সারা দেশের সঙ্গে এরাজ্যেও চলছে আজ পঞ্চম দফার ভোট গ্রহণ, আপাতত ভোট শান্তিপূর্ণ ভাবেই চলছে
*খবর কলকাতা:* সারা দেশের সঙ্গে এ রাজ্যেও চলছে আজ পঞ্চম দফার ভোট গ্রহণ। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আপাতত ভোট শান্তিপূর্ণ ভাবেই চলছে। এরাজ্যে ভোট গ্রহণ চলছে উত্তর ২৪ পরগনার বনগাঁ,ব্যারাকপুর লোকসভা সভা কেন্দ্রের ভোট। এছাড়াও হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, শ্রীরামপুর কেন্দ্রের ভোটগ্রহণ। সকাল থেকেই ভোটাররা ভোট দিতে বুথে লাইন দেন। উৎসবের মেজাজে ভোট চলছে সব কেন্দ্রেই। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে সকাল ৯ টা পর্যন্ত উত্তর ২৪ পরগনার বনগাঁ কেন্দ্রে ভোট পড়েছে ১৫.২১% ও ব্যারাকপুর কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৭৪%।ভোট দানের গড় ১৪%।
এদিন সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৪৪ নম্বর বুথে সরস্বতী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ভোট দিলেন বিজেপি প্রার্থী। অন্যদিকে, ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী বড়মার মন্দিরে পুজো দিয়ে ভোট দেন পার্থ ভৌমিক। তিনি নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে নৈহাটির প্রফুল্ল চন্দ্র গার্লস হাই স্কুলের বুথে ভোট দেন।
পরিবারের সকল সদস্যদের নিয়ে বনগাঁ লোকসভার ঠাকুরনগর আর পি স্কুলের ৪৩ নম্বর বুথে ভোট দেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এছাড়াও বনগাঁর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস।
*ছবি প্রবীর রায় ও উৎপল রায়।*
May 20 2024, 16:20