"ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা, তাদের কাছে পারমাণবিক বোমা আছে"- কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার
#mani_shankar_aiyaar_statement_india_should_fear_pakistan_atom_bomb
![]()
এসবি নিউজ ব্যুরো: কংগ্রেসের নেতাদের বির্তকিত মন্তব্য অব্যাহত।যার জেড়ে লোকসভা নির্বাচনের মধ্যে দেশের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। গতকাল এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার পাকিস্তানকে সম্মান করার পরামর্শ দিয়েছেন।তার কারণ পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে। রাজনৈতিক মহল লোকসভা নির্বাচনের ফাঁকে মণিশঙ্কর আইয়ারের এই বক্তব্য কংগ্রেসের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।লোকসভা নির্বাচনের উত্তেজনার মধ্যে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেন,ভারত পাকিস্তানকে ভয় দেখানোর চেষ্টা করেছে। মণিশঙ্কর আইয়ার পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা বলতে গিয়ে বলেছেন, ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা। কারণ তার কাছে পরমাণু বোমা রয়েছে। আমরা যদি তাদের সম্মান না করি,তাহলে তারা ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারের কথা ভাববে। ভারত যে পেশী নীতি দেখাচ্ছে, তাদের ভুললে গেলে চলবে না যে কাহুতায় (রাওয়ালপিন্ডি) পাকিস্তানেরও পেশী (পারমাণবিক বোমা) রয়েছে। মণিশঙ্কর আইয়ার বলেন, 'পাকিস্তানও একটি সার্বভৌম দেশ। তাকেও সম্মান করা, তাদের মর্যাদা বজায় রাখা।আপনি যতটা চান তাদের সাথে কঠোরভাবে কথা বলুন। তবে অন্তত কথা বলুন। বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এর থেকে কী সমাধান বেরোলো... কিছুই না। উত্তেজনা বাড়ে। সেখানে কোনো পাগল এলে দেশের কী হবে? তাদের কাছে এটম বোমা আছে। আমাদের আছে। কিন্তু কোনো পাগল যদি লাহোর স্টেশনে আমাদের পরমাণু
বোমা ফেলা যায়, তাহলে এর রেডিও অ্যাক্টিভিটি ৮ সেকেন্ডের মধ্যে অমৃতসরে পৌঁছে যাবে। আপনি এটি ব্যবহার বন্ধ করুন। কিন্তু তার সাথে কথা বললে তাদের সম্মান দেন,তবেই সে তার বোমার কথা ভাববে না। কিন্তু তাকে প্রত্যাখ্যান করলে কী হবে? কংগ্রেস নেতা আরও বলেছেন, যে আমরা যদি বিশ্বের বিশ্বগুরু হতে চাই তবে দেখাতে হবে যে পাকিস্তানের সাথে আমাদের সমস্যা যত খারাপই হোক না কেন, আমরা এর সমাধান খুঁজে বের করার জন্য কঠোর পরিশ্রম করছি। গত দশ বছর যাবত কঠোর পরিশ্রম থেমে গেছে। ভারত যে পেশীবহুল নীতি দেখিয়েছে, তা ভুলে গেলে চলবে না যে পাকিস্তানেরও তা করার ক্ষমতা রয়েছে।রাওয়ালপিন্ডিতে পেশী (পারমাণবিক বোমা) আছে।


SB News Bureau: Submission of nominations of Sougata Roy of All India Trinamool Congress (AITC) for 16 - Dum Dum Parliamentary Constituency for the 18th Parliament General Election 2024 held on 01/06/2024.
P
ic Courtesy by:I & CA Department, uttar 24 Parganas.
এসবি নিউজ ব্যুরো: আজ নৈহাটির সাহেব কলোনির মোড় থেকে পদযাত্রা শুরুর আগে পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ-সহ ৩০০ জন কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, "নৈহাটি, জগদ্দলে তৃণমূলের ধ্বস নেমেছে। আগামীদিনে তৃণমূলের কিছুই থাকবে না"।
May 10 2024, 14:59
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.0k