WestBengalBangla

May 12 2024, 18:55

জনসভা শেষে পুরুলিয়া শহরে প্রার্থীর সমর্থনে শুভেন্দুর রোড শো
এসবি নিউজ ব্যুরো: পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে রবিবাসরীয় নির্বাচনী প্রচারে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন তিনি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে বিকেল ৪টে নাগাদ একটি জনসভা করেন পুঞ্চা ব্লক মাঠে। এরপর পুরুলিয়া শহরে একটি রোড শো করেন প্রার্থীর সমর্থনে।


এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন ," কুড়মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাতো ভোট কেটে তৃণমূলের সুবিধা করতে ভোটে দাঁড়িয়েছেন। এবং অজিত বাবু শুভেন্দু অধিকারী কে আক্রমণ করার ঘটনায় ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী উকিল নোটিশ পাঠিয়েছেন অজিত মাহাতোর কাছে। তার জবাব তিনি এখনো দেননি। তাই আগামী দিন অজিত বাবুর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলেও জানিয়ে দিলেন এই সভা মঞ্চথেকে। পাশাপাশি, কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর উদ্দেশ্যে বলেন, তিনি ভদ্রলোক, তা সত্ত্বেও তিনি ভোট কাটার ময়দানে নেমেছেন। তাঁর বক্তব্যের পুরো ভাগেই ছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন তিনি।


এছাড়াও পুরুলিয়া জেলা তৃণমূলের নেতৃত্বকেও এক হাত নয়।এদিনের নির্বাচনী সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালীর আবারও ভাইরাল হওয়া ভিডিও নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ফেক ভিডিও। এনিয়ে কোর্টে মামলা হয়েছে। তাছাড়াও ওখানকার এক সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র তার উত্তর দিয়ে দিয়েছেন। তিনি দাবি করেন,পিসি ভাইপোকে জেলে ঢোকানো হবে।

WestBengalBangla

May 12 2024, 13:52

ব্যারাকপুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ মোদীর

নিজস্ব প্রতিনিধি: রবিবার সকালে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ভাটপাড়ায় এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই জনসভা মঞ্চ থেকে সরাসরি তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। এদিন তিনি স্পষ্ট করে দেন,যারা দুর্নীতি গ্রস্ত, সেই সমস্ত দুর্নীতিবাজদের ছাড়া হবে না। সমস্ত দুর্নীতির হিসেব হবে। তৃণমূল অভিযুক্তদের ক্লিনচিট দেওয়ার চেষ্টা করছে। সন্দেশখালির মহিলাদের ভয় দেখাচ্ছে। তৃণমূল এক নয়া খেলা শুরু করেছে। শাহজাহান শেখকে অপরাধী নয় প্রমাণ করার চেষ্টা চলছে। তৃণমূলের গুণ্ডাদের ভয় না পেয়ে ভোট দিন।২০১৯ সালের থেকে এবারের নির্বাচনে বাংলায় বিজেপি ভালো ফল করবে।

এদিন মোদীজির পাঁচ গ্যারান্টির কথা উল্লেখ করেন। তিনি বলেন,১) ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করতে তিনি দেবেন না।২)এস,এসটি, ওবিসি সংরক্ষণ কেউ রদ করতে পারবে না।৩) এখানে রামের নাম নেওয়া ও রামনবমী দিবস পালনে বাধা দিতে পারবে না কেউ। এছাড়াও ৪) রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের বদল কেউ করতে পারবে না।সব শেষ গ্যারান্টি দেন যে, ৫)নাগরিকত্ব দেওয়ার সিএএ আইন কেউ রদ করতে পারবে না। তিনি নাগরিকত্ব দেবেন সবাইকে।

এদিন তার ভাষণে উঠে এল "চোর ধর,জেল ভর " শ্লোগান। সিএজি রিপোর্টের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমবঙ্গ সরকার ২ লক্ষ ৩০ হাজার কোটি টাকার কোন হিসেব দিতে পারেনি।ক্যাগ রিপোর্টে তা প্রকাশ পেয়েছে।সেই টাকা লুঠ হয়েছে।তৃণমূলের আমলে নানান দুর্নীতি হয়েছে। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ ঘোটালে। এখানে রেট বেঁধে দিয়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে।

