সন্দেশখালিতে সিবিআই এবং এনএসজি তল্লাশি অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
#cbi_raid_in_sandeshkhali_এ_বিদেশী_তৈরি_বন্দুক_অস্ত্র_গোলাবারুদ পাওয়া গেছে


এসবি নিউজ ব্যুরো: শুক্রবার  উত্তর 24 পরগনার সন্দেশখালি থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।শাহজাহানের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সিবিআইয়ের পর এনএসজি কমান্ডোরাও সন্দেশখালি পৌঁছে তল্লাশি চালায়। ৫ জানুয়ারি শাহজাহান শেখের বাড়িতে অভিযান চালাতে যাওয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দলের ওপর হামলার সঙ্গে এই তল্লাশির সম্পর্ক রয়েছে। রেশন কেলেঙ্কারি মামলায় ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল ইডি দল। সূত্র জানায়, শাহজাহান সম্পর্কে তথ্য পেয়েছে সিবিআই।আত্মীয় হাফিজুল খানের বাড়িতে অস্ত্র ও দেশি বোমা মজুদ থাকার তথ্য পাওয়া গেছে। হাফিজুল শাসক দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যও। তথ্য পাওয়ার পরপরই, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যদের সাথে সিবিআইয়ের একটি দল মাছ চাষের খামারের ভিতরে অবস্থিত বাড়িতে অভিযান চালায়। ধারণা করা হচ্ছে, লোকসভা নির্বাচনে ভোটের দিন পরিবেশ নষ্ট করতে অস্ত্র, বিস্ফোরক ওবাড়িতে তৈরি বোমা বসানো হয়েছিল। সূত্র জানায়, শাহজাহানকে গ্রেপ্তার এবং সন্দেশখালীতে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও সিএপিএফ সদস্যদের আনাগোনা বেড়ে যাওয়ার পর অস্ত্র মজুদকারীরা সেগুলো সরাতে পারেনি। আমরা আপনাকে জানিয়ে রাখি যে 10 এপ্রিল কলকাতা হাইকোর্ট সন্দেশখালি মামলার তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছিল। সিবিআই আদালতের তত্ত্বাবধানে তদন্ত করে রিপোর্ট জমা দেবে বলে তার আদেশে বলা হয়েছে। মামলারপরবর্তী শুনানি হবে ২ মে। ৮ ফেব্রুয়ারি সন্দেশখালির মহিলারা তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে যৌন হয়রানি ও জোর করে জমি নেওয়ার অভিযোগ তোলেন। মামলার তিন আসামি শাহজাহান শেখ, শিবু হাজরা ও উত্তম সরদার বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
*দ্বিতীয় ধাপের ভোট শেষ, বাংলায় বিকেল ৫টা পর্যন্ত ৭২ শতাংশ ভোট, ইউপি-বিহারে ৫৩ শতাংশ ভোট*
#lok_sabha_election_2024_phase_2_voting
এসবি নিউজ ব্যুরো: আজ 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে 18 তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের সময় সন্ধ্যা 6 টায় শেষ হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত ত্রিপুরায় সব থেকে বেশী ভোট পড়েছে,৭৬.২৩% । সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্র, বিহার এবং উত্তর প্রদেশে প্রায় ৫৩%।নির্বাচনের জন্য দ্বিতীয় দফার ভোটে, কেরালার 20টি আসন, কর্ণাটকের 28টি আসনের মধ্যে 14টি আসন, রাজস্থানের 13টি আসন, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের প্রতিটি করে 8টি আসন, মধ্যপ্রদেশের 6টি আসন এবং 5 টি আসন
*বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার* বিকাল ৫টা পর্যন্ত রাজ্যে ভোটের হার আসাম 70.66, বিহার 53.03, ছত্তিশগড় 72.13, জম্মু কাশ্মীর 67.22, কর্ণাটক 63.90 ,কেরালা 63.97, মধ্যপ্রদেশ 54.58, মহারাষ্ট্র 53.51 ,মণিপুর 76.06 রাজস্থান 59.19 ,ত্রিপুরা 76.23, ইউপি 52.64 পশ্চিমবঙ্গ 71.84।
বেঙ্গল প্রো টি-২০ লিগ টুর্নামেন্ট শুরু ১১ জুন
# Sports News _Bengal _Pro T20 _League_CAB

এসবি নিউজ ব্যুরো: সিএবি সভাপতি স্নেহাশিস‌ গঙ্গোপাধ্যায় এক এক্স পোস্টে বলেছেন, ‘এই টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন।ইডেন গার্ডেন্সে প্রথমদিন ছেলেদের একটি ম্যাচ হবে। যেহেতু টি-২০ বিশ্বকাপ শুরু ১২ জুন, তার জন্যই এগিয়ে গেল বেঙ্গল প্রো টি-২০ লিগ। কারণ ১২ জুন টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ম্যাচ রয়েছে। এই টুর্নামেন্টে মহিলা এবং পুরুষ উভয় টিমই খেলবে। ১১ জুন থেকে যা চলবে ২৮ জুন পর্যন্ত। মোট ১৮ দিন ধরে বেঙ্গল প্রো টি-২০ লিগ চলবে। যেখানে ৮ ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ খেলা হবে।১২ জুন থেকে মেয়েদের ম্যাচ শুরু হবে। তা হবে যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসের মাঠে। প্রত্যেক দিন দুটো দলের একটা করে ম্যাচ থাকবে। যা চলবে ২৮ জুন পর্যন্ত। টি-২০ বিশ্বকাপ ফাইনালের একদিন আগে এই টুর্নামেন্ট শেষ হবে।’
বনগাঁ লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল ও বিজেপির প্রার্থীরা
এসবি নিউজ ব্যুরো: আগামী ২০ মে নির্বাচন হবে উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের।আজ শুক্রবার বারাসাত জেলাশাসকের দপ্তরে বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস মনোনয়নপত্র জমা দিলেন। সঙ্গে ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, বিধায়ক বিনা মণ্ডল, বিধায়ক নারায়ণ গোস্বামী, সহ তৃণমূল কর্মীবৃন্দ।
এছাড়াও এদিন বনগাঁর বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর মনোনয়নপত্র জমা দিলেন বারাসাতে জেলা শাসকের দপ্তরে। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁর সাংগঠনিক সম্পাদক দেবদাস মণ্ডল সহ বিজেপির মতুয়া সঙ্ঘের কর্মীবৃন্দ। ছবি: খবর কলকাতা এবং তথ্য ও সংস্কৃতি দফতর (উত্তর ২৪ পরগনা)।
এখন পর্যন্ত দ্বিতীয় দফায় বাংলায় গড় ভোটের হার ৪৭.৩ শতাংশ
এসবি নিউজ ব্যুরো: আজ সারা সঙ্গে দ্বিতীয় দফায় বাংলা দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত গড়ে ৪০ শতাংশ ভোট পড়ল সারা দেশে। এর মধ্যে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৪৭.৩ শতাংশ। বালুরঘাট ৪৪.৯৩ শতাংশ, দার্জিলিং ৪৯.০৯ শতাংশ, রায়গঞ্জে ৪৭.৫৬ শতাংশ ভোট পড়েছে। এছাড়া এখন পর্যন্ত অসমে ৪৬.৩, বিহার ৩৩.৮, ছত্তিসগড় ৫৩.১, জম্মু-কাশ্মীর ৪২.৯, কর্নাটক ৩৮.২, কেরল ৩৯.৩, মধ্যপ্রদেশ ৩৯.০, মহারাষ্ট্র ৩১.৮, মণিপুর ৫৪.৩, রাজস্থান ৪০.৪, ত্রিপুরা ৫৪.৫, উত্তরপ্রদেশে ৩৫.৭ শতাংশ ভোট পড়েছে ।
