দ্বিতীয় পর্বের প্রচার পর্বের শেষ আজ সন্ধ্যায় ,26 এপ্রিল 13টি রাজ্যের 88টি আসনে ভোট
#Lok_Sabha_election_2nd_stage_campaign_closes_today_evening
![]()
এসবি নিউজ ব্যুরো: লোকসভা নির্বাচন 2024-এর দ্বিতীয় দফার প্রচার আজ সন্ধ্যায় শেষ হবে। আগামী, 26 এপ্রিল 13 টি রাজ্যের 88টি লোকসভা আসনে ভোট হবে। আজ সন্ধ্যার পর আর কোনও জনসভা এবং আগামী ৪৮ ঘণ্টায় প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে পারবেন না। দ্বিতীয় পর্বের ভোটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, অভিনেত্রী হেমা মালিনী, রামায়ণ সিরিয়ালের রাম অরুণ গোভিল সহ 1,206 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। দ্বিতীয় দফায় 12 টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি লোকসভা আসনে ভোট হবে। দ্বিতীয় দফায় কেরালা থেকে 20 জন, কর্ণাটক থেকে 14 জন,রাজস্থানের 13টি, উত্তর প্রদেশের 8টি, মহারাষ্ট্রের 8টি, মধ্যপ্রদেশের 7টি, বিহারের 5টি, আসামের 5টি, পশ্চিমবঙ্গের 3টি, ছত্তিশগড়ের 3টি, মণিপুর, ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীরের একটি করে আসনে ভোট রয়েছে।
*কোন রাজ্যের কোন আসনে দ্বিতীয় দফায় ভোট হচ্ছে* *ত্রিপুরা:* ত্রিপুরা পূর্ব *জম্মু-কাশ্মীর:* জম্মু লোকসভা *পশ্চিমবঙ্গ:* দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট
*আসাম:* দারাং-উদালগুড়ি, ডিফু, করিমগঞ্জ, শিলচর এবং নওগাঁ। *বিহার:* কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর এবং বাঙ্কা। *ছত্তিশগড়:* রাজনন্দগাঁও, মহাসমুন্দ এবং কাঙ্কের *মধ্যপ্রদেশ:* টিকামগড়, দামোহ, খাজুরাহো, সাতনা, রেওয়া এবং হোশাঙ্গাবাদ।
*মহারাষ্ট্র:* বুলধানা, আকোলা, অমরাবতী, ওয়ার্ধা, ইয়াবত্মাল-ওয়াশিম, হিঙ্গোলি, নান্দেদ এবং পারভানি। *উত্তরপ্রদেশ:* আমরোহা, মিরাট, বাগপত, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড় এবং মথুরা।
*রাজস্থান:* টঙ্ক-সাওয়াই মাধোপুর, আজমির, পালি, যোধপুর,বারমের, জালোর, উদয়পুর, বাঁশওয়াড়া, চিতোরগড়, রাজসামন্দ, ভিলওয়াড়া, কোটা এবং ঝালাওয়ার-বারা।
*কর্নাটক:* উডুপি-চিক্কামগালুর, হাসান, দক্ষিণ কন্নড়, চিত্রদুর্গা, তুমকুর, মান্ডা, মহীশূর, চামরাজানগর, বেঙ্গালুরু গ্রামীণ, বেঙ্গালুরু উত্তর, বেঙ্গালুরু সেন্ট্রাল, বেঙ্গালুরু দক্ষিণ, চিকবল্লাপুর এবং কোলার।
*কেরালা:* কাসারগোড, কান্নুর, ভাদাকারা, ওয়েনাড, কোঝিকোড়, মালাপ্পুরম, পোন্নানি, পালাক্কাদ, আলাথুর, ত্রিশুর, চালাকুডি, এরনাকুলাম, ইদুক্কি,কোট্টায়াম, আলাপ্পুঝা, মাভেলিক্কারা, পাঠানামথিট্টা, কোল্লাম, আটিঙ্গাল এবং তিরুবনন্তপুরম।


तस्वीर: प्रबीर रॉय
#Mukhtar_Ansari_Vicera_Report
#Bajrangbali _idol _in _Godhra Gujarat
এসবি নিউজ ব্যুরো: পুরুলিয়ার কাশীপুর বিধানসভার হুড়াতে নির্বাচনী প্রচারে গিয়ে জনজোয়ারে ভাসলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় হুড়ায় অনুষ্ঠিত হওয়া জনসম্পর্ক যাত্রা ও জনসম্পর্ক সভায় উপচে পড়ল হাজার হাজার মানুষের ভিড়।
#India_ becomes _4th _ nation in world army
Apr 24 2024, 15:57
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
5.5k