সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
এসবি নিউজ ব্যুরো: সন্দেশখালির ঘটনায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সংবাদের শিরোনামে থাকা সন্দেশখালি নিয়ে ৫টি জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলাগুলিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশে দিল প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত কেন্দ্রীয় তদন্তে রাজ্যকে সব রকম সাহায্য করতে নির্দেশ দিয়েছে আদালত।
ডিভিশন বেঞ্চের নির্দেশ, কেন্দ্রীয় তদন্তকারীদের অবিলম্বে পৃথক একটি ই-মেইল খুলতে হবে যাতে সেখানকার মানুষ তাদের অভিযোগ সরাসরি সিবিআইকে জানাতে পারে। এছাড়াও সিবিআইকে একটি পোর্টাল তৈরি করতে হবে। জমি দখল, ধর্ষণ, চাষের জমিকে ভেড়িতে পরিবর্তন করা সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। এই তদন্ত হবে আদালতের নজরদারিতে হবে। এদিন বুধবার থেকেই সিবিআই এই তদন্ত শুরু করবে। আদালতের আরও নির্দেশ, সন্দেশখালির স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে রাস্তায় সিসি ক্যামেরা, এলইডি আলো বসাতে হবে আগামী ১৫ দিনের মধ্যে। রাজ্যকে তার খরচ বহন করতে হবে।
এছাড়াও সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। সিবিআই চাইলে তদন্তের স্বার্থে যে কোন পদমর্যাদার ব্যক্তিকে ডেকে পাঠাতে পারবে। আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।সেদিন তদন্ত নিয়ে রিপোর্ট দেবে সিবিআই। আদালত জানিয়েছে, সন্দেশখালিতে জমি হস্তান্তর, চাষের জমিকে ভেড়িতে রূপান্তরিত করার অভিযোগের তদন্ত করে বিস্তারিত রিপোর্ট দিতে হবে সিবিআইকে। তদন্ত প্রক্রিয়ার উপর আদালত নজরদারি চালাবে। সিবিআইয়ের রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।
আদালতের পর্যবেক্ষণ, সন্দেশখালি মামলায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের আবেদন জানানো হয়েছিল। বিষয়টির গুরুত্ব বুঝে আদালত মনে করছে, কোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই।সন্দেশখালির স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা বসানোর জন্যে উত্তর ২৪ পরগনার জেলাশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনকে একসঙ্গে মিলে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে হবে।ডিভিশন বেঞ্চ তার নির্দেশে উল্লেখ, মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ, বিশেষ করে তফসিলি জনজাতির জমি কেড়ে নেওয়া-সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করে আদালত সিদ্ধান্ত নিয়েছে।সিবিআই সন্দেশখালির মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে।
আদালতের নির্দেশ, মামলার সব পক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে সিবিআইয়ের কাছে সব অভিযোগ জমা দিতে অভিযোগকারীদের গোপনীয়তা বজায় রাখতে বলা হয়েছে সিবিআইকে।সন্দেশখালি এলাকায় ওই ইমেল আইডির প্রচার করতে হবে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে। স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচারিত দৈনিক কাগজেও ওই বিষয়ে মানুষকে অবহিত করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

এসবি নিউজ ব্যুরো: সন্দেশখালির ঘটনায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সংবাদের শিরোনামে থাকা সন্দেশখালি নিয়ে ৫টি জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলাগুলিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশে দিল প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত কেন্দ্রীয় তদন্তে রাজ্যকে সব রকম সাহায্য করতে নির্দেশ দিয়েছে আদালত।

এসবি নিউজ ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে হায়দরাবাদ আসনের লড়াই আকর্ষণীয় হতে চলেছে। ভারতীয় জনতা পার্টি হায়দরাবাদ থেকে ওয়েসির বিরুদ্ধে ডাঃ মাধবী লতাকে প্রার্থী করেছে। পেশায় একজন ব্যবসায়ী ছাড়াও মাধবী লতা একজন সমাজকর্মী এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন।প্রাচীনকাল থেকেই এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ পুরাতন শহরে সক্রিয়। মাধবী লতা কট্টর হিন্দু হওয়া সত্ত্বেও মাদ্রাসাগুলোকে সাহায্য করেন। তিনি বলেন, মানবতার চেয়ে বড় কোন ধর্ম নেই, কিন্তু যারা সনাতনের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বক্তব্য দেয় তাদের বরদাস্ত করা হবে না।