"তৃণমূলের আমলে বাংলায় ১০০০কোটি টাকার দুর্নীতি হয়েছে"-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এসবি নিউজ ব্যুরো: শুক্রবার রাজ্যে লোকসভা ভোট চলাকালীন উত্তরবঙ্গের মালদহে ভোটের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন,"তৃণমূলের আমলে বাংলায় ১০০০কোটি টাকার দুর্নীতি হয়েছে। তৃণমূল দুর্নীতি করেছে,তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। তৃণমূল যুবকদের নিয়ে খেলছে।বাংলার যুবকদের অন্ধকারে ঠেলেছে তৃণমূলই। তৃণমূলের দুর্নীতির জন্য আজ ২৬ হাজার পরিবারের রুটি রোজগার শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিশ্রম ব্যর্থ হতে দেব না। উন্নয়ন করে আপনাদের কষ্টের দাম দেব। এই জন্মে বাংলায় জন্ম নেওয়া হয়নি,পরের জন্মে হয়তো আমি বাংলায় জন্ম নেব।"

এদিন তিনি ফের সন্দেশখালির মা-বোনেদের অত্যাচারের কথা তুলে ধরে তিনি বলেন," দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার হয়েছে।"এছাড়াও তিনি বলেন, মুসলিম মহিলাদের অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন,৩ তালাক প্রথা বন্ধ করে।সিএএ নিয়ে তিনি বলেন, বাংলায় তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। তৃণমূল ও কংগ্রেস সব সময় তোষণের রাজনীতি করে এসেছে।

এনসিসি বাডিং উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স কাপ,২০২৪ জিতল মা সারদা দল
Sports/খেলা

#Sports News#Cricket#Kolkata
খবর কলকাতা: প্রয়াত জগমোহন ডালমিয়ার স্ত্রী চন্দ্রলেখা ডালমিয়ার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরই হাওড়ার গুলমোহর খেলার মাঠে এনসিসি বাডিং উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জার্স কাপ আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।   গতকালই ছিল এই টুর্নামেন্টের ফাইনাল।এই প্রতিযোগিতা শুরু হয়েছিল মার্চ থেকে। এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়, সিএবি সহসভাপতি অমলেন্দু বিশ্বাস, সিএবি যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত দাস, আইপিএল কমিটির অন্যতম কর্মকর্তা তথা জগমোহন ডালমিয়া সুযোগ্য পুত্র অভিষেক ডালমিয়া, কন্যা বৈশাখী ডালমিয়া, প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার মিঠু মুখোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের ফাইনালে মা সারদা দল,  রানী রাসমণি দলকে হারিয়ে বিজয়ী শিরোপা অর্জন করে। বি:সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।
উত্তরাধিকার ট্যাক্স নিয়ে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর
#পিএম_মোদি_উত্তরাধিকার_কর_রাজীব_গান্ধী
এসবি নিউজ ব্যুরো: সম্প্রতি এক জনসভায় উত্তরাধিকার ট্যাক্স নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদি, বলেন, রাজীব গান্ধী তাঁর সম্পত্তি বাঁচাতে আইন বাতিল করেছিলেন। প্রায়শই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিশাল জনসভা করছেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার, মধ্যপ্রদেশের মোরেনা জেলায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী কংগ্রেসকে তীব্র নিশানা করেন। উত্তরাধিকার কর ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদি।প্রধানমন্ত্রী মোদি বলেন, উত্তরাধিকার কর সংক্রান্ত তথ্য চোখ খুলে দেওয়ার মতো। রাজীব গান্ধী তার সম্পত্তি বাঁচাতে উত্তরাধিকার আইন বাতিল করেছিলেন, যাতে সম্পত্তি সরকারের কাছে না যায়।
