লা পাচার মামলার চার্জ আজ গঠন হল না

এসবি নিউজ ব্যুরো: এরাজ্যে কয়লা পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে অনেক রথী-মহারথীরা।আজ মঙ্গলবার সেই মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল। কিন্তু অভিযুক্তদের আইনজীবীদের কাছে এই মামলা সংক্রান্ত যাবতীয় নথির কপি সিবিআই এর পক্ষ থেকে তারা পাননি। পাশাপাশি, ৪৩ জন চার্জসিটে নাম থাকা অভিযুক্তদের মধ্যে জয়দেব মন্ডল ও নারায়ণ নন্দা এদিন উপস্থিত হয়নি মেডিক্যাল গ্রাউন্ড এর কারণে। এছাড়াও উপস্থিত ছিলেন না অন্যতম অভি যুক্ত অনুপ মাঝি ওরফে লালা।তাই আজ আসানসোল বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন হল না। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩ রা জুলাই।। তবে এদিন বিচারকের কড়া নির্দেশ এর পরের শুনানিতে যদি কেউ অনুপস্থিত থাকেন, তাহলে আদালত কড়া ব্যবস্থা নেবে।

WestBengalBangla

May 21 2024, 09:26

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে আজ ভারত সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে
এসবি নিউজ ব্যুরো: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ভারত সরকার আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর থেকে ৪০ টিরও বেশি দল অনুসন্ধান অভিযান চালাচ্ছিল। ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার আজারবাইজানের সীমান্ত থেকে বের হওয়ার সাথে সাথেই ভেঙ্গে প্রূ।তাদেরমৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা ইমাম আলী খামেনি ৫ দিনের শোক ঘোষণা করেছেন। এর পাশাপাশি তিনি সহ-সভাপতি মোহাম্মদ মোখবারকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে মঙ্গলবার (২১ মে) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।

WestBengalBangla

May 21 2024, 09:04

ওড়িশার পুরীতে রোড শো প্রধানমন্ত্রীর

এসবি নিউজ ব্যুরো: পুরীতে একটি রোড- শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।"জয় জগন্নাথের"সঙ্গে মোদী-মোদি স্লোগান উঠল। প্রধানমন্ত্রী ওড়িশার পুরীতে একটি রোড শো করেছেন। রোড শো চলাকালীন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পুরী থেকে বিজেপির লোকসভা প্রার্থী সম্বিত পাত্রও উপস্থিত ছিলেন। রোড শো শুরু হওয়ার পরও প্রচুর মানুষের সমাগম হয়। রোড শো"র আগে পুরীর জগন্নাথ মন্দিরে প্রার্থনাও করেন মোদি জী। মন্দিরের সামনে থেকে শুরু হওয়া এই রোড শো'তে রাস্তার দুপাশে দাঁড়িয়ে জয় জগন্নাথ সহ মোদী-মোদী স্লোগান দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী মোদীও তাঁর সমর্থকদের ভিড়কে হাত নেড়ে অভ্যর্থনা জানালেন। মানুষও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফুল বর্ষণ করেন।

WestBengalBangla

May 21 2024, 09:03

edit msg
এ এন আই: মুখ্যমন্ত্রীর বাসভবনে এএপি রাজ্যসভা সাংসদ স্বাতি মালিওয়ালের উপর হামলার ঘটনায় নতুন তথ্য প্রকাশিত হল। ঘটনার দিনের স্বাতী মালিওয়াল যে কুর্তা এবং জিন্স পরেছিলেন তা পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বিভাব কুমারকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল কথিত হামলার ঘটনায় ইতিমধ্যেই দেশের রাজনৈতিক উত্তাপ লেগেছে।মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পিএ বিভাব কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বাসভবনের সিসিটিভি ফুটেজ টেম্পার করা হয়েছে এবং বলা হচ্ছে বিভাব কুমারের মোবাইল ফোনও ফরম্যাট করা হয়েছে। এমন পরিস্থিতিতে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন স্বাতী সম্প্রতি স্বাতী মালিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের পিএ বিভাব কুমারকে পরোক্ষভাবে টার্গেট করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন স্বাতি মালিওয়াল। পোস্টটি শেয়ার করতে গিয়ে স্বাতি মালিওয়াল লিখেছেন, "একসময় নির্ভয়ার বিচার পেতে আমরা সবাই রাস্তায় নেমে আসতাম, আজ 12 বছর পর, আমরা সিসিটিভি করা অভিযুক্তকে বাঁচাতে রাস্তায় নেমে এসেছি। ফুটেজ উধাও এবং ফোন ফরম্যাট করলাম মনীশ সিসোদিয়া জির জন্য?লাগানো হতো। তিনি এখানে থাকলে হয়তো আমার জন্য এতটা খারাপ হতো না। 20 বছর বয়সী এই কর্মীকে গতকাল দলে আসা নেতারা বিজেপির এজেন্ট ঘোষণা করেছিলেন। দুদিন আগে দল পিসিতে সব সত্য মেনে নিয়েছিল আর আজ ইউ-টার্ন। কী বলছে স্বাতি মালিওয়ালের মেডিকেল রিপোর্ট? স্বাতি মালিওয়ালের মেডিকেল রিপোর্টে এটা স্পষ্ট যে তার বাম পায়ে আঘাত রয়েছে এবং তার ডান চোখের নিচেও আঘাতের চিহ্ন রয়েছে। স্বাতী মালিওয়ালের শরীরে মোটচারটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মেডিকেল রিপোর্টে কোনো অস্ত্র দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। স্বাতী চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছালে তিনি জানান, তার মাথায় আঘাত করা হয়েছে। এর পর সে নিচে পড়ে যায়, এরপর তার পেট, পা, শ্রোণী ও বুকে পায়ে আঘাত লাগে।

