চতুর্থ দফা ভোটের প্রচার আজ সন্ধ্যা ৬ টায় শেষ, ১৩ মে ১০টি রাজ্যের ৯৬টি আসনে ভোট
#loksabha_election_2024_campaign_stops_for_fourth_phase
এ এন আই: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট এলাকায় প্রচার আজ সন্ধ্যা ৬টা নাগাদ শেষ। সোমবার ভোট হবে উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ সহ ১০টি রাজ্যের ৯৬টি আসনে। চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশ থেকে ২৫ জন, উত্তরপ্রদেশ থেকে ১৩ জন, তেলেঙ্গানা থেকে ১৭ জন, মহারাষ্ট্র থেকে ১১ জন,মধ্যপ্রদেশের ৮টি, পশ্চিমবঙ্গের ৮টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৪টি, ওড়িশার ৪টি এবং জম্মু ও কাশ্মীরের ১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১)উত্তরপ্রদেশ- শাহজাহানপুর, ফেরি, দৌরা, সীতাপুর, হারদোই, মিসরিখ, উন্নাও, ফারুখাবাদ, ইটাওয়া, কনৌজ, কানপুর, আকবরপুর এবং বাহরাইচ।
২)মধ্যপ্রদেশ- দেওয়াস, উজ্জাইন, মন্দসৌর, রতলাম, ধর, ইন্দোর, খারগোন এবং খান্ডওয়া।
৩)অন্ধ্রপ্রদেশ- আরাকু, শ্রীকাকুলাম, বিজয়নগর, বিশাখাপত্তনম, আনাকাপল্লে,কাকিনাদা, অমলাপুরম, রাজামুন্দ্রি, নরসাপুরম, ইলুরু, মাছিলিপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর, নারসারাওপেট, বাপটলা, ওঙ্গোল, নান্দিয়াল, কুরনুল, অনন্তপুর, হিন্দুপুর, কুদ্দাপাহ, নেলোর, তিরুপতি, রাজামপেট এবং চিত্তুর।
৪)- মহারাষ্ট্র- নন্দুরবার, জলগাঁও, রাভার, জালনা, ঔরঙ্গাবাদ, মাভাল, পুনে, শিরুর, আহমেদনগর, শিরডি এবং বিড।
৫)- বিহার- দারভাঙ্গা, উজিয়ারপুর, সমষ্টিপুর, বেগুসরাই এবং মুঙ্গের।
৬)- ওড়িশা- কালাহান্ডি, নবরংপুর, বেরহামপুর এবংকোরাপুট।
৭)-জম্মু কাশ্মীর- শ্রীনগর।
৮)- ঝাড়খণ্ড- সিংভূম, খুন্তি, লোহারদাগা এবং পালামু।
৯)- তেলেঙ্গানা- আদিলাবাদ, পেদ্দাপল্লী, করিমনগর, নিজামবাদ, হায়দ্রাবাদ, মেদক, মালকাজগিরি, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, চেভেল্লা, মাহাবুবনগর, নাগারকুরনুল, নালগোন্ডা, ভঙ্গির, ওয়ারাঙ্গল, মাহাবুবাবাদ এবং খাম্মাম।
১০ - পশ্চিমবঙ্গ- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান- দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম।
May 12 2024, 08:29
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
2.0k