আমডাঙ্গার আইএসএফ নেতা সদলবলে বিজেপিতে যোগ দিলেন

প্রবীর রায়:ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গা বিধানসভার এক আইএসএফ নেতা সদলবলে বিজেপিতে যোগ দিলেন। বুধবার বেলায় জগদ্দলের মজদুর ভবনে ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে মোস্তা ফিজুর রহমান বিজেপিতে যোগ দিলেন। তিনি ২০২২ সালের পঞ্চায়েত নির্বাচনে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আদহাটা পঞ্চায়েতের আই এস এফের জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন।বিজেপিতে যোগ দিয়ে মোস্তা ফিজুর রহমান বলেন, "এবার নির্বাচনে আমডাঙ্গায় বিজেপি ভালো ফল করবে। সংখ্যালঘুরা এখন মোদিজীকে দু'হাত ভরে আশীর্বাদ করছেন"।


অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে রোড শোতে আসার জন্য ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং এর সমস্ত প্রোগ্রামের পারমিশন বন্ধ করে দিল প্রশাসন।এই নিয়ে আজ একটি সাংবাদিকদ সম্মেলনে বিজেপি প্রার্থী অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করেন।

ব্যারাকপুরের লোকসভা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর এক্স বার্তা
এসবি নিউজ ব্যুরো: আগামী ২০ মে অর্থাৎ দেশের পঞ্চম দফায় ভোট হবে উত্তর ২৪ পরগনার অন্যতম লোকসভা কেন্দ্র ব্যারাকপুরে। এবার এখানে তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। লড়াই ময়দানে তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। অন্যদিকে, বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ অর্জুন সিং। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবারে এই কেন্দ্রে জয় পরাজয় নির্নয় করবে বাম ভোট। একদা এই কেন্দ্রটি সিআইএমের দূর্গ বলা হতো। এবার এই কেন্দ্রে তাদের জোট প্রার্থী দেবদূত ঘোষ।
সম্প্রতি ভাটপাড়া একটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে প্রধানমন্ত্রী তার এক্স হ্যাণ্ডলে একটি পোস্ট করেছেন। সৌজন্যে: X
দিদিমণিকে পদত্যাগ করা উচিত খুনি পোস্টার নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের
প্রবীর রায়: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে খুনি দাবি করে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারের নীচে লেখা আছে- "নো ভোট টু মাডারার।" এই পোস্টার নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, "দিদিমণিকে পদত্যাগ করা উচিত। দিদিমণি খুনিকে ২০ বছর বিধায়ক ও ১০ বছর পুরপ্রধান কেন করলো, তা নিয়েও প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, এই ধরনের পোস্টার ভোটে কোনও প্রভাব পড়বে না। ভোট আসলেই তাঁকে খুনি আখ্যা দেওয়া হয়।"

টিটাগড় থেকে উদ্ধার হল ৪ টি পিস্তল ও ১৮ রাউন্ড গুলি
এসবি নিউজ ব্যুরো: চলতি বছরের ৭ ই মে খড়দহ থানার অন্তর্গত টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিবেকনগরে পাপ্পু রাইস মিলের গেটে বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে খড়দহ থানার পুলিশ টিটাগড়ের বাসিন্দা ওয়াসিম আক্রম ওরফে আফ্রোজকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে পুলিশ ৪টি ৭ এম এম পিস্তল এবং ১৮ রাউন্ড গুলিও বাজেয়াপ্ত করেছে। মঙ্গলবার দুপুরে ঘোলার ডিসিপি সেন্ট্রালের অফিসে এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি সেন্ট্রাল শানোয়ানে কুলদীপ সুরেশ জানান,ঘটনার দিন রাত ১১ টা নাগাদ টিটাগড়ের বাসিন্দা ওয়াসিম আক্রম ওরফে আফ্রোজ বিহারের দুই জন দুষ্কৃতীকে নিয়ে একটি বাইকে চেপে ঘটনাস্থলে গিয়েছিল। এরপর তারা পাপ্পু রাইস মিলের গেটে পাঁচ রাউন্ড গুলিও চালিয়েছিল। ডিসিপি সেন্ট্রালের দাবি,আইপিএল বেটিং সংক্রান্ত বিষয়ে অভিযুক্ত তিনজন বেশ কিছু টাকা খুইয়েছিল। তারা জানতে পারে ওই রাইস মিলের মালিকের টাকা দেবার মতো সামর্থ আছে। তারপরই তারা মিল মালিকের কাছে ২০ লক্ষ্য টাকা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকার করায় আফ্রোজ বিহারের দুই দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে টিটাগড়ের বিবেকনগরে ওই মিলের গেটে পাঁচ রাউন্ড গুলি চালিয়েছিল। দুষ্কৃতীদের উদ্যেশ্যে ছিল চমকে ধমকে রাইস মিলের মালিকের কাছ টাকা আদায় করা। ডিসিপি সেন্ট্রাল আরও জানান,আফ্রোজকে পাকড়াও করা গেলেও এখনও অধরা বিহারের দুই দুষ্কৃতী। তাদের খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। তবে পুলিশের খাতায় এর আগে ধৃত আফ্রোজের কোনরকম অপরাধমুলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ নেই। ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুই দুষ্কৃতীর খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি এতগুলো অত্যাধুনিক প্রযুক্তির পিস্তল এবং কার্তুজ আফ্রোজের কাছে কোথা এলো তাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
কবিতা

