"বেঙ্গল প্রো T-20" ক্রিকেটের ট্রফি উন্মোচন
Sports News
খবর কলকাতা: শুক্রবার শহরের এক পাঁচ তারা হোটেলে বেঙ্গল প্রো টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন করা হল। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়,ঝুলন গোস্বামী, সিএবির সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন অনুষ্ঠানে সমস্ত ফ্রান্চাসজিদের সিএবির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। আগামী ১১ জুন থেকে খেলা শুরু হবে।শেষ হবে ২৮ জুন। এবছর খেলবে ৮ টি দল। খেলা হবে ইডেন গার্ডেন্সে ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের মাঠে।
এদিন কেকেআর এর রিঙ্কু সিং কে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান,"কেকেআরের রিঙ্কুর পাশে আছি আমি"।টি-২০ বিশ্বকাপ দলে রিঙ্কুর সুযোগ না পাওয়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার মনে হয় ওরা আরও একজন স্পিনার নিয়ে যেতে চাইছিল, তাই রিঙ্কু সুযোগ পেল না। তবে রিঙ্কু সিং এই শুরু করেছে। অনেক দূর যাবে।’ ১৫ সদস্যের ভারতীয় টিমে চার স্পিনার গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে স্লো উইকেট। সেখানে টার্নিং উইকেট। বড় মাঠ, ফলে চার স্পিনার গুরুত্ত্বপূর্ণ।ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ টিম, রিঙ্কু সিং, ঋষভ পন্থকে নিয়ে একঝাঁক প্রশ্নের পাশাপাশি,সৌরভের কাছে জানতে চাওয়া হয় আগামীকাল মোহনবাগান আই এস ফাইনাল খেলতে নামছে। এবিষয়ে আপনার কি মত।যা শুনে সৌরভ বলেন, ‘আশা করি আমরা আইএসএল জিতব।’
ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
May 04 2024, 16:42