ব্যারাকপুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদীর

নিজস্ব প্রতিনিধি: রবিবার সকালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই জনসভা মঞ্চ থেকে সরাসরি তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। এদিন তিনি স্পষ্ট করে দেন,যারা দুর্নীতি গ্রস্ত, সেই সমস্ত দুর্নীতিবাজদের ছাড়া হবে না। সমস্ত দুর্নীতির হিসেব হবে। তৃণমূল অভিযুক্তদের ক্লিনচিট দেওয়ার চেষ্টা করছে। সন্দেশখালির মহিলাদের ভয় দেখাচ্ছে। তৃণমূল এক নয়া খেলা শুরু করেছে। শাহজাহান শেখকে অপরাধী নয় প্রমাণ করার চেষ্টা চলছে। তৃণমূলের গুণ্ডাদের ভয় না পেয়ে ভোট দিন।২০১৯ সালের থেকে এবারের নির্বাচনে বাংলায় বিজেপি ভালো ফল করবে।
এদিন মোদীজির পাঁচ গ্যারান্টির কথা উল্লেখ করেন। তিনি বলেন,১) ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে তিনি দেবেন না।২)এস,এসটি, ওবিসি সংরক্ষণ কেউ রদ করতে পারবে না।৩) এখানে রামের নাম নেওয়া ও রামনবমী দিবস পালনে বাধা দিতে পারবে না কেউ। এছাড়াও ৪) রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের বদল কেউ করতে পারবে না।সব শেষ গ্যারান্টি দেন যে, ৫)নাগরিকত্ব দেওয়ার সিএএ আইন কেউ রদ করতে পারবে না। তিনি নাগরিকত্ব দেবেন সবাইকে।
এদিন তার ভাষণে উঠে এল "চোর ধর,জেল ভর " শ্লোগান। সিএজি রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গ সরকার ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কোন হিসেব দিতে পারেনি।ক্যাগ রিপোর্টে তা প্রকাশ পেয়েছে।সেই টাকা লুঠ হয়েছে।তৃণমূলের আমলে নানান দুর্নীতি হয়েছে। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ ঘোটালে। এখানে রেট বেঁধে দিয়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে।
তিনি বলেন,বাংলা পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। কংগ্রেস শাসনে উন্নয়নের দিক থেকে বঞ্চিত ছিল এই পূর্ব ভারত। তার সময়ে পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।পর্যটন শিল্পের বিকাশ হয়েছে বিস্তর।



 
						