"আধুনিকতা"

গোপাল মাঝি

যুগ যতো এগিয়ে ছুটছে

বেড়েছে আধুনিকতা,

পিছন দিকে হাঁটছে কি,

নীতি - নৈতিকতা!

পোশাকে সব রং - বাহারী

দেহ অর্ধেক ঢাকা,

ছেলেদের প্যান্ট যাচ্ছে খুলে

যায়না কোমরে রাখা |

নাভির উপর জামা পরে

হাঁটছে পথে নারী,

লজ্জা পেয়ে মুখ ঢেকে

হারিয়ে যাচ্ছে শাড়ি!

চুলের ছাঁট দেখলে যেন

হাসি চাপা দায়,

যার উপর নানান কালার

সারা মাথা ময় |

ছিলাম যা' আমরা সবাই

বিশটা বছর আগে,

মন্দটা কি ছিল তখন

যদি তুলনা করে?

*প্রধানমন্ত্রী মোদি আজ মনোনয়ন জমা দেবেন, তার আগে এক্স-এ আবেগঘন পোস্ট, বললেন- "আমার কাশীর সঙ্গে আমার সম্পর্ক আশ্চর্যজনক"*

#pmnarendramodinominationfrom_varanasi

এ এন আই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বারাণসী লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা দেবেন।তার আগে গঙ্গা স্নান করে, দশাশ্বমেধ ঘাটে প্রার্থনার পর কাল ভৈরবের আশীর্বাদ নেন তিনি। সকাল ১১টা ৪০ মিনিটে মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় ও উত্তরপ্রদেশ সরকারের ২০ জন মন্ত্রী। এছাড়াও 12টি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও প্রধানমন্ত্রীর মনোনয়ন প্রক্রিয়ার সময় উপস্থিত থাকবেন।

কাশীর সঙ্গে আমার চমৎকার সম্পর্ক- প্রধানমন্ত্রী মোদি

বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন যে 'আমার কাশীর সাথে আমার সম্পর্ক আশ্চর্যজনক, অবিচ্ছেদ্য এবং এটা আশ্চর্যজনক… আমি শুধু বলতে পারি এটা ভাষায় প্রকাশ করা যায় না! মনোনয়নের আগে প্রধানমন্ত্রী মোদির রোড শো একই সময়ে, মনোনয়নের আগে, সোমবার (13 মে) প্রধানমন্ত্রী মোদী একটি চমকপ্রদ পাঁচ কিলোমিটার দীর্ঘ রোড শো করেন। প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি রাজ্য সভাপতি চৌধুরী ভূপেন্দ্র সিংও। রোড শো চলাকালীন পুরো এলাকা 'হর হর মহাদেব' ও 'জয় শ্রী রাম' স্লোগানে মুখরিত হয়ে ওঠে।এটা অনুরণিত ছিল. প্রধানমন্ত্রীকে উল্লাস করতে রাস্তার দুপাশে সমর্থক ও লোকজনের বিপুল ভিড় জমে যায়। কাশী বিশ্বনাথ ধামে রোড শো শেষ হয়।