তিনি বলেন,বাংলা পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। কংগ্রেস শাসনে উন্নয়নের দিক থেকে বঞ্চিত ছিল এই পূর্ব ভারত। তার সময়ে পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।পর্যটন শিল্পের বিকাশ হয়েছে বিস্তর।

WestBengalBangla

May 12 2024, 10:44

*কবিতা*
*"ঘটছে যাহা -ঘটবে যাহা"*

*গোপাল মাঝি*

কুকুর ডাকে ঘেউ -ঘেউ
       বিড়াল ডাকে মিউ,
কুমিরের ডাকের কেমন আওয়াজ
         শুনেছে কি কেউ?
ক্যাঙ্গারুরা বাচ্চা রাখে তাদের
           বুকের থলির মধ্যে,
তেলাপিয়ার বাচ্চা কেমন দেখো
             রাখে তাদের মুখে ।
শীত -কালে আসে কতো
              পাখি পরিযায়ী,
মাছ হয়েও তিমি যেমন
              গোত্র স্তন্যপায়ী ।
শালিক -টিয়া পাখি হলেও
            পোষ মানানো যায়,
সঠিক শিক্ষা পেলেও এরা
           দিব্যি কথা কয়!
সার্কাসে সাইকেল চালায় দেখি
           কাকা -তুয়া পাখি,
জ্বলন্ত রিং পার হচ্ছে বাঘ
           আছে কি আর বাকি?
আদান -প্রদানে বেঁচে থাকে
            যারা  মিথোজীবী,
শ্রেষ্ঠত্বের গর্ব করে মানুষ
            হয়ে পরভোজী!
বিচিত্র সব দেখছি যতো
          থাকবে না অবশেষ,
সকল শক্তির উৎস সূর্য্য
           হয় যদি শেষ!

WestBengalBangla

May 12 2024, 10:02

উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা,এক যুবক পরিবারের ৫ সদস্যকে খুন করে নিজে আত্মঘাতী
এ এন আই: প্রথমে মাকে গুলি করে। তারপর ৩ সন্তানকে ছাদ থেকে ফেলে, স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন, যুবকের পরিবারের ৫ সদস্যকে খুন, আসামিও আত্মহত্যা করলেন ইউপির সীতাপুরে ।একই পরিবারের ৬ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইউপির সীতাপুরে এক যুবক তার মা, স্ত্রী ও সন্তানদের নির্মমভাবে হত্যা করেছে। অভিযুক্ত তার মাকে গুলি করে এবং স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুন করে।ঘটনাটি ঘটেছে মথুরা থানার পালহাপুর গ্রামে। এর পর অভিযুক্ত তার তিন সন্তানকে ছাদ থেকে ফেলে দেয়, এতে তারাও মারা যায়। পরিবারের পাঁচ সদস্যকে হত্যার পর নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে অভিযুক্ত। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত মাদকাসক্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিল। পালহাপুরে কৃষক বীরেন্দ্র সিংয়ের ছেলে অনুরাগ সিং গতকাল রাতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মানসিকভাবেবিভ্রান্ত অনুরাগ সিং, মা সাবিত্রী দেবী (62), স্ত্রী বীরেন্দ্র সিং, স্ত্রী প্রিয়াঙ্কা সিং (40), মেয়ে অশ্বি (12), ছেলে অনুরাগ এবং মেয়ে অর্ণা (08) ঘটনাস্থলেই মারা যান। ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আদবিক (০৪) মারা যান। ঘটনার পর অনুরাগ সিং (৪৫) নিজেই আত্মহত্যা করেছেন। সকালে ঘটনার খবর পাওয়া মাত্রই গোটা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সীতাপুরের এসএসপি মোচক্রেশ মিশ্র বলেছেন, 'আজ, মথুরার রামপুর পুলিশ তথ্য পেয়েছে যে অনুরাগ সিং (বয়স- 45 বছর) নামে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি নিজেকে গুলি করার আগে তার পরিবারের 5 সদস্যকে হত্যা করেছে। পুলিশ ও এফএসএল দল তদন্ত করছে। সবদিক থেকেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