 *"ঘটছে যাহা -ঘটবে যাহা"*
*"ঘটছে যাহা -ঘটবে যাহা"*
   এ এন আই: প্রথমে মাকে গুলি করে। তারপর ৩ সন্তানকে ছাদ থেকে ফেলে, স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন, যুবকের পরিবারের ৫ সদস্যকে খুন, আসামিও আত্মহত্যা করলেন ইউপির সীতাপুরে ।একই পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইউপির সীতাপুরে এক যুবক তার মা, স্ত্রী ও সন্তানদের নির্মমভাবে হত্যা করেছে। অভিযুক্ত তার মাকে গুলি করে এবং স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন করে।ঘটনাটি ঘটেছে মথুরা থানার পালহাপুর গ্রামে। এর পর অভিযুক্ত তার তিন সন্তানকে ছাদ থেকে ফেলে দেয়, এতে তারাও মারা যায়। পরিবারের পাঁচ সদস্যকে হত্যার পর নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে অভিযুক্ত। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত মাদকাসক্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিল। পালহাপুরে কৃষক বীরেন্দ্র সিংয়ের ছেলে অনুরাগ সিং গতকাল রাতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মানসিকভাবেবিভ্রান্ত অনুরাগ সিং, মা সাবিত্রী দেবী (62), স্ত্রী বীরেন্দ্র সিং, স্ত্রী প্রিয়াঙ্কা সিং (40), মেয়ে অশ্বি (12), ছেলে অনুরাগ এবং মেয়ে অর্ণা (08) ঘটনাস্থলেই মারা যান। ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আদবিক (০৪) মারা যান। ঘটনার পর অনুরাগ সিং (৪৫) নিজেই আত্মহত্যা করেছেন। সকালে ঘটনার খবর পাওয়া মাত্রই গোটা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সীতাপুরের এসএসপি মোচক্রেশ মিশ্র বলেছেন, 'আজ, মথুরার রামপুর পুলিশ তথ্য পেয়েছে যে অনুরাগ সিং (বয়স- 45 বছর) নামে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি নিজেকে গুলি করার আগে তার পরিবারের 5 সদস্যকে হত্যা করেছে। পুলিশ ও এফএসএল দল তদন্ত করছে। সবদিক থেকেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ এন আই: প্রথমে মাকে গুলি করে। তারপর ৩ সন্তানকে ছাদ থেকে ফেলে, স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন, যুবকের পরিবারের ৫ সদস্যকে খুন, আসামিও আত্মহত্যা করলেন ইউপির সীতাপুরে ।একই পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইউপির সীতাপুরে এক যুবক তার মা, স্ত্রী ও সন্তানদের নির্মমভাবে হত্যা করেছে। অভিযুক্ত তার মাকে গুলি করে এবং স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন করে।ঘটনাটি ঘটেছে মথুরা থানার পালহাপুর গ্রামে। এর পর অভিযুক্ত তার তিন সন্তানকে ছাদ থেকে ফেলে দেয়, এতে তারাও মারা যায়। পরিবারের পাঁচ সদস্যকে হত্যার পর নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে অভিযুক্ত। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত মাদকাসক্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিল। পালহাপুরে কৃষক বীরেন্দ্র সিংয়ের ছেলে অনুরাগ সিং গতকাল রাতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মানসিকভাবেবিভ্রান্ত অনুরাগ সিং, মা সাবিত্রী দেবী (62), স্ত্রী বীরেন্দ্র সিং, স্ত্রী প্রিয়াঙ্কা সিং (40), মেয়ে অশ্বি (12), ছেলে অনুরাগ এবং মেয়ে অর্ণা (08) ঘটনাস্থলেই মারা যান। ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আদবিক (০৪) মারা যান। ঘটনার পর অনুরাগ সিং (৪৫) নিজেই আত্মহত্যা করেছেন। সকালে ঘটনার খবর পাওয়া মাত্রই গোটা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সীতাপুরের এসএসপি মোচক্রেশ মিশ্র বলেছেন, 'আজ, মথুরার রামপুর পুলিশ তথ্য পেয়েছে যে অনুরাগ সিং (বয়স- 45 বছর) নামে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি নিজেকে গুলি করার আগে তার পরিবারের 5 সদস্যকে হত্যা করেছে। পুলিশ ও এফএসএল দল তদন্ত করছে। সবদিক থেকেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 
 এ এন আই:সূর্য থেকে নির্গত শক্তিশালী ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে। ইতিমধ্যেই ইলন মাস্কের স্যাটেলাইটের ত্রুটি ধরা পড়েছে। এই ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে, যা দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ভূ-চৌম্বকীয় ঝড়ের সাথে সম্পর্কিত ওঠানামার কারণে স্যাটেলাইট, জিপিএস, রেডিও এবং পাওয়ার গ্রিডগুলি ঝুঁকির মধ্যে রয়েছে। মহাকাশযান উচ্চ বিকিরণের ঝুঁকিতে রয়েছে। যদিও পৃথিবীর বায়ুমণ্ডল এটিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়প্রবেশে বাধা দেয়। দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে। এ কারণে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেন পর্যন্ত আকাশে দর্শনীয় অরোরা দেখা গেছে। রঙিন আলোয় স্নান হয়ে দেখা দিল আকাশ। এ কারণে স্যাটেলাইট ও পাওয়ার গ্রিড বিপাকে পড়েছে। সূর্য থেকে বিশাল ঝড় আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে, অনেককরোনাল