এসবি নিউজ ব্যুরো: দেশের পরিবেশ হয়ে উঠেছে সম্পূর্ণ নির্বাচনমুখী। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট 19 এপ্রিল অনুষ্ঠিত হবে। তার আগে দলগুলো তাদের প্রার্থী ঘোষণায় ব্যস্ত। সারা দেশে অনেক হট সিট রয়েছে, যার উপর জনসাধারণের বিশেষ নজর থাকে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ আসন হল আমেঠি ও রায়বেরেলি। আমেঠি এবং রায়বেরেলি কংগ্রেসের পারিবারিক আসন।
এসবি নিউজ ব্যুরো: মধ্যপ্রদেশে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন রাহুল গান্ধী। তিনি মন্ডলা লোকসভা আসনের সিওনি জেলার ধনোরা এবং শাহদোলে জনসভায় ভাষণ দেন। এখানে মূল মঞ্চে যে ব্যানার লাগানো হয়েছে তাতে মন্ডলা আসন থেকে বিজেপির প্রার্থী এবং কেন্দ্রীয় প্রার্থী।মন্ত্রী ফাগ্গন সিং কুলস্তের ছবি লাগানো রয়েছে। রাহুল গান্ধী যে প্রার্থীর বিরুদ্ধে ভোট চাইতে আসছেন তার ছবি মঞ্চে রাখা হয়েছিল। রাহুল গান্ধীর সমাবেশের একদিন আগে মঞ্চে মূল ব্যানারটি লাগানো হয়েছিল। এই ব্যানারে কংগ্রেস প্রবীণদের ছবি লাগানো হয়েছে। যদিও,এই ব্যানারে কংগ্রেস পার্টি বড় ভুল করেছে। লোকসভায় যেখানে কংগ্রেস তার প্রার্থী এবং দলের প্রচার করছে, সেখানে একই ব্যানারে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান মান্ডলা সংসদীয় আসনের প্রার্থী ফাগ্গন সিং কুলাস্তের ছবি লাগানো হয়েছে। তবে, পরে এই ছবিটি দ্রুত পরিবর্তন করা হয়। বিজেপি নেতার জায়গায় কংগ্রেস বিধায়ক রজনীশ হরবংশ সিংয়ের ছবি লাগানো হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী এবং ছয়বারের বিজেপি সাংসদ ফাগ্গান সিং কুলস্তে প্রাক্তন মন্ত্রী এবং ডিন্ডোরি-এসটি থেকে চারবারের কংগ্রেস বিধায়ক ওমকার সিং মারকামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 2014 সালের প্রতিযোগিতার পুনরাবৃত্তিতে যখন কুলস্তে জিতেছিলেন। একই সঙ্গে রাহুল গান্ধীর সভায় মঞ্চে প্রদর্শিত বিজেপি প্রার্থীর ছবি নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মোহন ডক্টর যাদব। মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেস নির্বাচন নিয়ে গুরুতর নয়।মনে হচ্ছে নির্বাচনের আগেই পরাজয় মেনে নিয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বলেছেন যে কংগ্রেস তার দল এবং কর্মীদের নিয়ে মজা করছে, এতেই বোঝা যায় কংগ্রেস কতটা গুরুতর। মধ্যপ্রদেশে চার দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট 19 এপ্রিল, তারপরে 26 এপ্রিল, 7 মে এবং 13 মে অনুষ্ঠিত হবে। মধ্যপ্রদেশে মোট 29টি লোকসভা কেন্দ্র রয়েছে, যা এটিকে একটি সংসদীয় কেন্দ্রে পরিণত করে।প্রতিনিধিত্বের দিক থেকে এটিকে ষষ্ঠ বৃহত্তম রাজ্যে পরিণত করে। এর মধ্যে 10টি আসন SC এবং ST প্রার্থীদের জন্য সংরক্ষিত, বাকি 19টি আসন অসংরক্ষিত।
এসবি নিউজ ব্যুরো: গত বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার আসনে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা প্রাক্তণ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পরাজিত করে চমক দিয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী।তাই মোদী-শাহ জুটি আসন্ন লোকসভা নির্বাচনে সেই শ্রীরূপা মিত্র চৌধুরীর উপর ভরসা করেছেন। মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপির প্রার্থীও করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরীকে।
এসবি নিউজ ব্যুরো: চিনকে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।অরুণাচল প্রদেশের কিছু অংশের উপর চীনের আঞ্চলিক দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।বলেছেন যে কোন সন্দেহ নেই যে উত্তর-পূর্ব রাজ্যটি ভারতের একটি অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ। অরুণাচল প্রদেশের কিছু অংশের ওপর চীনের দাবি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, "অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে"।
খবর কলকাতা: বুধবার জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে যোগ দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালেই তিনি বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,
খবর কলকাতা: আগামী ১৬ এপ্রিল উত্তরদিনাজ পুরের রায়গঞ্জে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে তিনি এই জনসভা করেবেন।মোদিজির এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে জেলা বিজেপি।
Apr 10 2024, 16:47
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
10.6k