WestBengalBangla

May 12 2024, 10:01

সূর্য থেকে শক্তিশালী ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে, সমূহ বিপদের সম্ভাবনা
এ এন আই:সূর্য থেকে নির্গত শক্তিশালী ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে‌। ইতিমধ্যেই ইলন মাস্কের স্যাটেলাইটের ত্রুটি ধরা পড়েছে। এই ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে, যা দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ভূ-চৌম্বকীয় ঝড়ের সাথে সম্পর্কিত ওঠানামার কারণে স্যাটেলাইট, জিপিএস, রেডিও এবং পাওয়ার গ্রিডগুলি ঝুঁকির মধ্যে রয়েছে। মহাকাশযান উচ্চ বিকিরণের ঝুঁকিতে রয়েছে। যদিও পৃথিবীর বায়ুমণ্ডল এটিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়প্রবেশে বাধা দেয়। দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় পৃথিবীতে আঘাত হেনেছে। এ কারণে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেন পর্যন্ত আকাশে দর্শনীয় অরোরা দেখা গেছে। রঙিন আলোয় স্নান হয়ে দেখা দিল আকাশ। এ কারণে স্যাটেলাইট ও পাওয়ার গ্রিড বিপাকে পড়েছে। সূর্য থেকে বিশাল ঝড় আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে, অনেককরোনাল ম্যাস ইজেকশন (সিএমই) দেখা গেছে। সিএমই হল সূর্য থেকে নির্গত প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্র। পরে তা বিশাল ভূ-চৌম্বকীয় ঝড়ে পরিণত হয়। এর আগেও এসেছিল বিপজ্জনক ঝড় এই ভূ-চৌম্বকীয় ঝড়কে পরে 'চরম' বিভাগে উন্নীত করা হয়। আগের বিপজ্জনক ঝড় ছিল ২০০৩ সালে 'হ্যালোইন'। এটি সুইডেনে ব্ল্যাকআউট এবং দক্ষিণ আফ্রিকায় বিদ্যুৎ পরিকাঠামোর ক্ষতির কারণ হয়েছিল। আসাআগামী দিনে আরও সিএমই গ্রহে আঘাত হানার আশঙ্কা রয়েছে। স্টারলিংক স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হয়েছে ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট কোম্পানিও দুর্বল পরিষেবার সতর্কতা জারি করেছে। পৃথিবীকে প্রদক্ষিণ করা স্যাটেলাইটগুলির প্রায় 60 শতাংশ স্টারলিঙ্কের অন্তর্গত, যা পৃথিবীতে ইন্টারনেট সরবরাহ করে। মাস্ক এক্স-এর একটি পোস্টে বলেছেন যে তার স্যাটেলাইটগুলি চাপের মধ্যে রয়েছে। আকাশে আলো দেখা যায় উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়া থেকেসোশ্যাল মিডিয়ায় অরোরার ছবি দেখা গেছে। ইংল্যান্ডের হার্টফোর্ডের ইয়ান ম্যানসফিল্ড বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে আমরা সবেমাত্র আমাদের বাগানের বাচ্চাদের নর্দার্ন লাইট দেখার জন্য জাগিয়েছি। এটি খালি চোখে বেশ স্পষ্টভাবে দৃশ্যমান। কি সমস্যা হতে পারে কর্তৃপক্ষ স্যাটেলাইট অপারেটর, এয়ারলাইন্স এবং পাওয়ার গ্রিডগুলিকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছে।অবগত করা হয়েছে. এই সময়ের মধ্যে, রেডিও সিগন্যালে ব্যাঘাতও দেখা যেতে পারে। সানস্পট থেকে নির্গত ঝড় সৌর শিখাগুলি আলোর গতিতে ভ্রমণ করে, প্রায় 8 মিনিটের মধ্যে পৃথিবীতে পৌঁছায়। কিন্তু সিএমই তার চেয়ে ধীর গতিতে চলে। বর্তমানে এর গড় প্রতি সেকেন্ডে ৮০০ কিমি। সিএমই সূর্যের একটি বিশাল সূর্যের দাগ থেকে উদ্ভূত হয়েছে, যা আমাদের গ্রহের চেয়ে 17 গুণ প্রশস্ত।