ম্যাস ইজেকশন (সিএমই) দেখা গেছে। সিএমই হল সূর্য থেকে নির্গত প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র। পরে তা বিশাল ভূ-চৌম্বকীয় ঝড়ে পরিণত হয়। এর আগেও এসেছিল বিপজ্জনক ঝড় এই ভূ-চৌম্বকীয় ঝড়কে পরে 'চরম' বিভাগে উন্নীত করা হয়। আগের বিপজ্জনক ঝড় ছিল ২০০৩ সালে 'হ্যালোইন'। এটি সুইডেনে ব্ল্যাকআউট এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ পরিকাঠামোর ক্ষতির কারণ হয়েছিল। আসাআগামী দিনে আরও সিএমই গ্রহে আঘাত হানার আশঙ্কা রয়েছে। স্টারলিংক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট কোম্পানিও দুর্বল পরিষেবার সতর্কতা জারি করেছে। পৃথিবীকে প্রদক্ষিণ করা স্যাটেলাইটগুলির প্রায় 60 শতাংশ স্টারলিঙ্কের অন্তর্গত, যা পৃথিবীতে ইন্টারনেট সরবরাহ করে। মাস্ক এক্স-এর একটি পোস্টে বলেছেন যে তার স্যাটেলাইটগুলি চাপের মধ্যে রয়েছে। আকাশে আলো দেখা যায় উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়া থেকেসোশ্যাল মিডিয়ায় অরোরার ছবি দেখা গেছে। ইংল্যান্ডের হার্টফোর্ডের ইয়ান ম্যানসফিল্ড বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে আমরা সবেমাত্র আমাদের বাগানের বাচ্চাদের নর্দার্ন লাইট দেখার জন্য জাগিয়েছি। এটি খালি চোখে বেশ স্পষ্টভাবে দৃশ্যমান। কি সমস্যা হতে পারে কর্তৃপক্ষ স্যাটেলাইট অপারেটর, এয়ারলাইন্স এবং পাওয়ার গ্রিডগুলিকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছে।অবগত করা হয়েছে. এই সময়ের মধ্যে, রেডিও সিগন্যালে ব্যাঘাতও দেখা যেতে পারে। সানস্পট থেকে নির্গত ঝড় সৌর শিখাগুলি আলোর গতিতে ভ্রমণ করে, প্রায় 8 মিনিটের মধ্যে পৃথিবীতে পৌঁছায়। কিন্তু সিএমই তার চেয়ে ধীর গতিতে চলে। বর্তমানে এর গড় প্রতি সেকেন্ডে ৮০০ কিমি। সিএমই সূর্যের একটি বিশাল সূর্যের দাগ থেকে উদ্ভূত হয়েছে, যা আমাদের গ্রহের চেয়ে 17 গুণ প্রশস্ত।
এ এন আই:সূর্য থেকে নির্গত শক্তিশালী ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে। ইতিমধ্যেই ইলন মাস্কের স্যাটেলাইটের ত্রুটি ধরা পড়েছে। এই ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে, যা দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ভূ-চৌম্বকীয় ঝড়ের সাথে সম্পর্কিত ওঠানামার কারণে স্যাটেলাইট, জিপিএস, রেডিও এবং পাওয়ার গ্রিডগুলি ঝুঁকির মধ্যে রয়েছে। মহাকাশযান উচ্চ বিকিরণের ঝুঁকিতে রয়েছে। যদিও পৃথিবীর বায়ুমণ্ডল এটিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়প্রবেশে বাধা দেয়। দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে। এ কারণে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেন পর্যন্ত আকাশে দর্শনীয় অরোরা দেখা গেছে। রঙিন আলোয় স্নান হয়ে দেখা দিল আকাশ। এ কারণে স্যাটেলাইট ও পাওয়ার গ্রিড বিপাকে পড়েছে। সূর্য থেকে বিশাল ঝড় আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে, অনেককরোনাল ম্যাস ইজেকশন (সিএমই) দেখা গেছে। সিএমই হল সূর্য থেকে নির্গত প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র। পরে তা বিশাল ভূ-চৌম্বকীয় ঝড়ে পরিণত হয়। এর আগেও এসেছিল বিপজ্জনক ঝড় এই ভূ-চৌম্বকীয় ঝড়কে পরে 'চরম' বিভাগে উন্নীত করা হয়। আগের বিপজ্জনক ঝড় ছিল ২০০৩ সালে 'হ্যালোইন'। এটি সুইডেনে ব্ল্যাকআউট এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ পরিকাঠামোর ক্ষতির কারণ হয়েছিল। আসাআগামী দিনে আরও সিএমই গ্রহে আঘাত হানার আশঙ্কা রয়েছে। স্টারলিংক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট কোম্পানিও দুর্বল পরিষেবার সতর্কতা জারি করেছে। পৃথিবীকে প্রদক্ষিণ করা স্যাটেলাইটগুলির প্রায় 60 শতাংশ স্টারলিঙ্কের অন্তর্গত, যা পৃথিবীতে ইন্টারনেট সরবরাহ করে। মাস্ক এক্স-এর একটি পোস্টে বলেছেন যে তার স্যাটেলাইটগুলি চাপের মধ্যে রয়েছে। আকাশে আলো দেখা যায় উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়া থেকেসোশ্যাল মিডিয়ায় অরোরার ছবি দেখা গেছে। ইংল্যান্ডের হার্টফোর্ডের ইয়ান ম্যানসফিল্ড বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে আমরা সবেমাত্র আমাদের বাগানের বাচ্চাদের নর্দার্ন লাইট দেখার জন্য জাগিয়েছি। এটি খালি চোখে বেশ স্পষ্টভাবে দৃশ্যমান। কি সমস্যা হতে পারে কর্তৃপক্ষ স্যাটেলাইট অপারেটর, এয়ারলাইন্স এবং পাওয়ার গ্রিডগুলিকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছে।অবগত করা হয়েছে. এই সময়ের মধ্যে, রেডিও সিগন্যালে ব্যাঘাতও দেখা যেতে পারে। সানস্পট থেকে নির্গত ঝড় সৌর শিখাগুলি আলোর গতিতে ভ্রমণ করে, প্রায় 8 মিনিটের মধ্যে পৃথিবীতে পৌঁছায়। কিন্তু সিএমই তার চেয়ে ধীর গতিতে চলে। বর্তমানে এর গড় প্রতি সেকেন্ডে ৮০০ কিমি। সিএমই সূর্যের একটি বিশাল সূর্যের দাগ থেকে উদ্ভূত হয়েছে, যা আমাদের গ্রহের চেয়ে 17 গুণ প্রশস্ত।
 