প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন কংগ্রেসের অজয় রাই

বারাণসী ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শক্ত ঘাঁটি। তিনি 2014 এবং 2019 সালে দুবার এখান থেকে লোকসভা নির্বাচনে জিতেছিলেন। বারাণসীতে পিএম মোদির বিরুদ্ধে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই মনোনয়ন পেয়েছেন। এই নিয়ে তৃতীয়বার লোকসভা নির্বাচনে অজয় রাই মোদির মুখোমুখি হবেন। লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপে ১ জুন বারাণসীতে ভোট হবে। 2019 সালে, PM মোদি 6,74,664 এরও বেশি ভোট নিয়ে আসনটি জিতেছিলেন।

বিচারপতি সঞ্জীব খান্না হতে পারেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি

এ এন আই: ডিওয়াই চন্দ্রচূড় আগামী 10 নভেম্বর অবসর নেবেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় 10 নভেম্বর 2024-এ তার পদ থেকে অবসর নেবেন। তিনি 09 নভেম্বর 2022-এ ভারতের 50 তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং দুই বছরের জন্য এই পদে থাকবেন। আমরা যদি সুপ্রিম কোর্টের বিচারকদের জ্যেষ্ঠতা তালিকা দেখি, তাহলে আগামী আট বছরে বিচারপতির সংখ্যা দাঁড়াবেচন্দ্রচূড়ের পর বিচারপতি জেবি পারদিওয়ালাই হবেন একমাত্র বিচারপতি যিনি দুই বছরেরও বেশি সময় প্রধান বিচারপতির পদে থাকবেন। এ ছাড়া এমন কোনো CJI থাকবেন না যিনি এক বছরের বেশি সময় চেয়ারে থাকতে পারবেন। CJI চন্দ্রচূড়ের পরে, বিচারপতি সঞ্জীব খান্না জ্যেষ্ঠতার তালিকায় দ্বিতীয় এবং পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার সারিতে আছেন। জ্যেষ্ঠতার নীতি অনুসরণ করা হলে বিচারপতি সঞ্জীব খান্না 11 নভেম্বর 2024দেশের ৫১তম প্রধান বিচারপতি হবেন। তার মেয়াদ ছয় মাসের জন্য হবে এবং তিনি 13 মে, 2025 এ অবসর নেবেন। বিচারপতি সঞ্জীব খান্না 2019 সালের জানুয়ারিতে দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসেন। প্রায় সাড়ে চার বছরের শাসনামলে এখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তিনি 358টি বেঞ্চের অংশ ছিলেন এবং 90টি রায় দিয়েছেন। বিচারপতি খান্নার পর পরের বিচারপতি বি.আর. গাভাই যিনি 14 মে 2025-এ CJI হতে পারেনহয়। তার মেয়াদ ছয় মাসেরও কম হবে এবং তিনি 23 নভেম্বর, 2025-এ অবসর নেবেন। অর্থাৎ 2025 সালে দেশ দুটি CJI পাবে। এর পরে, বিচারপতি সূর্য কান্তের পালা আসতে পারে যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ করা হয়, তবে 24 নভেম্বর 2025 তারিখে বিচারপতি সূর্য কান্ত 14 মাসের জন্য ভারতের প্রধান বিচারপতি হবেন। বিচারপতি সূর্য কান্তের পরে, বিচারপতি বিক্রম নাথ 07 ফেব্রুয়ারী 2027 থেকে 23 সেপ্টেম্বর 2027 পর্যন্ত সিজেআই হওয়ার লাইনে রয়েছেন।চেয়ারে থাকবে। এর পরে আসবেন বিচারপতি বিভি নাগারথনা (৩৬ দিন), বিচারপতি পিএস নরসিমা (প্রায় ৬ মাস), বিচারপতি জেবি পারদিওয়ালা (দুই বছরের বেশি) এবং বিচারপতি কেভি বিশ্বনাথন (মেয়াদকাল প্রায় ১০ মাস)।
AAP তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল
ডেস্ক: আম আদমি পার্টি (AAP) পাঞ্জাব লোকসভা নির্বাচনের জন্য 40 জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় প্রথমে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম। একইসঙ্গে আলোচনায় তার স্ত্রী সুনিতা কেজরিওয়ালের নামও রয়েছে দ্বিতীয় স্থানে। এই দুটি ছাড়াপাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সত্যেন্দ্র জৈন, রাঘব চাড্ডা, সৌরভ ভরদ্বাজ, সন্দীপ পাঠক, পঙ্কজ গুপ্ত, সঞ্জয় সিং এবং অতীশিকেও তারকা প্রচারক করা হয়েছে। একইসঙ্গে এই তালিকায় রয়েছে জেলবন্দি মনীশ সিসোদিয়ার নামও। সম্পূর্ণ তালিকা দেখুন- একই সময়ে, আমরা আপনাকে বলি যে পাঞ্জাবে অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনের জন্য, বিজেপির প্রনীত কৌর এবং আম আদমি পার্টির কুলদীপ সিং ধালিওয়াল সহ অনেক প্রার্থী সোমবার তাদের মনোনয়ন জমা দিয়েছেন।ফাইল করা হয়েছে। AAP-এর প্রনীত কৌর এবং তার প্রতিদ্বন্দ্বী বলবীর সিং পাতিয়ালা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আর AAP-এর কুলদীপ সিং ধলিওয়াল অমৃতসর থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিজেপি প্রার্থী অরবিন্দ খান্না সাংগুর সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিল করেছেন, এবং শিরোমনি আকালি দলের (এসএডি) প্রার্থী বিরসা সিং ভালতোহা তারন তারান জেলার খাদুর সাহেব আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। ১৪ মে পর্যন্ত মনোনয়নপত্র১৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দাখিল করা যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ মে। ১ জুন পাঞ্জাবে ভোট মনোনয়ন জমা দেওয়ার সময়, চার বারের সাংসদ প্রনীত কৌর তার ছেলে রণিন্দর সিং, মেয়ে জয় ইন্দার কৌর এবং বিজেপি নেতাদের সাথেও উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি পাতিয়ালার ঐতিহাসিক বুর্জ বাবা আলা সিং-এ প্রণাম করেন। কৌর 1999 সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দেন।2004, 2009 এবং 2019 সালে কংগ্রেসের টিকিটে পাতিয়ালা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছিলেন। তার স্বামী এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বিজেপিতে যোগ দেওয়ার পরই কংগ্রেস গত বছরের ফেব্রুয়ারিতে তাকে বরখাস্ত করেছিল। অরবিন্দ খান্না সাংগুর সংসদীয় আসন থেকে মনোনয়ন জমা দেন এবং তার সঙ্গে ছিলেন পাঞ্জাব বিজেপির প্রধান সুনীল জাখর। ১ জুন পাঞ্জাবের ১৩টি লোকসভা আসনে ভোটহবে.
চীনের বড় ধাক্কা, চাবাহার বন্দর নিয়ে ইরানের সাথে ১০ বছরের চুক্তি স্বাক্ষর ভারতের
#chabahar_port_india_iran_sign_10_year_agreement_for_operations