WestBengalBangla

May 12 2024, 08:29

শেষ ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স পৌঁছে গেল আইপিএলের প্লে-অফে
*খেলা*
খবর কলকাতা: কলকাতার ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স পৌঁছে গেল এবারের আইপিএলের প্লে-অফে। শনিবার  বৃষ্টিতে বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর করে ৭ উইকেটে ১৫৭ রান। জবাবে ৮ উইকেটে ১৩৯ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮ রানে জয় পায় কেকেআর। বি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

WestBengalBangla

May 12 2024, 08:27

কেজরিওয়ালের মুক্তিতে খুশি পাকিস্তানিরা, ফাওয়াদ চৌধুরী বললেন প্রধানমন্ত্রী মোদীর আরেকটি পরাজয়
#fawad_chaudhry_praise_arvind_kejriwal


এ এন আই: ভারতের রাজনীতিতে পাকিস্তানের আগ্রহ বাড়ছে। প্রথমে রাহুল গান্ধীর প্রশংসা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তিতে খুশি প্রকাশ করা হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিহার জেল থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী কেজরিওয়ালের মুক্তির বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং এক প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, এটি মধ্যপন্থী ভারতের জন্য একটি সুসংবাদ। এক্স-এ শেয়ার করা একটি পোস্টে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, 'মোদিজি আরেকটি যুদ্ধ হেরেছেন। মুক্তি পেলেন কেজরিওয়ালএবং এটি মধ্যপন্থী ভারতের জন্য একটি সুখবর। এর সাথে, চৌধুরী অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি সম্পর্কিত অনেক পোস্টও শেয়ার করেছেন। এই প্রথম নয় যে চৌধুরী ফাওয়াদ হুসেন ভারতে নির্বাচনের সময় ঘটে যাওয়া ঘটনা নিয়ে মন্তব্য করেছেন। এই মাসের শুরুতে, তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশংসা করেছিলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা রাহুল গান্ধীতিনি দাদা জওহরলালের মতো একজন সমাজতান্ত্রিক, দেশভাগের 75 বছর পরেও ভারত ও পাকিস্তানের একই সমস্যা রয়েছে। ফাওয়াদ চৌধুরীর এই বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে মোর্চা খুলল বিজেপি। বিজেপি নেতারা প্রশ্ন তুলেছেন যে কংগ্রেসের ব্যাখ্যা করা উচিত তাদের দলের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কী। জানিয়ে রাখি দিল্লির মদ নীতি কেলেঙ্কারিতে শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এর পর গভীর সন্ধ্যা পর্যন্তজেল থেকে বেরিয়ে আসেন কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট কেজরিওয়ালকে 50 দিন পর অন্তর্বর্তী জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে এবং আদালতের আদেশ অনুসারে, কেজরিওয়ালকে 2 জুন জেলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, কেজরিওয়ালকে জামিন দেওয়ার সময়, আদালত বেশ কয়েকটি শর্তও আরোপ করেছে যার অধীনে কেজরিওয়াল দিল্লি সচিবালয়ে অবস্থিত মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যেতে পারবেন না।