WestBengalBangla

May 20 2024, 20:20

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থীর  সমর্থনে পথে স্থানীয় মহিলারা
খবর কলকাতা: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতোর। এদিন তার সমর্থনে পথে নামলেন স্থানীয় মহিলারা। হাতে বালতি আঁকা প্লেকার্ড ও হলুদ বেলুনে থোকা নিয়ে  মিছিল ছিল রীতিমতো রঙিন।পুরুলিয়া শহরের রাচি রোডের গভর্মেন্ট গার্লস হাইস্কুল থেকে আদিবাসী কুড়মি সমাজের সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে বের হয় এই মিছিল। মিছিলটি ভিক্টোরিয়া স্কুলে মোড় , জেলা স্কুলে মোড় হয়ে কাপড়গুলি হয়ে পুরুলিয়া টেক্সী স্ট্যান্ডে  শেষ হয়। এদিনের এই মিছিলটি ছিল বর্ণময়।হাতে হলুদ বেলুনের থোকা নিয়ে এবং বালতি আঁকা প্লেকার্ড নিয়ে মহিলারা মিছিলে হাঁটলেন।এই কেন্দ্রে যে কোন প্রার্থীর ক্ষেত্রে এদিনের মহিলাদের এই ভীড় প্রমাণ করে দিচ্ছিল পুরুলিয়া লোকসভা কেন্দ্রে অজিত প্রসাদ মাহাতো ফ্যাক্টর । মিছিলের সামনে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে ছিলেন নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো।

WestBengalBangla

May 20 2024, 20:14

সারা দেশে পঞ্চম দফার বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৬.৬৮ শতাংশ ভোট পড়েছে*
#lok_sabha_chunav_phase_5_voting



এসবি নিউজ ব্যুরো: আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এই পর্বে ৮টি রাজ্যের ৪৯টি আসনে ভোট হয়েছে। পঞ্চম দফায় বিকেল ৫টা পর্যন্ত ৫৬.৬৮ শতাংশ ভোট পড়েছে। সর্বনিম্ন ভোট পড়েছে মহারাষ্ট্রে ৪৮.৬৬ শতাংশ। যেখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৭৩ শতাংশ। বিকাল ৫টা পর্যন্ত মোট ভোট হচ্ছে ৫৬.৬৮% বিহার, ৫২.৩৫% জম্মু ও কাশ্মীর ৫৪.২১% ঝাড়খণ্ড ৬১.৯০% লাদাখ ৬৭.১৫% মহারাষ্ট্র ৪৮.৬৬% ওড়িশা ৬০.৫৫% উত্তরপ্রদেশ ৫৫.৮০% পশ্চিমবঙ্গ ৭৩.০০।%

WestBengalBangla

May 20 2024, 20:02

আমেদাবাদ বিমানবন্দরে ৪ সন্ত্রাসবাদী গ্রেফতার
#four_isis_terrorists_arrested_at_ahmedabad