এ এন আই: ইরান ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ভারত ভাল সাফল্য পাবে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের উপস্থিতিতে ভারত ও ইরানের মধ্যে একটি 10 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।চুক্তি স্বাক্ষর করেছে বন্দর ও সমুদ্র সংস্থা। বন্দরটি ভারতকে পাকিস্তানের গোয়াদর বন্দর এবং চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মোকাবিলায় সাহায্য করবে। চাবাহার বন্দরের মাধ্যমে ভারত পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পৌঁছাতে পারবে। অনুষ্ঠানে বক্তৃতাকালে সোনোয়াল বলেন, “এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমরা চাবাহারে ভারতের দীর্ঘমেয়াদী সম্পৃক্ততার ভিত্তি স্থাপন করেছি।" তিনি বলেন, এই চুক্তি স্বাক্ষরের ফলে চাবাহার বন্দরের কার্যক্ষমতা ও দৃশ্যমানতার ওপর বহুগুণ প্রভাব পড়বে। তার মতে, চাবাহার শুধু ভারতের নিকটতম ইরানি বন্দরই নয়, এটি সামুদ্রিক দৃষ্টিকোণ থেকেও একটি চমৎকার বন্দর। সোনোয়াল তার ইরানি প্রতিপক্ষের সঙ্গেও বৈঠক করেছেন। শক্তি সমৃদ্ধ ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অবস্থিত, চাবাহার বন্দর সংযোগ এবং বাণিজ্যভারত ও ইরান সম্পর্ক জোরদার করার জন্য তৈরি হচ্ছে। বন্দরটিকে আফগানিস্তান, মধ্য এশিয়া এবং বৃহত্তর ইউরেশীয় অঞ্চলের সাথে ভারতের মূল সংযোগের সংযোগ হিসাবে দেখা হয়, যা এটিকে পাকিস্তানের গোয়াদর বন্দরের পাশাপাশি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বজায় রাখতে সহায়তা করবে। চাবাহারকে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর (INSTC) এর সাথে সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে যা ভারতকে সংযুক্ত করবেইরানের মাধ্যমে রাশিয়ার সাথে সংযোগ স্থাপন করা যাক এই বন্দরটি ভারতকে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছাতে সক্ষম করবে। এর জন্য এখন আর পাকিস্তানের প্রয়োজন হবে না। পররাষ্ট্র মন্ত্রক এপ্রিল মাসে বঙ্গোপসাগরের মায়ানমারের সিটওয়ে বন্দরের কার্যক্রম গ্রহণের জন্য ইন্ডিয়া পোর্টস গ্লোবালের একটি প্রস্তাব অনুমোদন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সোনোয়াল একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচারণার সময় ভ্রমণ করছেন।যা গত কয়েক বছর ধরে যে চুক্তির কাজ চলছে তার গুরুত্ব বোঝায়। এই চুক্তি ভারতকে সেই বন্দর পরিচালনা করতে সক্ষম করবে যার জন্য এটি সম্প্রসারণের জন্য তহবিল পরিচালনা করেছে। এই চুক্তি এমন এক সময়ে করা হচ্ছে যখন পশ্চিম এশিয়ায় সংকটময় পরিস্থিতি বিরাজ করছে।
মুজাফফরাবাদে চলতি বিক্ষোভের মধ্যে জয়শঙ্করের বড় বক্তব্য, একদিন আমরা পিওকে অবৈধ দখলের অবসান ঘটাব
#s_jaishankar_gave_a_strong_message_to_pakistan