*রাজীব গান্ধী উত্তরাধিকার আইন বাতিল করেছিলেন*
বিজয় সংকল্প সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'উত্তরাধিকার কর সংক্রান্ত তথ্য চোখ খুলে দেওয়ার মতো। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন মারা যান, তখন তার সন্তানরা তাদের সম্পত্তি পেতে যাচ্ছিল। আগে নিয়ম ছিল যে সম্পত্তির কিছু অংশ সন্তানদের কাছে যাওয়ার আগে সরকার নিত। সম্পত্তি যাতে সরকারের কাছে না যায়, সে জন্য উত্তরাধিকার আইন বাতিল করে দেন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। প্রধানমন্ত্রী মোদি বলেন, আজ প্রথমবারের মতো দেশের সামনে একটি মজার ঘটনা তুলে ধরতে চাই। দেশের প্রধানমন্ত্রী বোন জি যখন আর নেই, তখন কী সম্পত্তির মালিক তিনি সম্পত্তি ছিল, তার সন্তানদের দিতে হবে। কিন্তু আগে একটা আইন ছিল যে সরকার ভাগ পাওয়ার আগেই ভাগ নিত। এমন আইন করেছে কংগ্রেস নিজেই। ইন্দিরাজি যখন আর ছিলেন না, তখন তাঁর পুত্র রাজীব জি সম্পত্তির উত্তরাধিকারী ছিলেন। সেই সম্পত্তি বাঁচানোর জন্য তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী পূর্বের উত্তরাধিকার আইন বাতিল করে তাঁর অর্থ সঞ্চয় করেছিলেন। যখন আমার জ্ঞান এলো,আইন নিজেই পরিবর্তন করা হয়েছিল। আর আজ ক্ষমতায় আসার পর একই আইন ফিরিয়ে আনতে চাইছে কংগ্রেসের লোকেরা। তিনি বলেন, আপনার পরিবারের চার প্রজন্মের অঢেল সম্পদের উত্তরাধিকারী হয়েও আপনার মতো মানুষ সাধারণ মানবতার উত্তরাধিকারের অর্ধেক লুট করতে চায়, আপনার কষ্টার্জিত অর্থ আপনি আপনার সন্তানদের জন্য সঞ্চয় করেছেন। তাই গোটা দেশ বলছে কংগ্রেস প্রাণের পাশাপাশি লুটপাট করছে।
*তোমার এবংআপনাকে লুট করার কংগ্রেসের পরিকল্পনার মধ্যে মোদি প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন - প্রধানমন্ত্রী মোদী**
প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে উত্তরাধিকার করের মাধ্যমে জনগণের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেকেরও বেশি কেড়ে নেবে। তিনি বলেন, কংগ্রেস বলে দেশের সম্পদের ওপর প্রথম অধিকার মুসলমানদের, অথচ আমি বলছি গরিবের প্রথম অধিকার। প্রধানমন্ত্রী বলেন, আপনারা এবং কংগ্রেস আপনাদের লুটপাটের চেষ্টা করছে।পরিকল্পনার মাঝে দেয়ালের মতো দাঁড়িয়ে আছেন মোদি। *কংগ্রেসের যুবরাজ মোদীকে অপমান করতে উপভোগ করেন- প্রধানমন্ত্রী মোদী*
মোরেনায় জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আজকাল কংগ্রেসের রাজপুত্ররা এতটাই চিন্তিত যে তারা প্রতিদিন মোদীকে অপমান করতে উপভোগ করে। তারা মোদী সম্পর্কে ভাল-মন্দ বলতে আনন্দ পাচ্ছে এবং আমি তা সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখছি। মধ্যে অনেক মানুষএই ভাষা ভালো না বলে উদ্বেগ প্রকাশ করুন। দেশের প্রধানমন্ত্রীর এমন ভাষায় কথা বলা ঠিক নয়, কিছু লোক খুব দুঃখ পায় যে কেন মোদীজি এমন কথা বললেন? সবার কাছে আমার অনুরোধ দয়া করে মন খারাপ করবেন না, রাগ করবেন না। আপনি জানেন যে তারা বিখ্যাত, আমরা কেবল শ্রমিক। আর নামদাররা শত বছর ধরে এভাবেই শ্রমিকদের গালাগালি করে আসছে… আমি তোমাদের মধ্যে থেকে এসেছি, দারিদ্র থেকে বেরিয়ে এসেছি, যদি 5-50আপনি যদি গালিগালাজ করা হয়, আপনি গালি দেওয়া হবে. রাগ করবেন না।
