হাতির আক্রমনে মৃত্যু মহিলার, ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়িতে
এসবি নিউজ ব্যুরো: হাতির আক্রমনে মৃত্যু হল এক মহিলার।শুক্রবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জ সংলগ্ন নধাবাড়ি এলাকায়।মৃতার নাম বিউটি রায়(২৬)।মহিলার মৃত্যুর পর এলাকায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।ধস্তাধস্তিতে আহত হন ৪ জন বনকর্মী।এছাড়াও বনদপ্তরের দুটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকজন মহিলা নধাবাড়ি সংলগ্ন এলাকায় এদিন জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। তবে ওই মহিলা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন কিনা তা এখনো পরিষ্কার নয়। যদিও পরিবারের দাবি, ওই মহিলা কোনো কাজে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেসময় হাতি তাকে আক্রমণ করে। এছাড়াও তাদের অভিযোগ, বনকর্মীরা সঠিকভাবে এলাকায় টহলদারি করেনা।যে কারণেই এই ঘটনা ঘটেছে।
ঘটনার পর পুলিশ ও বনদপ্তরের কর্মীরা পৌছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা।দেহটি উদ্ধার করতে বনকর্মীদের অনেক কষ্ট করতে হয়েছে।পরে ঘটনাস্থলে পৌছায় ভোরের আলো থানার বিশাল পুলিশ বাহিনী।অবশেষে দেহ উদ্ধার করতে সমর্থ হয় বনকর্মীরা।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বন আধিকারীক মঞ্জুলা তিরকী। পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়। দেহ নিয়ে আসতে প্রথমে বাধা দেয় গ্রামবাসী। সেই সময় গ্রামবাসীর পক্ষ থেকে মারধর করা হয় বনকর্মীদের। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে দেহ ও বনকর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয়। এর ফলে আহত হয় বেশ কিছু বনকর্মী। বনকর্মী তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এই বিষয়ে বন আধিকারিক মঞ্জুলা তিরকী জানায় বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের অধীন নোধাবাড়ি জঙ্গলে হাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার। সম্ভবত মহিলা জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে গ্রামের মানুষ। ঘটনাস্থলে বনকর্মীরা গেলে বিক্ষোভের মুখে পড়তে হয়। গ্রামবাসীর পক্ষ থেকে মারধর করা হয় বণকর্মীদের। বনদপ্তর এর তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর ফলে আহত হয়েছে বেশ কিছু বন কর্মী। বর্তমানে পরিস্থিতি শান্ত করে দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নতন্ত্রের জন্য জলপাইগুড়িতে পাঠানো হয়েছে দেহ। মৃত মহিলার পরিবারের কে সরকারি ভাবে সাহায্য করা হবে।
May 17 2024, 18:35