এ এন আই: ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং বিদ্যুতের দাম নিয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। রবিবার, পিওকে সরকারের সঙ্গে জম্মু ও কাশ্মীর আওয়ামী অ্যাকশন কমিটির আলোচনা ব্যর্থ হয়েছে। এই কারণে,JAAC-এর নেতৃত্বে বিক্ষোভকারীরা রাওয়ালাকোট থেকে PoK এর রাজধানীতে চলে গেছে।মুজাফফরাবাদ পর্যন্ত লংমার্চ। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বেআইনিভাবে দখলকৃত এলাকা একীভূত করার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন যে একদিন আমরা PoK-এর অবৈধ দখলের অবসান ঘটাব এবং PoK ভারতে যোগ দেবে।পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আবার বলেছেন যে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওকে) আগেও ভারতের ছিল, আজও।এটি ভারতেরও অন্তর্গত এবং ভবিষ্যতেও ভারতেরই থাকবে। তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাকিস্তান অবৈধ দখল করেছে এবং ভারত তা মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জয়শঙ্কর বলেন, 'পিওকে ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে।' মুম্বাইয়ের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট 'রোডম্যাপ ফর ডেভেলপড ইন্ডিয়া' শীর্ষক সেমিনারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জোর দিয়ে বলেন, ভারতের ডনীতিটি পরিষ্কার - PoK এর অবৈধ দখলকে সরিয়ে দিতে হবে এবং এটি ভারতের সাথে একীভূত করতে হবে। বিরোধী দলগুলোরও কি PoK নিয়ে একই মত আছে? এই প্রশ্নে জয়শঙ্কর বলেন, বিরোধীরা উল্টো দিকে এগোচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমাদের উদ্দেশ্য দৃঢ় যে একদিন পিওকে থেকে অবৈধ দখলদারিত্ব দূর হবে এবং এটি ভারতের সাথে একীভূত হবে। আমাদের জানিয়ে দেওয়া যাক যে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং বিল বৃদ্ধির বিরুদ্ধে।চলমান বিক্ষোভের জেরে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর পাকিস্তান সরকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। সোমবার পিওকে-তে দুর্দশার বিরুদ্ধে ধর্মঘটের চতুর্থ দিন। বিক্ষোভকারীরা সেখানে অবস্থান শুরু করে এবং মুজাফফরাবাদের দিকে লংমার্চ বের করে।