WestBengalBangla

May 12 2024, 08:26

মণিশঙ্কর আইয়ারের 'পারমাণবিক বোমা' বিবৃতির কঠোর সমালোচনা প্রধানমন্ত্রীর
#pm_modi_enraged_over_mani_shankar_aiyar_statement
এ এন আই: এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানেই নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী, সেখানেই সরাসরি কংগ্রেসকে আক্রমণ করছেন। শুক্রবার থেকে ওড়িশা সফরে রয়েছেন মোদী। প্রধানমন্ত্রী দাবি করেন, লোকসভা নির্বাচনে কংগ্রেস 50 টি আসনও জিততে পারবে না এবং নির্বাচনের পরে এটি বিরোধী দলের মর্যাদাও পাবে না। মণিশঙ্কর আইয়ারের সাম্প্রতিক ভাইরাল বিবৃতিকেও আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'কংগ্রেস বারবার নিজের দেশকে ভয় দেখানোর চেষ্টা করে। কান্ধমালে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে এই মৃত লোকেরা দেশের মানুষ।তারাও মনকে হত্যা করছে। এটা বরাবরই কংগ্রেসের মনোভাব। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস বলছে পাকিস্তানের কাছে এটম বোমা আছে। কংগ্রেস ভয় দেখানোর চেষ্টা করে দেশের হৃদয়কে। প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে 26 বছর আগে এই দিনে, অটল বিহারী বাজপেয়ীর সরকার পোখরানে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল এবং আমরা দেখিয়েছিলাম যে দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি সরকার জাতীয় স্বার্থে, দেশের সুরক্ষার জন্য কাজ করে।দেশের মানুষের আশা-আকাঙ্খার জোগান দিতে কীভাবে কাজ করে? এমন একটি দিন ছিল যখন ভারত তার সক্ষমতার পরিচয় দিয়েছিল বিশ্বের কাছে। অন্যদিকে, কংগ্রেস আছে যারা বারবার নিজের দেশকে ভয় দেখানোর চেষ্টা করে। কংগ্রেস বারবার নিজের দেশকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারা বলে বসো, বসো, পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের একটি ভিডিও শেয়ার করা হয়েছিল, যাতেআইয়ার পাকিস্তানের সাথে আলোচনাকে সমর্থন করেছিলেন এবং সরকারের কাছে আবেদন করেছিলেন যে সেখানে একজন পাগল ক্ষমতায় আসলে কী হবে, তাদের কাছে পারমাণবিক বোমা আছে। আমাদের কাছেও আছে, কিন্তু লাহোর স্টেশনে বোমা বিস্ফোরিত হলে মাত্র ৮ সেকেন্ডে বোমা থেকে বিকিরণ অমৃতসরে পৌঁছে যাবে। এমন পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে বোমার ব্যবহার বন্ধের চেষ্টা করা উচিত। আপনি যদি তাদের সাথে কথা বলার এবং তাদের সম্মান দেখানোর চেষ্টা করেন,তবেই তাদের বোমার কথা ভাববে না। প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেসের এই দুর্বল মনোভাবের কারণে জম্মু ও কাশ্মীরের মানুষ 60 বছর ধরে সন্ত্রাসের শিকার হয়েছে। দেশ কত সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে? দেশ ভুলতে পারে না যে, সন্ত্রাসীদের পাঠ শেখানোর পরিবর্তে এই লোকেরা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে মিটিং করত। 26/11 মুম্বাই হামলার পর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস ছিল না কেন? কারণকংগ্রেস এবং ভারত জোট মনে করেছিল যে আমরা ব্যবস্থা নিলে আমাদের ভোটব্যাঙ্ক ক্ষুব্ধ হবে।

WestBengalBangla

May 11 2024, 17:27

তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ১ লক্ষ ৩০ হাজার ভোটে জিতবেন দাবি সৌরভ সিংয়ের
নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ১ লক্ষ ৩০ হাজার ভোটে জিতবেন। এমনটাই দাবি করলেন পার্থ ভৌমিকের নির্বাচনী এজেন্ট সৌরভ সিং। যদিও পার্থ ভৌমিকের প্রতিপক্ষ তাঁর সৌরভের জেঠু অর্জুন সিং। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে সৌরভ সিং অভিযোগ করেন, ভাটপাড়া পুরসভার ১৫, ১৬, ১৭, ১৮ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো ব্যানার, ফেস্টুন রাতের অন্ধকারে বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে। ব্যানার ছেঁড়ার সিসিটিভি ক্যামেরার ফুটেজও তিনি দেখান।  সৌরভের দাবি, মানুষ পার্থ ভৌমিককে দু'হাত তুলে আশীর্বাদ করছেন। এতেই ওরা ভয় পেয়ে গিয়েছে। তাই পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো ব্যানার ওরা ছিঁড়ে দিচ্ছে। তিনি আরও বলেন, জগদ্দল থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসন পদক্ষেপও নেবে। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তো তাঁরই জেঠু। সাংবাদিকদের এহেন প্রশ্নের উত্তরে সৌরভ সিং বলেন, উনি তো সংবাদ মাধ্যমে বলেছেন তাঁর ২৮৩৬ টা ভাইপো। কিন্তু তিনি তো কোনওদিন বলেননি অর্জুন সিং তাঁর কাকা। সৌরভের কথায়, তিনি অনিল সিং ওরফে ভীমের পুত্র।

