বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, "তৃণমূলের ইস্তেহার পুকুরে ইলিশ মাছ চাষের মতো"
![]()
এসবি নিউজ ব্যুরো:
তৃণমূলের ইস্তাহার প্রসঙ্গে বলেন
ওটা পড়িনি। পুকুরে ইলিশ মাছ চাষের মতো। আঞ্চলিক দল। তার আবার ইশতেহার।
পুলিশ বনাম অগ্নিমিত্রা
এবারের নির্বাচনে,পুরো লড়াই পুলিশের সঙ্গে জনতার। জনতার পক্ষে বিজেপি। আর পুলিশ মমতা ব্যানার্জির হয়ে লড়াই করছে। মমতা ব্যানার্জি কাল কার্যত দাঙ্গা লাগালেন। শক্তিপুরে পারমিশন পাওয়া মিছিলের ওপর যেভাবে ইট বর্ষণ হয়েছে। পুলিশের ওপরেও হয়েছে। প্রায় ২০ জনের বেশি আহত। মাইনর সহ। কাল রাতে পূর্ব মেদিনীপুরের এগরাতেও মিছিলের ওপর হামলা করা হয়েছে। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি কাল রাতেই রাজ্যপাল কে ইমেইল করেছি। বলেছি, আপনি এই দুটো জায়গা ভিজিট করুন এবং এন আই এ তদন্তের জন্য সরকার কে অ্যাডভাইস করুন। গত বছরের মতো এই বিষয় নিয়ে প্রয়োজনে জনস্বার্থ মামলা করতে বাধ্য হব। গতবার করেছিলাম বলে এবার রিষড়া, ডালখোলা এবং শিবপুরে পুলিশ দাঁড় করিয়ে প্রসেসন পাস করিয়েছে। এখানে কোনো সম্প্রদায়ের মানুষ যুক্ত সেটা আমি বলছি না। তৃণমূলের গুণ্ডা এবং ক্রিমিনালরা যুক্ত।
অধীর চৌধুরী ঝামেলায় জড়ালেন
করবেই তো। হিন্দুরা অত্যাচারিত। কাল দেড়শো দোকান লুঠ হয়েছে। অধীর চৌধুরী হিন্দুদের ভোটে এম পি হতেন এতদিন। উনি তো প্রটেকশন দিতে পারছেন না। সংবিধান সংখ্যালঘুদের প্রটেকশন দেওয়ার ব্যবস্থা গোটা দেশে থাকে। মুর্শিদাবাদে সংখ্যালঘু কারা? হিন্দুরা। তারা আক্রান্ত হচ্ছে। তাদের ভোটে উনি জিতেছেন। যাদের ভোটে জিতলেন তাদের পাশে না দাঁড়িয়ে ভোট রাজনীতি করার জন্য গুণ্ডা ক্রিমিনালদের পাশে দাঁড়াচ্ছেন।
শিলিগুড়িতে রাজ্যপাল
ঠিকই করেছেন। গতকাল রাজভবনের সঙ্গে আমারও কথা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি এলাকার বাইরে শিলিগুড়িতে থাকার দরকার আছে। কাল যদি উদয়ন গুহর মতো গুণ্ডারা ভোট লুঠ করতে যায় সেই বিষয়ে দেখতে রাজ্যপাল তো সন্ধ্যে ৬ টের পর মুভ করতে পারেন। রাজ্যপাল সহ আমরা যারা নিরাপত্তা পাই, তারা সন্ধ্যে ৬ টের পর মুভ করতে পারি। জেড বা জেড প্লাস। সন্ধ্যে ৬ টের পর মুভ করে গুন্ডামি হওয়ার পর আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন। তাই ওনার কাছাকাছি থাকার দরকার। উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। একদিকে কমিশনের নির্দেশ মান্যতা দিয়েছেন। অন্যদিকে, উত্তরবঙ্গে নিজে থেকে গণতন্ত্র এবং মানুষকে বাঁচানোর একটা চেষ্টা করবেন। তিনি সেটা করার চেষ্টা করবেন এটা আমরা আশা করি।


এসবি নিউজ ব্যুরো: বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ায় কুমারপাড়া ম্যাক্স মল থেকে এদিন একতা সংঘ ক্লাব পর্যন্ত জনসংযোগ কর্মসূচি পালন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