 
   
   ছ
ছ
   
   
   
   
   
   
   
   
   বি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
বি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
 
 
   
   নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ১ লক্ষ ৩০ হাজার ভোটে জিতবেন। এমনটাই দাবি করলেন পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট সৌরভ সিং। যদিও পার্থ ভৌমিকের প্রতিপক্ষ তাঁর সৌরভের জেঠু অর্জুন সিং। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে সৌরভ সিং অভিযোগ করেন, ভাটপাড়া পুরসভার ১৫, ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো ব্যানার, ফেস্টুন রাতের অন্ধকারে বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে। ব্যানার ছেঁড়ার সিসিটিভি ক্যামেরার ফুটেজও তিনি দেখান।  সৌরভের দাবি, মানুষ পার্থ ভৌমিককে দু'হাত তুলে আশীর্বাদ করছেন। এতেই ওরা ভয় পেয়ে গিয়েছে। তাই পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো ব্যানার ওরা ছিঁড়ে দিচ্ছে। তিনি আরও বলেন, জগদ্দল থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসন পদক্ষেপও নেবে। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তো তাঁরই জেঠু। সাংবাদিকদের এহেন প্রশ্নের উত্তরে সৌরভ সিং বলেন, উনি তো সংবাদ মাধ্যমে বলেছেন তাঁর ২৮৩৬ টা ভাইপো। কিন্তু তিনি তো কোনওদিন বলেননি অর্জুন সিং তাঁর কাকা। সৌরভের কথায়, তিনি অনিল সিং ওরফে ভীমের পুত্র।
নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ১ লক্ষ ৩০ হাজার ভোটে জিতবেন। এমনটাই দাবি করলেন পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট সৌরভ সিং। যদিও পার্থ ভৌমিকের প্রতিপক্ষ তাঁর সৌরভের জেঠু অর্জুন সিং। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে সৌরভ সিং অভিযোগ করেন, ভাটপাড়া পুরসভার ১৫, ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো ব্যানার, ফেস্টুন রাতের অন্ধকারে বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে। ব্যানার ছেঁড়ার সিসিটিভি ক্যামেরার ফুটেজও তিনি দেখান।  সৌরভের দাবি, মানুষ পার্থ ভৌমিককে দু'হাত তুলে আশীর্বাদ করছেন। এতেই ওরা ভয় পেয়ে গিয়েছে। তাই পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো ব্যানার ওরা ছিঁড়ে দিচ্ছে। তিনি আরও বলেন, জগদ্দল থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসন পদক্ষেপও নেবে। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তো তাঁরই জেঠু। সাংবাদিকদের এহেন প্রশ্নের উত্তরে সৌরভ সিং বলেন, উনি তো সংবাদ মাধ্যমে বলেছেন তাঁর ২৮৩৬ টা ভাইপো। কিন্তু তিনি তো কোনওদিন বলেননি অর্জুন সিং তাঁর কাকা। সৌরভের কথায়, তিনি অনিল সিং ওরফে ভীমের পুত্র।
   
   
 
 
  
May 12 2024, 18:55
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.2k