"দলনেত্রীর চলো পাল্টাই ডাকে মোদী সরকারকে উৎখাত করতে, আমরা সবাই তার পাশে আছি", খড়দহে প্রচারে বেরিয়ে মন্তব্য দমদমের তৃনমূল প্রার্থী সৌগত রায়ের
এসবি নিউজ ব্যুরো: একবারে লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী ডাক দিয়েছেন "চল পাল্টাই"। আমারাও নেত্রী সেই ডাকে পাশে আছি। রবিবাসরীয় সকালে খড়দহের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমনটাই মন্তব্য করলেন দমদমের বর্ষীয়ান তৃনমুল প্রার্থী অধ্যাপক সৌগত রায়। এদিন তিনি বলেন,"দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন "চল পাল্টাই"। আমরা সবাই নেত্রীর সেই ডাকে তার পাশে আছি। কেন্দ্রের মোদী সরকারকে উৎখাত করার জন্য'।
পাশাপাশি, বিকল্প সরকারও তৈরি করব। সন্দেশখালির ভাইরাল ভিডিও ফুটেজ প্রসঙ্গে তৃনমূল প্রার্থী সৌগত বাবুর দাবি, অভিষেক বন্দোপাধ্যায় আগেই বলেছেন এটা একটা জঘন্য চক্রান্ত ছিল। আর তাতে দেখাই যাচ্ছে যে সেখানে সাজানো অভিযোগ করা হয়েছে। তাই মানুষের কাছে বার্তা, বিজেপির এই নোংরা রাজনীতি তারা বুঝে নিক এবং বিজেপির বিরুদ্ধে অবস্থান নিক। প্রচারে কেমন সারা মিলছে। প্রসঙ্গে তৃনমূল প্রার্থীর জবাব, খুব ভালো সারা পাচ্ছি। কোথাও তিনি মানুষের সারার অভাব বোধ করছেন না। তৃণমূল প্রার্থীর সঙ্গী রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,'যারা নতুন ভারতবর্ষের গনতন্ত্রকে ধ্বংশ করছেন তাদের বিরুদ্ধে জনগনের লড়াই চলছে এবং চলবে। মন্ত্রীর কথায়, এবারের নির্বাচনে মোদীর ৪০০ পার মুখ থুবড়ে পড়বে। ২০০ পার করতে পারবে কিনা সেটাই দেখার"।
কৃষিমন্ত্রী ছাড়াও এদিনের প্রচার মিছিলে তৃনমূল প্রার্থীর সঙ্গে ছিলেন পুরপ্রধান নিলু সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এদিনের প্রাচার মিছিলটি লিচুবাগান মাঠ থেকে শুরু হয়ে থানা রোড ধরে,পিডি মোড়,বোসপাড়া, পুরানো পোস্ট অফিস, মহাপ্রভু মন্দির,রাসখোলা ঘাট হয়ে বিটি রোড সংলগ্ন দেওয়ান নার্সিংহোম পার হয়ে একফোর্ড রোডে গিয়ে শেষ হয়। বর্নাঢ্য মিছিলের দীর্ঘ যাত্রাপথে প্রার্থীকে দেখে স্থানীয় মানুষজন তাকে মালা পরিয়ে এবং পুষ্প বৃষ্টি করে বরণ করে নেন।
May 06 2024, 10:17