এসবি নিউজ ব্যুরো: শুরু থেকেই এবছরও চারধাম যাত্রার জন্য ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।প্রথম দিনেই পাঁচ লাখের বেশি নিবন্ধন। ১০ মে থেকে যাত্রা। এবারও চারধাম যাত্রায় আসা পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ। নিবন্ধনের পরিসংখ্যানই এর সাক্ষ্য দিচ্ছে। দ্বিগুণ গতিতে যাত্রার নিবন্ধন করা হচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় দিনে পাঁচ লাখ ছাড়িয়েছে নিবন্ধন। ১০ মে থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা।সূচী অনুযায়ী 10 মে, অক্ষয় তৃতীয়ার দিনে, গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের দরজাগুলি আনুষ্ঠানিকভাবে খোলা হবে। এই দিনটি বাবা কেদারনাথের দরজা খোলার দিন। যেখানে 12 মে বদ্রীনাথ ধামের দরজা খুলবে। চরধাম যাত্রার নিবন্ধন শুরু করেছে পর্যটন বিভাগ। দুই দিনে 5.16 লাখেরও বেশি তীর্থযাত্রী যাত্রার জন্য নিবন্ধন করেছেন। প্রথম দিনে 2.50 লাখ নিবন্ধনের রেকর্ড হয়েছিল। এই গতিতে নিবন্ধন করুনসংখ্যা বাড়ছে তাতে অনুমান করা হচ্ছে এবারও যাত্রা নতুন রেকর্ড গড়বে। দুই দিনে কেদারনাথ ধামের রেজিস্ট্রেশনের সংখ্যা 1.73 লক্ষ ছাড়িয়েছে। যেখানে বদ্রীনাথের জন্য 1.48 লক্ষেরও বেশি তীর্থযাত্রী নিবন্ধন করেছেন। দুই দিনে চারধাম যাত্রার জন্য মোট রেজিস্ট্রেশন ধাম রেজিস্ট্রেশন কেদারনাথ 1,73,959 বদ্রীনাথ 1,48,065 গঙ্গোত্রী94,950 যমুনোত্রী 93,136 হেমকুন্ড সাহেব 6133। মোট- 5,16,243টি ।
খবর কলকাতা: বুধবার গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রামনবমী। এদিন বিকেলে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা ট্রিবিওয়ালকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেই শোভাযাত্রায় রাম ভক্ত অনেকের হাতেই অস্ত্র দেখা গিয়েছে। অস্ত্র হাতে মিছিল নিয়ে প্রশ্নের জবাবে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, "রামনবমীতে অস্ত্র ব্যবহারের পরম্পরা আছে। এটা কেউ আটকাতে পারবে না।" অপরদিকে বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল বলেন, "ভাটপাড়ায় তাঁর এটা প্রথমবার আসা নয়। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার সময়ে এখানকার অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর দাবি, অর্জুন দা মনেপ্রাণে বিজেপিতেই ছিলেন।" এদিনের শোভাযাত্রায় হাজির ছিলেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রিয়াঙ্গু পান্ডে, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, মন্নু সাউ প্রমুখ।
*ছবি: প্রবীর রায়।*
এসবি নিউজ ব্যুরো: তাপপ্রবাহ বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটের উত্তাপ, বাড়ছে প্রচারের মাত্রা। বুধবার রামনবমীতে মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেব এবং বিজেপির হিরণ রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন। জনসংযোগ করলেন দুজনেই। ঘাটালে রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল প্রার্থী দেব এই প্রথম অংশগ্রহণ করলেন। মঙ্গলবার পিংলা ব্লকে দেব বলেন, "ধর্ম জিতলে হেরে যাবে মনুষ্যত্ব। আমার দলের ওর দল যারাই ধর্ম নিয়ে রাজনীতি করবে সেই দলটাকে বন্ধ করতে হবে। এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলিম।
Apr 18 2024, 20:16
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.9k