প্রার্থীদের ভোট
এসবি নিউজ ব্যুরো:: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে আজ ভোটগ্রহণ চলছে।এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ভোট দিয়ে বের হলেন। অপরদিকে, তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানী ভোট দিলেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে।
*বক্তব্যের পরিপ্রেক্ষিতে  নির্বাচন কমিশন নোটিশ পাঠালো প্রধানমন্ত্রী মোদী এবং রাহুল গান্ধীকে*
#নির্বাচন_কমিশন_প্রেরিত_নোটিস_প্রধানমন্ত্রী_মোদী_এবং_রাহুল_গান্ধীকে
এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক উত্তাপ। প্রধানমন্ত্রী মোদী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তৃতার স্বতঃপ্রণোদিত বিবেচনায় নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি নোটিশ জারি করেছে। নির্বাচন কমিশন 29আগামী এপ্রিলে সকাল ১১টার মধ্যে উভয় দলের কাছেই উত্তর চাওয়া হয়েছে। কংগ্রেস ও বিজেপির জাতীয় সভাপতিদের কাছে। নির্বাচন কমিশন বলেছে, রাজনৈতিক দলগুলিকে তাদের প্রার্থীদের, বিশেষ করে তারকা প্রচারকদের আচরণের প্রাথমিক দায়িত্ব নিতে হবে। উচ্চ পদে থাকা ব্যক্তিদের প্রচারাভিযানের বক্তৃতা আরও গুরুতর পরিণতি ডেকে আনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এর ৭৭ ধারায়'স্টার প্রচারক' মর্যাদা দেওয়া বিধিবদ্ধভাবে সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলির আওতার মধ্যে এবং তারকা প্রচারকদের উচ্চ মানের বক্তৃতায় অবদান রাখার আশা করা হচ্ছে। নির্বাচন কমিশন জনপ্রতিনিধিত্ব আইনের ৭৭ ধারা প্রয়োগ করেছে এবং দলের সভাপতিদের জবাবদিহিতা করেছে। এর আওতায় প্রথম পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী মোদি ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের জবাব দিতে হবে।দাবি করা হয়েছে যথাক্রমে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছ থেকে। এতে তাদের ২৯ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং তাদের স্টার প্রচারকদের আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। কমিশন বলেছে যে রাজনৈতিক দলগুলিকে তাদের প্রার্থীদের, বিশেষ করে তারকা প্রচারকদের আচরণের জন্য প্রাথমিক এবং ক্রমবর্ধমান দায়িত্ব নিতে হবে। নির্বাচন কমিশন বলছে, উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের প্রচারণার ভাষণআরো গুরুতর পরিণতি আছে. এটি বলেছে যে তারকা প্রচারকদের তাদের দেওয়া বক্তৃতার জন্য নিজেদেরকে দায়ী করতে হবে। তবে বিতর্কিত বক্তৃতার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে দলীয় প্রধানদের কাছে জবাব চাইবে নির্বাচন কমিশন। আমরা আপনাকে জানিয়ে রাখি যে সম্প্রতি, রাজস্থানের বাঁশওয়ারায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে দেশের সম্পদ ধ্বংস করবে।এটি অনুপ্রবেশকারী এবং যাদের বেশি সন্তান রয়েছে তাদের মধ্যে বিতরণ করা যেতে পারে। মোদির এই বক্তব্যের পরই আক্রমণের মুখে পড়ে কংগ্রেস। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম বিভাজন শুরু করেছেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানান তিনি।