WestBengalBangla

May 11 2024, 12:03

চতুর্থ দফা ভোটের প্রচার আজ সন্ধ্যা ৬ টায় শেষ, ১৩ মে ১০টি রাজ্যের ৯৬টি আসনে ভোট
#loksabha_election_2024_campaign_stops_for_fourth_phase


এ এন আই: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট এলাকায় প্রচার আজ সন্ধ্যা ৬টা নাগাদ শেষ। সোমবার ভোট হবে উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ সহ ১০টি রাজ্যের ৯৬টি আসনে। চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশ থেকে ২৫ জন, উত্তরপ্রদেশ থেকে ১৩ জন, তেলেঙ্গানা থেকে ১৭ জন, মহারাষ্ট্র থেকে ১১ জন,মধ্যপ্রদেশের ৮টি, পশ্চিমবঙ্গের ৮টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৪টি, ওড়িশার ৪টি এবং জম্মু ও কাশ্মীরের ১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১)উত্তরপ্রদেশ- শাহজাহানপুর, ফেরি, দৌরা, সীতাপুর, হারদোই, মিসরিখ, উন্নাও, ফারুখাবাদ, ইটাওয়া, কনৌজ, কানপুর, আকবরপুর এবং বাহরাইচ।
২)মধ্যপ্রদেশ- দেওয়াস, উজ্জাইন, মন্দসৌর, রতলাম, ধর, ইন্দোর, খারগোন এবং খান্ডওয়া।
৩)অন্ধ্রপ্রদেশ- আরাকু, শ্রীকাকুলাম, বিজয়নগর, বিশাখাপত্তনম, আনাকাপল্লে,কাকিনাদা, অমলাপুরম, রাজামুন্দ্রি, নরসাপুরম, ইলুরু, মাছিলিপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর, নারসারাওপেট, বাপটলা, ওঙ্গোল, নান্দিয়াল, কুরনুল, অনন্তপুর, হিন্দুপুর, কুদ্দাপাহ, নেলোর, তিরুপতি, রাজামপেট এবং চিত্তুর।
৪)- মহারাষ্ট্র- নন্দুরবার, জলগাঁও, রাভার, জালনা, ঔরঙ্গাবাদ, মাভাল, পুনে, শিরুর, আহমেদনগর, শিরডি এবং বিড।
৫)- বিহার- দারভাঙ্গা, উজিয়ারপুর, সমষ্টিপুর, বেগুসরাই এবং মুঙ্গের।
৬)- ওড়িশা- কালাহান্ডি, নবরংপুর, বেরহামপুর এবংকোরাপুট।
৭)-জম্মু কাশ্মীর- শ্রীনগর।
৮)- ঝাড়খণ্ড- সিংভূম, খুন্তি, লোহারদাগা এবং পালামু।
৯)- তেলেঙ্গানা- আদিলাবাদ, পেদ্দাপল্লী, করিমনগর, নিজামবাদ, হায়দ্রাবাদ, মেদক, মালকাজগিরি, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, চেভেল্লা, মাহাবুবনগর, নাগারকুরনুল, নালগোন্ডা, ভঙ্গির, ওয়ারাঙ্গল, মাহাবুবাবাদ এবং খাম্মাম।
১০ - পশ্চিমবঙ্গ- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান- দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম।