edit msg
এ এন আই: মুখ্যমন্ত্রীর বাসভবনে এএপি রাজ্যসভা সাংসদ স্বাতি মালিওয়ালের উপর হামলার ঘটনায় নতুন তথ্য প্রকাশিত হল। ঘটনার দিনের স্বাতী মালিওয়াল যে কুর্তা এবং জিন্স পরেছিলেন তা পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বিভাব কুমারকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল কথিত হামলার ঘটনায় ইতিমধ্যেই দেশের রাজনৈতিক উত্তাপ লেগেছে।মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পিএ বিভাব কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বাসভবনের সিসিটিভি ফুটেজ টেম্পার করা হয়েছে এবং বলা হচ্ছে বিভাব কুমারের মোবাইল ফোনও ফরম্যাট করা হয়েছে। এমন পরিস্থিতিতে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন স্বাতী সম্প্রতি স্বাতী মালিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের পিএ বিভাব কুমারকে পরোক্ষভাবে টার্গেট করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন স্বাতি মালিওয়াল। পোস্টটি শেয়ার করতে গিয়ে স্বাতি মালিওয়াল লিখেছেন, "একসময় নির্ভয়ার বিচার পেতে আমরা সবাই রাস্তায় নেমে আসতাম, আজ 12 বছর পর, আমরা সিসিটিভি করা অভিযুক্তকে বাঁচাতে রাস্তায় নেমে এসেছি। ফুটেজ উধাও এবং ফোন ফরম্যাট করলাম মনীশ সিসোদিয়া জির জন্য?লাগানো হতো। তিনি এখানে থাকলে হয়তো আমার জন্য এতটা খারাপ হতো না। 20 বছর বয়সী এই কর্মীকে গতকাল দলে আসা নেতারা বিজেপির এজেন্ট ঘোষণা করেছিলেন। দুদিন আগে দল পিসিতে সব সত্য মেনে নিয়েছিল আর আজ ইউ-টার্ন। কী বলছে স্বাতি মালিওয়ালের মেডিকেল রিপোর্ট? স্বাতি মালিওয়ালের মেডিকেল রিপোর্টে এটা স্পষ্ট যে তার বাম পায়ে আঘাত রয়েছে এবং তার ডান চোখের নিচেও আঘাতের চিহ্ন রয়েছে। স্বাতী মালিওয়ালের শরীরে মোটচারটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মেডিকেল রিপোর্টে কোনো অস্ত্র দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। স্বাতী চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছালে তিনি জানান, তার মাথায় আঘাত করা হয়েছে। এর পর সে নিচে পড়ে যায়, এরপর তার পেট, পা, শ্রোণী ও বুকে পায়ে আঘাত লাগে।

এ এন আই: মুখ্যমন্ত্রীর বাসভবনে এএপি রাজ্যসভা সাংসদ স্বাতি মালিওয়ালের উপর হামলার ঘটনায় নতুন তথ্য প্রকাশিত হল। ঘটনার দিনের স্বাতী মালিওয়াল যে কুর্তা এবং জিন্স পরেছিলেন তা পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। অভিযুক্ত বিভাব কুমারকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল কথিত হামলার ঘটনায় ইতিমধ্যেই দেশের রাজনৈতিক উত্তাপ লেগেছে।মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পিএ বিভাব কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বাসভবনের সিসিটিভি ফুটেজ টেম্পার করা হয়েছে এবং বলা হচ্ছে বিভাব কুমারের মোবাইল ফোনও ফরম্যাট করা হয়েছে। এমন পরিস্থিতিতে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন স্বাতী সম্প্রতি স্বাতী মালিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের পিএ বিভাব কুমারকে পরোক্ষভাবে টার্গেট করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন স্বাতি মালিওয়াল। পোস্টটি শেয়ার করতে গিয়ে স্বাতি মালিওয়াল লিখেছেন, "একসময় নির্ভয়ার বিচার পেতে আমরা সবাই রাস্তায় নেমে আসতাম, আজ 12 বছর পর, আমরা সিসিটিভি করা অভিযুক্তকে বাঁচাতে রাস্তায় নেমে এসেছি। ফুটেজ উধাও এবং ফোন ফরম্যাট করলাম মনীশ সিসোদিয়া জির জন্য?লাগানো হতো। তিনি এখানে থাকলে হয়তো আমার জন্য এতটা খারাপ হতো না। 20 বছর বয়সী এই কর্মীকে গতকাল দলে আসা নেতারা বিজেপির এজেন্ট ঘোষণা করেছিলেন। দুদিন আগে দল পিসিতে সব সত্য মেনে নিয়েছিল আর আজ ইউ-টার্ন। কী বলছে স্বাতি মালিওয়ালের মেডিকেল রিপোর্ট? স্বাতি মালিওয়ালের মেডিকেল রিপোর্টে এটা স্পষ্ট যে তার বাম পায়ে আঘাত রয়েছে এবং তার ডান চোখের নিচেও আঘাতের চিহ্ন রয়েছে। স্বাতী মালিওয়ালের শরীরে মোটচারটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মেডিকেল রিপোর্টে কোনো অস্ত্র দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। স্বাতী চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছালে তিনি জানান, তার মাথায় আঘাত করা হয়েছে। এর পর সে নিচে পড়ে যায়, এরপর তার পেট, পা, শ্রোণী ও বুকে পায়ে আঘাত লাগে।

খবর কলকাতা: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হয়েছেন অজিত প্রসাদ মাহাতোর। এদিন তার সমর্থনে পথে নামলেন স্থানীয় মহিলারা। হাতে বালতি আঁকা প্লেকার্ড ও হলুদ বেলুনে থোকা নিয়ে মিছিল ছিল রীতিমতো রঙিন।পুরুলিয়া শহরের রাচি রোডের গভর্মেন্ট গার্লস হাইস্কুল থেকে আদিবাসী কুড়মি সমাজের সমর্থিত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে বের হয় এই মিছিল। মিছিলটি ভিক্টোরিয়া স্কুলে মোড় , জেলা স্কুলে মোড় হয়ে কাপড়গুলি হয়ে পুরুলিয়া টেক্সী স্ট্যান্ডে শেষ হয়। এদিনের এই মিছিলটি ছিল বর্ণময়।হাতে হলুদ বেলুনের থোকা নিয়ে এবং বালতি আঁকা প্লেকার্ড নিয়ে মহিলারা মিছিলে হাঁটলেন।এই কেন্দ্রে যে কোন প্রার্থীর ক্ষেত্রে এদিনের মহিলাদের এই ভীড় প্রমাণ করে দিচ্ছিল পুরুলিয়া লোকসভা কেন্দ্রে অজিত প্রসাদ মাহাতো ফ্যাক্টর । মিছিলের সামনে হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে ছিলেন নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো।
এসবি নিউজ ব্যুরো: তৃণমূলের আবেদনে সাড়া দিয়ে রাজ্য বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে,নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করেনি। গত ৪, ৫ ও ১০ মে এবং ১২ মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি বিজ্ঞাপন দেয়। বিচারপতি সব্যসাচী ভট্টাচাৰ্যর নির্দেশ, বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল সেগুলি বা ওই জাতীয় অনিশ্চিত (আনভেরিফায়েড) কোনোও বিজ্ঞাপন বিজেপি আর প্রকাশ করতে পারবে না। আদালতের আরও নির্দেশে, যে কোন ধরনের সংবাদমাধ্যমে এই ধরনের বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি। বিচারপতি মন্তব্য করেন, বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল তা নিয়ে কমিশনের যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা প্রয়োজন ছিল সেটা তারা করেনি। শুনানিতে বিজেপির পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। এবং বিজেপিকে মামলা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে এই মর্মেও কোন তথ্যও আদালতে জমা দিতে পারেননি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা। তবে প্রাথমিক শুনানির পর এই অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত।
খবর কলকাতা: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত টিটাগড় এলাকায় ৮৫ বছরের পঙ্গু বাবাকে কোলে করে ভোটকেন্দ্রে ভোট দিতে নিয়ে এসেছিল ছেলে। এমনই এক বিরল দৃশ্যের দেখা গেল টিটাগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খড়দহ মকতব স্কুলে। বৃদ্ধের নাম
*ছবি:উৎপল রায়।*
কলকাতা: বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট চলাকালীন হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড একটি ভোটগ্রহণ কেন্দ্র। আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা। পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। হঠাৎই প্রবল জোরে হাওয়া বইতে শুরু করে।শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্প গুলি। স্থানীয়রা জানিয়েছেন প্রবল বেগে হাওয়া বইতে থাকে। ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে যে যার মত দৌড়ে পালান। কিছু ভোটাররা ভোট কেন্দ্রের মধ্যে আশ্রয় নেন। পাশাপাশি, গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথে প্রবল ঝড় বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ।
*ছবি: উৎপল রায়।*
*খবর কলকাতা:* সারা দেশের সঙ্গে এ রাজ্যেও চলছে আজ পঞ্চম দফার ভোট গ্রহণ। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপাতত ভোট শান্তিপূর্ণ ভাবেই চলছে। এরাজ্যে ভোট গ্রহণ চলছে উত্তর ২৪ পরগনার বনগাঁ,ব্যারাকপুর লোকসভা সভা কেন্দ্রের ভোট। এছাড়াও হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, শ্রীরামপুর কেন্দ্রের ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটাররা ভোট দিতে বুথে লাইন দেন। উৎসবের মেজাজে ভোট চলছে সব কেন্দ্রেই। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে সকাল ৯ টা পর্যন্ত উত্তর ২৪ পরগনার বনগাঁ কেন্দ্রে ভোট পড়েছে ১৫.২১% ও ব্যারাকপুর কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৭৪%।ভোট দানের গড় ১৪%।
*ছবি প্রবীর রায় ও উৎপল রায়।*
May 21 2024, 09:04
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k