এ এন আই: আহমেদাবাদ বিমানবন্দরে ৪ সন্ত্রাসবাদী গ্রেফতার।চার সন্ত্রাসীই শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গেছে। গুজরাটের ATS সোমবার জানিয়েছে যে তারা সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নিমনে হচ্ছে এই সন্ত্রাসীদের আহমেদাবাদ থেকে কোনো টার্গেটেড জায়গায় পাঠানো হবে। এই লোকেরা পাকিস্তানের একজন হ্যান্ডলারের আদেশের অপেক্ষায় ছিল। এই সন্ত্রাসীদের আলাদাভাবে অস্ত্রও সরবরাহ করতে হয়েছে। গুজরাটের ডিজিপি বিকাশ সহায় সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসীদের গ্রেপ্তারের বিষয়ে আরও তথ্য দিয়েছেন। ডিজিপি বিকাশ সহায় বলেন, 'তথ্য পাওয়া গেছে যে চারজন মোহাম্মদ নুসরাত, মোহাম্মদ নুফরান, মোহাম্মদ ফারিস এবং মো.রাজদীন একজন শ্রীলঙ্কার নাগরিক এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের সক্রিয় সদস্য। সবাই আইএসআইএস মতাদর্শ দ্বারা উগ্রপন্থী। তারা ভারতে এসে সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছিল। ডিজিপি বিকাশ সহায় বলেছেন, 'তথ্য পাওয়া গেছে যে চার ব্যক্তি মোহাম্মদ নুসরাত, মোহাম্মদ নুফরান, মোহাম্মদ ফারিস এবং মোহাম্মদ রাজদিন শ্রীলঙ্কার নাগরিক এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের সক্রিয় সদস্য। সবআইএসআইএস মতাদর্শে মৌলবাদী। তারা ভারতে এসে সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছিল। 21 এবং 22 এপ্রিল আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল ম্যাচের আগে সন্ত্রাসীদের ধরা নিরাপত্তা সংস্থাগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হচ্ছে। এই মুহূর্তে এই সন্ত্রাসীদের ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী ছিল এই সন্ত্রাসীদের উদ্দেশ্য? এ বিষয়ে এখনো সঠিক কিছু বলা যাচ্ছে না। কিন্তু সন্ত্রাসীরাগ্রেফতারের পর পুলিশ আরও সজাগ হয়ে উঠেছে।

WestBengalBangla

May 20 2024, 16:20

রাজ্য বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
এসবি নিউজ ব্যুরো: তৃণমূলের আবেদনে সাড়া দিয়ে রাজ্য বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে,নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করেনি। গত ৪, ৫ ও ১০ মে এবং ১২ মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি বিজ্ঞাপন দেয়। বিচারপতি সব্যসাচী ভট্টাচাৰ্যর নির্দেশ, বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল সেগুলি বা ওই জাতীয় অনিশ্চিত (আনভেরিফায়েড) কোনোও বিজ্ঞাপন বিজেপি আর প্রকাশ করতে পারবে না। আদালতের আরও নির্দেশে, যে কোন ধরনের সংবাদমাধ্যমে এই ধরনের বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি। বিচারপতি মন্তব্য করেন, বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল তা নিয়ে কমিশনের যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা প্রয়োজন ছিল সেটা তারা করেনি। শুনানিতে বিজেপির পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। এবং বিজেপিকে মামলা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে এই মর্মেও কোন তথ্যও আদালতে জমা দিতে পারেননি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা। তবে প্রাথমিক শুনানির পর এই অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত।

WestBengalBangla

May 20 2024, 16:19

টিটাগড়ে ৮৫ বছরের বৃদ্ধ বাবাকে কোলে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ছেলে
খবর কলকাতা: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত টিটাগড় এলাকায় ৮৫ বছরের পঙ্গু বাবাকে কোলে করে ভোটকেন্দ্রে ভোট দিতে নিয়ে এসেছিল ছেলে। এমনই এক বিরল দৃশ্যের দেখা গেল টিটাগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খড়দহ মকতব স্কুলে। বৃদ্ধের নাম
আবদুল গফফার। তার বাড়ি ওই ওয়ার্ডেরই সর্দার বল্লভভাই প্যাটেল রোডে।নিজের ভোট নিজে দিতে পেরে বেজায় খুশি বৃদ্ধ গাফফার। ছেলে মহম্মদ সুফি জানান, "নির্বাচন কমিশনের নিয়ম থাকলেও বাড়িতে গিয়ে কেউ বাবার ভোট নিতে যায়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই বাবাকে কোলে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে আসতে হয়েছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।"

WestBengalBangla

May 20 2024, 12:45

মোমবাতি জ্বালিয়ে লোডশেডিং এর মধ্যেই চলছে ভোট গ্রহণ

খবর কলকাতা: প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে বনগাঁ লোকসভা নির্বাচনে ব্যাঘাত ঘটছে। কিছু জায়গায় লোডশেডিং হয়ে গিয়েছে। বৃষ্টির জেড়ে অনেক ভোটার বাড়ি ফিরে গিয়েছেন।এরই মধ্যে লোডশেডিং এর দরুন বাগদা হাইস্কুলে চলছে মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ। বাগদা হাইস্কুলের ৭১ নম্বর বুথের ঘটনা। *ছবি:উৎপল রায়।*